নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছি পূর্ণতা খুঁজি শূন্যতারই মাঝে , এ রোদন কি আমার কাহারো কানে বাজে?

নোমান সাদী

যেথা তমসার জালে আটকা পড়ে ন্যায়ের আর্তনাদ,হেথা খুঁজে ফিরি নতুন স্বপ্ন, সত্যের নব আঘাত।

নোমান সাদী › বিস্তারিত পোস্টঃ

কবিতা : শ্রেয়সী | নোমান সাদী

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৪


রাতের কালো পর্দা সেদিন আমাদের আড়াল করেনি।
রাতটাও হয়তো চেয়েছিলো, আমাদের মিলন হোক।
তাইতো একফালি চাঁদের হাসি পুরো আকাশটা জুড়ে ছিল।
উঠোনের পাশের বকুল গাছটা থেকে সেদিন শুকনো প্রেমের গন্ধ ছড়াচ্ছিলো।
আর তার পাতার উপর জোছনারা চুঁইয়ে চুঁইয়ে পরছিলো,
ঠিক যেন ভোরের শিশির।
আমি সেদিন তাকে দেখেছিলাম,
হয়তো প্রথমবার।
কিন্তু আমার মনে হয়েছিল ,এ মুখ আমি কয়েক যুগ ধরে দেখে আসছি।
আলো-আঁধারের পর্দা কেটে সে ছুটে চলছিলো।
দুরন্ত কিশোরীর মতো।
তার নুপুরের শব্দ আমাকে চুম্বকের মত টানছিল।
দূর পাহাড় থেকে ভেসে আসা বাঁশির নীল সুর সেদিন আমাকে থামায়নি।
থামায়নি ঝিঁ ঝিঁ'র কান্নাও।
আমি হারিয়ে যাচ্ছিলাম তার কাজল মেঘের ভেলায়।
সম্মোহিতের মতো।
তার সেই কৃষ্ণকালো চুল যেন পূর্ণিমার আলোর মতো উজ্জ্বলতা ছড়াচ্ছিলো।
চাঁদের আলোর সেই প্রতিফলনও আমাকে থামায়নি।
সেদিন যেনো সময়ের ভাঁজে ভাঁজেও প্রেম লুকিয়েছিলো।
সেই প্রেম ধীরে ধীরে বাড়ছিলো, অথবা কমছিলো।
মনে হয়েছিলো, ইশ যদি সময়টাকে বেঁধে রাখতে পারতাম!
কিন্তু আমি পারিনি, সময়ই যেন আমাকে বেঁধে ফেলেছিলো।
জোনাকিরা নিভিয়ে ফেলছিলো তাদের আলো।
আমি প্রাণপণে চেয়েছিলাম আর একটিবার তার দেখা পেতে।
তার চোখের গভীরে আর একবার ডুবে যেতে।
সেদিন গাছের পাতারাও নীলাভ রঙ ধারণ করেছিলো।
হয়তো তার চলে যাওয়ার কষ্টে।
মুহুর্তের জন্য আমার মনে হয়েছিল, আচ্ছা প্রেমের রঙ নীল নয়তো!

তাকে আমি আবার দেখলাম,
কানে আসছিলো তার ঝুনঝুনির শব্দের মত হাসি।
তার কিন্নীর কণ্ঠের করুন সুর সেদিন আমার হৃদয়ে যন্ত্রণার প্রলেপ লাগিয়ে ছিলো।
আমি সেদিন তাকে সবকিছু উৎসর্গ করেছিলাম,
বাঁশির নীল সুর, ঝিঁ ঝিঁ'র কান্না, আকাশ চুঁইয়ে পরা জোছনা, শুকনো প্রেমের গন্ধ অথবা আমার সব কল্পনাটুকু।
তবুও সে থাকেনি।
কে জানে,
হয়তো সে কখনো আসেওনি ‌।
মনটা তবুও তৃষ্ণার্ত হয়ে আছে।
আবার কবে আসবে পূর্ণিমা!
আর আমি শ্রেয়সীর দেখা পাবো

লেখক : নোমান সাদী

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতীক্ষা আর কল্পনার অবসান হোক। পূর্ণিমা ফিরে আসুক। ভালো লাগলো। শুভকামনা!

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

নোমান সাদী বলেছেন: ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও পাশে থাকবেন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।
প্রানবন্ত।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

নোমান সাদী বলেছেন: শুকরিয়া।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

মানতাশা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ভালো হয়েছে।metaphorical। ৭/১০
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

নোমান সাদী বলেছেন: অনুপ্রেরণা পেলাম! ধন্যবাদ প্রিয়বরেষা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.