নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবশেষে জেনেছি মানুষ একা !!!

নুরুজ্জামান লাবু

গন্তব্য বহুদুর.....!

নুরুজ্জামান লাবু › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাসের কবিতা

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫০


সত্যিই, আমি কেউ নই...
আমি কারুর কেউ নই, তবু
কারো জন্য কেন পথ চেয়ে রই?

এই ভেবে...
একটি কাঁঠগোলাপ
উড়ে গেলো পাখি হয়ে,
রৌদ্রজ্জ্বল দিনেও ঝড়ে পড়লো
এক ফোঁটা বৃষ্টি,
ভরা বরষাতেও চৌচির
হয়ে গেলো এক প্রেমিকের হৃদয়,
লোকাল বাসে ঘরে ফিরে এলো
অসংখ্য 'উড়ন্ত চুম্বন',
বিকেলের ম্লান আলোয় দাঁড়ালো
একজন পথিক,
সে হেঁটে গেলো তেপান্তরের দিকে
তারপরে মাঠ, একটি পাহাড়, সবুজ ঘাস
এখানেই আটকে আছে আমার দীর্ঘশ্বাস।


সত্যিই আমি কেউ নই, কারুর নই, তবু
আমাকেই যদি খুঁজে ফেরো কভু
এসো, আমি আছি এই ঘাস-পাহাড়ে মিশে
চিনে নিয়ো আমার ফেলে আসা দ্বীর্ঘশ্বাসে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: বাহ! চমৎকার।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪২

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

স্রাঞ্জি সে বলেছেন: ছবিটা নিশ্চয় আপনার। নিঃসঙ্গ, দারুণ হয়ছে ছবি।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৩

নুরুজ্জামান লাবু বলেছেন: হুম। আমার ছবি। বছ দুয়েক আগে বগুড়াতে তোলা

৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৩

বলেছেন: দারুণ!

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন+

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৫

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, সুন্দর কবিতা লিখেছেন। দোয়া করছি কেউ আপনাকে খুঁজুক। B-)

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল কবিতা।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

নুরুজ্জামান লাবু বলেছেন: হুম। সাধারণ মানুষের সাধারণ, সহজ এবং সরল কবিতা...ধন্যবাদ।

৭| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

চঞ্চল হরিণী বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা। বিষয়টা অদ্ভুত ! মন খারাপের কবিতা, নিঃসঙ্গতার কবিতা পাঠক পড়ার পর সেও যদি অনুভূতিটা বুঝতে পারে তাহলে বুঝতে পারার জন্যই 'ভালো লাগলো' বলতে হয়। অথচ কবিতার অনুভবে নিজেরই নিঃসঙ্গ বোধ হতে থাকে যা ভালো লাগার নয়। কবিকেও নিজের নিঃসঙ্গতা চেপে রেখে ধন্যবাদ জানাতে হয়। প্রয়োজন কি আছে আসলে ? জানি না।
শুভকামনা আপনার জন্য।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

নুরুজ্জামান লাবু বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। প্রয়োজন আছে কি নেই, জানি না...আপাতত...

৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ....

৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬

আখেনাটেন বলেছেন: অল্প কিছু শব্দে চমৎকার গাঁথুনী দিয়েছেন। যদিও একটি হাহাকারের ছায়া উঁকি দিয়ে গেছে, তবে এটা ঠিক মানুষের জীবনের এই না পাওয়া কিংবা হাহাকার চিরন্তন।

সুন্দর কবিতার জন্য একরাশ ফুলেল শুভেচ্ছা রইল কবি।

১০| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা। + +
নিঃসন্দেহে এ কবিতা অনেক পাঠকের মনেই দোলা দিয়ে গেছে/যাবে।
আরও কবিতা লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.