নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবশেষে জেনেছি মানুষ একা !!!

নুরুজ্জামান লাবু

গন্তব্য বহুদুর.....!

নুরুজ্জামান লাবু › বিস্তারিত পোস্টঃ

এ কেমন নির্মম বাবা? শান্তর জন্য আমরা কি কিছু করতে পারি?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০

এই অপলক দৃষ্টিতে শান্ত আসলে আমাদের দিকেই তাকিয়ে আছে

আপডেট ২ (বুধবার ২৭ মার্চ): শিশুটির সহযোগিতায় সাড়া দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে সহযোগিতা করতে পারি? প্রথমে তার হাত ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা যায় কি না? কৃত্রিম হাত লাগানোর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয়ে কারো কোনো তথ্য জানা থাকলে সহযোগিতা করুন। তার আগে পঙ্গুর সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। আর কীভাবে ফান্ড গঠন করা যায় সে সম্পর্কে মন্তব্য করলে ভালো হয়।

তবে সর্বোপরি পোস্টটা স্টিকি হলে কাজটি করতে সুবিধে হতো।


আপডেট (১): আজ (সোমবার ২৫ মার্চ) পঙ্গু হাসপাতালে শান্তকে দেখতে গিয়েছিলাম। নিচতলায় জরুরী বিভাগের বাইরে একটি কক্ষের বেডে রাখা হয়েছে শান্তকে। একটা দৃশ্যের কথা বলি। শান্ত বার বার তার শরীরের বিভিন্ন অংশ চুলকিয়ে দিতে বলছিল। মা তাই করছিলেন। কিন্তু এমন হয় যে ঠিক যে জায়গাটা চুলকাচ্ছিল শান্তর মা সেটি ধরতে পারছিলেন না। শান্ত তার দুই হাতর অবশিষ্টাংশ (সামান্য অংশ) দিয়ে চেষ্টা করল। পরে উঠে গিয়ে দেয়ালে একবার মাথা ঘষলেন একবার ঘাড়ের একটা অংশ ছোঁয়াল। তারপর আবার ফিরে এসে বসল।

এই দৃশ্য যারা দেখছিল তাদের চোখ ভিজে এল মুহুর্তেই। একটা সামান্য দশ টাকা দামের চিপসের জন্য ছেলেটির এমন হাল করেছে তার পাষন্ড সৎ পিতা, যার জন্য সারাটা জীবন এমন দুর্বিষহ জীবন যাপন করতে হবে।

গতকাল প্রায় এক ঘণ্টা শান্তর সঙ্গে কাটিয়েছি। তার সঙ্গে বল খেলেছি হাসপাতালের করিডরেই। এত চঞ্চল একটি শিশু। দুই হাত নেই, তবু একটু শান্ত থাকছে না সে। একবার এদিক ছুটে যায় তো আরেকবার ওদিকে। শান্তর মা নাসিমা বেগম বলছিলেন, ও এমনই। কে একজন একটা প্লাস্টিকের বল কিনে দিয়ে গেছে। তা বের করে বল খেলা চাই তার। বল নিয়ে দৌড়াচ্ছে...কথা বলছে...হাসছে....কিন্তু সেই হাসিতে কী যেন একটা নেই। নিষ্প্রাণ...আমরা কি শিশুটির হাসিতে প্রাণ ফিরিয়ে দিতে পারবো না।

জানতে পারলাম গতকাল অনেকেই শিশুটিকে দেখতে গিয়েছিলেন। আমার সামনেই এক আমেরিকা প্রবাসী একহাজার টাকা দিয়ে আসলেন। আরো কিছু তরুণ সহযোগিতা করার জন্য কথা বলছে। কিন্তু এসব আসলে বিচ্ছিন্ন...এতে হয়তো তার দৈনন্দিন ব্যয় মিটবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের রোকসানা ম্যাডাম তার নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলে জানতে পেরেছি। কিন্তু শান্তর কৃত্তিম হাত লাগানোর উদ্যোগটা বড় জুরুরী।





বাবা বাবাই। সে হোক সৎ কিংবা আসল। অবুঝ একটি শিশু সৎ কিংবা আসল বাবার মর্ম হয়তো ততটা বোঝে না। সে বোঝে যেহেতু বাবা বলে তাক ডাকছে হয়তো সে তার সব আব্দার পূরণ করবেই। এজন্য সৎ পিতার কাছে একটি চিপস চেয়েছিল। বিনিময়ে সে এমন নির্মমতা পেয়েছে, যা শুনলে যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন হবে। পাষন্ড বাবা শিশুটির দু'টি হাতই কেটে দিয়েছে। তার নাম রবিউল ইসলাম শান্ত (৮)। এমন ভয়ানক নিমর্মতার ঘটনা ঘটেছে খোদ রাজধানীতে। অভিজাত এলাকা গুলশান-বনানীর গলার কাটা মহাখালীর কড়াইল বস্তিতে। ঘটনা দেড় মাস আগের। কিন্তু মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয়নি। আজ ইত্তেফাক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়িছে, শিশুটির দুই হাত কেটে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে টাকা আয় করতেই তার সত্ পিতা জাহাঙ্গীর এ ঘটনা ঘটিয়েছে। শিশু শান্ত'র মা নাসিমা বেগম এ বর্বরতার জন্য তার দ্বিতীয় স্বামী জাহাঙ্গীরকে দায়ী করেছেন।

শিশু শান্ত ও তার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট বছরের শিশু রবিউল ইসলাম শান্ত তার মা গৃহকর্মী নাসিমা বেগম ও সত্ পিতা হোটেল কর্মচারী জাহাঙ্গিরের সঙ্গে মহাখালী কড়াইল বস্তিতে থাকত। গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে শান্ত বস্তিতে খেলছিল। মা নাসিমা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সময় শান্ত তার পিতা জাহাঙ্গীরকে দেখে চকিনে দেয়ার জন্য বলে। সত্ পিতা জাহাঙ্গীর চিপস কিনে না দিয়ে উল্টো তাকে ধমক দেয়। ঐ সময় শান্ত তার পিতাকে বলে উঠে, 'তুমি কোন দিন কিছু কিনে দেও না? একটি চিপস চাইলাম তাও দেও না। তুমি কিসের বাবা।' এ কথায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর 'তোরে জনমের মত চিপস খাওয়াচ্ছি' বলতে বলতে শান্তর হাত ধরে তাকে তেজগাঁও এলাকায় একটি মসজিদের কাছে জংগলে নিয়ে যায়। তারপর শান্তর দুই পা চেপে ধরে বটি দিয়ে তার ডান হাতটি কনুই পর্যন্ত কেটে ফেলে। এ সময় শান্ত চিত্কার দেয়া শুরু করলে তার মুখ চেপে ধরে জাহাঙ্গির। পরে পাষণ্ড জাহাঙ্গীর তার বাম হাতটিও কেটে ফেলে। এরপর শান্ত জ্ঞান হারিয়ে ফেলে। পরে মাথা ও দেহের বিভিন্ন স্থানে বটি দিয়ে আঘাত করে তাকে ফেলে চলে যায় জাহাঙ্গীর।এদিকে শিশুটির মা নাসিমা বেগম বেলা ২টা পর্যন্ত শান্ত বাসায় ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে মাইকিং ও পরদিন বনানী থানায় জিডি করেন। ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্বামী জাহাঙ্গীর বাসায় যায়নি। তবে ঘটনার রাতে জাহাঙ্গীরের সঙ্গে নাসিমার দেখা হয়। তখন শান্ত নিখোঁজ থাকার কথা বলা হলে, জাহাঙ্গীর আসছি বলে আর আসে নি। তার ভূমিকা প্রথম থেকেই সন্দেহজনক ছিল বলে নাসিমা জানান। তিনি আরো জানান, 'জাহাঙ্গীর একজন নেশাখোর। তাকে দিয়ে পুত্রের দুই হাত কাটা কেন, খুন করাও সম্ভব বলে নাসিমা জানান। তিনি স্বামীর বিরুদ্ধে বনানী থানায় পুত্র শান্তর দুই হাত কেটে নেয়ার ঘটনায় মামলা করেছেন।



পুলিশ ও চিকিত্সক সূত্র জানায়, স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শান্তকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তখন তার বাম হাতটি দেহের সঙ্গে ঝুলছিল। ডাক্তাররা হাতটি রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ইনফেকশন দেখা দিলে হাতটি দেহ থেকে অপসারণ করতে বাধ্য হন । দুই সপ্তাহ পর শান্ত মোটামুটি সুস্থ হয়ে ওঠে। অল্প অল্প কথা বলা শুরু করলে শিশুটিকে নিয়ে একটি জাতীয় দৈনিকে 'সচিত্র প্রতিবেদন' প্রকাশিত হয়। পত্রিকা দেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা রোকশানা বেগম শিশুটিকে দেখার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। বিস্তারিত জেনে তিনি শান্তকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করেন। গত ১৬ মার্চ তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে ওঠেছে শান্ত।

পুলিশ ধারণা করছে, ভিক্ষাবৃত্তিতে নামানোর কৌশল হিসাবেই জাহাঙ্গীর ও তার সহযোগীরা শিশুটির হাত কেটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, শান্তর মা নাসিমার প্রথম স্বামী কামাল ছিলেন গুলশান এলাকার সিকিউরিটি গার্ড। তার ঘরে শান্তসহ দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে রিয়াজ গুলশান ২ নম্বরে একটি ক্রোকারিজের দোকানে কাজ করে। জাহাঙ্গীরের ঘরে নাসিমার আরো একটি কন্যা সন্তান হয়। তার নাম রিচান, বয়স ৯ মাস।



শিশুটির এই অপলক তাকিয়ে থাকা কি আমাদের বিবেককে নাড়া দিবে? অসহায় এই শান্তর জন্য আমরা কিছু কি কিছু করতে পা

তথ্যসুত্র: দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক

মন্তব্য ৮০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



ঐ বদমাসকে ধরে তার দুইহাতও কেটে দেয়া হোক। X(( X(( X( X(

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

নুরুজ্জামান লাবু বলেছেন: বাদমাসটার শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি আর শিশুটার জন্য কিছু করা যায় কিনা ভেবে দেখুন।

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

উসীমজদ্দীন বলেছেন: এমন বর্বর কি করে হতে পারে মানুষ !!!! ঘৃনা জানানোরও ভাষা আমার নেই........

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

নুরুজ্জামান লাবু বলেছেন: ঘৃনা জানানোরও ভাষা নেই........

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

মাহিরাহি বলেছেন: কিছুক্ষন আগে টিভিতে দেখলাম, এই বর্বরতা প্রকাশের কোন ভাষা নেই।

পোস্ট স্টিকি করা হোক, যদি সবাই মিলে কিছু একটা করা যায়।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

নুরুজ্জামান লাবু বলেছেন: স্টিকি হলে ভালো। সবাই মিলে কিছু করা যাবে। না হলেও কিছু আমাদের করা উচিত।

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

রুদ্র মানব বলেছেন: ভয়াবহ B:-) B:-) B:-)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

নুরুজ্জামান লাবু বলেছেন: আমরা কি কিছু করতে পারি না রুদ্র মানব?

৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

জাহাঙ্গীর জান বলেছেন: মানুষ কতো পাচান্ড হলে একটি শিশুর সাথে এমন করতে পারে ওটা মানুষ রুপে হাইওয়ান ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

নুরুজ্জামান লাবু বলেছেন: হুম। সে আসলে বাবা নামে কলঙ্ক।

৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

আরজু পনি বলেছেন:

মানুষ না জানোয়ার!!! :-&

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬

নুরুজ্জামান লাবু বলেছেন: জানোয়ার। কিন্তু শান্তর জন্য কিছু করা উচিত নয় কি আমাদের?

৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

রুদ্র মানব বলেছেন: অবশ্যই কিছু করতে পারি । চিকিৎসার ব্যাপারে সাহায্য ও জানোয়ার পিতাটার বিচার চাইতে পারি ।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

নুরুজ্জামান লাবু বলেছেন: আমাদের তাই করা উচিত। সবাই সম্মিলতভাবে করলে কোনো কিছুই অসম্ভব নয়।

৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

আশফাক সুমন বলেছেন: মাহিরাহি বলেছেন: কিছুক্ষন আগে টিভিতে দেখলাম, এই বর্বরতা প্রকাশের কোন ভাষা নেই।

পোস্ট স্টিকি করা হোক, যদি সবাই মিলে কিছু একটা করা যায়।
---- সহ মত।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

নুরুজ্জামান লাবু বলেছেন: মডারেটরদের হৃদয় পর্যন্ত এই আবেদন পৌছে যাক। তবে আমরা দিন দিন অনভূতিহীন হয়ে যাচ্ছি। সাড়াহীন...এড়িয়ে যাওয়ার প্রবনতা... ভাবছি না একদিন আমাদেরও কেউ এমন করে এড়িয়ে যেতে পারে....
সকলের বিবেক জাগ্রত হোক

৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: অবশ্যই আমাদের কিছু করা উচিত।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

নুরুজ্জামান লাবু বলেছেন: আমাদের কিছু একটা করতেই হবে হবে হবে.....

১০| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১২

প্রকৌশলী আতিক বলেছেন: মাথাডা ঘুরতাছে। জানোটয়ার টারে মারে না কে পাবলিকে................

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

নুরুজ্জামান লাবু বলেছেন: জানোয়ারটা পলাতক। পুলিশ তাকে খুঁজতাছে। তবে গরীবের মামলার আসামী ধরা পরে অনেক দেরীতে....

১১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩

নিরীহ জন বলেছেন: পৃথিবীতে জানোয়ারদেরও বেচে থাকার অধিকার আছে। কিন্তু এই জানোয়ারটার বেচে থাকার কোন অধিকার আছে বলে আমার মনে হয় না।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

নুরুজ্জামান লাবু বলেছেন: হুম জানোয়ার বললেও তাকে কম বলা হবে। এমন নির্মম কেউ হতে পারে....?

১২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

তিক্তভাষী বলেছেন: অমানবিক! এত নির্মম কেউ হতে পারে..? অসুস্থ বোধ করছি।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

নুরুজ্জামান লাবু বলেছেন: অমানবিক....

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

সামস্ সোহান বলেছেন: কিভাবে সাহায্য পাঠাতে পারি?
সিলেট থেকে...

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ। সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে দেখি কীভাবে সহযোগীতা করা যায়।

১৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

মিত্রাক্ষর বলেছেন: মানুষ দিনে দিনে পশু হয়ে যাচ্ছে :(

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

নুরুজ্জামান লাবু বলেছেন: হুম। কিন্তু শান্তর জন্য আমাদের কিছু করা উচিত।

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

হাসানঢাকাবাংলা বলেছেন: আমাদের এখন একজন ডেক্সটার দরকার

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নুরুজ্জামান লাবু বলেছেন: আসুন আমরা শান্তর পাশে দাঁড়াই।

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪

পাগলামামা বলেছেন: ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
যারা ঢাকায় আছেন তারা উদ্যোগ নিতে পারেন একটি ফান্ড গঠনের। সকলে সম্মিলিত চেষ্টায় হয়ত শিশুটি একটি ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতে একটু আশার আলো দেখতে পাবে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

নুরুজ্জামান লাবু বলেছেন: সহমত। সবাই চেষ্টা করলে কোনো কিছুই অসাধ্য নয়।

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শান্তর দিকে একবারের জন্য তাকানোর সাহসও আমার হয় নি ...

কি ভয়াবহ । :( :( :( :(

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

নুরুজ্জামান লাবু বলেছেন: কিন্তু শান্তর জন্য আমাদের কিছু করা উচিত নয় কি?

১৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক, যদি সবাই মিলে কিছু একটা করা যায়।

আমরা সাহায্য করতে চাই।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

নুরুজ্জামান লাবু বলেছেন: মডারেটররা হৃদয়হীন হয়ে গেছে। তবু সবাই মিলে কিছু একটা করতেই হবে।

১৯| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



ঐ বদমাসকে ধরে তার দুইহাতও কেটে দেয়া হোক।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

নুরুজ্জামান লাবু বলেছেন: বদমাসটার উচিত বিচার দাবী এবং শান্তর জন্য নিশ্চিত ভবিষ্যত নির্মাণ জরুরী।

২০| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

েরজা১৩েহপী বলেছেন: অবশ্যই কিছু করতে পারি । চিকিৎসার ব্যাপারে সাহায্য ও জানোয়ার পিতাটার বিচার চাইতে পারি ।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

নুরুজ্জামান লাবু বলেছেন: সংগঠিতভাবে আমাদের তাই করা উচিত।

২১| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


কি ভয়াবহ আর কি নির্মম!!!!



:( :( :( :( :( :( ...... টাকার অভাবে মানুষ পশুর ও অধম হয়ে যাচ্ছে!!!!!!!







২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

নুরুজ্জামান লাবু বলেছেন: আমাদের কিছু করা উচিত শিশুটির জন্য...

২২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: বর্বর

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০

নুরুজ্জামান লাবু বলেছেন: হুম। কিন্তু শিশুটির জন্য কিছু করা প্রয়োজন

২৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪

িসয়াদ বস বলেছেন: ঐ বদমাসকে ধরে তার দুইহাতও কেটে দেয়া হোক। X(( X(( X( X(

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০

নুরুজ্জামান লাবু বলেছেন: দেয়া হোক। শিশুটার জন্য কিছু করতে হবে।

২৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩

শ।মসীর বলেছেন: অফিসে বসে আছি, আমার ও ছোট একটা বাচ্চা আছে। বিশ্বাস করেন আমি কাঁদতেছি এখন !!!
সহ্য করতে পারছিনা.........।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

নুরুজ্জামান লাবু বলেছেন: আমারো প্রথম খবরটা দেখে এত খারাপ লেগেছে যে বলে বোঝাতে পারবো না। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখলাম শিশুটি এত চঞ্চল, দেখে আরো মনটা খারাপ হয়ে গেল। এত চঞ্চল একটা শিশুর জীবন এমন অনিশ্চিত হয়ে গেল, ভাবতে কষ্ট হয়।
আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো ওর জন্য কিছু করতে পারবো।

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০

এম.এস. রানা বলেছেন: কোন পশুও মনে হয় এমন কাজ করতে পারবে না, চোখের পানি ধরে রাখা কঠিন। প্রথমে সেই জানোয়ারটাকে ধরে ছেলেটার মত করে দুহাত কেটে ফেলা উচিৎ।
কৃত্তিম হাত লাগাতে দেশে খরচ কেমন কারো ধারনা আছে? একটু খোজ নিয়ে বিস্তারিত লিখুন পোষ্টে।

সামুর মানবিকতা কি হারিয়ে গেল? নাকি ছেলেটা বস্তির তাই ওদের জন্য মানবিকতা দেখানোর মত মডারেটর নেই সামুতে।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

নুরুজ্জামান লাবু বলেছেন: যতদুর জানি দেশে কৃত্রিম হাত লাগানো যায়, তবে কেমন খরচ আমার ধারণা এখনো নাই। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কারো জানা থাকলে আওয়াজ দিয়েন।

আর সামু আসলেই অমানবিক হয়ে গেছে। তা না হলে এমন নির্মম একটি ঘটনা সামু পাশ কাটিয়ে যায় কিভাবে? হয়তো শিশুটি বস্তির ছেলে বলেই....কিন্তু ও তো মানুষ। বস্তিতে জন্ম নিয়ে ও তো কোনো অপরাধ করেনি। আমার বিশ্বাস সামু কর্তৃপক্ষ শিশুটির জন্য এগিয়ে আসবে।

২৬| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৪

এম.এস. রানা বলেছেন: পোষ্টটি নির্বাচিত পাতাতেও কি স্থান পেতে পারে না? সামুকে আগেও দেখেছি এমন মানবিক আবেদনে সার্বিক সহযোগিতা করতে, হয় পোষ্ট স্টিকি করে আরো ভালভাবে উপস্হাপন করে।
লেখকের প্রতি অনুরোধ একটু খোজ নিন, কৃত্তিম হাত লাগাতে কতটাকার প্রয়োজন। দেশে কি সম্ভব নাকি বিদেশে পাঠাতে হবে?
ভালভাবে জেনে পোষ্ট আপডেট করুন আর আবেদন করে যান আশা করি সবাই মিলে এগিয়ে আসলে খুব কঠিন হবেনা।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

নুরুজ্জামান লাবু বলেছেন: বোধকরি সামুর মডারেটরদের মানবিকতা লোপ পেয়েছে। তা না হলে এমন নির্মম ঘটনা এড়ানো যায় না।
কৃত্রিম হাত লাগানোর বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি। যত দুর জানি দেশে সম্ভব। সবাই মিলে এগিয়ে আসলে শিশুটির জন্য কিছু করা যাবে।

২৭| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: প্রথম খবরটা পেপারে পড়ার পর থেকেই মাথাটা ঝিমঝিম করে, আমারও একটা ছেলে আছে........ আমি কেন যেন এই শান্তর দিকে তাকালেই আমার দেড় বছর বয়সী ছেলের মুখখানা ভেসে ওঠে.....। কোন পাবলিসিটির দরকার নেই........প্লিজ উদ্যেগ নিন কিছু করার.......সাথে আছি..........।
তবে কথা হলো এখন ওর অভিভাবকের হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই এই বাচ্চাটার কোন লাভ হবেনা,এর জন্য দীর্ঘমেয়াদি সাহায্যের জন্য বড় কোন প্রতিষ্ঠানের এগিয়ে আসতে হবে..........। সবাই মিলে যদি পুরা বাংলাদেশটাকেই নাড়িয়ে দেওয়া যায়........তবে একটা বাচ্চা ছেলের জন্য কেন পারবনা।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

নুরুজ্জামান লাবু বলেছেন: শান্তর জন্য কিছু একটা করতেই হবে আমাদের।

২৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১০

টাইম কম বলেছেন: পোস্ট স্টিকি করা হোক, যদি সবাই মিলে কিছু একটা করা যায়।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

নুরুজ্জামান লাবু বলেছেন: পোস্টটা স্টিকি হয় নি। মডারেটররা অমানবিক হয়ে গেছে। তবু শিশুটির জন্য কিছু করতে হবে।

২৯| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

দেশপ্রেমিক পোলা বলেছেন: কি নিস্ঠুর অমানুষ। কৃত্রিম হাত কি লাগানো সম্ভব? সেটি কিভাবে?

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নুরুজ্জামান লাবু বলেছেন: কৃত্রিম হাত লাগানো সম্ভব। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। সবাই এগিয়ে আসুন শিশুটির জন্য কিছু করি।

৩০| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

হাসানুর বলেছেন: আমরা মানুষেরা সব পারি ! আমাদের জন্যই আছে বেহেস্ত-দোজখ । :(

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নুরুজ্জামান লাবু বলেছেন: মানুষ না অমানুষ। শিশুটির জন্য কিছু করতে হবে।

৩১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

পথহারা সৈকত বলেছেন: আশফাক সুমন বলেছেন: মাহিরাহি বলেছেন: কিছুক্ষন আগে টিভিতে দেখলাম, এই বর্বরতা প্রকাশের কোন ভাষা নেই।

পোস্ট স্টিকি করা হোক, যদি সবাই মিলে কিছু একটা করা যায়। ---- সহ মত

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

নুরুজ্জামান লাবু বলেছেন: হুম। পোস্টটা স্টিকি করলে সাড়া পাওয়া যেত আরো বেশি। তবু আমরা আমাদের সাধ্যমতো কিছু করতে চাই।

৩২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

মদন বলেছেন: আমি নির্বাক।
পোষ্টটি স্টিকি করা হোক।
এই পোষ্টের মাধ্যমে সাহায্যের জন্য বিকাশ/ব্যাংক/অনলাইন পেমেন্টের মাধ্যমগুলো প্রকাশ করুন।

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

নুরুজ্জামান লাবু বলেছেন: পোস্টটা স্টিকি করলে হয়তো আরো বেশি সাড়া পাওয়া যেত। তবু শিশুটির জন্য কিছু করতে হবে।
আর কিভাবে সাহায্য করা যায় আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

আমিনুর রহমান বলেছেন: ভাই প্লিজ একটা ছোট ছবি দিলে দিতে পারেন এতগুলো ছবি দেখতে কষ্ট হচ্ছে আমি এই নির্মমতা দেখতে পারছি না :(


এই পোষ্টের মাধ্যমে সাহায্যের জন্য বিকাশ/ব্যাংক/অনলাইন পেমেন্টের মাধ্যমগুলো প্রকাশ করুন। অন্যকোন ভাবে আমার সাহায্যে লাগলে যোগাযোগ করতে পারেন।

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

নুরুজ্জামান লাবু বলেছেন: একাধিক ছবি দেয়ার কারণ প্রকৃত ঘটনাটা যেন হৃদয়ে নাড়া দেয়। শিশুটির জন্য কিছু একটা করতে হবে। কিভাবে করা যায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে মডারেটররা পোস্টটা স্টিকি করলে বেশি সাড়া পাওয়া যেত।

৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭

লিংকন১১৫ বলেছেন: কিছুবলার খমতা নাই

কিভাবে সাহায্য করতে পারি সেটা জানান

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

নুরুজ্জামান লাবু বলেছেন: আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই জানানো হবে। তবে পোস্টটা স্টিকি করা উচিত। তাহলে বেশি সাড়া পাওয়া যেত।

৩৫| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

চারু হক বলেছেন: শিশুটির জন্য কিছু করার প্রচেষ্টায় আমি আপনার/ আপনাদের সঙ্গে আছি। কি করতে হবে জানাবেন প্লিজ।

আমার ইমেইল : [email protected]

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ। আমরা সবাই মিলে করলে সহজেই করা যাবে।

৩৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১

রিয়াদ হাকিম বলেছেন: ...............কিছু বলার ভাষা নাই

কোন ব্যাংক একাউন্ট কি খোলা হয়েছে?

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

নুরুজ্জামান লাবু বলেছেন: ব্যাংক একাউন্ট এখনো খোলা হয়নি। হবে শিগগির।

৩৭| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

চারশবিশ বলেছেন: পোস্টটা স্টিকি করা উচিৎ

ওর ব্যাংক খোলার ব্যাবস্থা করুন

৩৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

তালাত বলেছেন: এটা একটা খুব দরকারি লেখা লিখেছেন। মানুষের পাশেই তো একজন মানুষ দাঁড়াবে। এই শিশুদের পাশে না দাঁড়ালে ভব্যিষতে মানুষ সম্পর্কেই এই শিশুটির একটি নেতিবাচক ধারণা তৈরি হবে।

এই পোস্টটা স্টিকি করা হোক্।

৩৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

তালাত বলেছেন: সবার সাহায্য সংগ্রহ করার জন্য একটি ব্যাংক একাউন্ট আর একটি বিকাশ একাউন্ট দেয়া হোক। আমি সেখানে সাহায্য পাঠাতে চাই।

৪০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

একজন আরমান বলেছেন:
আরও উদ্যোগ চাই।

৪১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

এম.এস. রানা বলেছেন: সর্বশেষ আপডেট কি জানাবেন? কৃত্তিম হাত লাগানোর খরচের ব্যাপারে কি কোন খোজ নিতে পেড়েছেন? বিস্তারিত আপডেট দিন। কোন ব্যাংক একাউন্ট খুলে থাকলেই বিস্তারিত তথ্যসহ জানান।

৪২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্ট স্টিকি করা হোক! কি ভয়াবহ! আমরা কি কিছু করতে পারি না!

৪৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

মুহাম্মদ ফজলুল হক বলেছেন: খুবই মর্মান্তিক। মানুষ এতো নির্মম হতে পারে!!! সবাইকে এই ছেলেটির জন্য এগিয়ে আসা উচিত।

৪৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

ফরহাদুল হাসান অভি বলেছেন: সর্বপ্রথম পোস্টটি স্টিকি করার দাবি জানাই।
সামু থেকে ১টি টীম গঠন করে হাসপাতালে গিয়ে সবকিছু( বর্তমান অবস্থা, কি খাচ্ছে, চিকিৎসা খরচ, ওষুধ পত্র, চিকিৎসা কেমন চলছে) খোঁজ নিয়ে, মেডিকেল টীমের সাথে কথা বলে এসে এখানে আপডেট করা হোক। তারপর আমরা সবাই মিলে অবশ্যই ছেলেটির জন্য কিছু করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.