নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল , আমাকে বাসবেন না :প

নিশা মাহমুদা

নিশা মাহমুদা › বিস্তারিত পোস্টঃ

হাওয়াই মিঠাই বিকেল

১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

হাওয়াই মিঠাই স্বাদের দিন আজ। দিন শেষ হয়ে সন্ধ্যে ঘনিয়ে আসছে কিন্তু ভাল লাগার রেশটুকু রয়েই গেছে যেমনটা মুখের ভেতর মিইয়ে যাওয়ার পরেও হাওয়াই মিঠাই এর মিষ্টি স্বাদ লেগে রয়। আবহাওয়ার কারণে দিনটাকে মনে হচ্ছে অসম্ভব স্নিগ্ধতা, ভালোবাসা আর মায়ায় ভরা। মেঘ ছাওয়া আকাশে দৃষ্টি জুড়ে আবছা অন্ধকার আর আলোর খেলা, ঝিরিঝিরি বাতাসে হালকা শীতের আমেজ। এরকম সময় নিজেকে বড্ড মোম মনে হয়, ভালোবাসার মানুষটার সাথে একই কাথার নিচে দুষ্টুমির সময় উষ্ণতা ভাগাভাগি করতে করতে মোমের মতই গলে যেতে ইচ্ছে হয়। এমন একটা বিকেলে জানালার কার্নিশে দাঁড়িয়ে তার আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে গোধূলির অপেক্ষায় থাকতে একদমই বিরক্ত লাগেনা, বরং মনে হয়- ইশশ! সময়টা যদি আরেকটু দীর্ঘ হত তবে তাকে ছুঁয়ে থাকার আরেকটু বাহানা পাওয়া যেত। কিংবা বারান্দায় পাতা মুখোমুখি চেয়ারে পা তুলে বসে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে প্রতি চুমুকের সাথে তার দিকে মায়ায় মেশানো ভালোবাসার গভীর দৃষ্টি নেহায়েৎ মন্দ না। সবকিছু মিলিয়েই আজকের বিকেলটা যেন শুধু তুমিময়, একলার কোনভাবেই নয় ...

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশশ! সময়টা যদি আরেকটু দীর্ঘ হত তবে তাকে ছুঁয়ে থাকার আরেকটু বাহানা পাওয়া যেত। কিংবা বারান্দায় পাতা মুখোমুখি চেয়ারে পা তুলে বসে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে প্রতি চুমুকের সাথে তার দিকে মায়ায় মেশানো ভালোবাসার গভীর দৃষ্টি নেহায়েৎ মন্দ না। সবকিছু মিলিয়েই আজকের বিকেলটা যেন শুধু তুমিময়, একলার কোনভাবেই নয় ...

আহ্ কি রোমান্টিক অনুভব!!!

জীবনের প্রয়োজনের দানব যখন ধাওয়া করে রোমান্টিকতা কখন যে পালীয়ে যায়- টেরই পাওয়া যায় না! ;)

আপনাদের অনুভবের প্রকাশ স্মৃতি কাতর করে তোলে মাত্র :)

++

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২২

নিশা মাহমুদা বলেছেন: ধন্যবাদ :) অনেক খুশি হয়ে গেলাম।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

অমিত অমি বলেছেন: ভালো লাগা রইলো।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৩

নিশা মাহমুদা বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

নিশা মাহমুদা বলেছেন: চেষ্টা করব আরো ভাল লেখার :)

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

নিশা মাহমুদা বলেছেন: স্বার্থকতা

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাওয়াই মিঠাই স্বাদের দিন আজ।

অসাধারণ এক উপমা ব্যবহার করেছেন !! এ লাইনটা পড়েই পোস্টে ঢুকে গেলাম । নিরাশ হইনি ।
এগিয়ে যান , শুভকামনা ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাওয়াই মিঠাই! :)

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

গেম চেঞ্জার বলেছেন: রোমান্টিক পরশের অনুভূত হল। দারুণ পোস্ট!

৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

এম রাজু আহমেদ বলেছেন: খুব ভাল লিখেছেন কবি!
প্রচণ্ড ভাল লাগলো পড়ে।

এখানে আমি একেবারেই নতুন।
আমার পাতাতেও আসবেন আশা করি।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার লেখনী, ভবিষ্যতে আরও ভালো লেখা আশা করছি আপনার কাছ থেকে। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

আরণ্যক রাখাল বলেছেন: লতা পাতা ফুল ফল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.