নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

ঘরে বানাই মজাদার মুচমুচে জিলাপী!!!!!!!! (কাজেই নো মোর জিলাপীস ফ্রম শপ...:) )

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩২



রোজা বা রমজান, ইফতারের নানা পদ পেঁয়াজু, বেগুনী, ছোলা, কাবাব, আলু চপের সাথে জিলাপী এক অনিবার্য্য উপাদান। জিলাপী ছাড়া ইফতারের রেশ বুঝি কাটেইনা। আর তাই রমজান মাস আসলেই বড় বড় খাবারের দোকান থেকে শুরু করে রাস্তার পাশের ছোট ঠেলাগাড়িটির উপরেও ইফতারের নানা পদের সাথে এই জিলাপী শোভা পায় নানা রঙে নানা আকারে।

এই জিলাপী যদি ঘরেই বানানো যায় ঠিক আমার মত খুব সহজে তো কেমন মজা হবে!!!!!!!! :)

আমি এখন বলবো সেই কথাটাই যে উপায়ে আমি বানালাম মজাদার মুচমুচে অপ্সরিয়া স্পেশাল জিলাপী গুলি!!!!!! :)

আমি সব সময়ই বলে থাকি ইচ্ছা থাকলেই ঠেকায় কে? আর আজকালকার দিনে যদি থাকে একখানা ইউটিউব, কাজের সহযোগী ও টাকা তাহলেই সামান্য জিলাপী তো দূরের কথা পৃথিবীর যে কোনো খানাই বানানো কোনো ব্যাপারই না। যাইহোক আমার বানানো জিলাপী গুলি---

প্রথমেই জিলাপীর জন্য নিতে হবে
১ কাপ ময়দা
১ টেবিল চামচ টেম্পুরা ফ্লাওয়ার/ বেসন/ চালের গুড়ি
২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
১ টেবিল চামচ ঈস্ট
দেড় টেবিল চামচ টকদই
১ টেবিল চামচ চিনি
২ টেবিল চামচ তেল বা ঘি
১ কাপ হালকা গরম পানি।
সব কিছু মিশিয়ে একটা ঢাকনায় ২০ মিনিটস ঢেকে রাখতে হবে।

এইবার সিরার জন্য লাগবে-
১ কাপ চিনি
১ কাপ পানি
একটু লেবুর রস
২/৩ টা এলাচ
চুলায় জ্বাল দিয়ে ঘন করে ঢেকে রাখতে হবে।

২০ মিনিটস পরে জিলাপী ভাঁজার জন্য একটা সসের বোতলে মিশ্রনটা নিয়ে গোল গোল আড়াই/তিন প্যাঁচে দ্রুত গরম তেলে ভাঁজতে হবে। লালচে হয়ে এলে জিলাপীগুলো সিরায় এ পিঠ ও পিঠ ১০ সেকেন্ড করে চুবিয়ে তুলে নিতে হবে। ব্যাস হয়ে গেলো মুচমুচে মজাদার গরম গরম জিলাপী!!!!!!! :) :) :)




এখন থেকে বাসায় বানাই মজাদার মুচমুচে গরম গরম জিলাপী! সো, নো মোর জিলাপী ফ্রম শপস.......:) :) :)

মন্তব্য ১৫১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৫১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: পুত্তুম পিলাচ।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

অপ্‌সরা বলেছেন: এখন পুত্তুম পুত্তুম জিলাপী বানাও আনো যাও!

ওহ ভুলে গেছি একটা কথা বলতে ইহা একখানা ইন্সট্যান্ট জিলাপী রেসিপি। ৩০ মিনিটে বানানো যায়! :)

২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: পুত্তুম পিলাচের কথা মনে পড়লে রাজসোহানের কথা মনে পড়ে।

তাকে আজকাল দেখা যাচ্ছে ব্লগে।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪১

অপ্‌সরা বলেছেন: আমারও মনে পড়ে! এবং সে এখন আবার ফিরেছে কিন্তু তার পুত্তুম পিলাচ হারিয়ে গেছে । :(

৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: এই অপ্সরীয় জিলাপীর কয় প্যাঁচ?

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

অপ্‌সরা বলেছেন: সে কথা অজানাই থাক !!! :)

৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: অজানা থাকলে বানাবো কিভাবে। তাহলে তো সেটা অপ্সরীয় হবে না।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

অপ্‌সরা বলেছেন: তুমি বিজনিয়া বানাও ভাইয়া! রেসিপি তো দিয়েই দিলাম !!!!!! অপ্সরিয়া বানাতে হবে কেনো????? তুমি বানালে তুমিই হবে তো!!!!!

৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: বিজনিয়া না বিজনীয় হবে। আমি তো মেয়ে না!!!!

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা যেই নিয় কিংবা নিয়া হোক বানিয়ে ফেলো ভাইয়া!!!!!!! ইটস ইজি!!!!!!!! :)

৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: বিকাশে দুইটা পাঠাইয়া দিয়েন আপু। ইফতারিতে খামু।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০০

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে তার চেয়ে পরীর দেশে উড়ে আসো ভাইয়া!!!!! :)

৭| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৬

মোস্তফা সোহেল বলেছেন: পরীর তো ডানা আছে আপু। আমার ডানা নাই কি ভাবে উড়ে আসব?

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১০

অপ্‌সরা বলেছেন: ডানার অর্ডার দিচ্ছি। ঠিক তিনদিন পরে পেয়ে যাবে ভাইয়া!!! আর তখনি......:)

৮| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১২

সিগনেচার নসিব বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: বিকাশে দুইটা পাঠাইয়া দিয়েন আপু। ইফতারিতে খামু আই এগ্রি উইথ ইউ ব্রো
অপ্‌সরা আপু এই ছোট ভাইয়াটা আবার বাদ যাবে কেন ! দিয়েন কিন্তু মনে কইরা B-)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৩

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে তোমার জন্যও ডানার অর্ডার দিচ্ছি ভাইয়া!!!

৯| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: এত কষ্ট করার দরকার কি?
দোকান থেকে কিনে আনলেই তো হয়।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৮

অপ্‌সরা বলেছেন: ইয়ে!!!!!!!!! ভাইয়া !!!!!!!!!!

খবর পেয়েছি!!!!!! ইউ আরে সেইফ!!!!!!!!!! :) :) :)


না না কষ্ট কি? সুরভীভাবীকে এই পোস্ট প্রিন্ট করে দেখাও!!!!

১০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাগো অপসরা যখন বানাইতে জানে , সো, নো মোর জিলাপী ফ্রম শপস.......:) :) :)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:২৬

অপ্‌সরা বলেছেন: হা হা না বাবা আমি কোনো শপ দিতে পারবোনা শেষে বিক্রি করে লাভের আশায় পোস্ট দিয়েছি অপবাদ দেবে নাকি!!!!!!!!!!

১১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ইশ!
আই লাভ লাভ ইউ জিলাপি! কিন্তু রোজার দিন...... খানাপিনা বারণ B:-/

এই বুবু জলদি বলতো জিলাপির ইংরেজী কি? জানা দরকার =p~

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

অপ্‌সরা বলেছেন: জিলাপীর ইংরেজী jilapi............ :)

এটাও জানোনা! ছি ছি!!!!!

১২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় তিন দিন! যে গরম পড়তাছে আমি তারে শেষ।
শাহরিয়ার ভাইয়ের মত আমি ও জানতে চাই জিলাপির ইংরেজী কি?

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪২

অপ্‌সরা বলেছেন: jilapi, jilabi :) :) :)


সোহেলভাইয়ার মতে---

jilpi

বা

jhulfi :) :) :)

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

আমি ইহতিব বলেছেন: ৩০ মিনিটে বানানো যায়! :O

তাহলেতো ট্রাই করাই যায় আপু। আমার আর আমার কন্যার খুব পছন্দ জিলাপী।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৩

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ!!!!!!!!!!!

শুধু ট্রাই করেই দেখো!!!!!!!!!!!!! :)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১২

অপ্‌সরা বলেছেন: https://www.youtube.com/watch?v=g7Y_YrLdRn4

এই ভিডিওটা দেখো আপুনি!!!!!!!!!!!!!

১৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: আপু -Jilpi হবে a বাদ যাবে।
গুগল তাই দেখাল ।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৪

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে জিলপী, ঝুলপি অপ্সরাপি যা খুশি তাইহোক। শুধু বানিয়ে দেখো!!!!!! কেমন মজা! :)

১৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৯

ইসফানদিয়র বলেছেন: জিলাপিতে চাউলের গুড়িও লাগে

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

অপ্‌সরা বলেছেন: চাউলের গুড়ি/ বেসন/ টেম্পুরা যে কোনো একটা দিলেই হয়!!!!! :)

১৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:

Jalebi এটা সঠিক বানান তুমিই জানো না।। আর Jilebi একটা মুভির নাম ।।। ছি ,ছি.....................। হি হি হি =p~


আচ্ছা, জিলাপির কয় প্যঁচ ? =p~

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

অপ্‌সরা বলেছেন: যা খুশি নাম হোক আমার বা তাতে কি?
খাবো দাবো গান গাবো নাম দিয়ে কাম কি!!!!!!!!


জিলাপীর নাকি আড়াই প্যাচ নরমালী তবে যার পেটে যত প্যাচ তত প্যাচেও বানাতে পারো জিলাপী গরম !!!! :)

১৭| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
তাই বুঝি !! আর তোমার জিলাপী খাওয়া যাবে না, কারণ বি এস টি আই অনুমোদন দিবে না। এ জিলাপিতে ভেজাল আছে !!! =p~

যার পেটে যত প্যাচ তত প্যাচেও বানাতে পারো জিলাপী গরম !!!!



নিজের কথা পাবলিক স্পেসে স্বীকার করার জন্য অশেষ ধন্যবাদ জানবেন বুবু । :-P

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৪

অপ্‌সরা বলেছেন: :P

হা হা হা সত্যিঈঈঈ তো !


যাইহোক এই ভিডিও দেখো আর শেখো!!!!!!! :)

১৮| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


জিলাপী কি মানুষের উপর কোনভাবে প্রভাব রাখে? " জিলাপীর প্যাঁচ" কিভাবে ভাসা্য স্হান পেলো?

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৫

অপ্‌সরা বলেছেন: রাখে তো ভাইয়া!!!!!!!

জিলাপীর প্যাচ দিতে গিয়ে সহজ সরল মানুষদের নাকি মাথায় প্যাঁচ লেগে যায় তাই জিলাপীর প্যাচ তারাই পারে ভালো যাদের মাথয় ওহ না না পেটে আছে জিলাপীর প্যাচ!!!!!! :)

১৯| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১২

শূন্য-০ বলেছেন: জিলাপী আমার তেমন ভালো লাগে না, রসগোল্লা ভালো লাগে!
তবে জিলাপীর প্যাচ সাংঘাতিক !!!

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৬

অপ্‌সরা বলেছেন: হা হা ঠিক তাই!!!

জিলাপীর প্যাচ কি সব্বাই কষতে পারে!!!!! :)

২০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: জিলাপী ।আর কতক্ষন পরেই ইফতার । ইফতারে জিলাপী দারুন । সব ব্লগারের বাসায় পাঠিয়ে দিবে নাকি? দেখে কিন্তু দারুন লোভ লেগেছে। জিলাপী বানাতে পারবো না ।মিষ্টি :)

টক না তো ;)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৬

অপ্‌সরা বলেছেন: না না টক না!!!!!!

মিত্তি!!!!!!!!


যাও ভাবীকে বলো এখুনি বানাতে !!!!!! :)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩২

অপ্‌সরা বলেছেন: https://www.youtube.com/watch?v=g7Y_YrLdRn4


এই নাও সহজ পন্থা দেখিয়ে দিলাম!!!!!

২১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:২১

সেলিম আনোয়ার বলেছেন: ভাবী বাইরে খাবার বায়না ধরেছে ।সে বানাবে জিলাপী ? পোস্ট প্রিয়তে নিয়ে নিলাম।যদি ও কোনদিন বানাতে পারে তোমার পোস্ট পড়ে।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

অপ্‌সরা বলেছেন: বানাতে পারবেনা কেনো!!!!!!!!!!!

এই আচানক কথা আমি জীবনে প্রথম শুনিলাম!!!! :)

২২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
গুড়ের জিলাপি কি কখনো খেয়েছো ??? একবার উত্তরবঙ্গের গিয়ে খেয়েছিলাম !! খুব মজা লেগেছিল ।

নিচে ডালের জিলাপি ................হা হা হা =p~
ডাল দিয়ে ট্রেডিসনাল রেশমি জিলাপি তৈরির রেসিপি / How to Make Reshmi Jalebi / Homemade Jilapi

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩৪

অপ্‌সরা বলেছেন: এটা তুমি বানাও তারপর লেসিপি দাও!!!!!!!! :)

২৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি কোন জিলাপির প্যাচ লাগাইতেও আসি নাই,শুনতেও আসি নাই,দেখতেও আসি নাই।খাইতে আসছি।সুতরাং ফ্লেক্সিলোডে বিকাশে পাঠিয়ে দেন। B-))
জিলাপি বানানোর তালে আমি নাই,শুনেছিলাম সামু ব্লগের অপ্সরা নামক কোন এক ব্লগার জিলাপি ভালো বানায়।যদি সে কোন আমারে পাঠায় আর কি,আর তা নাহলে আমার জিলাপি খাওয়ার স্বাদ অপুর্ণই রয়ে যাবে :(
বিঃদ্র:নুডুলসের জিলাপি নাই??? =p~

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪১

অপ্‌সরা বলেছেন: ইয়াক থু থু থু!!!!!!!!!

নুডুলসের জিলাপী শুনিয়া ....... :-P

আমারে বমি করাইসো এখন তুমি এইটা দেখে বমি করো----


https://www.youtube.com/watch?v=NjIPrBCHMVk

২৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এত কষ্ট করার পর সব জ্বলে পুড়ে ছাই হয়েছে :((

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

অপ্‌সরা বলেছেন: না হবে না!!!!!!!!

একটু ধৈর্য ধরে ভাজবে ভাইয়া!!! :)

২৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে। পিঁয়াজি বানাব কেমনে বলে দিলে দোয়া করব। দেশের মত বানাতে পারি না :(

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

অপ্‌সরা বলেছেন: এইটা একটা কিছু হলো!!!!! 8-|

দেশ আর বিদেশ কি!!! পিঁয়াজী তো সবখানেই এক!!


https://www.youtube.com/watch?v=b9EHL_MI6kg

২৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৫৭

ওমেরা বলেছেন: আপু এটা আমি খুব ভাল বানাতে পারি । আরো একটা কথা আপু আপনার জিলাপি সুন্দর হয়েছে তবে আমার দেখে মনে হচ্ছে চিনির সিরাটা আপনার জিলাপির ভিতরে যায় যতটা উপরে লেগেছে । আপু আমার ধারনা যদি ঠিক হয় বলবেন আমি আপনাকে বলে দিব কি ভাবে টুইটুম্বর রসে ভরা জিলাপি বানাবেন ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:১৭

অপ্‌সরা বলেছেন: যাক এতক্ষনে একজনকে পাওয়া গেলো!! :)

আমার জিলাপী অবশ্য আমার কাছে পৃথিবী শ্রেষ্ঠ লেগেছে!!!! ক্রিয়েশনের একটা মজা আছে না তাই!

তবে তুমি অবশ্যই বলো টুইটুম্বর রসে ভরা জিলাপির কথা আপুনি !!!!!!! :) :) :)

২৭| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নতুন নকিব বলেছেন:



জিলাপী জিলাপীই। অপ্সরীয় হোক, আর বিজনীয় যেটাই হোক, টেস্ট না করা পর্যন্ত ভাল মন্দ কোনটাই বলা যাবে না।

ধন্যবাদ অন্তহীন।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:১৯

অপ্‌সরা বলেছেন: করো করো টেস্ট করো এবং টেস্ট করার আগে অবশ্যই বানিয়ে ফেলো ভাইয়া! :)

২৮| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: জিলাপি আমার খুবিইইই ফেভারিট, তবে বানিয়ে খেতে ইহ জন্মে পারবোনা, ওই কিনেই খেতে হবে।

সুন্দর রেসিপির জন্য অনেক ধন্যবাদ ++++++



(অফ টপিক- উর্বি এই রেসিপি নিয়ে কোনো কথা বলবে না তো B-) )

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:২০

অপ্‌সরা বলেছেন: না না না না ভাইয়া!!!!!!

পারবে!!!!!!!!!

এটা খুবই সহজও !!!!!!


আর অফটপিকে কার কথা বললে যেন! ভুলেই তো গেলাম ! হু ইজ ইট!!!

২৯| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইতা কিতা কইলেন আপনি! :-* কত পিঁয়াজি বানালাম এবং দোকান থেকে কিনে আনলাম, সব পিঁয়াজির এক হাল, তেল জবজব :((

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:২০

অপ্‌সরা বলেছেন: তেল ছাড়া কেমনে পিঁয়াজী ভাঁজে আমি জেনে নিয়ে জানাবো ভাইয়ু!!!!! :)

৩০| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: দেখতে তো ভালো লাগছে..............কবে যে টেস্ট করবো বা করতে দেবে !!!
+।

শুক্রবারের ইফতার পোস্ট কই ???

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:২২

অপ্‌সরা বলেছেন: বানিয়ে ফেলো ভাইয়া!!!!!!

আর আমার বাড়ি আসতে চাইলে বলো কালই পাখার অর্ডার দেবো!!!! :)

শুক্রবারের ইফতার কেনো?? এখন তো ইফতার প্রতিদিনই!!!!

আর সেটা দেবো দেবো কিছুদিনের মাঝেই দেবো।

৩১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৩৪

কাছের-মানুষ বলেছেন: আহা আমার সবচেয়ে প্রিয় পছন্দের জিলাপি ! আমার জিলাপি সাথে বাকরখানি অসাধারণ লাগে !
দেশের বাহিরে থাকি বিদায় এগুলো আর হাতের কাছে পাওয়া যায় না।
তবে আমার বউও বানাতে পারে , মাঝে মাঝে বাসায় বানায় আমাকে খাওয়ার । বাসায় দুধের সাধ গোলে মিটাই !

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৩৭

অপ্‌সরা বলেছেন: কি বলো ভাইয়া!!!!!
বাসারটা তো বেস্ট !

নো মোরে জিলাপীস ফ্রম শপ !!!!!!! :)

৩২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ইয়াল্লা দেখতে কি সুন্দর হইছে !!!

কিন্তু এই গরমে আবার গরম জিলাপী কেম্নে কি ? তার চাইতে আইসক্রিম ভাজার মত চিলিড জিলাপীর রেসিপি দাও B-)

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৪৯

অপ্‌সরা বলেছেন: না না আইস্ক্রিম ভাজার মধ্যে আমি আর নাই!

উহা খাইয়া দুই মাস আমার গলা !!!!!!:(

৩৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
তোমাকে আর বুবু বলে ডাকতে পারবো না !! আমার নানী হবে? তাতে কোন টাকা পয়সা দেওয়া লাগবে না কিন্তু ? ভেবে বল ?? ;)

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:১৯

অপ্‌সরা বলেছেন: আমি তোর কিচ্ছু হবো না!!!!!!!!!!!!!!!!! X((










তবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি পরীর দেশের পরীরাণী হইতে চাই!!!!!! :D

৩৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
শখ কত B-) তুমি তো এমনি এনজেল ফরী =p~ ...... চাচা ঢাকা কত দূর !!! আরে নানী এই ব্লগে তোমার সাথে আমি ছাড়া কে আর শয়তানি করবে বলো ??? =p~

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩০

অপ্‌সরা বলেছেন: আমি এত বুড়া ধাড়ির নানী হতে পারবোনা !!!!!!!!!!!!! :((

৩৫| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা, তাহলে ফাইনালি অভিমান করিলাম কিন্তু !!!! আমার মায়ের মা , মানে নানী যে ছিল সে কিন্তু ডাক্তারের বউ ছিল। আহারে বেচারি আমারে বিয়ে না দিয়ে মরে গেল ।। এখন তুমি নানী !!! ;)

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৪৯

অপ্‌সরা বলেছেন: গেছি!!!!!!!

হায় হায় এখন আবার আমাকে বিয়েও দিতে হবে নাকি!!!!!!!!!

৩৬| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাগ্যিস ইফতারির পরে পোষ্ট পড়লাম ;)

নইলে রোজাই ভিজে যেত, থুরি মাকরুহ হয়ে যেত :P
হা হা হা

খালি ছবি দেখে কি আর রসনা মেটে!!!! আহা গরম গরম, মচমচে, কামড়ে খেলেনা তবে জিলিপি খাওয়া!!!
জিভে জল আনায় পোষ্টে ...(মাইনাস তো নাই) থাক আজকে এত্তগুলান +++++++++++
(জিলিপির আমায় ;) )

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৫০

অপ্‌সরা বলেছেন: বানাও ভাইয়া!!!!!!!!
এত্ত সোজা রেসিপি দিলাম তো!!!!!!!!!

৩৭| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা , আমি তো তার কথা বলেছি, মানে আমার নানীর কথা বলেছি !!! B-)



তুমি খুঁজে দেখো, কেউ যদি রাজি হয়। তাইলে আমি রাজি =p~

যাই আর ফজলামি করবো না,,,,,, ভালো হয়ে যাবো ।।

ভাল থাকো ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৮

অপ্‌সরা বলেছেন: অনেক কষ্টে একে রাজী করিয়েছি।



:) :):)

৩৮| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১২

পলক শাহরিয়ার বলেছেন: জিলাপী খেলে ভুড়ি বাড়ে। অন্য কিছু নাই?

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১৫

অপ্‌সরা বলেছেন: কে বলছে!!!!!!!!

ঘিয়ে ভাজা খেলে বাড়েনা!!!!!!! :)

৩৯| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা আমার বিবি হবে, আমি রাজি কোন সমস্যা নেই ।। B-) আর কেউ কিছু দিলে প্রতিদান হিসাবে কিছু দিতে হয় ,,,,,,,,,, তোমার জন্য ।। আশা করি তোমার পছন্দ হবে ।। =p~

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১৭

অপ্‌সরা বলেছেন: যা ভাগ আমার পছন্দ হয়নি !!!!!!!!! কি বিচ্ছিরি !!!!!!!!!!!!! ওয়াক থু!!!!!!!!!!!

তো এটা কি ঐটার দাদা নাকি!!!!!!!!! 8-|

৪০| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

ওটার কি সুন্দর হাসি ছিল!! B-)








যাই এবার তোমরা সুখি হও , বেঁচে থাকো !!! B-)

শুভ কামনা রইল ।

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৩

অপ্‌সরা বলেছেন: এটা তোমাদের ছবি!!!!!!!!!!

ইয়া আল্লাহ!!!!!! তুমি কি রেলমন্ত্রীর ছোট ভাই!!!!!!!!!

৪১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:২৫

ক্লে ডল বলেছেন: কিছুদিন যাবত আমার জিলাপি খেতে মন চাইছে। আর আজ আপনার জিলাপি পোষ্ট দেখলাম। বানানোর ঝামেলায় যাবো না আমি, কিনেই খেতে হবে ভাবছি। :)

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

অপ্‌সরা বলেছেন: বানাও বানাও আপুনি!!!!!!!!

মোটেও ঝামেলা না!!!!!!!!!!

৪২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: একটা গান মনে পড়ছে

চিরদিনই তুমি যে আমার?

বাকী লাইনটা জানি কি ? তোমার কি মনে আছে ।কিশোরের গাওয়া :)

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

অপ্‌সরা বলেছেন: জানি!

পরের লাইন ....

বাঁদরের গলায় মুক্তার মালা!!!!!! :)

৪৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:৩৮

চানাচুর বলেছেন: আমার ইদানীং রান্নায় মন নাই। খেতেও ভাল লাগেনা। খাই দাই করিনা বলে আম্মু রোজা রাখতে মানা করছে। আমি শুধু ফ্রুটস খেয়ে জীবন ধারণ করছি :(

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:১১

অপ্‌সরা বলেছেন: হায় হায় কেনো!!!!!!!!!

আমার তো দুনিয়ার সবকিছুই ভালো লাগে!!!

সবচেয়ে ভালো লাগে কে এফ সি, পিজ্জা
গ্লেজড ডোনাটের সাথে জ্যুস মিজ্জা মিজ্জা ( মজার ভাই মিজ্জা)
আরও ভালো চিকেনের স্যাটে, ফিশকেক
চিজপাফ, কেশুনাট, রেড ভেলভেট,
নাটের বেস্ট নাট মেকাডেমিয়া
বাটারস্কচ আর জিলাপামিয়া ( জিলাপীর বোন)
:) :) :)

৪৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ, আপু।

বাসায় একবার ট্রাই করে জানাবো কেমন হলো।


০৫ ই জুন, ২০১৭ রাত ৮:২৩

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে অবশ্যই ট্রাই করো!!!!!

৪৫| ০৫ ই জুন, ২০১৭ রাত ১:৩২

কল্লোল পথিক বলেছেন:

বাহ!জিলাপি

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:২৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!

জিলাপী বানাও !:)

৪৬| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ মজার পিঁয়াজি বানিয়েছিলাম। উম্মিরটা দেখে হয়নি, আরেকটা দেখেছিলাম।
লিংকের জন্য আন্তরিক ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:২৯

অপ্‌সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া!!!!!

৪৭| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবাই সব বলে ফেলায় আমার বলার মতো আর কিছুই রইলো না।

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৪

অপ্‌সরা বলেছেন: কেনো ভাইয়া!!!!!

সনেট লেখা কি বাদ দিয়ে দিলে নাকি!!!!!!!!

৪৮| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: হয়ে ফায়সালা । ভালবাসলে বানর ও মুক্তার মালা পেতে পারে । !:#P

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৫

অপ্‌সরা বলেছেন: যেমন তুমি পাইসো!!!!!

আমাদের ভাবীজানকে !!!!! :)

৪৯| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার নামে বদনাম X(( =p~


০৫ ই জুন, ২০১৭ রাত ১১:১৩

অপ্‌সরা বলেছেন: কই!!!!!!!!!!!

কই বদনাম!!!!!! B:-)

৫০| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




ওমমা ............ এ যে দেখছি আর একজন কেকা ফেরদৌসী ! :) প্যাঁচ দিয়ে জিলাপী ও বানায় ? :P
সামু ব্লগের কেকা ? নাকি মাটির অপ্‌সরার তুলনা অপ্‌সরা নিজেই একা ??? :||

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়ামনি!!!!!

আমার তুলনা আর কে হবে বলো!!!!!!!! :)

৫১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭

জেন রসি বলেছেন:
জিলাপী ঝাল হইছে। মরিচ বেশী দিসেন। ;)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০

অপ্‌সরা বলেছেন: না না ঝালটা ঠিকই আছে। আসলে আগে কখনও ঝাল জিলাপী খাওনি তো তাই একটু বেশি বেশ মনে হচ্ছে।

যাইহোক নিউ ইনভেনশন খাও ভাইয়ু!!!!!!!!!!


ইউ নো আই এ্যাম ক্রিয়েটিভ। B-)

৫২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

হাতুড়ে লেখক বলেছেন: জিলাপী যারা বানাইতে পারে তাদের মনেও ঝিলাপীর প্যাচ থাকে। B-)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৮

অপ্‌সরা বলেছেন: ইয়েস!!!!!!!!!

একদম সত্যি কথা!!!


এই পেঁচে পড়ে জীবনটাই পেচপেচে হয়ে যায় !!!!!!!! :P

তবে নাথিং টু ডু!!!!!!!!!


জিলাপীর প্যাচ জানতে হলে প্যাচের মানুষ হতেই হবে নইলে জিলাপী হবে গজা!!! :)

৫৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

জেন রসি বলেছেন: আমি সহজ সরল মানুষ। প্যাঁচ দিয়ে জিলাপী বানানো আমার কর্ম না। ;) দাওয়াত দেন। :)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯

অপ্‌সরা বলেছেন: তুমি তো দেখছি আরও প্যাচ দিলা!!!!!!!!

নিজে না বানিয়ে আমাকে দিয়ে বানাবার বুদ্ধি!!!!!!!! B:-)

৫৪| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২১

হাতুড়ে লেখক বলেছেন: ইস কতদিন গজা খাই না! :|

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৪

অপ্‌সরা বলেছেন: ওকে ডান!

নেক্সট রেসিপি গজা!!!!

নিজেই বানাবে আর খাবে!!!!! :)

শুনো আমি কিন্তক পোস্ট খানা পড়িয়াছিলাম কিন্তু কমেন্ট কলি নাই ! :P

৫৫| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪১

জেন রসি বলেছেন: না মানে ইয়ে আরকি! ;)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৪

অপ্‌সরা বলেছেন: তাইলে বুঝো জিলাপীরও বাবা দাদা নানা আছে !!!!!! :P

৫৬| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০০

জেন রসি বলেছেন: জিলাপী বানানোর কারিগর আছে। ;)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৪

অপ্‌সরা বলেছেন: কারিগর তো আছেই!!!!!!!! :) :) :)

ধ্যাৎ একটা জিলাপী গানা খুঁজে খুঁজে পেলাম না! :(

৫৭| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: কয়দিন পর আমাদের ইফতার পার্টি । জিলেপি থাকবে মেনুতে ।

বাট সেটা এমন সুস্বাদু হবে না ।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৫

অপ্‌সরা বলেছেন: খুব ভালো হবে!!!!!

:) :) :)

৫৮| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫০

ধ্রুবক আলো বলেছেন: আসলেই তো কার কথা বললাম, হু ইজ ইট...???

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪১

অপ্‌সরা বলেছেন: সেই তো ভাবছি!!!!!!
হু ইজ দ্যাট!!!!!!!!! :-<
:P


৫৯| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: তোমারটা টক হলেও সেটা টক হবে না । তুমি যাবে আমার সঙ্গে ইফতার পার্টিতে ? আই ঊইল বি ওয়ান অব দা ওরগানাজারস অফ দ্যাট প্রোগ্রাম ।

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪১

অপ্‌সরা বলেছেন: আমি!!!!!!!

না বাবা আমি এত কষ্ট করে আসমান থেকে জমিনে নামতে পারবো না ! :(

৬০| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫২

ধ্রুবক আলো বলেছেন: ৩০ নং মন্তব্য, সুমন ভাইয়ের সাথে আছি :)

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৩

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে তোমার জন্যও পাখার অর্ডার দিয়ে দেবো ভাইয়ু !:)

৬১| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

আখেনাটেন বলেছেন: জিলাপীর প্যাঁচ এত্ত সহজ!!!!!! তাইতো বলি দেশের এই হাল ক্যামনে???? খোলাসা হল< ;)

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: হা হা

হ্যাঁ এখন সবাই পারবে জিলাপীর প্যাঁচ দিতে!!!!


:) :) :)

৬২| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

গেম চেঞ্জার বলেছেন: জিলাপী একটু পোড়া পোড়া হলেই খাই, আর না হলে এটা সবসময় ইগনোর করি! :P

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

অপ্‌সরা বলেছেন: আমিও!!!!!!!!!!!!!

:) :) :)

৬৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন:
আমার ব্লগে দেখলাম আপনি উঁকি দিয়েছেন কিন্তু মন্তব্য করেননি কেন?

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

অপ্‌সরা বলেছেন: কেউ যে করেনি তাই !!!!!! :(

৬৪| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
ও তাই, আপনাদের এই মারফতি কথা বোঝার ক্ষমতা আমার নেই। আমি নতুন ব্লগার...
এখন থেকে এ ব্লগ লিখব ।
ভাল থাকুন ।

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০১

অপ্‌সরা বলেছেন: ওকে গুড গুড !

লিখো তাইলে।

লিখতে লিখতে মারফতি, সরবতী সব কথাই বুঝে যাবে ! তখন আর নো প্রবলেমো ! :)

শিঘরী লেখো ভাইয়া! :)



৬৫| ০৭ ই জুন, ২০১৭ রাত ১:০৩

জাহিদ অনিক বলেছেন: আমি সহ পুরো ব্লগ তোমার জিলেপির প্যাচে (আক্ষরিক অর্থেই) আটকে গেছে

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা শুধু ব্লগই না আমার আশে পাশে মানুষগুলোও জানো!!!!!!


মানে তাদের জিলাপীতে নাকি কোনোভাবেই প্যাঁচ লাগেনা। কিন্তু আমারটা একদম রন্ধে রন্ধে প্যাঁচ ! :)

৬৬| ০৭ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

গেম চেঞ্জার বলেছেন:
ইন্টারেস্টিং কোন রেসিপি দাও, মিস্টি জাতীয় কিছুর :)

১৫ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৭

অপ্‌সরা বলেছেন: জিলাপী বুঝি ইন্টারেস্টিং না !!!!!!! B:-)


কি বলো???

তাইলে তুমিই বলো কোন সে ইন্টারেস্টিং রেসিপি দেবো!!!!!!

৬৭| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৮:৫১

নীল আকাশ ২০১৬ বলেছেন: ধন্যবাদ!

১৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৯

অপ্‌সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া ! :)

৬৮| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩

অপ্‌সরা বলেছেন: তুমিও গান গাও!

আমার সোনার ময়না পাখি
কোনবা দ্যাশে গেলা ছাড়ি রে
অগ্নির ময়না রাখি রে

আমার সোনার ময়না পাখি!!!!!!! :)

৬৯| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আমাকেও দিয়েছে!! প্রতিউত্তর কিরাম হয়েছে।।এখন থেকে কুকুরের পায়ে কামড় দিলে কি হয়!!!

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:২২

অপ্‌সরা বলেছেন: হা হা হা

না না ছি ছি কুকুরের পায়ে কেনো দেবে মুখ
তার থেকে চাবকাও, চাবকিয়ে পাও সুখ!
মুর্খের ডিম্বটা ছেবলিয়া ছেবলা
মুখ তার কবেকার কদাকার কেবলা!


আরেকটা ফেউ সাথে অং বং গাধুয়া
সাজিবেক ময়ুর সে মাঝে মাঝে বধুয়া
তাই মাখে রং চং হেঁদি পেঁচি খেদি সং!
মাঝে মাঝে মারে জোরে লম্ফ ও ঝম্প
তাই ব্লগে মাঝে মাঝে ওঠে ভূমিকম্প! :(

৭০| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

মক্ষীরাজা বলেছেন: আপুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫২

অপ্‌সরা বলেছেন: ওহ নো এগেইন কপি পেস্ট আনলাম
এত খন বসে বসে ছড়া কিয়া বানলাম!

আবার তা দেখবে হে কষ্টের নেই শেষ!

তাই দেখো এইখানে এনেছি আমি তা বেশ!




হা হা হা হা এসে গেছো
মক্ষীর রাজাভাই
গুড পারফর্মেন্স
সার্টিফিকেট চাই!

এনে দেবো শিঘ্রিরি
ডোন্ট ওয়ারী এট অল
তার আগে একটিং
আরো ভালো শিখে ফেল। ( ছড়িতা মিলানোর জন্য ফেল বললাম কিছু মনে করোনা ওকে!!!!!!! )

ভাষাটাও খাসা নহে
রাজন্য কিয়া হে
উলে মুলে উম্মা চুম্মা
ওয়াক থু ব্রাশ পেস্ট দিয়ারে !!!!!

বমি বমি থু থু

৭১| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

মক্ষীরাজা বলেছেন: আপুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮

অপ্‌সরা বলেছেন: উফ তুমি ছেবলিয়া লাথি দিলে পড়ো না
লেতপেতে খেতুরাম ঐ দিকে সরো না!

তোমাদের জাত ভাই বোনেদের সাথেতে
পেচকা পেচকি খেলো গাধুরাম মাথেতে!

এই দিকে এসে আর লাভ কি হে হবে!
সেই মালটিয়া ট্যাগ পিঠে লেগে রবে!

৭২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: আমার রেসিপি টা ভালো লেগেছে ।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

অপ্‌সরা বলেছেন: বানিয়ে ফেলো আপু!

অনেক অনেক মজাদার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.