নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত থাক, পরে এসে লিখব।

ফারিহা নোভা

আজ রাতে স্বপ্নেরা ভেঙ্গেছে বাঁধ, মুগ্ধতার আকাশে তাই একফালি চাঁদ।

ফারিহা নোভা › বিস্তারিত পোস্টঃ

উজান স্রোতের অভিমান ভেঙে যায় চন্দ্রস্নানে

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২



আবারো তোমার সাথে দেখা হবে,
মাঝখানের দুরত্বের হিসাবটুকু মুছে দিয়ে।
ক্লান্তি জড়ানো পিছুটান সময়ের ব্যাবধানে
আগলে রেখে আবারো কথা হবে।
যেদিন তুমি আসবে দেখতে পাবে
আমার শহুরে বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ন।

নিঃসঙ্গতা আর একাকীত্বের লতাগুল্ম-গুলো
আপন ঠিকানা গড়ে নিয়েছে আমার চারপাশ ঘিরে।
আমার স্মৃতি গুলো লুকিয়ে থাকে দিনের আলোয় চাঁদের মতন।

বহুকাল আগে বিদায় বলা সে আমাকে
খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।

মন্তব্য ১১৮ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮

মুসাফির নামা বলেছেন: আপনার কবিতাগুলো মন্ত্র মুগ্ধের মত।

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য , ভাল থাকবেন।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

চিত্রনাট্য বলেছেন: দুজনের অভিমান ভেঙে যাবে আশা করি। কবিতা ভালো হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় খুশি হলাম, শুভ কামনা জানবেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার অভিমানী কবিতায় ভাল লাগা রইল। ;)

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

ইমরাজ কবির মুন বলেছেন: যেদিন তুমি আসবে দেখতে পাবে
আমার শহুরে বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ন।

sundor :)

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

ফারিহা নোভা বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ ।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: ++

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ফারিহা নোভা বলেছেন: আপনাকেও +

৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

ফয়সাল রকি বলেছেন: ভাল লাগলো +++

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

নীলপরি বলেছেন: বাহ ,খুব ভালো লাগলো ।

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে অনেক অনেক ধন্যবাদ ।

ভাল থাকবেন

৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

অভ্যর্থ ভাবুক বলেছেন: অসাধারণ

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

ফারিহা নোভা বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন

১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

মো: ইমরান আল হাদী বলেছেন: কবিতায় ভাললাগা।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ ,

ভাল থাকবেন

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: ফারিহা নোভা ,



কবিতার লাইনে লেখা কথাগুলো বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ণের মতো বিষাদময় ।
লেখার ভাব ও সংবেদনে মনে হয় কবিতার কাছেই আপনাকে ফিরে আসতে হবে বারবার ।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৫

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: শিরোণাম আকর্ষণীয়।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

ফারিহা নোভা বলেছেন: জেনে ভাল লাগল, ভাল থাকবেন

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫১

তানজির খান বলেছেন: ভাল লেগেছে কবিতা। সুন্দর ভাষার প্রকাশ

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ সব সময় উৎসাহ দেয়ার জন্য।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৯

রেইড ইন স্কাই বলেছেন: চমৎকার :)

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৯

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, ভালো লেগেছে। + +
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে
-- চমৎকার!
ছবিটার একটু ব্যাখ্যা দেবেন?

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫১

ফারিহা নোভা বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।
ছবিটা তেমন কিছুই না, এই ছবি দেখে একটা কথাই আমার মনে হল মনের বদ্ধ কুঠুরি :`>

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

তাসলিমা আক্তার বলেছেন: বহুকাল আগে বিদায় বলা সে আমাকে
খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। প্লাস।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

ফারিহা নোভা বলেছেন: আপনার মুগ্ধতা আমাকে অনেক উৎসাহ দিয়ে গেল আপু,
খুবই ভাল লাগল আপনাকে দেখে, ভাল থাকবেন :)

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

জুন বলেছেন: আমার মনে হয়না ঢেউগুলো ভেংগে যাবার পর আর কারো ফিরে আসার ইচ্ছে থাকে ফারিহা নোভা।
অনেক ভালোলাগা রইলো কবিতায়।
+

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

ফারিহা নোভা বলেছেন: হতেও পারে,
ভাল লাগায় অনেক খুশি হলাম আপু।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো লাগলো!

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

নেক্সাস বলেছেন: আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।
দারুন

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, সব সময় পাশে থাকার জন্য।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগল।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

কল্লোল আবেদীন বলেছেন:






চমৎকার কবিতা।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

ফারিহা নোভা বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা

২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

তপোবণ বলেছেন: "নিঃসঙ্গতা আর একাকীত্বের লতাগুল্ম-গুলো
আপন ঠিকানা গড়ে নিয়েছে আমার চারপাশ ঘিরে।
আমার স্মৃতি গুলো লুকিয়ে থাকে দিনের আলোয় চাঁদের মতন। "

- আসলেই ভাললাগার মতো কবিতা। শুভকামনা রাইল।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

ফারিহা নোভা বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক অনেক ভাল লাগা জানবেন

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

কালনী নদী বলেছেন: আবারো তোমার সাথে দেখা হবে,
মাঝখানের দুরত্বের হিসাবটুকু মুছে দিয়ে।
ক্লান্তি জড়ানো পিছুটান সময়ের ব্যাবধানে
আগলে রেখে আবারো কথা হবে।
যেদিন তুমি আসবে দেখতে পাবে
আমার শহুরে বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ন
। (আপনার কবিতার হাত অসাধারণ বোন! অনেক অনেক শুভ কামনা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

ফারিহা নোভা বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: আধুনিক কবিতায় আধুনিকতার পরিপূর্ণ স্বাদ পেলাম
খুব ভাল লেগেছে ,,,

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: বাহ অনেক সুন্দর তো, দূরত্ব বানান দীর্ঘ উ কার না ??

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

ফারিহা নোভা বলেছেন: আমার ও তাই মনে হচ্ছে , যাই হোক অনেক ধন্যবাদ ।

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সকলেই ভালবাসে
কেউ কেউ সূখ পায় কেউ দু:খ
সূখের রং বর্ণিল হয়- বেদনার রং এক!

উজানের ঢেউয়ে মানুষ যদিবা ফিরে আসে
ফেরেনা সেই প্রেম-স্বপ্ন-আশা
বেড়ে যায় একরাশ শূন্যতা :)

আপনার কাব্য ভাইরাসের ফল ;) =p~

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

ফারিহা নোভা বলেছেন: অসাধারন - মুগ্ধ হয়ে গেলাম।

আন্তরিক শুভ কামনা রইল।

২৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

উল্টা দূরবীন বলেছেন: দারুণ কবিতা। অনেক ভালো লাগা রইলো।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন ।

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: অপেক্ষার অবসান হোক।

স্বপ্ন আবার নতুন করে শুরু হোক।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬

ফারিহা নোভা বলেছেন: শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ ,

ভাল থাকবেন আপু

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ , উৎসাহিত হলাম।

৩০| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।" ভালো ।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রূপক বিধৌত সাধু।

৩১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৮

শামছুল ইসলাম বলেছেন: বেশ সুন্দর অভিমান কাব্য,
অলস সময়ে তাই নিয়ে ভাবব !!

দীঘির জল, ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ ..... চমৎকার শব্দ চয়নঃ

//বহুকাল আগে বিদায় বলা সে আমাকে
খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।//


ভাল থাকুন। সবসময়।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

ফারিহা নোভা বলেছেন: চমৎকার মন্তব্য অনেক উৎসাহের যোগান দিয়ে গেল,

আন্তরিক শুভ কামনা জানবেন।

৩২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪

শ্রাবণধারা বলেছেন: আপনার কবিতা চমৎকার ...............। যদিও আমি তুমি মার্কা কবিতাগুলো একটু ক্লিশে মনে হয়, তবুও আপনার কবিতায় অনুভুতিটা শব্দ বর্ণে নতুন আর বর্নিল ।

শুভকামনা .............।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

ফারিহা নোভা বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে সত্যিই অনেক খুশি হলাম।
ভাল থাকবেন।

৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬

সফদার মামা বলেছেন: সুন্দর শব্দের গাঁথুনি আর ছন্দের বিন্যাস একসাথে দেখলাম কবিতায়, মুগ্ধ হলাম আপনার কবিতা পড়ে।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভালোলাগা :)

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

ফারিহা নোভা বলেছেন: খুবই খুশি হলাম আপু , ভাল থাকবেন।

৩৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধপাঠ!! এবং দীর্ঘশ্বাস সাথে!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্যও শুভ কামনা রইল ।

৩৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শিমুল০৯ বলেছেন: ভালো লিখেন..........

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

৩৭| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৯

আরিফুল হক৩৫ বলেছেন: জটিল হইছে,,,,,,,,,

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা রইল আপনার জন্য।

৩৯| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

আলোরিকা বলেছেন: 'আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।'------ একরাশ মুগ্ধতা ! আমার বেশী ভাল লাগে আপনার কবিতার শিরোনামগুলো ---------- অসম্ভব কাব্যিক । ভাল থাকবেন --- অনেক অনেক শুভ কামনা :)

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

ফারিহা নোভা বলেছেন: খুবই খুশি হলাম আপনার আন্তরিক মন্তব্যে, অনেক অনেক ভাল থাকবেন।

৪০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ , শুভ কামনা রইল ।

৪১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

কল্লোল পথিক বলেছেন: শেষে এসে
কবিতায় এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল , অনেক অনেক ধন্যবাদ।

৪২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭

সজিব। বলেছেন: খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার


মুগ্ধতায় স্নিগ্ধ হয়ে গেল আমার মন। কথাগুলো পড়ে ছবির মতো মনে হলো । অনেক ভালোলাগা রইল।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন ।

৪৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

এম.. মাহমুদ বলেছেন: জীবনটা যদি তোমার কবিতার মতো হতো
আমি আরেকটা জীবন চাইতাম।।

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ফারিহা নোভা বলেছেন: :|

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০২

ফরিদ আহমাদ বলেছেন: শিরোনামটা কবিতা পড়তে লোভী করে তোলেছিলো।
হতাশ হইনি।
অসম্ভব ভালোলাগা রইলো।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

ফারিহা নোভা বলেছেন: যাক ! ভাল লাগায় খুশি হলাম, ভাল থাকবেন।

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

ইখতামিন বলেছেন: কবিতা খুব ভালো লাগলো +

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

তাহ্ফীর সাকিন বলেছেন: 'পাশের দিঘীর জলে ঢিল ছুঁড়ো' - অসাধারণ ছিল।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগল জেনে। অনেক অনেক শুভ কামনা রইল।

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে ।

অসাধারন কবিতা কবি

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৪৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

আরজু পনি বলেছেন:

কবিতায় ভালো লাগা রইল, নোভা।

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই ভাল লাগল আপনাকে দেখে,
ভাল থাকবেন।

৪৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মুগ্ধ!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ ও ভাল লাগা।

৫০| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

দেবজ্যোতিকাজল বলেছেন:

প্রেমটাকে ভালবাসায় গড়িও না
বহুকাল কাউকে ভালবাসিনি
নিজের রক্তকে ছাড়া
হার জিতের প্রতিবাদটা
করতে না পারলে কবিতা লিখতে পারলেও
কবি হতে পারবে না

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

ফারিহা নোভা বলেছেন: বাহ দারুণ

৫১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব ভালো লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৫২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার পক্তিমালা। :)

ভাল লাগা জানিয়ে গেলাম।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় খুশি হলাম , অনেক ধন্যবাদ ভাল থাকবেন।

৫৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

এন.আর মাহমুদ বলেছেন: সত্যি অসাধারন।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫৪| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮

নুরএমডিচৌধূরী বলেছেন:

আবারো তোমার সাথে দেখা হবে,
মাঝখানের দুরত্বের হিসাবটুকু মুছে দিয়ে।
ক্লান্তি জড়ানো পিছুটান সময়ের ব্যাবধানে
আগলে রেখে আবারো কথা হবে।
যেদিন তুমি আসবে দেখতে পাবে
আমার শহুরে বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ন।

নিঃসঙ্গতা আর একাকীত্বের লতাগুল্ম-গুলো
আপন ঠিকানা গড়ে নিয়েছে আমার চারপাশ ঘিরে।
আমার স্মৃতি গুলো লুকিয়ে থাকে দিনের আলোয় চাঁদের মতন।

বহুকাল আগে বিদায় বলা সে আমাকে
খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।

কবিতা জোড়ে ভাললাগা

১৩ ই মে, ২০১৬ রাত ৮:০২

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

৫৫| ১১ ই মে, ২০১৬ ভোর ৫:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।

দারুণ সুন্দর কবিতা

১৩ ই মে, ২০১৬ রাত ৮:০৪

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।

৫৬| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০৫

রিপি বলেছেন:

বহুকাল আগে বিদায় বলা সে আমাকে
খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।


মুগ্ধ হয়ে পড়লাম। অনেক ভালো লেগেছে ফারিহা।

১৩ ই মে, ২০১৬ রাত ৮:০৬

ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে, আপনার মুগ্ধতা আমাকে ছুঁয়ে গেল নতুনের প্রেরনায়।

৫৭| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আরিফুল হক৩৫ বলেছেন: অসাধারণ লিখনি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভাল থাকবেন।

৫৮| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রইল । শুভ কামনা ।

৫৯| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার শহুরে বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ন।

লাইনটা ভালো।

৬০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: আবারো তোমার সাথে দেখা হবে,
মাঝখানের দুরত্বের হিসাবটুকু মুছে দিয়ে।
ক্লান্তি জড়ানো পিছুটান সময়ের ব্যাবধানে
আগলে রেখে আবারো কথা হবে।
যেদিন তুমি আসবে দেখতে পাবে
আমার শহুরে বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ন।

নিঃসঙ্গতা আর একাকীত্বের লতাগুল্ম-গুলো
আপন ঠিকানা গড়ে নিয়েছে আমার চারপাশ ঘিরে।
আমার স্মৃতি গুলো লুকিয়ে থাকে দিনের আলোয় চাঁদের মতন।

বহুকাল আগে বিদায় বলা সে আমাকে
খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।



পুরো কবিতা জুড়েই অদ্ভুত ভাল লাগা!

৬১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: মাঝখানের দূরত্বটুকু মুছে দিয়ে আবার দেখা হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.