নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, কথক।কল্পনা আর বাস্তবতা জোড়া দিয়ে প্রেম অথবা প্রতিবাদের ছবি আঁকা শিখছি।

নোমান প্রধান

লেখক নই, কথক।

নোমান প্রধান › বিস্তারিত পোস্টঃ

মাটি বেচঁতে না পারিস, ঐতিহ্য বেচেঁ খা!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮


সাধক ফকির লালন সাইঁ, বাংলার ঐতিয্য এবং সংস্কৃতির সাথে জড়ানো একটি সমৃদ্ধ নাম। তিনি তার তার গানের কথায় মুন্সিয়ানার সাথে ছাপ রেখেছেন একজন দার্শনিকের। তার কর্ম এবং লালন অনুরাগীদের কর্মকে ইউনেস্কো দিয়ে 'আন্তর্জাতিক সম্পদের' সম্মান। শুধু বাংলাদেশ নয়, বাহিরেও আছে লালন চর্চা এবং গবেষণা প্রতিষ্ঠান। ফকির লালনের গানকে অনেকে গ্রহণ করেছে জীবন দর্শনের বাণী হিসেবে।

দুঃখজনক ব্যাপার হচ্ছে তার অমূল্য কাজ গুলোকে অনেকেই বিকৃত এবং অশ্লীল ভাবে উপস্থাপন করছে শুধু মাত্র দু'পয়সা কামানোর জন্য। সম্প্রতি সময়ে যৌথ প্রযোজনার 'ছেড়ে যাস না' নামক সিনেমায় ফকির লালনের 'করি মানা কাম ছাড়ে না' গানটিকে বিকৃত ভারতীয় সিনেমা সংস্কৃতির অনুরুপ 'আইটেম সং' হিসেবে ব্যাবহার করেছে। যারা দু'পয়সার জন্য এরকম কুরুচিপূর্ণ কাজ করে দেশীয় সংস্কৃতি কে অসম্মান করছে তারা কাল সুযোগ পেলে যে আরো অনাচার করবে তা খুব সহজেই অনুমেয়।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্ব-সংস্কৃতি প্রেমী প্রতিটি মানুষকে অনুরোধ করছি এই সকল অর্থলোভীদের বয়কট করার।

যারা এদেশের জন্য, এই দেশ তাদের জন্য,
বাংলাদেশ, তার মাটি আর সংস্কৃতিই অনন্য।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

ক্লে ডল বলেছেন: দুঃখজনক!!

আসলে এগুলোর প্রতিবাদে সাধারণ জনগণকেই এগিয়ে আসতে হবে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৮

মাদিহা মৌ বলেছেন: আশ্চর্য! এমন বোধ বিবেচনাহীন হলে কী করে চলবে?

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০

নোমান প্রধান বলেছেন: সবাই শুধু অর্থ চায় আর তার জন্য করছে অনর্থ

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১১

নোমান প্রধান বলেছেন: জোর করে চালাচ্ছে

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:০১

প্রবাসী একজন বলেছেন: সব কিছুই ব্যবস্যা এখন... আমরা নিজের মা কে বিক্রি করতে কুণ্ঠাবোধ করি না। সামাজিক ও মানসিক অবক্ষয় এ জন্য দায়ী।..

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৭

নোমান প্রধান বলেছেন: এবং আমরা সবাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.