নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, কথক।কল্পনা আর বাস্তবতা জোড়া দিয়ে প্রেম অথবা প্রতিবাদের ছবি আঁকা শিখছি।

নোমান প্রধান

লেখক নই, কথক।

নোমান প্রধান › বিস্তারিত পোস্টঃ

যৌবন অভিলাষ

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২



এই সমাজের বানোয়াট সম্মান, মেকি আভিজাত্য আর কালো টাকা
তোদের কাছে থাক।

আমাকে শুধু একটু উড়তে দিস ধূসর আকাশে আমার মত করে,
সময় যেদিকেই যাক।

আমি কল্পনায় মাতাল হয়ে বেসামাল হই
নারীর কালো চুলে ডুবেও মানুষ হয়ে রই!
যখন চারপাসে চিৎকার করে ক্ষুধা তৃষ্ণা
আমি নির্বাক! অনেক দূর রয় ঝড় ঝঞ্ঝা।

রূঢ় প্রকৃতি চেনে আমায় সখ্যতা তার সনে
শত জন্মে ভেঙেছি তারে গড়েছি নিজ মনে!
পাহাড় চিরে গুহা আর মরুভূমির বুকে প্রাণ
মনের খেয়ালে! থামিয়েছি মহাসমুদ্রের গান।

আমি তো জন্ম-মৃত্যুর মাঝে দাঁড়ানো দেয়াল
প্রজনন প্রয়োজন নয়! আমার ইচ্ছে খেয়াল!
যৌবন কারো কেনা গোলাম নয় কারো দাস
তুলনা নয় পাগলা ঘোড়াও বাধা যায়না রাশ!

পিছু ডাকিস না মাগো যাই পালায়ে আজানায় এই ইট-কাঠের জঙ্গল
ছেড়ে বহু দূরে!

কাদা মেখে গায়ে শুকাবো রোদে রইবো দেবতা সেজে, স্নানের সময়
ঠিক আসবো ফিরে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

ধ্রুবক আলো বলেছেন: আমাকে শুধু একটু উড়তে দিস ধূসর আকাশে আমার মত করে,
সময় যেদিকেই যাক।
+++
ইচ্ছার কি বহিঃপ্রকাশ, অসাধারন... আমারও খুব ইচ্ছে হয় উড়ে উড়ে ঘুরে বেড়াই..,,,
শুভ কামনা জানবেন

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

নোমান প্রধান বলেছেন: প্রতিটা শুভকামনা বাধিয়ে রাখি ইচ্ছে গ্যালারীতে :)
ধন্যবাদ

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.