নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

একটি চিরকালীন মশার মর্মান্তিক আত্মহুতি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

ওর ডানা ঝাপটানো দেখেছিলাম
হয়তো গুন গুন শব্দে গানও শুনিয়েছিল কিছুক্ষন
তারপর বইয়ের মধ্যে মুখ গুজেছি
ভুলে গেছি ওর কথা
একদম!!!

ওর হয়তো একটা সংসার ছিল
একটা স্বামী আর দুটো বাচ্চা
ছেলে কিংবা মেয়ে
প্রতিদিন বেড় হত রোজগারের ধান্দায়
হয়তো রাজনীতিতে জড়িয়ে ছিল
একটু মন্দ স্বভাবও থাকে কারো কারো
জানা হয়নি!!!

ঘরে ফেরার নিশ্চয়তা দিয়েছিল
ছেলেটা খুব কান্না করে যে
আর মেয়েটাও
একদম বেড়ুতে দিতে চায় না
গলা জড়িয়ে থাকে, শক্ত করে
আদর চায়
ওর আর ঘরে ফেরা হয়নি!!!

ওর একটা অতীত ছিল
খুব সাদামাটা
হয়তো সবারই থাকে
কাউকে ভিষন ভালোবেসেছিল
লুকিয়ে লুকিয়ে
অথচ লোকটা পাত্তাই দিল না
না পাওয়ার বেদনা ছিল
না পাওয়ার বেদনা থাকে, পোড়ায়
আজীবন!!!!

তারপর আমাকে গান শোনাল
গুন গুন গুন গুন
সুরটা যদিও খুব চেনা চেনা
কেমন করুণ
শুন্যতা মেশান
অথচ ঠিক মনে পড়ে না
খুব ডানা ঝাপাচ্ছিল
আমিও একবার সজোরে হাত নেড়েছি

ব্যস ঐটুকুই শুধু মনে আছে
তারপর শুধু লালচে রক্তের ছোপ
হয়তো আভিমান
হয়তো আত্মহুতি
বাকিটা জানা যায়নি
আর কখনোই জানা যাবে না
কিছু কথা চিরদিনই অজানা থেকে যায়!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

প্রথমকথা বলেছেন:
রিয়েলি নাইচ ওয়ান, নাইচ প্রেজেন্টেশান।

০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

তীর্থক বলেছেন: ধন্যবাদ :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

শহিদুজ্জামান বলেছেন: বেশ লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

তীর্থক বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.