নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল , আমাকে বাসবেন না :প

নিশা মাহমুদা

নিশা মাহমুদা › বিস্তারিত পোস্টঃ

আর কত শিশু যৌন নির্যাতন ?

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪১

হাইওয়ে মুভিতে "ভিরা" চরিত্রে আলিয়া ভাটের অভিনয় দেখে আমি মুগ্ধ। একটি অংশে ভিরা তার ছোটবেলার কিছু কথা বলছিল, কথাগুলোর বাংলা অনুবাদ করলে হয় -



"আমি ৯ বছরের ছিলাম, বাসায়। সে বিদেশী চকলেট আনত, আমার আঙ্কেল। আমাকে কোলে বসিয়ে আদর করত আর একা থাকলে ...... বাথরুমের ভেতর আবার কোলে বসাত ... আর আদর করত ...

চিৎকার করতাম আমি কিন্তু সে আমার মুখ বন্ধ করে দিত, এইভাবে (হাত দিয়ে মুখ চেপে ধরে) মুখ বন্ধ করে দিত যেন আমার চিৎকার বাইরে না যায়, অনেক ব্যাথা পেতাম ...

- 'শশশ ... শশশ, ব্যস ব্যস ব্যস হয়ে গেছে ... আমার পুতল দুনিয়ার সেরা মেয়েটা তুই, সবচেয়ে সুন্দর'

আবার আসতো , বারবার আসতো , ভেতরে চিৎকার করতাম আমি ...... !

- 'শশশশ, শশশশ কাউকে বলবানা , ঠিক আছে?'

তারপর ১দিন আমি মাকে বলে দিলাম ... বলে দিলাম তাকে। মা বলল

-'শশশ, শশশ কাউকে বলাবানা, ঠিক আছে?'

আমি কাউকে বলি নাই, এরপর ঐসব বন্ধ হয়ে গেল। তারপরেও সে আসতো আমার জন্য চকলেট নিয়ে, এখনও আসে ... আমি তার কোলে বসি , সে আমাকে আদর করে ...... আমি হাসি ...

- 'আমার পুতুল ... সবচেয়ে সুন্দর ...... '

জানোয়ার শালা।

আদব-কায়দা , নমস্কার কর, পা ছোঁও এদের ........চারদিকে এরাই , এদের মাঝে থাকতে হয় , হাসতে হয় , বন্ধুত্ব করতে হয় , ভালবাসতে হয় ........."



আমার মতে, উপরোক্ত এই কথাগুলো মুভিতে বললেও আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে, আমরা আমাদের মেয়েদের সাবধান করি বাইরের মানুষ খুব খারাপ, বাইরে চলাফেরার সময় সাবধান থাকবা কিন্তু নিজের ঘরেই ১টা মেয়ে কতখানি অসহায় হতে পারে সেদিকে ভ্রুক্ষেপ করিনা বিশেষ করে বাচ্চারা যখন এ ধরনের ঘটনার শিকার হয় তখন তারা ভয়ে কাউকে জানাতেও পারেনা। তাই আসুন, আজ থেকে সবাই সচেতন হই, শুধু বাইরে না নিজের ঘরেও শিশুরা কতখানি নিরাপদ সেদিকে লক্ষ্য রাখি। আর মেয়েদের বলি তোমরা ভয়ে চুপ করে না থেকে সবার সামনে এসব জানোয়ারদের কীর্তি তুলে ধর।



বিঃদ্রঃ অনেকেই বলে দোষ কি শুধু ছেলেদের, মেয়েদের দোষ নাই? তাদের বলি, যখন প্রাপ্ত বয়স্ক কারো সাথে এমন করা হয় তখন বলেন মেয়েটার ড্রেস আপ ভাল ছিলনা ( যদিও এই ব্যাপার মানতে আমি নারাজ তবুও ধরে নিলাম এটাই ঠিক, মেয়েটার ড্রেস দেখে আপনি নিজেরে সাম্লাইতে পারেন নাই, রেপ করে দিছেন) কিন্তু ছোট ১টা বাচ্চা আপনারে এমন কি করছে যে তার সাথেও এমন করতে হবে???

এইভাবে আর কতদিন????

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

শরীফ আহম্মেদ বলেছেন: ভালো লিখেছেন আপু কিছুক্ষন আগে ফেসবুকে আপনার এই লিখাটা পড়লাম

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২০

নিশা মাহমুদা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৩

গ্রাম্যবালক বলেছেন: জানোয়ার কখন ও মানুষ হয় না।পুরুষ মানুষ স্রষ্টার এক আজব সৃষ্টি । এরা এমনই ।।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

নিশা মাহমুদা বলেছেন: হাতের ৫ আঙ্গুল সমান হয় না , কিন্তু কিছু কিছু পুরুষদের জন্য বাকিদের উপর ভরসা করাও কঠিন

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৮

মামুন রশিদ বলেছেন: মানুষের মুখোশ পড়া বিকৃতমনা পশু আমাদের আশেপাশেই থাকে ।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

নিশা মাহমুদা বলেছেন: আর এদের মাঝেই আমাদের চলতে হয়

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪

সোহানী বলেছেন: হা সত্যি... শুধু খাতা কলমের জরিপ নয় বাস্তবের চিত্র আরো ভয়াবহ। কিন্তু কেউই নেই এসবের দিকে তাকানোর, এদের দু:খের সাথী হওয়ার বা এই সব বিকৃত লোকদের মুখোশ খুলে দেয়ার.......................

আর কত জন্ম আমরা এসব সহ্য করবো ??????? আমাদের বাচ্চারা কি একটু ভালোভাবে বাচাঁর অধিকার ও রাখে না ??????

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

নিশা মাহমুদা বলেছেন: বাচ্চাদের দিকে কারো কুদৃষ্টি কিভাবে পড়তে পারে আমি সেটাই বুঝিনা, আর কতদিন ? বাচ্চা দেখে তারা কাউকে কিছু বলতে পারবেনা লজ্জায় , ভয়ে। আর এই সুযোগটাই জানোয়ার গুলা নেয়। আর কত ?? এখন সময় হয়েছে সচেতন হওয়ার।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫

মাথা ঠান্ডা বলেছেন: ঘরে বাইরে সবাইকেই সজাগ থাকতে হবে।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬

মাঘের নীল আকাশ বলেছেন: হুমমমম....চিন্তার বিষয়

৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জানোয়ার কখনও মানুষ হয় না এবং মানুষ কখনও জানোয়ার হয় না। মানুষ মানুষই।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: শিশু নির্যাতনকারীদের সাজা হউক।

১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৪

নিশা মাহমুদা বলেছেন: হুম

৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২০

আমিনুর রহমান বলেছেন:




এই অমানুষ জানোয়ারগুলোর একটা ধরে এনে যদি জনগনের সামনে লটকিয়ে রাখা যেতো তাহলে এই পাশবিকতার হার ০% এ চলে আসতো।

১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪১

নিশা মাহমুদা বলেছেন: ১ জন কে শাস্তি দিয়ে আসলে শত জন কে থামানো যাবেনা, সবার জন্যই সচেতনতা এবং শাস্তি দরকার

১০| ০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৯

প্রীতম ব্লগ বলেছেন: আসলে আমরা ধর্ষক পছন্দ করি না, কিন্ত ধর্ষক বানাই। ধিক শত ধিক এই নরপশুদেরকে।

১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৮

নিশা মাহমুদা বলেছেন: ঠিক :( চাইল্ড অ্যাবিউজ এর ব্যাপারটা ভাবতে গেলেই এদের প্রতি ঘৃণা প্রকাশেরও কোন শব্দ খুঁজে পাইনা, বিশেষ করে আঙ্কেল টাইপ মানুষদের ব্যাপারে যখন এইসব শুনি তখন ভাবি হায় এরাও কারো জন্মদাতা পিতা .....

১১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: গুরুত্বপূর্ণ এবং অর্থবহ পোস্ট...
প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম...
শুভকামনা নিরন্তর ...
রিসেন্টলি জেনারেল হয়েছেন বুঝি?? এবারে তবে শুরু হয়েযাক লেখালেখি...
ভালো লাগলো, সাথে আছি...

১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৪

নিশা মাহমুদা বলেছেন: জি, রিসেন্টলি জেনারেল হলাম এবং আপনাদের সাথে থাকাটা আসলেই খুব দরকার , অনেক ধন্যবাদ :)

১২| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৩

নীল জোসনা বলেছেন: এ ধরনের সমস্যা থেকে শিশুদের রক্ষা করতে মা বাবা তথা পরিবারের ভূমিকা বিশাল । শিশুটি হয়তো ভয়ে বা লজ্জায় কাউকে কিছু না জানিয়ে নিজের ভেতরেই কুকড়ে মরে । অভিভাবক কেই শিশুদের স্পর্শ সম্পর্কে সচেতন করতে হবে এবং অযাচিত পরিস্থিতির শিকার হলেও যেন তা না লুকিয়ে জানাতে পারে ।

১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৫

নিশা মাহমুদা বলেছেন: সহমত

১৩| ২১ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৬

বাংলার ঈগল বলেছেন: @ লেখক বলেছেন: হাতের ৫ আঙ্গুল সমান হয় না , কিন্তু কিছু কিছু পুরুষদের জন্য বাকিদের উপর ভরসা করাও কঠিন

বিনোদন পার্কগুলো, গুরুত্বপূর্ন রাস্তার মোড়, সিনেমা হল, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান এগুলোর সামনে দিয়ে গেলে তো মেয়েদরে উপর ভরসা করা বোকামী !!! তাই নয় কি? =p~ =p~ =p~

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৫

নিশা মাহমুদা বলেছেন: বলেছেন: যেসব মেয়েরা সামান্য কিছু টাকার বিনিময়ে দেহ বিক্রি করে সমাজ তাঁদের বলে পতিতা.... অপরদিকে,যেসব মেয়েরা হাজার টাকার বিনিময়ে লুকিয়ে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে সোসাইটি গার্ল... যারা আর একটু বেশী দামে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে পার্টি গার্ল.... আর সবচেয়ে ভয়াবহ হচ্ছে তথাকথিত শিক্ষিত মেয়েরা যখন রাস্তা দিয়ে দেহ দেখিয়ে দেখিয়ে হাঁটে SC, KFC,ধানমণ্ডি লেকে বয়ফ্রেন্ডের কোলে বসে আড্ডা দেয়, এবং মাঝে মাঝে সেই বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যায়, সমাজ তখন তাঁদের বলে আধুনিক মেয়ে .... এই আর কি ব্যাপার! কিন্তু এইসব কিছুর চেয়ে বড় কথা আমার এই ব্লগটি এরকম ঐসব পতিতা কিংবা আধুনিক মেয়ের জন্য লেখা না, ব্লগটি চাইল্ড অ্যাবিউজিং নিয়ে লেখা। তাই কার উপর ভরসা করবেন আর কার উপর করবেন না তা অপ্রাসঙ্গিক। এবং এই ব্লগের বিশেষ দ্রষ্টব্য অংশটুকু আপনার জন্য বিশেষভাবে প্রযোজ্য। ধন্যবাদ

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

অবাকবিস্ময়২০০০ বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.