নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

প্রজন্মের সেরা ক্যাপ্টেন মাশরাফি কে সালাম

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

বাংলাদেশ কিন্তু আফগানস্থান, ইউ.এ.ই. কিংবা ওমানের মত না যারা ইমিগ্রেশান দিয়ে ইন্ডিয়া, পাকিস্তান থেকে খেলোয়ার এনে ক্রিকেট খেলায়। তাই যারা বলে যে আফগানস্থান, ইউ.এ.ই, ওমান এত দ্রুত ক্রিকেটে এতদুর এগিয়ে গেল আর বাংলাদেশ বছরের পর বছর স্ট্রাগল করছে তাদের সাথে বেহুদা তর্ক করতে আমি রাজি না।

এবার এক হাত নিতে চাই যারা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে বাঁকা কথা বলে?
আসলে ক্রিকেট মাঠে যদিও ক্যাপ্টেন থাকে একজন কিন্তু খেলা শুরু হলেই আমরা সবাই ক্যাপ্টেন হয়ে যাই। আমার পরিচিতজনদের ই কয়েকটা উদাহরন দেই:

১) মাশরাফি ঐ ওভারে সাকলাইনকে কেন বল দিল? তার ত তখন নিজের বল করা উচিৎ ছিল!

২) আল-আমিনের ওভার বাকি থাকতে মাশরাফি ঐ ওভারে সাকলাইনকে কেন বল দিল?

৩) সাব্বির কে দিয়ে বল না করায়ে মাশরাফি ঐ ওভারে সাকলাইনকে কেন বল দিল?

৪) সাকিব-মুস্তাফিজের সব ওভার গাধার মত আগেই শেষ কইরা দিছে। এইটা কোনও কথা হইল?

৫) মাহমুদুল্লাহ থাকতে মাশরাফি ঐ ওভারে সাকলাইনকে কেন বল দিল?

৬) মাশরাফি নিজে ওয়াটসননের ক্যাচটা না ধরে মিঠুনকে কেন এ্যালাও করল?

৭) মাশরাফি নিজে ব্যাটিংয়ে না নেমে শুভাগত কে কেন নামাল?

৮) মাহমুদুল্লাহ কে এত পরে কেন নামাল?

৯) নাসির কে না নামায়ে সাকলাইন কে কেন নামাল?

১০) আল আমিন কে কেন কভারে ফিল্ডং করান হল?

মোদ্দাকথা মাশরাফি যদি এতগুলি ক্যাপ্টেনের বুদ্ধি নিত তাহলে ঐদিন বাংলাদেশ নির্ঘাত জয়ী হত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঠে বসে তার পক্ষে এত বুদ্ধি নেয়া সম্ভব হয় নি।

আচ্ছা কারও কি মনে আছে গত ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স কি ছিল? কিংবা গত পাকিস্তান-ইন্ডিয়া-দ: আফ্রিকার সাথে সিরিজে আমরা কেমন খেলেছি? এই গত এশিয়া কাপ ক্রিকেটেই বা আমরা কি পজিশন পেয়েছি? আমাদের কোন কোন খেলোয়ার উপরের সিরিজগুলো খেলতে পারেনি তা কি কারও মনে আছে? আমি একটু মনে করিয়ে দেই:

- গত ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে আমরা মুস্তাফিজ'কে চিনতামই না তবুও আমরা ইংল্যান্ড কে হারিয়েছি এবং কোয়ার্টার ফাইনালে খেলেছি!

- পাকিস্তান সিরিজে ওয়ানডেতে আমরা আল আমিন কে পাইনি আর মুস্তাফিজ কে খেলাইনি তবুও পাকিস্তান কে বাংলা ওয়াস করেছি

- ইন্ডিয়া সিরিজেও ওয়ানডেতে আমরা আল আমিন কে পাইনি তবুও ইন্ডিয়া কে ২-১ এ সিরিজে হারিয়েছি।

- দ: আফ্রিকা সিরিজেও ওয়ানডেতে আমরা আল আমিন কে পাইনি তবুও তাদের কে ২-১ এ সিরিজে হারিয়েছি।

- এশিয়া কাপ ২০১৬ তে আমরা রুবেল কে পাইনি এবং তামিমকে প্রথম ৩ টি ম্যাচে পাইনি তবুও ফাইনাল খেলেছি পাকিস্তান এবং শ্রীলংকা কে হারিয়ে।

বলেন ত এই সবগুলি সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন কে ছিল? উত্তর: মাশরাফি :)
এবং এই সিরিজগুলির আগে বাংলাদেশ কি কখনও এমন ধারাবাহিক ভাল পারফর্ম করেছে? উত্তর: না :(

ক্রিকেটের মোড়লরা যেখানে ১৪ জন খেলোয়ার নিয়ে খেলে বাংলাদেশ সেখানে ১০ জন খেলোয়ার আর একজন ক্যাপ্টেন নিয়ে খেলে যার পায়ে ৬টি অপারেশান এবং যে এখনো তার প্রতিটি ছেলেকে যা আদেশ দেয় তা তারা অক্ষরে অক্ষরে পালন করে। বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের মাথার তাজ হচ্ছে মাশরাফি! সে ইচ্ছা হলে বল করবে, না ইচ্ছা হলে বল করবে না। ব্যাটের ক্ষেত্রেও তাই। শুধু ক্যাপ্টেন্সি করার জন্যই তাকে দলে রাখা হবে।

এই কথা যাদের পছন্দ নয় তারা মাথা কুটে মরুক, তাতে বাংলাদেশ ক্রিকেটের কিছুই যায় আসে না :(

গোটা পৃথিবী কে চ্যালেঞ্জ, বিশ্বকাপের মত এমন আসরে খেলতে এসে মধ্যপথে কোন দল যদি তার সেরা ২-৩ টি অস্ত্র হারায় তাহলে পাগ ল হ য়ে যাবে! বিশ্বকাপ ফুটব লল ২০১৪ র কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-জার্মানি ম্যাচ তার বড় প্রমান। শুধু মাশরাফি ছিল ব লেই আমাদের প রিন তী ব্রাজিলের মত হয়নি। আমরা হেরেছি তবে জয়ের খুব কাছে গিয়ে।

সেরা দুজন বোলার আর সেরা একজন ওপেনিং ব্যাটসম্যান না খেলতে পারার পরেও অস্ট্রেলিয়ার মত ক্রিকেট পরা শক্তির সাথে এভাবে হাড্ডা-হাড্ডি লড়াই করা সম্ভব সেটা মাশরাফির কল্যানে আমারা দেখতে পেলাম।।।

আমার প্রজন্মের সেরা ক্যাপ্টেন মাশরাফি কে সালাম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.