নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

ঘুম!

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

নিঃসঙ্গ রাত চোখের পাতায় বসে
চুপি চুপি খুব সন্তর্পনে ডাকে,
আয়, ঘুম আয়!

নিশাচর পাখিরা ডেকে ডেকে ক্লান্ত হয়,
দেবদারু গাছের ডালে বাড়ি লাগে ঠকঠক,
বিলাসী বাতাস শো শো শব্দে ছুটে যায় ধান কিংবা সরিষার ডগায়।

ঘুম তবু নিশ্চুপ,
কথা কয় না,
কাছে আসে না!

তারপর?
দিন যায় মাস যায়, কাছে আসেনা,
শিরদাঁড়া বেয়ে অন্ধকার নামে,
ভোর হয় আগুনের মত টকটকে, লাল!
কাছে আসেনা!

পুড়নো মদের বোতলে ডুবে থাকে তেলাপোকা,
ঝি ঝি পোকা শিষদেয় এ্যালিয়ন স্ফটিক কাঁচের স্পর্ষে,
স্বচ্ছ তিরতির শীত হামাগুরি দেয় দেয়ালের চামড়ায়,
সাপেরা লালা ঝরায় টমেটোর টসটসে লাল গালে।

তবু কাছে আসেনা!
মরিয়া রাত তবু ডেকে ডেকে হয়রান হয়,
হয়ত কাছে আসবে,
অন্তত একবার,
আর কোমল ছোয়া নক্ষত্রের আলোয় মাতাল হবে,
খুব বেশি ভালোবাসে হয়ত,
খুব কাছে চায়!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি ভাবে ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.