নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

রম্য রচনা: চাক্কা (ঢিল্লা) বোলিংয়ের বৈধতা চাই!!!

২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯

বোলারদের বোলিং এ্যাকশান নিয়া যখন প্রশ্ন ওঠে তখন কেন জানি আমার মাথার ভিতরটা চিন চিন করে।

যদি কোনোদিন আই.ছি.ছি'র প্রেসিডেন্ট হইতে পারতাম তাইলে সালার বোলিং এ্যাকশান শব্দটাই ক্রিকেট থিকা উঠাইয়া দিতাম। ক্যান ব্যাটসম্যান'রা যখন স্কুপ, হেলিকাপ্টার, পেরিস্কোপ, সুইয়া বইয়া আপার কাট-লোয়ার কাট সট খেলে তখন কি বোলার'রা মানা করে? তখন ত আপনারা সবাই ঠেইলা তালি বাজান। তাইলে বোলার'গো বেলায় এত কথা ক্যান? হাত ভাইঙ্গা বল করতে পারবি না, চাক্কা বল (ঢিল্লা বল) করতে পারবি না আর গড়াইয়া বল করা ত জন্ম থিকাই নিষেধ! আরে ব্যাডারা ব্যাটসম্যান সুইপ (ঝাড়ু) সট খেলতে পারলে বোলার গড়াইয়া বল করতে পারবো না ক্যান! কর্তৃপক্ষের কামডা কি? তারা খেলার মাঠের এইসব বৈষম্য চোখে দেখেনা?

ব্যাটসম্যানের উলটা পালটা সট যদি "ওকে" হয় তাইলে বোলারের উলটা পালটা বলও "ওকে" করতে হইব। এক খেলায় দুই নীতি চলব না। আমার হাত আমি ভাইঙ্গা বল করুম নাকি আস্তা রাইক্ষা বল করুম ওইডা আমার ব্যাপার। তুই বলার কে? চাক্কা বল (ঢিল্লা বল) করা আমার অধিকার। তোমরা এই গার্ড সেই গার্ড হেলমেট নাকি মামলেট কি সব পড়, আমরা কি মানা করি? তাইলে আমরা চাক্কা বল (ঢিল্লা বল) করতে পারুম না কেন? চাক্কা বলে (ঢিল্লা বল) পারলে স্কুপ মাইরা ছক্কা-চাইর মার না, আমরা কি মানা করছি?

দুইদিন পড়ে হয়ত নতুন নিয়ম করবা জোরে বল করাও নিষেধ, কেন? ব্যাটসম্যান'রা ভয় পায় ;) ফাইজলামি পাইছো। বোলার'রা যদি কয় এখন থিকা ব্যাটসম্যান'রা কোন গার্ড পড়তে পারব না, আমরা ত গার্ড পড়ি না, তাইলে? তখন তোমরা কি করবা চান্দু?

সালার আই.ছি.ছি।।। একদম ছি! বেশি ছি! আমি কইলাম ছি, আপনেও কন "ছি.......ছি, ছি" :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৭

রক্তিম দিগন্ত বলেছেন:
ব্যাটসম্যান যত প্রকারের শটই খেলুক - সব শটই কিন্তু নির্ভর করে টাইমিং-এর উপর। টাইমিং মাপা হলে শটটা ব্যাটসম্যান যেখানে মারবে সেখানেই যাবে। টাইমিং না হলেও শটটা ঠিকমত হবে না, এবং বল আসলে কোথায় যাবে, কত রান হবে সেটা থেকে - তা ব্যাটসম্যান নিজেও বলতে পারবে না। এছাড়া ফুটওয়ার্ক তো আছেই।

অন্যদিকে বোলার যদি অবৈধ অ্যাকশনে বল করে - তাহলে সে তার প্রতিটা বল একই জায়গায় ফেলতে পারবে। গতিও হবে অনেক বেশি। নরমাল স্পিনারের বল হবে পেসের গতির। পেসারের বলের গতি হবে অতিরিক্ত বেশি। এটা ফেয়ার প্লে না। দ্বিতীয়ত, এতে ব্যাটসম্যানের আহত হওয়ার সম্ভাবনাও বেশি।

এলাকায় বোলিং-এর অভ্যাস থাকলে দুইভাবেই বল করে দেখবেন। দেখবেন যে যেটাকে আপনি অবৈধ অ্যাকশনে ছুড়েছেন সেটার উপর আপনার কন্ট্রোল ভাল। হাত যত বাঁকিয়ে বল করবেন - বলের উপর আপনার কন্ট্রোল তত বেশি হবে। সফলও হবেন। প্রমাণ হিসেবে অশ্বিনকে দেখেন। বুমরাকে দেখেন।

বৈধ অ্যাকশনে নিয়ন্ত্রিত বোলিং করা অনেক কঠিন। এজন্যই তো যে কোন বোলারের সবচেয়ে বড় প্রশংসাটা হয় - বলের উপর তার নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাটা অনেক ভাল। প্রমাণ তো আমাদেরই মুস্তাফিজ। এছাড়া ম্যাকগ্রা, পোলকরা তো আছেই।

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪০

তীর্থক বলেছেন: আপনার সাথে দ্বিমত পোষন করছি।

১) সব শটই কিন্তু নির্ভর করে টাইমিং-এর উপর কথাটা ঠিক না। ফুট ওয়ার্ক & স্কিল ও মেজর ফ্যাক্টর।
২) বোলার যদি অবৈধ অ্যাকশনে বল করে - তাহলে সে তার প্রতিটা বল একই জায়গায় ফেলতে পারবে এই কথটিও ঠিক না। বোলিং স্পট পার্ফেকসান নির্ভর করে প্র্যাকটিসের উপর। ম্যাকগ্রা'কে দেখেন কিভাবে সারাদিন একই স্পটে বল করত।
৩) স্পিনারের গতি বেশি হওয়ার সাথেও অবৈধ অ্যাকশনের রিলেশান নেই। স্পিনারদের মুল অস্ত্র হচ্ছে বোলের কাজ।
৪) এটা একটা রম্য রচনা। মজা করাটািএখানে মুখ্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.