নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমালোচনা যদি গঠনমূলক হয়, তা অনেক বেশি শিক্ষণীয় হয়। তর্কের খাতিরে তর্ক করা এক অসহ্য অভিবেক্তি।

নুরুল পলাশ

অপাংথেয় বাঙ্গালী

নুরুল পলাশ › বিস্তারিত পোস্টঃ

প্রতারনার নতুন কৌশল

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৫

প্রতারনার নতুন কৌশল... [ সচেতনতামূলক পোষ্ট ]

ঘটনা-১:

আমাদের অফিসের একজন অফিসার প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিল, টাকার খাম হাতেই ছিল। অফিস থেকে ব্যাংকের দূরত্ব প্রায় ২০০ মিটার।

রাস্তায় একটা সিএনজি থেকে তাকে প্রশ্ন করা হয় সোনালী ব্যাংক কোথায়, সে উত্তর দেয়ার সময়েই ২ জন মানুষ তার দুই পাশে এসে দাঁড়ায়, একজন তার ঘাড়ে হাত রাখে। তারপর অফিসারটি প্রায় চুপচাপ হয়ে যায়।
৫/৬ মিনিট পরে পাশাপাশি থাকা দুইটা সিএনজিতে করে অন্য দুইজন তার টাকার খাম নিয়ে চলে যায়, আর অফিসারটি প্রায় ঘন্টাখানেক পরে বুঝতে পারে তার টাকা অন্যরা নিয়ে গেছে।
আমরা প্রথমে সন্দেহ করি ঘটনার সত্যতা নিয়ে, পরে পাশেই থাকা অন্য একটি ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখি তার বর্ণণার সাথে ঘটনা প্রায় একই।

অফিসারটি বলতেছে সে দেখতে পাচ্ছে তার কাছে থেকে টাকা নেয়া হচ্ছে বাট সে কি করবে তা নাকি বুঝে উঠতে পারছিল না, তাকে জোর ও করা হয়নি, কিছু খাওয়ানোও হয়নি।
ঘটনা-২:
মহাখালীতে একজনের কাছে থেকে শোনা।
একজন ভদ্রমহিলা বাজারে গিয়েছে, এমন সময় পাশ থেকে একজন দরিদ্র মহিলা তার কাছে সাহায্যের আবেদন জানায়, তারপর আরো ২/১ জন তাকে কিছু সাহায্য করতে উৎসাহিত করে।

তখন সেই ভদ্র মহিলা ঐ অসহায় মহিলাটিকে তার হাতের স্বর্ণের চুড়ি, গলার চেইন, কানের দুল, মোবাইল দিয়ে চলে আসে।
বাসায় আসার পরে তার মনে পরে সে তার সব গহনা ঐ মহিলাটিকে দিয়ে আসছে, কেন দিয়েছে তা মনে করতে পারেনা।

ঘটনা-৩:
একটি ব্যাংকের ম্যানেজারের বর্ণণা থেকে।
তার একজন গ্রাহক ব্যাংকে দেড় লাখ টাকা জমা দিতে ব্যাংকে আসছিল, ব্যাংকের সামনে থেকে একজন ব্যক্তি তাকে ওভারটেক করে। তারপর কিছু সময় পরে দেখে তার কাছে থাকা টাকা নেই।
সেই ব্যক্তি মনেই করতে পারতেছে না কিভাবে তার টাকা কে নিয়ে গেল।

ঘটনা-৪:
গতকাল বুধবার (ঈদের একদিন পর), আমি আসতেছি IUB এর সামনে দিয়ে সকাল ৮:৩০ টায়, যেহেতু ঈদের ছুটি সেহেতু রাস্তা একদম ফাকা।
হঠাৎ একজন লোক প্রায় ৪০ এর মত বয়স, আমার কাছে এসে তার মোবাইলটা নাকের সামনে নিয়ে এসে বলতেছে, “ওস্তাদ ২০ টাকা ফ্লেক্সি দিছি, আসছে কি একটু দেখেন”?
মাথাটা আমার কেমন যেন ঝিনঝিন করে উঠল, মুহুর্তেই তার কাছে থেকে সরে গিয়ে বল্লাম আসছে।
তারপরই প্রায় দৌড়ে তার কাছে থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তাকে তাকিয়ে দেখলাম, চুপচাপ হেটে যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ করতে চাইলাম কিন্তু আশেপাশে কোন লোক না দেখে সাহস পেলাম না।
অস্ত্র ধরলে তার সাথে লড়াই করা যায়, কিন্তু তাদের কেমিকেলের সাথে লড়াই করব কিভাবে?
উপরে উল্লেখিত ৪ টা ঘটনাই একদম রিসেন্ট। অনেক ধরণের আধুনিক কেমিকেল বের হয়েছে যা দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য সম্মেহন করে তার সবকিছু হাতিয়ে নেয়া হচ্ছে।
সুতরাং অপরিচিত/নির্জন স্থানে কারো সাথে কথা বলবেন না, কেউ কোন ধরণের হেল্প চাইলে আশেপাশে মানুষদের নিয়ে হেল্প করুন, একা একা বীরত্ব ফলাতে যাবেন না।
সচেতন হোন, দূর্ঘটনা থেকে দূরে থাকুন। শেয়ার, ট্যাগ করে আপনার আত্বীয় স্বজন,বন্ধু বান্ধবদের জানিয়ে দিন।

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: মানুষ চুরী ছিনতাই কেন করছে?
তারা কাজ পায় না। অভাব অনটনে এই পথ বেছে নিচ্ছে।
যদি তাদেরকে কাজ দেওয়া হয়- তাহলে তারা খারাপ কাজ করবে না।

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

মোস্তফা সোহেল বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ। আমাদের নিজেদেরকেই বেশি সাবধান হতে হবে।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: রাজীব নুর বলেছেন: মানুষ চুরী ছিনতাই কেন করছে?
তারা কাজ পায় না। অভাব অনটনে এই পথ বেছে নিচ্ছে।
যদি তাদেরকে কাজ দেওয়া হয়- তাহলে তারা খারাপ কাজ করবে না।

ভুল বললেন। চোরেরা সর্বদাই চোর। সবচেয়ে বড় চোরগুলিকে আপনি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে পাবেন।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬

কাবিল বলেছেন: সবাইকে সচেতন হতে হবে।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

কানিজ রিনা বলেছেন: আর সরকারী গুরুত্ব পুর্ন পদগুলি যত আছে
সব বড় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষিত লোকগুল
বেছে নেওয়া। তাই শিক্ষিত লোকের ঘুসখোর
বলা অপরাধ। ধন্যবাদ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

সানহিমেল বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট, ধন্যবাদ।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নেশাদ্রব্যের বিষয়ে পড়তে গিয়ে এমনটা জেনেছিলাম! ঐ নেশঅটায় নাকি ক্ষনিকের জন্য পুরোই সম্মোহিত করে ফেলে- এবং তারপর আর কিছূ মনেও করতে পারে না!!!!

কি ভয়ানক খবর দিলেন! দেশেও এর প্রয়োগ শুরু হয়ে গেছে? কি ভয়ংকর!!!!!!!!!!!!!

সচেতনতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা

++++++++++

৯| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

হানিফঢাকা বলেছেন: বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, ভাবতেই ভাল লাগে।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

জেকলেট বলেছেন: এদেরকে বিদেশে রফতানির জোর দাবি জানাচ্ছি। চিন্তা করেন রেমিটেন্স কোথায় ঠেকবে??

১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট

১২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৫৫

তার ছিড়া আমি বলেছেন: জনসচেতন মূলক পোষ্ট। ধন্যবাদ।

১৪| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৫

Emran Hossain বলেছেন: সতর্ক করার জন্যে ধন্যবাদ

১৫| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভয়বহ অবস্থা।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৬| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২০

নতুন নকিব বলেছেন:



একদম বাস্তব চিত্র। এধরনের ঘটনার সাথে প্রথম পরিচিত হই ২০০৬ সালের দিকে। সচেতনতামূলক পোস্টে ধন্যবাদ।

১৭| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুরুত্বপূর্ণ জনসচেতন মূলক পোষ্ট।
সতর্ক করার জন্যে ধন্যবাদ।
সতর্কতার বিকল্প নাই,
সবাই সচেতন হোন।

১৮| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

মাঝিবাড়ি বলেছেন: ওকে

১৯| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

আমি ইহতিব বলেছেন: কি ভয়াবহ !!! সচেতনতার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.