নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র ধ্বংসে আওয়ামীলীগের ভুমিকা!

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১২

তাহলে জাতীয় বেইমাান কে?
গনতন্ত্র ধ্বংসকারী কে?

"
১৯৮৬ সালের ১ জানুয়ারি নিজেকে চেয়ারম্যান করে এরশাদ ‘জাতীয় পার্টি’ তৈরি করলেন। ওই বছরের মার্চে তিনি ঘোষণা দিলেন, ৭ মে নির্বাচন হবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৫-দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বে ৭-দলীয় জোট ১৭ মার্চ ১৯৮৬ এক যৌথ সভায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ১৯ মার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক জনসভায় ১৫-দলীয় জোটের নেতা শেখ হাসিনা ‘স্বৈরাচারের নির্বাচনে’ অংশগ্রহণকারীদের ‘জাতীয় বেইমান’ হিসেবে চিহ্নিত করার ঘোষণা দেন। কয়েক দিন পর অদৃশ্য কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ১৫-দলীয় জোটের সঙ্গে ৭-দলীয় জোটের সমঝোতা ভেঙে যায়। বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অটল থাকে। নির্বাচনী দৌড়ে আওয়ামী লীগের সহযাত্রী হয় জামায়াতে ইসলামী, সিপিবি, ন্যাপ (মোজাফফর) এবং আরও কয়েকটি ছোট দল। আওয়ামী লীগের মতো একটি পুরোনো ও বড় দল নির্বাচনে অংশ নেওয়ায় এরশাদের শাসন শুধু টিকে যায়নি, রাজনৈতিক বৈধতাও পেয়ে যায়।"

- প্রথম আলো, ১০ নভেম্বর, ২০১৭

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর আগে বাকশাল করেও তেনাদের নেতা বঙ্গবন্ধু গণতন্ত্র ধ্বংস করেছিলেন...

২| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


১৯৬৯ সাল থেকে বাংগালীরা আওয়ামী লীগকে অন্ধভাবে সাপোর্ট করায়, ওরা রাজনীতি শিখার প্রয়োজন বোধ করেনি; আজও দেশ চালাচ্ছে ছাত্রলীগের রাজনৈতিক ধারণাকে কাজে লাগিয়ে।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


এরশাদের সময়, এরশাদ মনে হয়, শেখ হাসিনাকে ম্যানেজ করেছিল; এরশাদ জানতো যে, শেখ হাসিনা বিএনপি'র বদলে এরশাদের সাথে রাজনৈতিক ঐক্যে আসতে পারবে। বিএনপি এরশাদের চেয়ে বেশী অপরাধে অপরাধী ছিল।

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এরশাদের মতো একটি চরম লুচ্চা, বেহায়া, আদ্যোপান্ত চরিত্রহীন জানোয়ারকে বৈধতা দেয়া ছিল আওয়ামী লীগের একটি মারাত্মক রাজনৈতিক ভুল | পরে অবশ্য আওয়ামী লীগ এই ভুল থেকে বেরিয়ে এসে এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত: করে | বিএনপি আওয়ামী লীগ একত্রে এরশাদকে হটাতে না পারলে ওই বদমাশটা অন্তত পঞ্চাশ বছর বাংলার সিংহাসন আঁকড়ে বসে থাকতো |

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: কোনো মন্তব্য করবো না।

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

তীর্থক বলেছেন: বাকশাল একটা ভিন্ন ইস্যু, তবে কোন সরকরই বাংলাদেশে কখনো গনতন্ত্র নিয়ে ভাবেনি! রহমান এন্ড রহমান পরিবার আমাদের রাজতন্ত্র উপহার দিয়েছে আর এরশাদ দিয়েছে স্বৈরতন্ত্র। এই সুযোগে জামায়াত বাংলাাদেশে তার শক্ত ঘাটি তৈরি করেছে। গনতন্ত্রহীনত অপশক্তিগুলোকে গাঁ'ঝাড়া দিয়ে দাড়াতে সহায়তা করেছে যা আল্টিমেটলি আমাদের স্বাধীনতা সংগ্রামের চরম অপমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.