নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত থাক, পরে এসে লিখব।

ফারিহা নোভা

আজ রাতে স্বপ্নেরা ভেঙ্গেছে বাঁধ, মুগ্ধতার আকাশে তাই একফালি চাঁদ।

ফারিহা নোভা › বিস্তারিত পোস্টঃ

গোছানো মাটির প্রেম বৃষ্টির ঘ্রানে

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫



রোজকার মত সকাল হয় ভোরের পর,
দুপুর রাতেরা ও আসে আপন সুতোয়।
একলা ভাবার দিন, বর্ষা বিকেল, থমকে আছে
চেনা দুয়ারে অচেনা সুর হয়ে।
শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে, শেষ বিকেলের ফুল হয়ে,
গোছানো মাটির প্রেম বৃষ্টির ঘ্রানে,
লাল পিঁপড়ের পথ চালতার পানে।

সময়ের ফোঁকর, জল ডোবার ঘর বাড়ি,
সুপারির খোল, হৈ চৈ, স্মৃতিতে আজ আড়ি।
গাঁয়ের মেঠো পথ, ধুলোবালি,
অবহেলার খেয়া আর মেঘ ফালি ফালি,
আমার আকাশ আজ শূন্য।
ইট কাঠের দুয়ারে থমকে থাকা আমার অপেক্ষা
ঘুমহীন চোখে, ফিরে যায় বারবার
আধারের চৌকাঠে।

মন্তব্য ৩৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সুন্দর।
ইট কাঠের দুয়ারে থমকে থাকা আমার অপেক্ষা
ঘুমহীন চোখে, ফিরে যায় বারবার
আধারের চৌকাঠে।
-- ভাল লেগেছে এ কথাগুলো।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল।

২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:২২

নাদিম আহসান তুহিন বলেছেন: চমৎকার লিখনী।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: লেখাগুলো পঢ়ে শান্তি পেলাম।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮

ফারিহা নোভা বলেছেন: যাক শুনে বেশ ভাল লাগল, ভাল থাকবেন।

৪| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতার শিরোনাম, কবিতা দুটোই অসাধারণ ++++
খুব ভালো লাগলো, অভিনন্দন...

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯

ফারিহা নোভা বলেছেন: অনেক উৎসাহ দিয়ে গেলেন, আন্তরিক শুভ কামনা রইল।

৫| ১১ ই মার্চ, ২০১৭ রাত ২:০৯

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৩

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
দুঃখ কষ্ট নিপাত যাক ! B-)

খুব সুন্দর লিখেছেন ।

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

ফারিহা নোভা বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৮| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: ফারিহা নোভা ,



শেষের স্তবকটি্ বেশি সুন্দর হয়েছে । একাকীত্বের একটা সুর আছে পুরো কবিতায় । আছে, ফেলে আসা দিনগুলোর স্মৃতি কাতরতা ।

প্রথম স্তবকের এই লাইনটি - " লাল পিঁপড়ের পথ চালতার পানে। " লাইনটি ঠিক আছে কি ? "চালতার পানে" বলতে কি আপনি চালতে / চলতা ফল বুঝিয়েছেন ? এটা ঠিক হলেও অনেকেই হোচট খেতে পারেন ।

ভালো লেগেছে ।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৪

ফারিহা নোভা বলেছেন: যত ভাল লাগুগ বৃষ্টি, যতই আবেগ থাকুক, তবুও সবাই নিজের মত থাকতে চায়, যেমন দেখবেন লাল লাল পিঁপড়ে গুলো- বৃষ্টি ভেজা মাটির ঘ্রান কিছুই না ওদের কাছে - চালতা পাতায় মোড়ানো ঘরটাই ঠিকানা।

৯| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৮

নাদিম আহসান তুহিন বলেছেন: অদ্ভুত ভালোলাগা উপহার দিলেন।ধন্যবাদ জানাই।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২১

ফারিহা নোভা বলেছেন: শুভেচ্ছা রইল

১০| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

হাতুড়ে লেখক বলেছেন: সুন্দর কথামালা।

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১১| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬

কলমের কালি শেষ বলেছেন: দ্বিপ্রহর রাত্রিরাও আসে আপন সূতোয় ।- আমার কাছে এভাবে ভাল লেগেছে !

কবিতার ভাবনাগুলো ভাল লেগেছে ।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগার শুভেচ্ছা রইল।

১২| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: ভালোলেগেছে!!!

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩০

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ আপু, শুভেচ্ছা রইল।

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: মনে হচ্ছে গ্রামের অনেক কিছুর সাথেই আপনার ভালভাবে পরিচয় আছে।

নাহলে এমন কবিতা লেখা কঠিন হতো।

লাল পিঁপড়ের পথ চালতার পানে। .......... ভাল লেগেছে।

কবিতায় একাকিত্ব আর আকাঙ্খা দৃশ্যমান।

শুভকামনা রইল।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩১

ফারিহা নোভা বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য একরাশ শুভেচ্ছা রইল।

১৪| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর কল্পোনাতে ভালোলাগা রেখেগেলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৭

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ

১৫| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফেক রুধির বলেছেন: শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে, শেষ বিকেলের ফুল হয়ে,
গোছানো মাটির প্রেম বৃষ্টির ঘ্রানে,
লাল পিঁপড়ের পথ চালতার পানে।

খুব মনে লেগেছে কথা গুলো। আসলেই মাটির প্রেম বৃষ্টির ঘ্রানের সাথেই।
অসাধারণ লিখেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৮

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ

১৬| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

আরিফুল হক৩৫ বলেছেন: কবি, তোমার কবিতার প্রেমে পরলাম । তোমায় দেখার ইচ্ছা রইল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৮

ফারিহা নোভা বলেছেন: :)

১৭| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৭

ফারিহা নোভা বলেছেন: পড়ালেখার ব্যস্ততা খুব বেশি, তাই আর সময় করে কিছু লেখা হয়না।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনার স্টাডি ইন লিথুয়ানিয়া Klaipeda University পর্ব-১ পোস্টে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২০| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কাওসার চৌধুরী বলেছেন: একাকিত্বের একটা বাসনা আছে কবিতায়, পাশাপাশি অতীত স্মৃতি। অনেক ভাল লাগার একটা কবিতা।

২১| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর। দারুণ।

২২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা লিখেন আপনিও। কাব্যময় ভাবনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.