নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ ভারত, পাকিস্তান বনাম বাংলাদেশ!!!

২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯
ভারত, পাকিস্তান বনাম বাংলাদেশ!!!

বিশ্বের মানচিত্রের দিকে যখন তাকাই, দেখি, চিকন মাথা আর হাত-পা ওয়ালা পুষ্টিহীন একটা ছোট্ট দেশ, বাংলাদেশ! তিনপাশে হা করে আছে ভারত আর একপাশে উত্তাল বঙ্গোপসাগর!
কি অদ্ভুত দেখেন, এত ছোট একটা দেশ অথচ তাকে নিয়ে অনন্তকাল ধরে চলছে টানাটানি! ইতিহাস সাক্ষি পাকিস্তান বাংলাদেশের উপরে যে নির্যাতন করেছে, ৭১ এ, মাত্র ৯ মাসে, তা যেকোন রাষ্ট্রের উপরে, যেকোন রাষ্ট্রের নির্যাতনের চাইতে কয়েকগুণ ভয়াবহ! যে শিশু ৭১ দেখেছে, কিংবা যে বাঙালি (বাংলাদেশের) ৭১এর নৃশংসতার ইতিহাস জানে ৭১ তার জীবনের অংশ হয়ে গেছে! ৭১কে বাদ দিয়ে বাঙালির জীবন, অসম্ভব!

৭১ বাংলাদেশকে দিয়েছে বহুকাঙ্খিত স্বাধীনতা আর ভারতকে দিয়েছে ১৯৪৭ আর ১৯৬৫ তে পাকিস্তানের কাছে কুটনৈতিক পরাজয়ের প্রতিশোধ নেয়ার সুযোগ, আন্তর্জাতিক রাজনীতি করার প্ল্যাটফর্ম! আর তার সাথে সাথে বাংলাদেশের সব কিছুতে নাক গলানোর অবাধ স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীন স্বত্বায় হস্তক্ষেপ করার অযাচিত অধিকার! আমি বলব ভারতের কারনে একটি দিনের জন্যেও বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতার স্বাদ নিতে পারেনি! ভারতকে যারা বন্ধু রাষ্ট্র বলে তাদের বলি, নিজের স্বার্থের বাইরে যেয়ে ভারত কি কখনো বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, একবারের জন্যেও? দাঁড়ায়নি! এ তবে কেমন বন্ধু???!!!

এবার সুযোগ এসেছে পাকিস্তান আর ভারতের মুখোমুখি দাড়ানোর! ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট, বাংলাদেশের সামনে ২টা মাত্র খেলা বাকি আর প্রতিপক্ষ "ভারত" এবং "পাকিস্তান"! জিততেই হবে, হারলেই বাদ!

ভারতের সাথে অনেক ম্যাচ হেরেছি, জেতা ম্যাচও হেরেছি, মিস করেছি চ্যাম্পিয়ানশিপ, আর জোর করে আম্পেয়ার-থার্ড আম্পেয়ার যোগ সাজসেও আমাদের হারানো হয়েছে একাধিকবার! অনেক কেঁদেছি, নির্ঘুম কাঁটিয়েছি অনেক রাত আর হতাশায় নিমজ্জিত হয়েছি বারবার! কিন্তু আর না! এবার বাঁচো কিংবা মরো! মাঠে যদি শরীরের শেষ রক্তবিন্দুও ঝড়াতে হয় ঝড়াবে টাইগার তবু মাথা নত করে মাঠ থেকে বেড় হবে না! জয় এবার আমাদের চাই ই চাই!

আর পাকিস্তান বধের মন্ত্র তো আমাদের জানাই আছে! মাঠে ফিরে আসুক ৭১, কাঠের বল হয়ে উঠুক বন্দুকের গুলি, ঝাঁঝড়া হয়ে যাক প্রতিটি পাকিস্তানি ব্যাটসম্যানের উইকেট! আর বাংলার টাইগারদের ব্যাটগুলে হয়ে উঠুক টিপু সুলতানের তরবারি! কঁচুকাটা হয়ে যাক এক একজন পাকিস্তানি বোলার! রানের বন্যায় ভেসে যাক ব্রিটিশ সম্রাজ্য! জয় আমাদের সুনিশ্চিত!!!!

জয় বাংলা!!!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেট অলস মানুষদের খেলা; গরমে তরমুজের শরবত খান; তারপর, পুকুর পাড়ে গিয়ে ঢিল ছুঁড়ে দেখেন, উহা কতদুর যায়। তারপর, পাকা আম দেখে গাছে ঢিল মেরে দেখেন, পাকা আমের গায়ে লেগে উহা পড়ে কিনা।

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২০

তীর্থক বলেছেন: তাই নাকি? এগুলো কি আপনার ত্বত্ত নাকি?

২| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের বিশ্বকাপ চলছে, উহা দেখেন; মেয়েরা সুন্দরী, প্রাণ দিয়ে খেলে, ফাউল তেমন করে না, খেলায় অনেক ইমোশানেল!

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২১

তীর্থক বলেছেন: বাহ! মেয়েদের রেসলিং দেখেছেন কখনো?

৩| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: পাকিস্তান আজও আমাদের কাছে ক্ষমা চাইলো না। এতটাই বর্বর ওরা।
আন্তর্জাতিক ভাবে ওদের চাপ দিতে হবে।

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২৩

তীর্থক বলেছেন: ক্ষমা চাইলেই পাবে ভেবেছেন? পাকিস্তানের নাম বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে যদি কোন রাজনীতি করা লাগে তা করতেও রাজি আছি কিন্তু পাকিস্তানকে ক্ষমা করব না, কোনদিন!!!

৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:১২

মাহমুদুর রহমান বলেছেন: খেলার মাঝে এসব যে টেনে আনেন এটা মূর্খতা ছাড়া কিছুই না।

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:১৭

তীর্থক বলেছেন: মূর্খ হতে পারি তবে রাজাকার বা দালাল হতে রাজি না! এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি রাজাকার নাকি দালাল!

৭১এ পাকিস্তান বাংলদেশের সাথে যে ভয়াবহ নৃশংসতা করেছে তারপরে কোন কিছুতেই পাকিস্তান কে সামান্যতম সহানুভূতি দেখাতে আমি রাজি না!
আর ভারত তার স্বার্থে বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে তাতে তারাও আমার কাছে ঘৃণিতই!
সুতরাং বুঝতেই পারছেন :)

৫| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:৩৪

ভুয়া মফিজ বলেছেন: ভারত কিংবা পাকিস্তান, কেউই আমাদের বন্ধু না। নিজেদের স্বার্থের বাইরে এরা এক পা-ও যাবে না। যারা এদের যে কোনটাকে বন্ধু বলে তারা বন্ধুত্বের সংজ্ঞাই জানেনা।

দু'টাকে হারাতে পারলে......খুশীতে কি যে করবো বুঝতে পারছি না। অনেক চিন্তা-ভাবনার বিষয়!! B-)

তবে, আজকে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের হারাটা খুবই জরুরী.....তবে পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। :(

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২৪

তীর্থক বলেছেন: কিছুতেই কিছু যায় আসে না! ভারত পাকিস্তানকে হারিয়েই সেমিতে যাব, ইনশা আল্লাহ্‌ :)

৬| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২৯

মাহমুদুর রহমান বলেছেন: মূর্খ হতে পারি তবে রাজাকার বা দালাল হতে রাজি না! এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি রাজাকার নাকি দালাল!

আপনি যে আসলেই মূর্খ তার প্রমান আপনার এই কথা।
আম খেয়ে কি পেপের স্বাদ নিতে পারবেন?বোকার মত খেলার মাঝে ৭১ এর নৃশংসতা ঢুকান নির্বোধের মত!
এসব ভাবনা পরিহার করেন।

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১৬

তীর্থক বলেছেন: স্বীকার করে নিচ্ছি আমি মূর্খ, এবার খুশিত :)
এবার বলেন পাকিদের ব্যপারে যে খারাপ খারাপ কথা বলেছি তাতে কি খুব বেশি কষ্ট পেয়েছেন ;)

রকিবুল হাসান ১৯৭১ য়ে ফেব্রুয়ারিতে ঢাকায় সফরকারী কমনওয়েলথ একাদশের বিরুদ্ধে পাকিস্তান দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে তার ব্যাটে “জয় বাংলা ” স্টিকার লাগিয়ে নেমেছিলেন। এর ফল পরবর্তীতে তাকে পেতে হয়েছিলো, তার পরিবারকে পাকিস্তানী বাহিনীর অত্যাচারের শিকার হয়ে।

কে মূর্খ বুঝলেন???


৭| ২৬ শে জুন, ২০১৯ রাত ১১:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পত্রিকাতে খেলাধুলা আর রাজনীতির আলাদা পেজ থাকে। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে, খেলা, রাজনীতি, ইতিহাস সব একসাথে পড়লাম।

আহারে আবেগ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.