নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, কথক।কল্পনা আর বাস্তবতা জোড়া দিয়ে প্রেম অথবা প্রতিবাদের ছবি আঁকা শিখছি।

নোমান প্রধান

লেখক নই, কথক।

নোমান প্রধান › বিস্তারিত পোস্টঃ

সিন্ডিকেট

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮


কাওরানবাজারের পিছনে বস্তিতে থাকি আমি আর বড় ভাই। আপনা ভাই না, এক সাথে হকারি করি, ভিক্ষা করি। কাম শিখুনের লাইন ধরতে বড় ভাই ধরছি । এহন তো রমজান মাস। ওই বসুন্ধরা মার্কেটের সামনে বহি অহন। পার্কিং গেটের সামনে। গাড়ি যাইতে দেখলে হাত পাতি।
হাত না পাইতা উপায় কি ? পাপন ভাজা-বাদাম তো বিকবো না রোজার দিন। কেডা খাইবো? যা গরম, কেউ গ্লাস নামাইয়া টেকা দিতে চায় না। ইনকাম মন্দা খুব।
যাকাত ফেতরার টেকাও পাই না, শহরে কেউ দিতে চায় না, গেরামে গিয়া দিলে নাম হয়।
ভাই রে কই, চলো নিউমার্কেটের সামনে যাই। ভাই কয় ওই খানে আলাদা সিন্ডিকেট। এলাকা ভাগ করা। যাওন যাইতো না।
দুনিয়াটা মানুষের ক্ষমতার জোরে যে যার মত ভাগ কইরা নিসে। আমি কই যামু?
বাপ নাই মা নাই। কবে আইসি ঢাকা মনে নাই, নাকি এইখানেই জন্ম?
আমার তো দেশ নাই,গেরাম নাই, পরিচয় নাই। ঈদ-রোজাও নাই। তাইলে আমি কি মানুষ? নাকি মানুষের মত দেখতে কিছু একটা। বুঝি না। খালি বুজি খিদা লাগে আর পেটে খাওন দিতে হইবো।
তয় খিদায় যদি অসইহ্য হইয়্যা খাওনের ব্যাগ লইয়া দৌড় দেই তহন কিন্তু মানুষ আর পুলিশ ধইরা মাইর লাগায়।
কলের পানি খাইয়া পইড়া থাকলে কেউ জিগায় না।
দিন যায় মাস যায়, সরকার পাল্টায় কিন্তু কেউ না খবর লয় না, জিগায় না "বাজান ঈদে কি কিনবি? শাট না গেঞ্জি?"


(কাওকে উদ্দেশ্য করে নয়, পাপবোধ থেকে লেখা)

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:




ফালু, সালমান রহমান, কর্ণেল ফারুক, ওরিয়ন, শেখ হাসিনা, খালেদা জিয়া এদের পাওনাটুকু নিয়ে গেছে।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

নোমান প্রধান বলেছেন: ভালো বলেছেন

২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

রাস্তার সম্রাট বলেছেন: বাহ! চমত্‍কার লেখা। পরের লেখার জন্য শুভকামনা।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৩

নোমান প্রধান বলেছেন: দোয়া করবেন

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

মাহিরাহি বলেছেন: শিশুদের প্রতি সদয় হওয়টাই স্বাভাবিক।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৩

নোমান প্রধান বলেছেন: ্কিন্তু আমরা হই না

৪| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: কথাগুলো খুবই দুঃখের।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

নোমান প্রধান বলেছেন: হুম,

৫| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

মহিউদ্দিন হায়দার বলেছেন: আমাদের মধ্য আয়ের দেশের এগিয়ে যাওয়ার চিত্র।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

নোমান প্রধান বলেছেন: জ্বি

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৬

সচেতনহ্যাপী বলেছেন: পথশিশুদের কথাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।। ভাললাগা রইলো।।

২৮ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১২

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১২

অগ্নি সারথি বলেছেন: পাপবোধ!! আমার, আপনার, সমগ্র জাতীর।

৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩০

নোমান প্রধান বলেছেন: হয়তো

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

অরুনি মায়া অনু বলেছেন: মানুষ হারাচ্ছে তার মানবিক গুণাবলী। ভাল লিখেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩০

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.