নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

সকল পোস্টঃ

ক্ষমতাভূক মানুষের প্রতি ।। শাফিক আফতাব

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৮

ঝড়ে মুছড়ে যাই __তবু নতুন পাতাদের মতোন অঙ্কুরিত হই
মেরুদণ্ড সোজা করে আবার দাঁড়াই মিছিলে ঢলে
মুঠো মুঠো চেতনাগুলো ছুঁড়ে মারি শূন্যের দিকে
আবার আমরা অধিকার নিয়ে রাজপথে নেমে আসি।

এই আলোবাতাসে আমারও অধিকার...

মন্তব্য০ টি রেটিং+০

শাফিক আফতাব ।। চোর সমাচার

২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২১

কথা অনেক জমে থাকে মুখের ভাঁজে ভাঁজে
বলারও তো অনেক কিছুই আছে।
উলুবনে মুক্তা ছড়ালে লাভ কতটুকু ?

দম্ভ আর দেমাকের ভারে কুঁজো হলো
সাহেবের লম্বমান সুঠাম মেরু
সাহেবের ভূরিতে জমেছে চুকচুকে তেল।
তুমি কি পাবে...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতার কাছে ফিরে আসি

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৭

যতদূর যাই, তবু কবিতার কাছে ফিরে আসি
যদিও বাংলাদেশের নদীতে কাঁকড়ের চেয়ে এখন কবির সংখ্যা বেশি।
ভাতে মাছে বাঙালির সবাই কবি ।

তবু আলুর সঙ্গে কালু মিলে গেলেই কবিতা হয় না।
কিংবা কুকুরের সঙ্গে...

মন্তব্য১ টি রেটিং+১

সময়

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪০

পথগুলো বন্ধ মনে হয়__ আকাঙ্ক্ষারা অনেক প্রতীক্ষার পর ঘুমিয়ে পড়েছে
জানি তুমি আসবে না __তবু ভূল করে পথে বসে থাকি।

শুধু ভেবে গেলাম ___ধৈর্যে মেওয়া ফলে__সুন্দরের সাধনায় পাথরে ফোটে ফুল
শুধু্‌ই পড়ে...

মন্তব্য০ টি রেটিং+০

হায়রে সময় __উত্তপ্ত অগ্নির ভেতর সবকিছু ভস্ম করো।

১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৩৯

হায়রে সময় __উত্তপ্ত অগ্নির ভেতর সবকিছু ভস্ম করো।

ভালো আছি__কেনো না, দুঃখ গোপন করতে জানি আমি
অনেক কষ্টের ভেতর আমি হাসতে শিখেছি __
নিপুণ অভিনেতার মতোন আমারও কিছু কৌশল জানা আছে।

তুমি ভেবেছিলে __কষ্টেই...

মন্তব্য১ টি রেটিং+১

একদিন তুমি ছিলে ।। শাফিক আফতাব

১৩ ই জুন, ২০১৫ রাত ৮:২২

একদিন তবু তুমি দিয়েছিলে অথই নদীর উচ্ছলতা
একদিন তবু আমি পেয়েছিলাম ময়ূূর সিংহাসন
ভূল করে একদিন তবু স্বর্গ নেমেছিলো অরণ্যের বুনোফুলে
একদিন তবু আমরা কাছাকাছি ছিলাম।

যুগের ধকলে বিকল হয়ে গেছে আমাদের হৃদয়
আমি উড়ন্ত...

মন্তব্য২ টি রেটিং+২

পরাবাস্তব ।। ৩৬

১২ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৪

মধ্যাকর্ষণের কার্যকারিতা কমে গেছে

মেয়াদোত্তীর্ণ বিকল ট্রেনের মতোন বগির ভার আর টানতে চায় না বুড়া ইঞ্জিন

প্রিয়তম পিতার জন্য বুকের গভীরে থাকা হৃদয়ের সবটুকু তামা হয়ে গেছে।

মানুষের প্রজননে আজ জন্মে ফুটফুটে কুকুরের...

মন্তব্য০ টি রেটিং+০

অাশা

১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৬

আশায় থাকি__এই তো ক\'টা দিন আর
তারপর আয়েস করে ঘুমানো যাবে__প্রিয়তমাকে ঘোরাতে নিয়ে যাওয়া যাবে
পৃথিবীর সবচে সুন্দরতম দ্বীপের নির্জনতায়__ঝুলন্ত বাগানের অরণ্যঘন এক
মোহন জলসায় তাকে দেয়া যাবে প্রেম। অপেক্ষায় থাকি__
এইতো আসছে জীবন...

মন্তব্য১ টি রেটিং+০

তা না হলে সে ভুলে যাবে কেনো ?

১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

তার এখন চারটি সন্তান

সে নাকি ভালোবাসা ভুলে গেছে।



সন্তান হলে মানুষ ভালোবাসা ভুলে যায়

জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ হয় যন্ত্রের দাস

তাই কি তার আর নেই ওড়ার আকাশ ?



সে ভালোবেসে...

মন্তব্য৩ টি রেটিং+০

ছড়া : ১১ ।। পরীবিবি____ = শাফিক আফতাব

০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:৫৯

পরীবিবি পরীবিবি
ঘরে তুমি দিলে চাবি
কোথা শুতে যাই __
তোমারে যে চাই।

গোসা করে মশা মরো
কষা করে চড় মারো
তাতে মোর কী ?
জেগেছে কাকি।

পরীবিবি পরীবিবি
এটা দেখো কার ছবি ?
আমি তব বর
খুলে দাও ঘর।

পরীবিবি পরীবিবি
ঐ...

মন্তব্য০ টি রেটিং+১

ছড়া : ১০( ভূতের পুতের বিয়ে)

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৫৫

রাত দুপুরে ভূতগুলো সব
ঘুরছে বাঁশের ঝাঁড়ে
সুড়ুৎ করে শব্দ করে
ভয় দেখালো কারে ?

ভয় তো নয় হচ্ছে রে ভাই
ভূতের পুতের বিয়ে
রাজদুলারী আনছে নাকি
কোটি টাকা দিয়ে।

ভূতের পুতের বিয়ে তাই
আজ নিশিতে হবে
তাই নাকি...

মন্তব্য৪ টি রেটিং+১

গোয়ালিনী মেয়ে// ( ছড়া - ৭) শাফিক আফতাব //

০২ রা জুন, ২০১৫ সকাল ৮:৩৪

গোয়ালিনী মেয়ে তুমি
দুধকলা খাও ;
বিশাল মাঠের ভেতর
গরুটি চড়াও।
গরুর দুধ বেচে তুমি
কেনো গো জামা,
তোমার কি নেই আহা!
একটিও মামা ?
মামাই তো জামা দেয়
ঈদ উৎসবে
দুধ বেচে তুমি আর
ক\'টা পাবে ?
তার চেয়ে না হয়...

মন্তব্য০ টি রেটিং+০

ছড়া -৩ (দৈত্যমামা) ------------

৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:২১

এক যে ছিলো দৈত্য মামা
সত্য কথা বলতো__
দশটি পায়ে আকাশ পথে
নিত্য দিনও হাঁটতো।

দৈত্যমামায় পাখায় আমি
আকাশ দেবো পেরে __
অচিনপুরের পীর পরিদের
অচিন দেশও ছেড়ে।

দৈত্য মামা বেজায় ভালো
আদর করে আমায়
ফুলপরীদের দেশের ভীড়ে
মুগ্ধ রঙিন জামায়।

দৈত্যমামা...

মন্তব্য০ টি রেটিং+০

তুমি আমি মৃত্তিকার ফলায় ফলায় দেবো শস্যের সুবাস !

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:৫৮

কোনো কথা সরতে চায় না আজ __
কথাগুলো জমে গেছে অধিক হিমের ভেতর।

তবু আমি চোখ তুলে চাই__
তোমাকে দেখি __তোমার চোখে চোখ রাখি
রেলের ধার ধরে চলে যাই পুরনো জংসনে __
তুমি বুঝি লোকের...

মন্তব্য২ টি রেটিং+০

আমরা মেঘ আর রৌদ্রের সাথে কথা বলি // শাফিক আফতাব

২৫ শে মে, ২০১৫ সকাল ৯:৩৫

এই পরাজয় নিশ্চিত মৃত্যুর মতোন মেনে নিয়েছি
তবু ভালো থাকো সৃষ্টির সেরা মানুষ। মেধাবী জ্ঞানী মানুষ
শৃগালের মতোন চতুর মানুষ।

মানবতার মাপকাঠি দিয়ে সামাজিক শৃংখলার সূত্র টানি আমরা
আর তোমরা স্বার্থের তোরণে করছো...

মন্তব্য৪ টি রেটিং+১

>> ›

full version

©somewhere in net ltd.