নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, কথক।কল্পনা আর বাস্তবতা জোড়া দিয়ে প্রেম অথবা প্রতিবাদের ছবি আঁকা শিখছি।

নোমান প্রধান

লেখক নই, কথক।

নোমান প্রধান › বিস্তারিত পোস্টঃ

উন্মাদ বিপ্লবী (তামিম ইকবালকে উৎসর্গ)

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭


তব বিপ্লবী, যত উন্মাদ!
ভ্রষ্ট নগরীকে করে বরবাদ ;
মাতাল উদ্দাম নৃত্যে দিশেহারা জনপদ
কত বিধ্বংসী, সব উন্মাদ।

হা-ভাতে, স্তন্যপায়ীর দল!
চিরহরিৎ বনে জ্বালিয়ে দাবানল ;
তিমির তাড়ায়ে ধরা বহ্নিশিখায় উজ্জল
এরা সর্বভুক, সর্বহারার দল।

বেমানান, সমাজে আনাড়ি!
কেমনে পাল্টায়ে মৃত্যুর কান্ডারি ;
ধ্বংসরে নিলো তারা কত্ত ভালোবাসি
যত জঞ্জাল, বড্ড বাড়াবাড়ি।

তারা মজুর, কিছু চাষা!
ভুলে গিয়েছে আদিম ভাষা;
ক্ষুধার তাড়নে আজ হয়েছে সর্বনাশা
হয়ে কুলহারা, জলে ভাসা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৭

রক্তিম দিগন্ত বলেছেন:
+++++++

চরম কবিতা। বিধ্বংসী। তামিমের প্রতি চমৎকার উৎসর্গ।

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৭

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০

এম এ কাশেম বলেছেন: বিদ্রোহী বিদ্রোহী ভাব।

প্লাস আর শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০

নোমান প্রধান বলেছেন: আশা করি আপনাদের শুভ কামনায় আমার লেখা আরো শুভ হবে। ধন্যবাদ

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:




আমরা পুরাতনকে মেরামতে সময়ে ব্যয় করছি, যা কোনদিনও সময়ের সাথে তাল মিলাতে পারবে না।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:০২

নোমান প্রধান বলেছেন: অসম্পূর্ণকে মেরামত না করেই কি সব সময় মেনে নেয়া যায়, গাজী ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.