নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

বন্যতা

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

যোজন যোজন ধরে এক সাথে ছিলাম আমরা

দাঁড়িয়েছি যৌবনের পাড়ে

শৈশবের দুরন্ত আঁকাবাঁকা পথ

পা’য়ে পা’য়ে পেরিয়েছি কৈশরের সিঁড়ি

উড়েছি ত মেঘে’র ভেলায় চড়ে

হাত ধরে কত কাছাকাছি

কত কাছাকাছি ছিলাম আমরা

কাটিয়েছি কত প্রহর

কত যুগ

কত না বর্ষ।।



কত বসন্ত কেটেছে হলুদ আর সবুজের সাথে

পাতা ঝরা কত বিকেল

কত জ্যোৎস্না রাত

সিক্ত চুম্বনে পেরিয়েছি আলোকবর্ষ

মিশে গেছি আত্মার শরীরে

ডুবে গেছি আঁধারের গায়!!



আজ সব ধুধু বালুচর, কিংবা

বিস্তীর্ণ সমুদ্র সৈকতে আমি একা

ঐ’ দূ......রে......... হারানো সফেদ ঢেউ

বয়ে নিয়ে যায় যত স্মৃতির পাহাড়

সাইক্লোনের বন্য থাবা

ভূমিকম্পে ধ্বসে যাওয়া

আথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত

আমার আত্মার ব্যবচ্ছেদ

আমার হৃদয়ের কাঁটা ছেঁড়া!!



আমি বিবর্ণ

আমি ভঙ্গুর কোনও এক কাঁচের দেয়াল

আমার শিরায় লহিত কণিকার ছটফটানি

আমার ধ্মনিতে অচেনা গন্ধ

আমি ডুবে যাচ্ছি................

আমি মিশে যাচ্ছি.....................

আমি তলিয়ে যাচ্ছি অন্ধকার অতল গহ্বরে।।



আমার চিত্ত চঞ্চল

আমার নগ্ন দৃষ্টিতে এক বেহেয়া নারী

আমার অঙ্গুলি কম্পমান

খুঁজে ফেরে কোন নারীর পেল্লবিত বাহু

কোন ডাকিনীর ধারাল স্তন

কিংবা কোন বেদুঈনের বিকৃত যৌনতা।।



আমার ক্ষুধার্ত যৌবন চিৎকার করে ওঠে

আমি বেদুঈন

আমি হিংস্র

আমি হায়নার চেয়েও হিংস্র

আমার নাসারন্ধ্রে লাসের গন্ধ

আমি দেখতে চাই

ছিঁড়ে ফুঁড়ে দেখতে চাই

কোথায়

কোথায় হারিয়েছে ভালবাসা!!

--------------------------------------------------------



সাগরের জলে জ্যোৎস্নার চুম্বন

নগ্ন পা’য়ে নূপুরের নিক্কন!!



বিরহের ধারা ঝরে বাহিয়া দু’গাল

রেল লাইন বয়ে যায় সমান্তরাল

যারে ডাকি কাছে

সেই দূরে চলে যায়

আমি কাঁদি মিছে!!



নোটঃ ভালবাসা শুধু সৃষ্টিই করে, ধ্বংস করেনা!!!

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতার কথা
ভাললাগা +

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:২০

তীর্থক বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন: স্মৃতি হাতড়ে ফেরা বিষাদ কাব্য ।



চমৎকার লিখেছেন । কবিতায় ভালোলাগা ++

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২

তীর্থক বলেছেন: বিষাদ, বিরহ, আক্রোশ।

ধন্যবাদ।

৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২

অপর্ণা মম্ময় বলেছেন: স্মৃতি কথন ! আমি তো ভালোবাসার জন্য কবিতায় বিষাদের ছোঁয়া পেলাম, দেখলাম আক্রোশ !

কোথায়
কোথায় হারিয়েছে ভালবাসা!!

লেখালেখি , কবিতা চর্চা চলুক ! আমরা পড়তে থাকি !

শুভ কামনা রইলো

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

তীর্থক বলেছেন: প্রচন্ড আক্রোশ।

যারে ডাকি কাছে
সেই দূরে চলে যায়
আমি কাঁদি মিছে!!

ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা!

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

ছিলাম বলতে কেমন যেন হারানো সুর মনে হয়...

ভালো লাগা রইল।।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০

তীর্থক বলেছেন: "ছিলাম" বদলায়ে দিব?

৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

--------
আপনার একেবারে প্রথম পোস্টটা পড়লাম ...অফলাইনে, বিকেলে ...মূলত অনেক পুরণো ব্লগার বলেই দেখতে নিয়েছিলাম।
শুভেচ্ছা রইল।।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

তীর্থক বলেছেন: আমার লেখা কখনই এমন কিছু ছিল না যে গর্ব করে বলতে পারি :-)

তবে সামু কে ভালোবাসি। লিখতে না পারি, পড়তে ত পারি :-)

ধন্যবাদ আমার লেখনীর প্রতি সামান্য হলেও আগ্রহ জন্মেছে তাই :-)

৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো !

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

তীর্থক বলেছেন: আমারও :-)

৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫১

আমিনুর রহমান বলেছেন:


সুন্দর ! কিছু টাইপো আছে।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪০

তীর্থক বলেছেন: টাইপোগুলো খুঁজতে ইচ্ছা করেনা..। ধরায়ে দিলে শুধরে নিতে পারি :-)

৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় ভালো লাগা জানাচ্ছি।

'যোজন যোজন ধরে এক সাথে' কী ভেবে লিখেছেন জানি না, কিন্তু কতাটা দারুণ। আমরা প্রায় এক মাইল পথ একসাথে ছিলাম- এরকম বুঝেছি।

শুভেচ্ছা।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

তীর্থক বলেছেন: সময় এবং দূরত্ব বোঝাতে।

বুঝে নিন :-)

আপনাকেও শুভেচ্ছা!!!

৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৩

দূরে থাকা মেঘ বলেছেন: ভালো লাগলো। ভালোবাসা সৃষ্টি তো করেই, ভালো কিছুর সাথে অনেক অভিমান, জেদ আর একটা গোপন আক্রোশ, বিরহ তো আছেই,আর ভালো না থাকার মতোন একটা ভালো ব্যপার।

ভালো লাগলো,একটা গান খুব মনে পড়ে গেলো,আপনার কবিতা পড়ে।

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

তীর্থক বলেছেন: ধন্যবাদ। কোন গানটি মনে পরলো তা ত বললেন না।

১০| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

টুম্পা মনি বলেছেন: ভালো লাগলো।

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

তীর্থক বলেছেন: আমারও ভালো লাগলো।

১১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

অনাহূত বলেছেন: মুগ্ধতা কবি।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

তীর্থক বলেছেন: অনেক ধন্যবাদ.......

১২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

রোমেন রুমি বলেছেন: বাহ !
বেশ সুন্দর কবিতা ;
গতিময় কথন ।

কোথাও নজরুলের একটু ছোঁয়া পেয়েছি

পড়ে প্রশান্তি পাওয়ার মত একটা লেখা ।

ভাল থাকুন
শুভ সকাল ।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

তীর্থক বলেছেন: এনকারেজিং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো পড়তে।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

তীর্থক বলেছেন: ভালো লেগেছে জানলে ভালো লাগে।

ধন্যবাদ।

১৪| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো কবিতায়। বেশ কিছু টাইপো চোখে পড়লো। আশা রাখি ঠিক করে নিবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

তীর্থক বলেছেন: টাইপোগুলো কিছু স্বল্প বিদ্যা আর কিছু ফোনেটিক সমস্যা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.