নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগের দূরদর্শীতা, দেশ আজ সত্যিকারের স্বাধীন ;)

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

বাংলাদেশ সরকার (আওয়ামীলীগ) একটা জিনিশ পরিষ্কার করে দিয়েছে যে, যারা আওয়ামীলীগের সাপোর্ট করে তারা সবাই মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক। অর্থাৎ বাকিরা রাজাকার! খুবই পরিষ্কার, কোন জটিলতা নেই।

পরিসংখ্যান ঘাটলে এর কি তাৎপর্য দাঁড়ায় একটু দেখি।

শুরু করি ১৯৯১ এর ২৭এ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দিয়ে কারন এর আগে বাংলাদেশে কোন ইলেকশান হয়নি, যা হয়েছে সবই ছিল বেসিক্যালি সিলেকশান যা ২০১৪ তে আবার ফিরে এসেছে :)

১৯৯১ এর ২৭এ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৩৪,৪৭৭,৮০৩ আর আওয়ামীলীগ পেয়েছিল ১০,২৫৯,৮৬৬ ভোট। অর্থাৎ ১৯৯১এ বাংলাদেশের ৩০.১% ভোটার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক ছিল আর বাকি ২্‌৪,২১৭,৯৩৭ ভোটার মানে ৬৯.৯% ছিল রাজাকার। ১৯৭১ থেকে ১৯৯১, এই ২০ বছরে রাজাকারে দেশটা কিভাবে ভরে গিয়েছিল দেখেন! আওয়ামীলীগ এই নির্বাচনে বিএনপি'র কাছে পরাজিত হয়েছিল।

১৯৯৬ এর ১২ই জুন জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৪২,৮৮০,৫৭৬ আর আওয়ামীলীগ পেয়েছিল ১৫,৮৮২,৭৯২ ভোট। অর্থাৎ ১৯৯৬এ বাংলাদেশে কিছু রাজাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হয়েছিল আর বাকি ২৬,৯৯৭,৭৮৪ ভোটার তখনো ছিল রাজাকার। আওয়ামীলীগ এই নির্বাচনে জয়ী হয়েছিল।

২০০১ এর ১লা অক্টোবর জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৫৫,৭২৮,১৬ ২ আর আওয়ামীলীগ পেয়েছিল ২২,৩১০,২৭৬ ভোট। অর্থাৎ ২০০১এ বাংলাদেশে আবার কিছু মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক রাজাকারদের সাথে যোগ দিয়েছিল। ফলে রাজাকারের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছিল ৩৩,৪১৭,৮৮৬। আওয়ামীলীগ এই নির্বাচনে বিএনপি'র কাছে পরাজিত হয়েছিল।

২০০৮ এর ২৯এ ডিসেম্বর জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৬৯,১৭২,৬৪৯ আর আওয়ামীলীগ পেয়েছিল ৩৯,৫৬০,৪১৩ ভোট। অর্থাৎ ২০০৮এ বাংলাদেশে আবার কিছু রাজাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হয়েছিল আর বাকি ২৯,৬১২,২৩৬ ভোটার তখনো ছিল রাজাকার। আওয়ামীলীগ এই নির্বাচনে জয়ী হয়েছিল।

দেশে রাজাকাররা যেভাবে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হচ্ছিল আবার সময় বুঝে মুক্তিযুদ্ধের বিপক্ষে সমর্থন দিচ্ছিল তাতে দেশে যেকোন সময় একটা বড় ধরনের বিপর্যয় আসতে পারত যা স্বাধীনতার জন্য কখনোই শুভ হত না। তাই আওয়ামীলীগ সরকার ২০১৪তে এসে বাধ্য হয়েই সিলেকশান প্রথায় ফিরে গেছে। রাজাকারদের আর দল পরিবর্তনের সুযোগ নেই। তাদেরকে একবারেই ডিসিশান নিতে হবে তারা কি রাজাকারই থাকতে চায় নাকি মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হতে চায়।

দেশ আজ ইলেকশান মুক্ত, দেশ আজ রাজাকারদের ক্ষনে ক্ষনে মুক্তিযোদ্ধায় রূপান্তর মুক্ত, দেশ আজ সত্যিকারের স্বাধীন!

জয় বাংলা!!!

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪

মরুচারী বেদুঈন বলেছেন: বা চমৎকার।
দেশ আজ সত্যিকারের স্বাধীন!
কারণঃ চোর, খুনি, ধর্ষণকারীরা আজ স্বাধীনভাবে তাদের কাজ সম্পাদন করতে পারছে!
বিরোধী দলকে আচ্ছামত দমন নিপীড়ন করা যাচ্ছে!

চালাই যানন...।
দেশের মানুষ বাহবা দিচ্ছে....

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

তীর্থক বলেছেন: দেশ স্বাধীন না? কি বলেন? দেশ স্বাধীন না হলে প্রধান বিচারপতির মত এমন খারাপ একজন লোক দেশ ছাড়ে কেমনে? ১১টা সুনির্দিষ্ট ইস্যু তারপরেও স্বাধীনভাবে দেশ ছাড়তে পারলেন এরচেয়ে বড় স্বাধীনতা আর কোথায় পাবেন?

২| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

নিরাপদ দেশ চাই বলেছেন: দেশ আজ ইলেকশন মুক্ত

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০

তীর্থক বলেছেন: ইলেকশানের ভ্যাজাল মুক্ত ;)

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

আবু তালেব শেখ বলেছেন: চালের কেজি ৭০ টাকা?
ধ্যাৎ তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে??
আমরা চেতনা খেয়ে বাচবো।
ভাতের বদলে পেটে চেতনাই বিকল্প ব্যবস্হা

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

তীর্থক বলেছেন: বাংলাদেশ এখন প্রায় মধ্যম আয়ের দেশ, চালের দাম ত একটু বাড়বেই ;)

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

মরুচারী বেদুঈন বলেছেন: আরে একসময় ৯৩ টাকা আছিল না!
১৯৭৪

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২

তীর্থক বলেছেন: ৯৩ টাকা কি ছিল?

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

মরুচারী বেদুঈন বলেছেন: ভাই, কিছু মনে করবেন না!
মহাভারত এমনিতেই অশুদ্ধ।
এটা কোন কালেই শুদ্ধ ছিল না।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২

তীর্থক বলেছেন: কথা সত্য :)

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩

তীর্থক বলেছেন: আপনিও ভালো থাকুন :)

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১

খাঁজা বাবা বলেছেন: চমৎকার। যার গলা্য আওয়াজ বেশি, স ই সত্যবাদী।

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: এমন একটা লেখায় কলাবাগান এর মন্তব্য নেই, খুবই হতাশা জনক????

৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কলাবাগান আর হাসান কালবৈশাখী ভাইর কমেন্ট আবশ্যক এই পোস্টে। দেশ স্বাধীন বলেই তো এখনো সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান হয়...

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯

ধুতরার ফুল বলেছেন: @কলাবাগান এবং @হাসান কালবৈশাখী,

একবার এদিকে উঁকি দিয়ে যাবেন কি?

১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯

টারজান০০০০৭ বলেছেন: বিরোধী দলে গেলে রাম, ক্ষমতায় গেলে রাবন ! আমরা রাম , রাবন কাহাকেও চাহিনা !

১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫

মলাসইলমুইনা বলেছেন: ভোটার এবং ভোটারের এতো অঙ্ক মনে হয় শুধু শুধুই করলেন ! আমাদের রাজনৈতিক দলগুলোর কর্ণধাররা হয় এই অঙ্ক বোঝে না, নয় তাদের শেখার কোনো ইচ্ছেই নেই I এভাবেই মনে হয় অনন্তকাল চলবে দেশ !

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫

এভো বলেছেন: আওয়ামী লীগের পক্ষে কখনো ৬০% ভোট ছিল না । ১৯৭০ এর নির্বাচনে তৎকালিন পূর্ব পাকিস্থানের ১৬৩ প্রাদেশিক আসনের মধ্যে আওয়ামী লীগ জিতেছিল ১৬১ আসনে । নুরুল আমিন ও চাকমা রাজা ত্রীবিদ রায়ের কাছে আওয়ামী লীগের পার্থী পরাজিত হয় । ১৯৭১ সমগ্র ভোটের ৫৬ % আওয়ামী লীগ পেয়েছিল , মুসলিম লীগ পেয়েছিল ২০% এর মত এবং বাদবাকি ভোট অন্যান সব দল মিলে পেয়েছিল ।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

এভো বলেছেন: হিসাবটা তো উল্টো ভাবে দেওয়া যায় ---- বিএনপি জামাতের ভোট গুলো হোল রাজাকারের ভোট আর বাদ বাকি সব ভোট আওয়ামী লীগ সহ স্বাধীনতার পক্ষের ভোট । বাংলাদেশে বি এন পি জামাতের মোট ভোটের পরিমান ৩৫ থেকে ৩৬ % এর মত তাহোলে ৬৫ থেকে ৬৬% ভোট মুক্তি যুদ্ধের পক্ষের । ১৯৭০ সালে আওয়ামী লীগ পেয়েছিল ৫৬% ভোট এবং স্বাধীণতার পক্ষের অন্যান দল যেমন ন্যাপ , একতা পার্টি, সাম্য বাদি দল এরা মিলে প্রায় ১৫% ভোট পেয়েছিল তার মানি ১৯৭০ সালে প্রায় ৭১% ভোট ছিল মুক্তি যুদ্ধের পক্ষে এবং রাজাকারের পক্ষে ছিল ২৯% ভোট এখন রাজাকারে ভোট ২৯% থেকে বেড়ে ৩৫-৩৬ % হয়েছে ।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

তীর্থক বলেছেন: যদিও আপনার ক্যালকওলেশানে ভুল আছে তবুও মূল কথা হচ্ছে দেশ আজ ইলেকশান মুক্ত, দেশ আজ রাজাকারদের ক্ষনে ক্ষনে মুক্তিযোদ্ধায় রূপান্তর মুক্ত, দেশ আজ সত্যিকারের স্বাধীন ;)

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

তীর্থক বলেছেন: সাবাস!

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

তীর্থক বলেছেন: সহমত, তবে অবসর টাইমে মাঝে মধ্যে একটু কষ্ট করি :)

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

তীর্থক বলেছেন: আপনিকি স্বাধীনতার আগে চলে গেলেন?

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

মরুচারী বেদুঈন বলেছেন: উহ। দুঃখিত।

লিংকটা দেখিয়েন।


http://www.somewhereinblog.net/blog/neel_supto/29858529

২০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

হাতকাটা হাকিমুল বলেছেন: আমিও স্বাধীন দেশের মুক্তি যোদ্ধা হইবার চাই, আচ্ছা এর সিস্টেম কি ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.