নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

~~ব্লগ- ২০১৭~~ জরীপ ও প্রাপ্ত ফলাফল ও আমার স্বজনপ্রীতিমূলক প্রাপ্তিগুলি

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২


আমি বেশ কয়েক বছর ধরেই আমার এই প্রিয় ব্লগটিতে পাওয়া প্রতি বছরের নতুন মুখ গুলো এবং অবশ্য অবশ্য আমার প্রিয় বা বেশি জানা শোনা মানুষগুলোর নাম ও লেখাগুলি বছর শেষে আমার ব্লগের পাতায় একই সুতোর গেঁথে রাখি। এ বছরে আমার হঠাৎ জানতে ইচ্ছে হয়েছিলো আমার মত অন্যদেরও নতুন ব্লগার বা প্রিয় ব্লগার বা এই ব্লগের লেখকগুলিকে নিয়ে ভাবনাটা ঠিক কেমন।

তাই গত ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১২ এ একটি ব্যাক্তিগত ব্লগীয় জরীপ পোস্ট পাবলিশ করি এবং খেলা ছলে শুরু করলেও অনেকেই এই খেলায় অংশ নিয়ে নেয়। তারই পরিপ্রেক্ষিতে এবারের ব্লগ-২০১৭ পোস্টটি। ব্লগে নাই নাই করেও ব্লগের প্রাপ্তি বা ব্লগের সফলতা আজও আমার কাছে কম নয়। সে বিষয়টিকে মাথায় রেখেও ২০১৭ এর প্রাপ্তিগুলি পোস্টাবদ্ধ করে রাখার ইচ্ছা ছিলো আর কি। সে যাই হোক আমি সকলের কাছেই আমি জানতে চেয়েছিলাম তাদেরও মনের কথাগুলি। যেমন-

১। কারা কারা এ বছরে পদার্পন করে সকলের মন জয় করে নিয়েছে। ( ৫ জনের নাম)

ক) তাদের অন্তত একটি করে সেরা লেখার নাম ও ব্লগ লিংক
খ) লেখাগুলি সেরা মনে হবার অন্তত ১-৩টি কারণ
গ) সেরা লেখার মানদন্ড কি মনে হয়( যদি জানা থাকে বা ভাবতে ইচ্ছে করে ) এবং সেই মানদন্ড আপনার প্রিয় লেখকের লেখায় আছে কিনা? ( অপশন্যাল)

২। পুরাতন লেখকদের মানে ২০১৭ এর আগের যে কোনো ব্লগারদের ....

ক) সেরা ১-৩ টি লেখা ( ব্লগ নিক/ লিঙ্ক ও লেখার নাম ও পরিচয় মানে লিঙ্ক)
খ) লেখাগুলি সেরা মনে হবার অন্তত ১-৩টি কারণ
গ) সেরা লেখার মানদন্ড কি মনে হয়( যদি জানা থাকে বা ভাবতে ইচ্ছে করে ) এবং সেই মানদন্ড আপনার প্রিয় লেখকের লেখায় আছে কিনা? ( অপশন্যাল)

প্রথমে মজা করে এই পোস্টটি পাবলিশ করলেও পরে সিরিয়ালীই মনে হয় বেশ সাড়া পেলাম ----
তাই নিয়ে সাজালাম আমার ব্লগ- ২০১৭...


যাইহোক, দেখা গেছে ২০১৭ এর শুরুর দিকের চেয়ে শেষের দিকে আসা কিছু নতুন নিক এবং তাদের লেখাগুলিই আমার মনে হয়েছে বেশি উঠে এসেছে পাঠক জরীপে-


নতুনদের মাঝে

মলাসইলমুইনা ভাইয়া - কুঁড়ের বাদশা, খায়রুল আহসানভাইয়া,আখেনাটেন, মৌমুমু, ফরিদ আহমেদ, উম্মে সায়মা, মনিরা সুলতানা মাইনুল ইসলাম আলিফ , কাল্পনিক ভালোবাসা, নতুন নকিব এবং আমিসহ অনেকেই তার কথা বলেছেন। মাত্র ৪ মাসে ব্লগে ভাইয়ার লেখাগুলি, তার সুচিন্তিত মতামত ও পরিপক্ক সহনশীল আচরণ একজন যথার্থ ব্লগারের দৃষ্টান্ত রেখেছে।
মলাসইলমুইনা
পোস্ট করেছেন: ২৪টি
মন্তব্য করেছেন: ২৩৯৯টি
মন্তব্য পেয়েছেন: ১০৪৭টি
ব্লগ লিখেছেন: ৪ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছেন: ১ জন
অনুসরণ করছেন: ১৪ জন

কঙ্কাবতী রাজকন্যা-- শুধুমাত্র একটি গল্প সিরিজ লিখেও যে পাঠক হৃদয়ে চিরস্থায়ী আসনের বন্দোবস্ত করা যায় এই নিকটি তার দৃষ্টান্ত! :) জাহিদ অনিক,খায়রুল আহসান,মলাসইলমুইনা, আখেনাটেন, কালীদাস,করুণাধারা, জেন রসি, রেজওয়ান তানিম, মনিরা সুলতানা, মাইনুল ইসলাম আলিফসহ আরও অনেকের পছন্দের তালিকাতে তাই এই রাজকন্যার রাজকীয় নিকটি দেখা গেছে। ২ বছর ২ মাস বয়সী নিক হলেও এখানে লেখালিখির শুরুটা হয়েছে ২০১৭ এর অক্টোবর থেকে।
কঙ্কাবতী রাজকন্যা
পোস্ট করেছেন: ২৫টি
মন্তব্য করেছেন: ১৩১১টি
মন্তব্য পেয়েছেন: ১৮৭৯টি
ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ৩৬ জন

ফাহমিদা বারী - আরেক গল্পের যাদুকরী ফাহমিদা বারী। জাহিদ অনিক,খায়রুল আহসান,আখেনাটেন,করুণাধারা, মনিরা সুলতানা, মলাসইলমুইনা, মাইনুল ইসলাম আলিফের মত আমারও অনেক অনেক পছন্দের ২০১৭ তে পাওয়া একজন প্রিয় মানুষ।১ বছর ১ মাস বয়সী নিক হলেও এই আপুটার লেখালিখির শুরু ২০১৭ এর সেপ্টেম্বর হতে।
ফাহমিদা বারী
পোস্ট করেছেন: ২৭টি
মন্তব্য করেছেন: ৫৫৬টি
মন্তব্য পেয়েছেন: ৫৯১টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১ মাস
অনুসরণ করছেন: ৭ জন
অনুসরণ করছেন: ৫৭ জন


জাহিদ অনিক - কাল্পনিক ভালোবাসা,আখেনাটেন, জেন রসি,মৌমুমু, কি করি আজ ভেবে না পাই,উম্মে সায়মা,সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ, মনিরা আপু, রাবেয়া আপু এবং আমিসহ আরও অনেকের পছন্দের তালিকাতে যে আমাদের এই প্রিয় কবি ভাইয়াজানের নামটি আছে তা আর বলে দিতে হয় না। বিশেষ করে আমি আমার স্বজনপ্রীতিতে ২০১৭ তে পাওয়া সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসাবে ভাইয়ার নামটিই বলবো। ভাইয়ার আগমন ২০১৬ এর শেষ দিকে। তবে ২০১৭ থেকেই ভাইয়াকে ১০০% একটিভ পাওয়া গেছে।
জাহিদ অনিক
পোস্ট করেছেন: ১১০টি
মন্তব্য করেছেন: ৫১৬২টি
মন্তব্য পেয়েছেন: ৫০০৫টি
ব্লগ লিখেছেন: ২ বছর ১০ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ৭৩ জন


সত্যপথিক শাইয়্যান-কাল্পনিক ভালোবাসা,উম্মে সায়মা, ফরিদ আহমেদ, মাইনুল ইসলাম আলিফ, আখেনাটেন,মনিরা সুলতানা এবং আমিসহ আরও অনেকের পছন্দের তালিকায় এই প্রিয় নিকটি পাওয়া যাবে। ভাইয়ার নিত্য নতুন ক্রিয়েটিভ আইডিয়া ও চিন্তাশীল লেখালিখিগুলি আমাদেরকে নতুন আলোর পথে এগিয়ে নিয়ে চলে। মাত্র ৮ মাসে ভাইয়ার ব্লগ বিচরণ দৃষ্টান্তমূলক সাক্ষ্য রাখে।
সত্যপথিক শাইয়্যান
পোস্ট করেছি: ৯২টি
মন্তব্য করেছি: ২১০৬টি
মন্তব্য পেয়েছি: ২০৮৪টি
ব্লগ লিখেছি: ৮ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছি: ৩৬ জন
অনুসরণ করছে: ২১ জন


বিলিয়ার রহমান - কুঁড়ের বাদশা, মলাসইলমুইনা, জেন রসি, মৌমুমু, ফরিদ আহমেদ এবং আমিসহ অনেকেরই প্রিয় মানুষ। ব্লগে লেখা চুরি নিয়ে ঝড় বইয়ে দিয়ে ইদানিং শান্ত হয়ে বসেছেন। ইদানিং দেখাই যায় না। তবে শুধু লেখা চুরিই নয় কবিতা ও নানা রকম ক্রিয়েটিভ লেখা ও সুচিন্তিত মজাদার মন্তব্যের জন্যও ভাইয়া সকলের নজর কেড়েছে।
বিলিয়ার রহমান
পোস্ট করেছি: ৬২টি
মন্তব্য করেছি: ৫৭৫০টি
মন্তব্য পেয়েছি: ৫২৯৩টি
ব্লগ লিখেছি: ১ বছর ৮ মাস
অনুসরণ করছি: ৪৫ জন
অনুসরণ করছে: ৯১ জন

শাহরিয়ার কবির - মৌমুমু,সেলিম আনোয়ার,সত্যপথিক শাইয়্যান, মলাসইলমুইনা, মাইনুল ইসলাম আলিফের প্রিয় তালিকায় উঠে এসেছে ব্লগ কবি শাহরিয়ার ভাইয়ার নাম। নিত্য নতুন কবিতা ও মন্তব্যে ভাইয়াও এ বছরের নজরে পড়া একজন ব্লগার। যদিও ভাইয়াকে ঠিক নতুন বলা যায় না। ২০১৫ থেকেই তার এই ব্লগে পদার্পন।
শাহরিয়ার কবীর
পোস্ট করেছি: ৯২টি
মন্তব্য করেছি: ১১৫১৮টি
মন্তব্য পেয়েছি: ৫৯৫২টি
ব্লগ লিখেছি: ২ বছর ৫ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১৪১ জন

নতুন নকিব-মলাসইলমুইনা, কি করি আজ ভেবে না পাই ভাইয়ার জরীপে নকীবভাইয়ার নাম এসেছে।
নতুন নকীব
পোস্ট করেছি: ৬১টি
মন্তব্য করেছি: ২৬১০টি
মন্তব্য পেয়েছি: ১৯৭৩টি
ব্লগ লিখেছি: ১ বছর ১ মাস
অনুসরণ করছি: ৫ জন
অনুসরণ করছে: ৪১ জন


সরাফত রাজ - কাল্পনিক ভালোবাসা ,আখেনাটেন ভাইয়ার মতে এ বছরে সরাফত রাজ ভাইয়ার লেখাগুলি নজর কেড়েছে । যদিও ভাইয়াকে একদম নতুন ব্লগার বলা যায় না।
সারাফাত রাজ
পোস্ট করেছেন: ৫৪টি
মন্তব্য করেছেন: ১০০৬টি
মন্তব্য পেয়েছেন: ১৪৭৮টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৯ মাস
অনুসরণ করছেন: ৩ জন
অনুসরণ করছেন: ১৮৭ জন

মো: মাইদুল সরকার - আখেনাটেন, মৌমুমু এর তালিকার প্রিয় ব্লগার মাইদুলভাইয়া।

ফরিদ আহমদ চৌধুরী - প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফভাইয়াদের প্রিয় তালিকায় ফরিদ ভাইয়ার নাম এসেছে।
ফরিদ আহমদ চৌধুরী
পোস্ট করেছেন: ৯৪টি
মন্তব্য করেছেন: ৮৪২৪টি
মন্তব্য পেয়েছেন: ৩৭৫৮টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১০ মাস
অনুসরণ করছেন: ৪ জন
অনুসরণ করছেন: ১১১ জন

খায়রুল আহসান- কাল্পনিক ভালোবাসা,আখেনাটেন,মৌমুমু, উম্মে সায়মা,প্রামানিক, সেলিম আনো্য়ার, মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, মাইনুল ইসলাম আলিফ আর আমারও অনেক অনেক প্রিয় ভাইয়ামনি।
খায়রুল আহসান
পোস্ট করেছেন: ৩৩২টি
মন্তব্য করেছেন: ১১০৮৩টি
মন্তব্য পেয়েছেন: ১০২৫২টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৪ মাস
অনুসরণ করছেন: ১ জন
অনুসরণ করছেন: ২০১ জন

কথাকেথিকথন - কাল্পনিক ভালোবাসা, আখেনাটেন, ফরিদ আহমেদ, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ, মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা ও আমার প্রিয় কবি ভাইয়া । এ বছরে ভাইয়ার সাথে কিছু খট্টাঙ্গ পূরাণ লেখার স্মৃতি চির জাগরুক থাকিবেক। :)
কথাকথিকেথিকথন
পোস্ট করেছেন: ১০২টি
মন্তব্য করেছেন: ৫৬৮৮টি
মন্তব্য পেয়েছেন: ৪৩৭৯টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৪ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ৯১ জন

ডঃ আলপনা তালুকদার- প্রামানিক,মনিরা সুলতানা আপুর প্রিয় তালিকায় আলপনা আপুর নাম। এমনিতেই ব্লগে নারী লেখকদের বিচরণ তূলনামূলক কম এবং নারীরা লেখালিখি করলেই অনেক সময়ই নানা রকম ঝাঞ্ঝাটের সন্মূখীন হন। আল্পনা আপুকেও মাঝে মাঝে এমন কিছু ঝঞ্ঝাটে পড়তে দেখেছি তবে আপু তার ক্ষুরধার লেখাগুলি নিয়ে স্বমহিমায় এগিয়ে চলেছে।
আলপনা তালুকদার
পোস্ট করেছেন: ১২৮টি
মন্তব্য করেছেন: ১৯৬৮টি
মন্তব্য পেয়েছেন: ৩৫১২টি
ব্লগ লিখেছেন: ১ বছর ২ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ১২৪ জন

আখেনাটেন - সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ, কালীদাস এবং আমিসহ প্রিয় তালিকায় যার নাম।
আখেনাটেন
পোস্ট করেছেন: ২৩টি
মন্তব্য করেছেন: ১৮৮১টি
মন্তব্য পেয়েছেন: ১০৭১টি
ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ২৯ জন

ওমেরা - মলাসইলমুইনাভাইয়া,মনিরা সুলতানা, মাইনুল ইসলাম আলিফভাইয়া,সেলিম আনোয়ার ইনাদের জরীপে উঠে এসেছে আরেক নতুন ব্লগার ওমেরার নাম। নানা রকম ঝড় ঝঞ্ঝা ও প্রতিকূলতার মাঝে এখনও এই নিকটি টিকে আছে তার নানা রকম লেখালিখি নিয়ে। তবে আপুকে আমি বানান নিয়ে আর একটু সচেতন হবার পরামর্শ দেবো।
ওমেরা
পোস্ট করেছেন: ২০টি
মন্তব্য করেছেন: ৫০৬২টি
মন্তব্য পেয়েছেন: ১১৬৬টি
ব্লগ লিখেছেন: ১১ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছেন: ২ জন
অনুসরণ করছেন: ৭৮ জন


ঠা ঠা মফিজ - ফরিদ আহমেদ,নতুন বিচারকভাইয়ার প্রিয় লেখকের তালিকায় রয়েছে মফিজ ভাইয়ার নাম। তার পোস্টগুলি কৃতিত্বের দাবী রাখে।
ঠ্যঠা মফিজ
পোস্ট করেছি: ১৪৩টি
মন্তব্য করেছি: ১৭১১টি
মন্তব্য পেয়েছি: ২০৫২টি
ব্লগ লিখেছি: ২ বছর ৩ মাস
অনুসরণ করছি: ২০ জন
অনুসরণ করছে: ৯১ জন

চাঁদগাজীভাইয়া- কুঁড়ের বাদশা, জাহিদ অনিক, খায়রুল আহসান,নাইম রাজ,কাল্পনিক ভালোবাসা,আখেনাটেন,মৌমুমু, সেলিম আনোয়ার, রেজওয়ান তানিম,সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফসহ আরও আরও অনেকের প্রিয় লেখকের তালিকায় রয়েছে চাঁদগাজীভাইয়ার নাম। নানা রকম প্রতিকূলতা পেরিয়ে চাঁদগাজী ভাইয়া তার নিজস্ব পথেই এগিয়ে চলেছেন অকুতভয় সৈনিকের মত। নতুন পুরনো নির্বিশেষে এক বাক্যে অনেকেই স্বীকার করেছেন চাঁদগাজী ভাইয়ার জনপ্রিয়তার কথা। যদিও তিনি একেবারেই নতুন নন। আবার একেবারেই পুরোনো নন তবুও ব্লগ ২০১৭ এর উল্লেখযোগ্য ব্লগার বা ব্লগের তালিকায় বার বার এসেছে ভাইয়ার নাম। ভাইয়ার দৃঢ় মনোবল ও অহিংস নীতিমালা বা নিজস্ব চিন্তার নির্ভিক প্রকাশই আমার ধারণা তার জনপ্রিয়তার কারণ। এক কথা নতুন পুরানো নির্বিশেষে চাঁদগাজী ভাইয়াকেই ২০১৭ এর সেরা পদকটি দেওয়া যায় বলেই আমার ধারনা।
চাঁদগাজী
পোস্ট করেছেন: ৮০২টি
মন্তব্য করেছেন: ৩৯০৮৬টি
মন্তব্য পেয়েছি: ৩০৮৩১টি
ব্লগ লিখেছি: ৩ বছর ১৩ ঘন্টা
অনুসরণ করছি: ৩৬৫ জন
অনুসরণ করছে: ৫২৪ জন

এতক্ষণ গেলো মোটামুটি নতুন হিসাবে যারা ২০১৭ তে লেখালিখি করেছেন তাদের কথা। এছাড়াও কাল্পনিক ভালোবাসা ভাইয়ার লিস্টিতে এমন আরও কিছু নিক এসেছে-
নান্দনিক নন্দিনী, তামান্না তাবাসসুম, একটি আটলান্টিকভাইয়ার নাম।

আখেনাটেনভাইয়ার লিস্টিতে-
এক নিরুদ্দেশ পথিক, Zeon Amanza, নিয়াজ সুমন

জেন রসি ভাইয়ার মতে ২০১৭ এর প্রিয় নতুনেরা-
নাগরিক কবি, হাতুড়ে লেখক, যূথচ্যুত

উম্মে সায়মার প্রিয় লিস্টিতে আছেন- স্নিগ্ধ মুগ্ধতা

ফরিদ আহমেদ ভাইয়ার প্রিয়- ধ্রুবক আলো

আরইউভাইয়ার প্রিয় প্রিয় এবং প্রিয় নোটিস বোর্ড,নোটিস বোর্ড এবং নোটিস বোর্ড :) :) :)



প্রিয় পুরানেরা --- যারা ভালোবেসে আজও লেখালিখি দিয়ে সমৃদ্ধ করে চলেছেন এই প্রিয় প্লাটফর্মটিকে
আহমেদ জিএস - সেলিম আনোয়ার, কথাকথিকেথিকথন, মলাসইলমুইণা, কুঁড়ের বাদশা, নাঈম রাজ, আখেনাটেন, উন্মে সায়মা, প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, কি করি আজ ভেবে না পাই, মাইনুল ইসলাম আলিফ..... বলতে গেলে প্রায় সকলের প্রিয় প্রিয় প্রিয় একজন মানুষ আহমেদ জি এস ভাইয়া। গবেষনামূলক বা ফান পোস্ট কিংবা কবিতা বা ছবি সব কিছুই তার যাদুস্পর্শে আলোকিত হয়ে ওঠে।

মাঈনউদ্দিন মইনুল- মাইনুল ইসলাম আলিফ, কথাকথিকেথিকথন, সেলিম আনোয়ার এবং আমার অনেক অনেক প্রিয় একজন মানুষ, লেখক ও ব্লগার। চিন্তাশীল লেখনী ও হাস্যজ্জ্বল মুখশ্রী এর মন্তব্যগুলিও আমাদের পরম প্রাপ্তি।

ড: এম এ আলী- মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, নাইম রাজ, উম্মে সায়মা , প্রামানিক, সত্যপথিক শাইয়্যান, নূর মোহাম্মাদ নুরু, মাইনুল ইসলাম আলিফ , আখেনাটেন ভাইয়াসহ আরও অনেকের প্রিয় ব্লগার যে ভাইয়া তাতে কোনো সন্দেহ নেই। ভাইয়ার লেখাগুলি এক একটি হীরা জহরৎ মনি মানিক্য আমাদের এই ব্লগের।

হাসান মাহবুব- কথাকথিকেথিকথন, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ এবং আরও আরও অনেকের এক নাম্বার পছন্দের গল্পকারের তালিকায় যার নাম। :)

জুন- মলাসইলমুইনা,কুঁড়ের বাদশা,আখেনাটেন,উম্মে সায়মা,প্রামানিক,সত্যপথিক শাইয়্যান,নূর মোহাম্মদ নূরুভাইয়া,কথাকথিকেথিকথন, সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ ....... এক কথায় ভ্রমন কাহিনীর রাণীমাতা আমাদের এই জুন আপুনি।

মনিরা সুলতানা - মলাসইলমুইনা, আখেনাটেন, উম্মে সায়মা,ফরিদ আহমেদ, কি করি আজ ভেবে না পাই, সত্যপথিক শাইয়্যান,কথাকথিকেথিকথন , সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ...... এ বছরে আপুকে নিত্য নতুন সব অসাধারণ কবিতামালা নিয়ে সক্রিয় থাকতে দেখা গেছে। নতুন পুরাতন নির্বিশেষে ব্লগারদেরকে উৎসাহ দানেও আপুনির জুড়ি নেই।

গিয়াসউদ্দিন লিটন -সেলিম আনোয়ার ,মলাসইলমুইনা,নাঈম রাজ,আখেনাটেন,উম্মে সায়মা , রেজওয়ান তানিম, কি করি আজ ভেবে না পাই,সত্যপথিক শাইয়্যান , কথাকথিকেথিকথন,মাইনুল ইসলাম আলিফ...জ্ঞানী গুণীদের নিয়ে পোস্ট আর ফান পোস্টে ভাইয়ার জুড়ি নেই। যদিও এ বছরে আমার সাথে ফানটা একটু বেশি করে ফেলায় আমি ভাইয়াকে জন্মের আড়ি দিতে গিয়েছিলাম পরে মনে পড়লো হাজার হোক কোটি হোক এটা আমার ব্লগের সবচাইতে রসিকতায় জুড়ি নেই গুণী ভাইয়াটা।

বিদ্রোহী ভৃগু -সেলিম আনোয়ার, নাঈম রাজ,আখেনাটেন , ফরিদ আহমেদ,সত্যপথিক শাইয়্যান, কথাকথিকেথিকথন,মাইনুল ইসলাম আলিফ ,কি করি আজ ভেবে না পাই....ভাইয়ার আধাত্মিক কবিতা পড়ে ভাবনায় পড়ে যাই।

আবুহেনা মোঃ আশরাফুল - মলাসইলমুইনা, আখেনাটেন, উন্মে সায়মা, প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, কথাকথিকেথিকথন, মাইনুল ইসলাম আলিফ, নূর মোহাম্মদ নূরু ...... কি গল্প, কি ফান বা কি আন্তরিকতাপূর্ণ মন্তব্য কোনোটাতেই জুড়ি মেলা ভার তার....

গেম চেঞ্জার -রেজওয়ান তানিম, নতুন বিচারক, কালীদাস .... গেমু ভাইয়াটা ইদানীং ব্লগ থেকে দূরে আছে কিন্তু আছে আমাদের হৃদয়ে...:)

জেন রসি- সেলিম আনোয়ার ,নাঈম রাজ , আখেনাটেন, কালীদাস, কি করি আজ ভেবে না পাই, মাইনুল ইসলাম আলিফ, রেজওয়ান তানিম, কথাকথিকেথিকথন, কাল্পনিক ভালোবাসাএবং আমারও অনেক অনেক অনেক প্রিয় জিনি ভাইয়ামনি! যে সুখে দুখে ও আমাকে আমার চরম রাগের মাঝেও অট্টহাস্যে হাসাতে পাশে ছিলো আমার সারা বছর জুড়ে।

কি করি আজ ভেবে না পাই- নতুন নকিব, নাঈম রাজ, ফরিদ আহমেদ, নতুন বিচারক ও আমি সহ মনিরা আপু, রাবেয়াআপু, ফাতেমা আপু, তাসলিমা আপু, রুহি আপু, কামরুননাহার আপু সহ হাজারও আপুর প্রিয় ছোট ভাইয়া। যে গুরু( আমি) মারা বিদ্যায় আজ ছড়িতা বিশারদ হয়ে গেছে।

সুমন কর- কথাকথিকেথিকথন, কি করি আজ ভেবে না পাইসহ আরও অনেকের প্রিয় ব্লগার। ইদানিং চুপচাপ হয়ে যাচ্ছে।


ফেরদৌসা রুহী- কাল্পনিক ভালোবাসা, মলাসইলমুইনা আপৎার নাম দিয়েছেন। আপুকে ব্লগে এ বছরে সক্রিয় দেখা গেছে।

উন্মে সায়মা - মলাসইলমুইনাভাইয়া, কি করি আজ ভেবে না পাই ,সেলিম আনোয়ার......সুন্দর সব লেখা ছাড়াও ভীষন মজার মানুষ মনে হয় আমার আপুটাকে।

সেলিম আনোয়ার- মলাসইলমুইনা,সত্যপথিক শাইয়্যান,মাইনুল ইসলাম আলিফ , কথাকথিকেথিকথন..... ভাইয়ার কথা আর কি বলবো সেই কোন যুগ থেকেই উনি আনারকলির প্রেমে মত্ত হয়ে কবিতা লিখে চলেছেন। পূর্ব জনমের আনারকলিকে এই জনমে এখানে ওখানে খুঁজে পাওয়া হচ্ছে না তার। :(

প্রামানিক- কথাকথিকেথিকথন,সত্যপথিক শাইয়্যান, কি করি আজ ভেবে না পাই,নূর মোহাম্মদ নূরু, মাইনুল ইসলাম আলিফ...
সকলের প্রিয় ছন্দ যাদুকর প্রামানিকভাইয়া। :)

নূর মোহাম্মদ নূরু- মলাসইলমুইনা, কি করি আজ ভেবে না পাই,সত্যপথিক শ্যাইয়ান, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ...ভাইয়া মাঝে মাঝেই রাগ করে, ব্লগে নাকি সিরিয়াস পোস্ট না পড়ে মানুষ শুধু আউল ফাউল পড়ে তাই তার পরম যতনে গড়া সিরিয়াস পোস্টগুলি অপঠিত থাকে। কিন্তু দেখলে ভাইয়া আমরা তোমাকে কত ভালোবাসি তাই জরীপে নাম উঠে এসেছে বার বার ।

সাদা মনের মানুষ- মাইনুল ইসলাম আলিফ, নুর মোহাম্মাদ নুরু, মালসইলমুইনা, আখেনাটেন, প্রামানিক, সত্যপথিক শ্যাইয়ান, কথাকথিকেথিকথন ...... আমাদের আরেক ব্লগ বতুতা। :) চা খেতে ও খাওয়াতেও দারুন ভালোবাসে। :)

মানবী- মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান,কি করি আজ ভেবে না পাই ..... এই আপুটার নামও এসেছে অনেকের প্রিয় মানুষের তালিকায় তবে আপুকে ইদানিং আর দেখা যায় না।

আব্দুল হাক ভাই- নূর মোহাম্মদ নূরু, মাইনুল ইসলাম আলিফ,সত্যপথিক শাইয়্যান ..... আমার কবিগুরু হাক ভাইয়া আমার মত অনেকেরই প্রিয় আজও।

বৃতি- কথাকথিকেথিকথন, রেজওয়ান তানিম, কি করি আজ ভেবে না পাই...... বৃতি মনি আমার ও অনেকেরই ভালোবাসার ব্লগার। ব্লগ ও ব্লগারদের প্রতি তার ভালোবাসার প্রকাশ আমরা তার গত বছরের ব্লগ সংকলনেই দেখেছি । এ বছরে আসছে তার উদ্যোগে আর এলটি সংকলন যার সাথে আমিও জড়িয়ে আছি। অনেক ভালোবাসা বৃতিমনি!

নূর ই হাফসা- মাইনুল ইসলাম আলিফ,মলাসইলমুইনা - এ বছরে আপুটাকে বেশ সক্রিয় দেখা গেছে।

বোকা মানুষ বলতে চায়- কথাকথিকেথিকথন, প্রামানিক ছাড়াও আরও অনেকের প্রিয় লেখক এবং ব্লগার এই ভাইয়াটা।

কাল্পনিক_ভালোবাসা - মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান.... মডারেটর হবার পরেও ভাইয়া একজন প্রিয় ব্লগার।

কামরুন্নাহার আপা- নূর মোহাম্মদ নূরু, প্রামানিক .... কি করি আজ ভেবে না পাই ও আমার প্রিয় মানুষ আপুটা।

সোহানী- কি করি আজ ভেবে না পাই, কথাকথিকেথিকথন এবং আমার অনেক অনেক অনেক প্রিয় সোহানী আপুকে অনেক অনেক একটিভ দেখা গেছে এ বছরে।

কাজী ফাতেমা ছবি- কি করি আজ ভেবে না পাই,নূর মোহাম্মদ নূরু .....প্রিয় কবিতা ও ছবিতা আপু ফাতেমা আপু।:)

মাহবুবুল আজাদ- কথাকথিকেথিকথন,মলাসইলমুইনা ...... প্রিয় ভাইয়া উনি আমারও।

মাহমুদ০০৭-কথাকথিকেথিকথন, রেজওয়ান তানিম ....ভীষন ভীষণ মেধাবী ও জ্ঞানী গুণী ভাইয়া আমার।

ব্লগ সার্চম্যান -নতুন বিচারক , কি করি আজ ভেবে না পাই প্রিয় তালিকায়.....

কালীদাস-কথাকথিকেথিকথন, মলাসইলমুইনা,মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান,নূর মোহাম্মদ নূরু ..... ভীষন ভীষন ভীষন প্রিয় মানুষ আমিসহ অনেকরই। :)


শায়মা আপু(অপ্সরা আপু) - মৌমুমু, মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, নাঈম রাজ ,আখেনাটেন, উম্মে সায়মা,সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ,কথাকথিকেথিকথন ...... আমি কি আমারও প্রিয়!!!!!!! হা হা হা :P


এছাড়াও জরীপে আসা আরও কিছু প্রিয় নাম.....

বিজন রয়- নূর মোহাম্মদ নূরু,রেজওয়ান তানিম

আরজুপনি - সেলিম আনোয়ার, কথাকথিকেথিকথন,

সোনাবীজ ভাই-সেলিম আনোয়ার, কথাকথিকেথিকথন

ফয়সাল রকি -আখেনাটেন, কাল্পনিক ভালোবাসা

ভ্রমরের ডানা- মলাসইলমুইনা

নীলপরী - সেলিম আনোয়ার

মামুন রশিদ -সেলিম আনোয়ার

কান্ডারী- সেলিম আনোয়ার

পুলহ - উম্মে সায়মা

সাহসী সন্তান- নতুন বিচারক

কুঁড়ের বাদশা- কুঁড়ের বাদশা

টারজান ০০০০৭- কালীদাস

নতুন-কালীদাস

নস্টালজিক-কথাকথিকেথিকথন

তুষার কাব্য-কথাকথিকেথিকথন

জুলিয়ান সিদ্দিকী- কথাকথিকেথিকথন

প্রোফেসর শঙ্কু- কথাকথিকেথিকথন

সায়েদা সোয়েলী- কথাকথিকেথিকথন

তামান্না তাবাসসুম- কথাকথিকেথিকথন

জাদিদ-কথাকথিকেথিকথন

ডি মুন-কথাকথিকেথিকথন

নেক্সাস- কথাকথিকেথিকথন

মিথি_মারজান- মলাসইলমুইনা

নয়ন ভাই- মলাসইলমুইনা

সম্রাট ইজ বেস্ট-মলাসইলমুইনা

অজানিতা - মলাসইলমুইনা

শাবিবা ইয়াসমিন-মলাসইলমুইনা

নীলদর্পণ- মলাসইলমুইনা

বাপুরাম সাপুড়ে১- আখেনাটেন

০০০০৭ টারজান- আখেনাটেন

কলাবাগান১- আখেনাটেন

নতুন- আখেনাটেন

নান্দনিক নন্দিনী-আখেনাটেন

মহান অতন্দ্র- রেজওয়ান তানিম

স্বপ্নবাজ অভি- রেজওয়ান তানিম

রেজওয়ানা-রেজওয়ান তানিম

উড়োজাহাজ - কি করি আজ ভেবে না পাই

শামীম সাইফুল্লাহ - কি করি আজ ভেবে না পাই

রাবুবু- কি করি আজ ভেবে না পাই

ইতি সামিয়া-কি করি আজ ভেবে না পাই, আখেনাটেন

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)- কি করি আজ ভেবে না পাই

কবি নাইম- কি করি আজ ভেবে না পাই

মোস্তফা সোহেল- কি করি আজ ভেবে না পাই

সাইফুল আলম শোভন- সত্যপথিক শাইয়্যান

বর্ষন হোমস- সত্যপথিক শাইয়্যান

লক্ষণ ভাণ্ডারী- নূর মোহাম্মদ নূরু

টোকন ঠাকুর- নূর মোহাম্মদ নূরু

দুর্যোধন- নূর মোহাম্মদ নূরু

আলিম আল রাজী- নূর মোহাম্মদ নূরু

সৈয়দ সাইফুল আলম শোভন -মাইনুল ইসলাম আলিফ

পাললিক মন- মাইনুল ইসলাম আলিফ

বর্ষন হোমস-মাইনুল ইসলাম আলিফ

এফ কে আশিক- মাইনুল ইসলাম আলিফ



আমার চোখে স্বজনপ্রীতি বছর সেরা দশ যোগ এক এগারো - ২০১৭
শকুনদৃষ্ট
ঋণ
নাঈম ফয়সাল নয়ন
ষষ্ঠ ইন্দ্রিয়
আখেনাটেন
একজন ‘না’-বালকের প্রথম ও শেষ ধূম্রপানের ইতিহাস!!!!
রবাহূত
আমার শৈশব এবং যাদুর শহর
জাহিদ অনিক
হ্যাপি ফ্যামিলি !
করুনাধারা আপু
টলস্টয়ের গল্প: তিনটি প্রশ্ন, এবং পাঠ প্রতিক্রিয়া
শামচুল হক
গল্প ঃ সোহাগী
ভ্রমরের ডানা
সুপ্রিয় ব্লগার অপসরার "ধ্যানমগ্ন কালপুরুষ" কবিতার অনুভবে
ভূয়া মফিজ
স্বপ্নযাত্রা: ইটালী
মলাসইলমুইনা
জর্জ অলড্রিচ (George Aldrich): অধরা গুনের অধিকারী স্বাপ্নিক একজন মানুষ
কথাকথিকেথিকথন
রাত্রিত্ব


সবাইকে নতুন ইংরেজী বছর ২০১৮ এর শুভেচ্ছা ..... :) :) :)

মন্তব্য ১৮২ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৮২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

কুঁড়ের_বাদশা বলেছেন: আফা আমার নাম কই ?? :)

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

অপ্‌সরা বলেছেন: আছে তো!!!!!! তোমার নাম তো তুমিই দিসিলা!!! নো ভুল করছি!!!!! :)

২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

কুঁড়ের_বাদশা বলেছেন: দার্শনিক কুঁড়ের বাদশা ভাইয়ের নাম উপরে না থাকায় অতীব দুঃখ পাইছি! :P


তবে দার্শনিক কুঁড়ের বাদশা নাম থাক, আর না থাক
সকল নতুন ব্লগার ভাই ও বোনদের জন্য শুভ কামনা ও ভালবাসা রইল।


১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

অপ্‌সরা বলেছেন: নাম তো আছেই!!!!!!! তোমার চমশা লাগিবেক আর দেখো অনেকেই আমাট স্বজনপ্রীতি নিয়ে কানাঘুষা করে এবারে ব্লগীয় জরীপ নিয়ে পাক্কা কর্ম ! :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




আমি শুধু আপনাদেরই একজন ..............................

সকল সুহৃদ ব্লগারদের এখানেই জানিয়ে রাখছি শুভেচ্ছা ।
আর আপনাকেও স্বজনপ্রীতিমূলক স্নেহময় শুভেচ্ছা ।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!! আমার নামে এত স্বজনপ্রীতির দোষ তাই সবাইকে নিয়েই স্বজনপ্রীতিতে ডুবালাম। তবে তুমি যে স্বজনপ্রীতিতে কেমনে জড়িয়ে আছো তা তোমার পরিসংখ্যান বলে দিচ্ছে।


তবে এই জরীপ লিখতে গিয়ে বুঝলাম এখনও সবাই হারায়নি!!!!! এখনও আমাদের অনেক রত্নই আছে--- যেমন ----

আহমেদ জিএস - সেলিম আনোয়ার, কথাকথিকেথিকথন, মলাসইলমুইণা, কুঁড়ের বাদশা, নাঈম রাজ, আখেনাটেন, উন্মে সায়মা, প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, কি করি আজ ভেবে না পাই, মাইনুল ইসলাম আলিফ..... বলতে গেলে প্রায় সকলের প্রিয় প্রিয় প্রিয় একজন মানুষ আহমেদ জি এস ভাইয়া। গবেষনামূলক বা ফান পোস্ট কিংবা কবিতা বা ছবি সব কিছুই তার যাদুস্পর্শে আলোকিত হয়ে ওঠে।

মাঈনউদ্দিন মইনুল- মাইনুল ইসলাম আলিফ, কথাকথিকেথিকথন, সেলিম আনোয়ার এবং আমার অনেক অনেক প্রিয় একজন মানুষ, লেখক ও ব্লগার। চিন্তাশীল লেখনী ও হাস্যজ্জ্বল মুখশ্রী এর মন্তব্যগুলিও আমাদের পরম প্রাপ্তি।

ড: এম এ আলী- মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, নাইম রাজ, উম্মে সায়মা , প্রামানিক, সত্যপথিক শাইয়্যান, নূর মোহাম্মাদ নুরু, মাইনুল ইসলাম আলিফ , আখেনাটেন ভাইয়াসহ আরও অনেকের প্রিয় ব্লগার যে ভাইয়া তাতে কোনো সন্দেহ নেই। ভাইয়ার লেখাগুলি এক একটি হীরা জহরৎ মনি মানিক্য আমাদের এই ব্লগের।

হাসান মাহবুব- কথাকথিকেথিকথন, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ এবং আরও আরও অনেকের এক নাম্বার পছন্দের গল্পকারের তালিকায় যার নাম। :)

জুন- মলাসইলমুইনা,কুঁড়ের বাদশা,আখেনাটেন,উম্মে সায়মা,প্রামানিক,সত্যপথিক শাইয়্যান,নূর মোহাম্মদ নূরুভাইয়া,কথাকথিকেথিকথন, সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ ....... এক কথায় ভ্রমন কাহিনীর রাণীমাতা আমাদের এই জুন আপুনি।

মনিরা সুলতানা - মলাসইলমুইনা, আখেনাটেন, উম্মে সায়মা,ফরিদ আহমেদ, কি করি আজ ভেবে না পাই, সত্যপথিক শাইয়্যান,কথাকথিকেথিকথন , সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ...... এ বছরে আপুকে নিত্য নতুন সব অসাধারণ কবিতামালা নিয়ে সক্রিয় থাকতে দেখা গেছে। নতুন পুরাতন নির্বিশেষে ব্লগারদেরকে উৎসাহ দানেও আপুনির জুড়ি নেই।

গিয়াসউদ্দিন লিটন -সেলিম আনোয়ার ,মলাসইলমুইনা,নাঈম রাজ,আখেনাটেন,উম্মে সায়মা , রেজওয়ান তানিম, কি করি আজ ভেবে না পাই,সত্যপথিক শাইয়্যান , কথাকথিকেথিকথন,মাইনুল ইসলাম আলিফ...জ্ঞানী গুণীদের নিয়ে পোস্ট আর ফান পোস্টে ভাইয়ার জুড়ি নেই। যদিও এ বছরে আমার সাথে ফানটা একটু বেশি করে ফেলায় আমি ভাইয়াকে জন্মের আড়ি দিতে গিয়েছিলাম পরে মনে পড়লো হাজার হোক কোটি হোক এটা আমার ব্লগের সবচাইতে রসিকতায় জুড়ি নেই গুণী ভাইয়াটা।

বিদ্রোহী ভৃগু -সেলিম আনোয়ার, নাঈম রাজ,আখেনাটেন , ফরিদ আহমেদ,সত্যপথিক শাইয়্যান, কথাকথিকেথিকথন,মাইনুল ইসলাম আলিফ ,কি করি আজ ভেবে না পাই....ভাইয়ার আধাত্মিক কবিতা পড়ে ভাবনায় পড়ে যাই।

আবুহেনা মোঃ আশরাফুল - মলাসইলমুইনা, আখেনাটেন, উন্মে সায়মা, প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, কথাকথিকেথিকথন, মাইনুল ইসলাম আলিফ, নূর মোহাম্মদ নূরু ...... কি গল্প, কি ফান বা কি আন্তরিকতাপূর্ণ মন্তব্য কোনোটাতেই জুড়ি মেলা ভার তার....

গেম চেঞ্জার -রেজওয়ান তানিম, নতুন বিচারক, কালীদাস .... গেমু ভাইয়াটা ইদানীং ব্লগ থেকে দূরে আছে কিন্তু আছে আমাদের হৃদয়ে...:)

জেন রসি- সেলিম আনোয়ার ,নাঈম রাজ , আখেনাটেন, কালীদাস, কি করি আজ ভেবে না পাই, মাইনুল ইসলাম আলিফ, রেজওয়ান তানিম, কথাকথিকেথিকথন, কাল্পনিক ভালোবাসাএবং আমারও অনেক অনেক অনেক প্রিয় জিনি ভাইয়ামনি! যে সুখে দুখে ও আমাকে আমার চরম রাগের মাঝেও অট্টহাস্যে হাসাতে পাশে ছিলো আমার সারা বছর জুড়ে।

কি করি আজ ভেবে না পাই- নতুন নকিব, নাঈম রাজ, ফরিদ আহমেদ, নতুন বিচারক ও আমি সহ মনিরা আপু, রাবেয়াআপু, ফাতেমা আপু, তাসলিমা আপু, রুহি আপু, কামরুননাহার আপু সহ হাজারও আপুর প্রিয় ছোট ভাইয়া। যে গুরু( আমি) মারা বিদ্যায় আজ ছড়িতা বিশারদ হয়ে গেছে।

সুমন কর- কথাকথিকেথিকথন, কি করি আজ ভেবে না পাইসহ আরও অনেকের প্রিয় ব্লগার। ইদানিং চুপচাপ হয়ে যাচ্ছে।


ফেরদৌসা রুহী- কাল্পনিক ভালোবাসা, মলাসইলমুইনা আপৎার নাম দিয়েছেন। আপুকে ব্লগে এ বছরে সক্রিয় দেখা গেছে।

উন্মে সায়মা - মলাসইলমুইনাভাইয়া, কি করি আজ ভেবে না পাই ,সেলিম আনোয়ার......সুন্দর সব লেখা ছাড়াও ভীষন মজার মানুষ মনে হয় আমার আপুটাকে।

সেলিম আনোয়ার- মলাসইলমুইনা,সত্যপথিক শাইয়্যান,মাইনুল ইসলাম আলিফ , কথাকথিকেথিকথন..... ভাইয়ার কথা আর কি বলবো সেই কোন যুগ থেকেই উনি আনারকলির প্রেমে মত্ত হয়ে কবিতা লিখে চলেছেন। পূর্ব জনমের আনারকলিকে এই জনমে এখানে ওখানে খুঁজে পাওয়া হচ্ছে না তার। :(

প্রামানিক- কথাকথিকেথিকথন,সত্যপথিক শাইয়্যান, কি করি আজ ভেবে না পাই,নূর মোহাম্মদ নূরু, মাইনুল ইসলাম আলিফ...
সকলের প্রিয় ছন্দ যাদুকর প্রামানিকভাইয়া। :)

নূর মোহাম্মদ নূরু- মলাসইলমুইনা, কি করি আজ ভেবে না পাই,সত্যপথিক শ্যাইয়ান, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ...ভাইয়া মাঝে মাঝেই রাগ করে, ব্লগে নাকি সিরিয়াস পোস্ট না পড়ে মানুষ শুধু আউল ফাউল পড়ে তাই তার পরম যতনে গড়া সিরিয়াস পোস্টগুলি অপঠিত থাকে। কিন্তু দেখলে ভাইয়া আমরা তোমাকে কত ভালোবাসি তাই জরীপে নাম উঠে এসেছে বার বার ।

সাদা মনের মানুষ- মাইনুল ইসলাম আলিফ, নুর মোহাম্মাদ নুরু, মালসইলমুইনা, আখেনাটেন, প্রামানিক, সত্যপথিক শ্যাইয়ান, কথাকথিকেথিকথন ...... আমাদের আরেক ব্লগ বতুতা। :) চা খেতে ও খাওয়াতেও দারুন ভালোবাসে। :)

মানবী- মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান,কি করি আজ ভেবে না পাই ..... এই আপুটার নামও এসেছে অনেকের প্রিয় মানুষের তালিকায় তবে আপুকে ইদানিং আর দেখা যায় না।

আব্দুল হাক ভাই- নূর মোহাম্মদ নূরু, মাইনুল ইসলাম আলিফ,সত্যপথিক শাইয়্যান ..... আমার কবিগুরু হাক ভাইয়া আমার মত অনেকেরই প্রিয় আজও।

বৃতি- কথাকথিকেথিকথন, রেজওয়ান তানিম, কি করি আজ ভেবে না পাই...... বৃতি মনি আমার ও অনেকেরই ভালোবাসার ব্লগার। ব্লগ ও ব্লগারদের প্রতি তার ভালোবাসার প্রকাশ আমরা তার গত বছরের ব্লগ সংকলনেই দেখেছি । এ বছরে আসছে তার উদ্যোগে আর এলটি সংকলন যার সাথে আমিও জড়িয়ে আছি। অনেক ভালোবাসা বৃতিমনি!

নূর ই হাফসা- মাইনুল ইসলাম আলিফ,মলাসইলমুইনা - এ বছরে আপুটাকে বেশ সক্রিয় দেখা গেছে।

বোকা মানুষ বলতে চায়- কথাকথিকেথিকথন, প্রামানিক ছাড়াও আরও অনেকের প্রিয় লেখক এবং ব্লগার এই ভাইয়াটা।

কাল্পনিক_ভালোবাসা - মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান.... মডারেটর হবার পরেও ভাইয়া একজন প্রিয় ব্লগার।

কামরুন্নাহার আপা- নূর মোহাম্মদ নূরু, প্রামানিক .... কি করি আজ ভেবে না পাই ও আমার প্রিয় মানুষ আপুটা।

সোহানী- কি করি আজ ভেবে না পাই, কথাকথিকেথিকথন এবং আমার অনেক অনেক অনেক প্রিয় সোহানী আপুকে অনেক অনেক একটিভ দেখা গেছে এ বছরে।

কাজী ফাতেমা ছবি- কি করি আজ ভেবে না পাই,নূর মোহাম্মদ নূরু .....প্রিয় কবিতা ও ছবিতা আপু ফাতেমা আপু।:)

মাহবুবুল আজাদ- কথাকথিকেথিকথন,মলাসইলমুইনা ...... প্রিয় ভাইয়া উনি আমারও।

মাহমুদ০০৭-কথাকথিকেথিকথন, রেজওয়ান তানিম ....ভীষন ভীষণ মেধাবী ও জ্ঞানী গুণী ভাইয়া আমার।

ব্লগ সার্চম্যান -নতুন বিচারক , কি করি আজ ভেবে না পাই প্রিয় তালিকায়.....

কালীদাস-কথাকথিকেথিকথন, মলাসইলমুইনা,মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান,নূর মোহাম্মদ নূরু ..... ভীষন ভীষন ভীষন প্রিয় মানুষ আমিসহ অনেকেরই। :)

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

শাহিন-৯৯ বলেছেন: আপনার অনুপ্রেরণামূলক পোস্ট খুব ভাল হয়েছে, আপনার ভোটে আমি অংগ্রহণ করি নাই ঠিকই তবে নিয়মিত আপডেট দেখতাম,
যাদেরকে সবাই ভোট আসলেই এরা সকলেই এই ব্লগের প্রাণ, আমি তখন ভোট দেয় নাই ঠিকই এখন দুইটা ভোট দেই ১) আমার প্রিয় গল্পকার হেনা ভাই, ২) প্রিয় ছড়াকার- প্রামাণিক ভাই, আর চাঁদগাজী ভাইয়ের কথা বলব না কারণ উনার সাথে এই ব্লগে আমার অন্য রকম এক সর্ম্পক গড়ে উঠছে তা তর্কে-কির্তকে হলেও।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: ভেরী গুড এই পোস্টেও আপডেট জুড়ে দেবো ! :) :) :)


শাহিন- ৯৯

১) আমার প্রিয় গল্পকার হেনা ভাই, ২) প্রিয় ছড়াকার- প্রামাণিক ভাই, আর

৩) চাঁদগাজী


ধ্যাৎ চাঁদগাজী ভাইয়া দেখছি আমার থেকেও জনপ্রিয়তায় ছাড়িয়ে যাচ্ছে! X((


কেয়ারফুল চাঁদগাজী ভাইয়ু!!!!!!!! X(( :P

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

কুঁড়ের_বাদশা বলেছেন: দার্শনিক কুঁড়ের বাদশাকে কেউ ভোট দিক, আর না দিক, :( :( =p~
আমি আমার নতুন কিছু প্রিয় ব্লগারকে ভোট দিতে পেয়ে নিজে ধন্য মনে করছি। :-B :-B

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

অপ্‌সরা বলেছেন: তোমার জন্য এই গান ভাইয়ু ...... :)

https://www.youtube.com/watch?v=c5XNNeYkCSs

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার নাম নাই, যাক বাঁচলাম। :)

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২

অপ্‌সরা বলেছেন: তুমি তো আসলেই না আমার জরীপে ! :(

এখন প্রিয়দের আর ২০১৭ এর উজ্জ্বল তারকাদের নাম দিতে পারো! :)

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার নাম দেখে ভাল লাগলো ও অনুপ্রানিত হলাম।

ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্টের জন্য।

কে কার প্রিয় ব্লগার এটা কিভাবে নির্বাচন করেছেন। জরিপটা কি ভাবে হয়েছে ?
জানতে পারলে ভাল হত ?

ভাল থাকুন।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

অপ্‌সরা বলেছেন: উফফ ভাইয়া এত ক্ষনে পেলাম তোমাকে ...... তোমার লিঙ্ক খুঁজতে খুঁজতে আমি শেষ!


যাইহোক কিভাবে পেলাম দেখো এইবার ...... :)

একটি ব্লগীয় জরীপ -২০১৭

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


জরীপ চালাতে গিয়ে আপনার নাম সামনে আসেনি, আপনি আমাদের চোখে অনেক অনেক বড় মাপের ব্লগার!

প্রতিটি ব্লগার আপন মহিমায়, নিজের এলাকায় আলোকিত; সবার নিজস্ব এলাকা আছে, যেখানে তিনি আপন সত্বা নিয়ে বিরাজমান! সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো; আমরা সবাই মিলে একটি নতুন জেনারেশন।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!! তোমার জনপ্রিয়তা কিন্তু আমার জনপ্রিয়তার হুমকীর মুখোমুখি!!!!!!!


এত ভাইয়ু আপুনি করে করে আল্লাদ করলাম এত দিন আর তুমি চাঁছাছোলা, বেকা তেড়া মন্ত্র দিয়ে এত মানুষের হৃদয় হরিলে ভাইয়ামনি! :((


যাইহোক শুভেচ্ছা শুভেচ্ছা !!!! সবাইকে এখন ভালোবাসতে শেখো!!!!!!!! নো মোর হার্ট টু এনিওয়ান! :)

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:



জরিপ থেকে খুটিয়ে খুটিয়ে সবকিছু সাজিয়ে নতুন পোস্ট বানিয়েছেন । নিঃসন্দেহে বেশ কষ্টকর হয়েছিলো চোখ এবং মস্তিষ্কের জন্য ।

এই পোস্টের একটা ভাল দিক অনেকগুলো লেখকে কাভার করেছে । তাই একে সার্বজনীন পোস্ট বলা যায় । মিলেমিশে সবাই একসাথে লেখার মশালে আগুন জ্বালাই...

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

অপ্‌সরা বলেছেন: হুম ব্লগের শক্তিশালী লেখা ও লেখকেরা যে হারিয়ে যাইনি এই পোস্ট তার প্রমান!!!!! :)

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

প্রতিভাবান অলস বলেছেন: আমি পোস্ট না পড়েই প্রথম আমার নিক টা খুজতে ছিলাম।
পোস্ট পড়ার পর লজ্জা পাইছি :-P

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

অপ্‌সরা বলেছেন: তুমি তো জরীপে অংশ নাওনি ভাইয়ুমনি!!!!! বাট তোমার নিকই বলে দেয় তুমি প্রতিভাবান বটে!!!!! :)

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

উম্মে সায়মা বলেছেন: আরেহ কী বিশাল জরিপ! বেশ লাগলো আপু। তার মধ্যে দেখি আমার নিকখানাও দেখা যাইতেছে!
সবার জন্য শুভেচ্ছা অফুরান......

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

অপ্‌সরা বলেছেন: তোমার জন্যও শুভেচ্ছা!!!!!!!

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি অতি উৎসাহী হয়ে বেশ কয়বার পোস্টটি পড়েছিলাম, কয়েক বার মন্তব্যঘরে কয়েকজনের নাম টাইপ করেও মন্তব্য প্রকাশের বাটনে চাপতে পারিনি কেননা সবাই যে আমার প্রিয় তালিকায়। এখন ফলাফলে এসে দেখি আমারি পরাজয়।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: এখন লেখো-

বিশেষ করে ২০১৭ তে যারা সম্ভাবনাময় মনে হয়েছে ----

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা । বেঁচে থাকুন এভাবে সমৃদ্ধিতে...

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

অপ্‌সরা বলেছেন: এরপরের চ্যালেঞ্জ খট্টাঙ্গ পুরান ভগ্নপদ লিখন-- দিনত্বে আলোক ঝলোমল বর্ণ হৃদ্য :) :) :)

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

কাতিআশা বলেছেন: খুব ভালো!...

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

অপ্‌সরা বলেছেন: কাতিআশা আপুনি!!!!!! :) থ্যাংক ইউ !!!!! :)

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ভোট দিতে পারলাম না, ল্যাপটপ নস্ট ছিল। :((
সেলিম আনোয়ার ,মলাসইলমুইনা,নাঈম রাজ,আখেনাটেন,উম্মে সায়মা , রেজওয়ান তানিম, কি করি আজ ভেবে না পাই,সত্যপথিক শাইয়্যান , কথাকথিকেথিকথন,মাইনুল ইসলাম আলিফ এঁদের কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম।
জরিপে আমি ভাদাইম্যা ছাড়া সেরা,ব্রিলিয়ান্ট ব্লগারদের নাম এসেছে। সকলের জন্য শুভ কামনা।
এ ধরনের পোস্ট করতে কি অমানুষিক পরিশ্রম করতে হয় সে সম্পর্কে আমার ধারনা আছে।
আমার পক্ষ থেকে অপ্‌সরা'র জন্য রইল পার কাপ ৫ হাজার টাকা দামের এক কাপ লুয়াক কফি। :P

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

অপ্‌সরা বলেছেন: ইয়াক থু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! লুয়াক কফি তুমি খাও!!!!!!!

তোমার প্রাইজ!!!!!!!!!!!!!

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: আপু আমিও সামুতে দেড় মাসের মত লেখা শুরু করেছি, আশাকরি আমার লেখা পড়ে দেখবেন। এখনো প্রথম পাতায় আসতে পারি নি, আমার জন্য দোয়া করবেন।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

অপ্‌সরা বলেছেন: তুমি এই পোস্টে আসার আগেই তোমার লেখা পড়ে আমি মুগ্ধ ভাইয়া!

২০১৮ ভরে রেখো এমনই লেখায় ! :)


http://www.somewhereinblog.net/blog/tareq328/30225725

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

জাহিদ অনিক বলেছেন:

ব্লগে আমার সবথেকে যাকে ঈর্ষা হয় সে হচ্ছ তুমি।
আমাদের পোষ্টে ৫০ টা মন্তব্য হয় না আর তোমার পোষ্ট দেয়া মাতই ১০০ মন্তব্য ছাড়িয়ে যায়, আর শেষ পর্যন্ত ৪৫০/৫০০ মন্তব্য হয়ে যায়।
মন্তব্য কেন এত বেশি পাও তুমি, এর দুইটা কারনঃ
১) লেখার মান/কনটেন্ট
২) স্বজনপ্রীতি

আজকে আমার আলোচ্য বিষয় স্বজনপ্রীতি। এই সামু ব্লগকে আমরা একটা পরিবারের মতই দেখি। সেই হিসেবে সবাই এই পরিবারের সদস্য। পরিবারের সবাই একে অন্যের আত্মীয়-স্বজন। তাই আত্মীয়দের প্রতি যতি প্রীতি থাকবে ততই ভালো হবে।
ব্লগের সব ধরনেই পোষ্টে চনমনে উপস্থিতি চোখে পড়ার মত। যেখানে আমি ইচ্ছে হলেও তোমার মত ছটফটে দুরন্ত ব্লগার হতে পারি নাই। পারি নাই বলেই তোমাকে ঈর্ষা!

অল কিছুদিন আগেই সামিয়া আপুকে দেখলাম প্রিয় ব্লগারদের নিয়ে রম্য পোষ্ট দিয়েছেন, গতকাল দেখলাম প্রিয় ব্লগারদের নিয়ে ১ম পর্ব দিয়েছেন রাজীব নূর। আজকে আবার তুমি হাজির হয়েছে স্বজনপ্রীতি নিয়ে !
ব্লগে যে কেমন স্বজনপ্রীতি চলছে তা সহজেই অনুমান করা যাচ্ছে।
আমি চাইব এই স্বজনপ্রীতি যুগযুগ থাকুক।

কয়েকজন কবি ও ব্লগার আছেন ব্লগে; তাদের লেখার মান এত এত ভাল অথচ তারা তাদের স্বজনদের পোষ্টে সম্প্রীতি দেখাতে পারেন নাই বলেই আজ তারা তোমার স্বজনপ্রীতির বাইরে। যেমন একজনের নাম উল্লেখ করতে চাই, আফরোজা সোমা ভীষণ ভালো লিখেন অথচ তিনি কোন ভোট পান নাই।

সর্বোপরি, এটি একটি আতংকিত ও আকাঙ্ক্ষিত পোস্ট ছিল। এর মাধ্যমে ব্লগারেরা অনুপ্রনিত হতে পারবেন।
প্রিয়তে রাখলাম কারন, যদি কখনো ব্লগ থেকে দূরে সরে যাই বা ব্যস্ততা এসে ব্লগ থেকে আমাকে দূরে সরিয়ে দেয় তাহলে যেন এই পোষ্টটা দেখে কিছুটা স্পৃহা পেতে পারি।


অনেক ধন্যবাদ এমন স্বজনপ্রীতির জন্য। লাভিউ আপু।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

অপ্‌সরা বলেছেন: ১৭. ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩ ০

জাহিদ অনিক বলেছেন:

ব্লগে আমার সবথেকে যাকে ঈর্ষা হয় সে হচ্ছ তুমি।
আমাদের পোষ্টে ৫০ টা মন্তব্য হয় না আর তোমার পোষ্ট দেয়া মাতই ১০০ মন্তব্য ছাড়িয়ে যায়, আর শেষ পর্যন্ত ৪৫০/৫০০ মন্তব্য হয়ে যায়।
মন্তব্য কেন এত বেশি পাও তুমি, এর দুইটা কারনঃ
১) লেখার মান/কনটেন্ট
২) স্বজনপ্রীতি



হা হা হা হা হা হা হা হা হা হা এতটুকু পড়েই এতটুকুর জবাব দিচ্ছি!!!!!!

এই মন্তব্য মন্তব্য করে আমার অস্বজনেরা আমার উপর কম মিসাইল বোমা ছুঁড়েনি !!! যদিও তাদের সকল মিসাইল আমি বাম হাতের কড়ে আঙ্গুলে কড়কে দিয়েছি তবুও বলি ভাইয়ু!!!!!!!!!! আই লাভ ব্লগিং মোর দ্যান রাইটিং ! :P

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

অপ্‌সরা বলেছেন: আজকে আমার আলোচ্য বিষয় স্বজনপ্রীতি। এই সামু ব্লগকে আমরা একটা পরিবারের মতই দেখি। সেই হিসেবে সবাই এই পরিবারের সদস্য। পরিবারের সবাই একে অন্যের আত্মীয়-স্বজন। তাই আত্মীয়দের প্রতি যতি প্রীতি থাকবে ততই ভালো হবে।
ব্লগের সব ধরনেই পোষ্টে চনমনে উপস্থিতি চোখে পড়ার মত। যেখানে আমি ইচ্ছে হলেও তোমার মত ছটফটে দুরন্ত ব্লগার হতে পারি নাই। পারি নাই বলেই তোমাকে ঈর্ষা!



আমারে ঈর্ষা করবি না!!!!!!! :( :(( এই ঈর্ষার কারণেই অনেকল স্বজনেরা আর অস্বজন হয়েছে। :(


১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১

অপ্‌সরা বলেছেন: অল কিছুদিন আগেই সামিয়া আপুকে দেখলাম প্রিয় ব্লগারদের নিয়ে রম্য পোষ্ট দিয়েছেন, গতকাল দেখলাম প্রিয় ব্লগারদের নিয়ে ১ম পর্ব দিয়েছেন রাজীব নূর। আজকে আবার তুমি হাজির হয়েছে স্বজনপ্রীতি নিয়ে !
ব্লগে যে কেমন স্বজনপ্রীতি চলছে তা সহজেই অনুমান করা যাচ্ছে।
আমি চাইব এই স্বজনপ্রীতি যুগযুগ থাকুক।



চলুক চলুক চলুক স্বজনপ্রীতি!!!! :)

উই লাভ আওয়ার স্বজন! :)

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

অপ্‌সরা বলেছেন: কয়েকজন কবি ও ব্লগার আছেন ব্লগে; তাদের লেখার মান এত এত ভাল অথচ তারা তাদের স্বজনদের পোষ্টে সম্প্রীতি দেখাতে পারেন নাই বলেই আজ তারা তোমার স্বজনপ্রীতির বাইরে। যেমন একজনের নাম উল্লেখ করতে চাই, আফরোজা সোমা ভীষণ ভালো লিখেন অথচ তিনি কোন ভোট পান নাই।



হা হা হা হা ঠিক তাই ........ আফরোজা আপু আমারও প্রিয় কিন্তু নির্বাক থাকায় তার কথা আমার মনেই পড়েনি পোস্ট লেখার সময় ঠিক যেভাবে ক্লাসের চুপচাপ ছেলেটাকে আমার মনেই পড়েনা যত না পড়ে হাড় বজ্জাত জান জ্বালায় খাওয়াটাকে! :)

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

অপ্‌সরা বলেছেন:

সর্বোপরি, এটি একটি আতংকিত ও আকাঙ্ক্ষিত পোস্ট ছিল। এর মাধ্যমে ব্লগারেরা অনুপ্রনিত হতে পারবেন।
প্রিয়তে রাখলাম কারন, যদি কখনো ব্লগ থেকে দূরে সরে যাই বা ব্যস্ততা এসে ব্লগ থেকে আমাকে দূরে সরিয়ে দেয় তাহলে যেন এই পোষ্টটা দেখে কিছুটা স্পৃহা পেতে পারি।


অনেক ধন্যবাদ এমন স্বজনপ্রীতির জন্য। লাভিউ আপু।


আতংকিত কেনো!!!!!!!!!!!!! আই লাভ ইউ ইউ নো!!!!!!!!! এ্যান্ড উই অল লাভ ইউ ভাইয়ু!!!!!! :)

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন:

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

অপ্‌সরা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!

তোমার জন্য গানা.......

আমার বলার কিছু ছিলোনা

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

ধ্রুবক আলো বলেছেন: সুমন ভাইয়ের সাথে মিল রেখে

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

অপ্‌সরা বলেছেন: তোমার জন্যও !!!!!!! :)


আমার বলার কিছু ছিলোনা

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় অপ্সরা ! করেছেন কি ! এতো মহা ভারতের মতই এক পাতার এক বিশাল মহাকাব্য ! আপনার এই কষ্টটা নতুনদের ভীষণ ভীষণ ভাবে অনুপ্রাণিত করবে ব্লগে আরো লিখতে-ভালো লিখতে, ব্লগের সাথে সম্পর্কটা আরো গভীর করে জড়িয়ে রাখতে | আপনার এই আয়োজনের আরেকটা প্রতক্ষ্য ব্লগীয় ফল হলো এই লেখা রকরণেই এখন অনেক প্রিয় হয়ে যাওয়া কিছু ব্লগারের লেখার সাথে পরিচয় হলো | না জানা সেই ব্লগাররা এই অল্প দিনেই খুব প্রিয় হয়ে গেলো আপনার লেখা থেকে তাদের লেখা পড়তে পাড়ার সুযোগ পেয়ে | দুজনের নাম এই মুহূর্তেই মনে জ্বল জ্বল করছে |তারা দুজন হলেন শিখা রহমান আর তামান্না তাবাস্সুম | এই দুজনের মায়াবী লেখা হয়তো আমার কাছে অপরিচিতই থেকে যেত আপনার এই আয়োজনে অন্যরা তাদের নাম না বললে | এর সব ক্রেডিটই আপনার এই লেখার আবারো বলছি |

এখন একটা ব্যাক্তিগত ধন্যবাদ দেই আপনাকে |গত সেপ্টেম্বরে আমি যখন মাত্রই ব্লগে এসেছি তখন আপনার অনেক আগের একটা লেখা পড়েছিলাম "আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা " নামে | সেই মহাকাব্যিক লেখাটাতে আপনি আপনার পছন্দের ব্লগারদের নিয়ে লিখেছিলেন | খুব ভালো লেগেছিলো পড়ে যে ব্লগারদের আপনি কেমন যত্নে মনে রেখেছেন ! চুপি চুপি বলি, আপনার ওই লেখা পড়ে অধরা একটা স্বপ্নে আমিও কিছুক্ষন ভেসেছিলাম এই ভেবে যে আহা আমিও যদি ব্লগে অল্প কিছু ভালো লেখা লিখতে পারি তারপরে যদি বিদ্যের ভাড়ার শেষ হয়ে নীরবও হয়ে যাই ব্লগে তবে অনেক বছর পরে ওরকম কোনো লেখায় হয়ত আপনি আমার নামও মনে করতে পারেন !! সাধ আর সাধ্যের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমার জানা |তাই জানি সেই সাধ হয়তো কখনো পূরণ হবেনা | সেটা নিয়ে আজ আর কোনো আক্ষেপ নেই |এখন ব্লগকে আরো জানি বেশি করে | ব্লগে এতো গুণী ব্লগার তাদের মধ্যে আমার নাম আপনি না নিলেও ক্ষতি নেই |কিন্তু আপনার এই লেখায় আপনি ও অন্যরা আমার লেখাকেও ভালো লেগেছে বলেছেন দেখে আমি সত্যিই আপ্লুত |

আরেকটা কথা বলেই নটে গাছটি মুড়ে দেই | ব্লগে অনেক সময়ই কারো কারো ব্যাপারে মাত্রা ছাড়া সমালোচনা হয়েছে |অনেক ক্ষেত্রে নোংরামিও করা হয়েছে |এরকম নোংরামির স্বীকার হওয়া একজন হলো আমার খুব প্রিয় মানুষ আর ব্লগার ওমেরা | আপনার এই লেখাতে ওমেরাকে ২০১৭-তে আমার সেরা ব্লগারদের একজন বলার পরেও অপ্রয়োজনীয় আর আক্রমণাত্মক সমালোচনা হয়েছে | আপনি কিন্তু তখন ওমেরার মতো একজন নতুন ব্লগারের পক্ষ নিয়ে বলেছেন যা আমরা ব্লগে অনেকেই করি না (খায়রুল আহসান ভাই আপনার লেখায় ওমেরাকে নিয়ে আমার সিলেকশনের লেখাটা পরে যে মন্তব্যে করেছিলেন তাও আমি খুবই কৃতজ্ঞতার সাথে মনে রাখবো ব্লগের দিনগুলোতে | পরেও মনে হয় কোনোদিন ভুলবোনা |) | সেই সাপোর্টের জন্য একটা বড় ধন্যবাদ আপনাকে দিতেই হবে | ব্লগে আপনার উপস্থিতি নতুনদের জন্য খুবই আশীর্বাদের মতো | আমি নিজে সেটা জানি আর আমি এটাও জানি সব নতুনরাই সেটা অনুভব করে | অপ্সরা, আমার একজন লেডি উইথ দ্যা ল্যাম্প, অনেক ধন্যবাদ আপনাকে নতুনদের পক্ষ থেকে ব্লগে তাদের ভয়েজ হয়ে যাবার জন্য |

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা লেডি উইথ দ্যা ল্যাম্প। অনেক আগে অপ্সরা থেকে আমি যখন শায়মা হয়ে যাই তখন আমার একটা প্রোপিক ছিলো ল্যাম্প হাতে একটা মেয়ে। সেই কথাটাই মনে পড়ে গেলো। আমি প্রতি বছরই বর্ষসেরা বা বর্ষ শেষে আমার নিজের আলোকে পোস্ট লিখি তুমি সেই পোস্টে থাকতে চেয়েছিলে এবং নিজ গুনে খুব অল্প সময়েই সেটা হয়ে গেলো ভাইয়া। আর শুধু আমার চোখেই না এই ব্লগে প্রত্যেকের চোখেই তুমি উজ্জ্বল দৃষ্টান্ত।


আর ব্লগে আক্রমনের শিকার এসব আমাদের কাছে ডালভাত ভাইয়া। আমার ধারনা আমার চাইতে সেটা বেশি কেউ হয়নি! হা হা হা কাজেই এসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। ব্লগের মেইন উইপন লেখা। সেটা না জানলে ব্লগে কেউ কখনও টিকতে পারবেনা । নানা স্টাইলে লেখো, নানা ছন্দে, নানা বর্ণে নানা রুপে রসে এবং নানা নিকে হা হা হা হা হা !!!!!!!


লাভ ইউ ভাইয়ামনি! :)

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পে ,ছড়ায়, বিজ্ঞতায় বা বিনোদনে বলো তোমার চেয়ে সেরা কে আছে আপুনি।
পরে গুরু আবু হেনা মো: আশরাফুল সে আমার গুরুজন আব্দুল হক তার কথা কি আর বলিবো। এই দিকে চাঁদগাজী তাকে যদি ভোট দেই ভয় হয় সে কিনা হারায়ে দেয় আমার অন্য আরো প্রিয়জন।
কঙ্কাবতি সে একটি গল্পেই হৃদয় হরণ করেছে। ব্লগের সেই প্রথম থেকে অারজুপনি তাকে ছাড়া সেরা ব্লগার চিন্তার শুরুই করতে পারি না। অনেক ব্লগারতো হারিয়ে গিয়েছে।
প্রামাণিক ভাইয়্যা অার গিয়াস উদ্দিন লিটন ওনাদের কার সাথে তুলনা করবো! জুনাপি ঘুড়িয়েছেন বিষেশ কিছু স্থান। ছবি আপুটার কবিতা আর চমৎকার সব ছবি দানে জুরায়েছে প্রাণ। সাদা মনের মানুষ তার চোখে কত অজানারে জানিয়েছে কতো কি দেখিয়েছে অন্ধকে পথ দেখানোর মতো।
নতুনদের অনেকেই একটিভ যারা ব্লগকে দিয়েছে নতুন করে প্রাণ কার কথা বলবো। তোমার নির্বাচনের চেয়ে সেরা নির্বাচন আমার দ্বারা হবে না। সবাই আমার প্রিয়।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

অপ্‌সরা বলেছেন: আবু হেনা মো: আশরাফুল
আব্দুল হক
চাঁদগাজী
কঙ্কাবতি
অারজুপনি
প্রামাণিক
গিয়াস উদ্দিন লিটন
জুনাপি
ছবি আপু
সাদা মনের মানুষ

গুড গুড পেয়েছি!!!!!! :)

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামি কোথায়???

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

অপ্‌সরা বলেছেন: এই তো তুমি এখানেই আছো ভাইয়া! :)

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

মিঃ সালাউদদীন বলেছেন: আপু, নতুন ব্লগারগন কি করে তাদের জায়গা করে নিতে পারবেন, দয়া করে তা একটু জানাবেন কি ?আপু, নতুন ব্লগারগন কি করে তাদের জায়গা করে নিতে পারবেন, দয়া করে তা একটু জানাবেন কি ?

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

অপ্‌সরা বলেছেন: লিখে লিখেই জায়গা করে নিতে হবে ভাইয়া!!!!!

এ ছাড়া নো ওয়ে!!!!!!! :)

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:



ওকে, দিনত্বের সৌন্দর্য্যে আপনি কতটুকু হারাতে পারেন দেখি ! চ্যালেঞ্জ এপ্রুভট ! হা হা, দিনত্ব !

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

অপ্‌সরা বলেছেন: তুমি তো আগেই হেরে গেছো!! মানে হারিয়ে দিলাম!!!! :)

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
স্বৈরাচার নিপাত যাক |-)

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫

অপ্‌সরা বলেছেন: হায় হায় স্বৈরাচার কেনো!!!!!!


তুমিও তো আমার স্বজন মুন বেবি! তুমি ভুলে গেলেও কি আমি ভুলিতে পারি! :)

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

আবু তালেব শেখ বলেছেন: ভালো উদ্যোগ মনে হচ্ছে।
এতো ধৈর্যের সাথে সুবিশাল পোস্ট টা দেওয়ার জন্য আপনাকে ধইন্যা পাতা দিলুম

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা থ্যাংক ইউ ভাইয়ামনি!

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

মিঃ সালাউদদীন বলেছেন: আপনার সচেতনতায় আমি অভিভুত হলাম !

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:



কখন, কোথায়, কীভাবে !! চোখ তো কপালে উঠে গেলো ।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

অপ্‌সরা বলেছেন: তোমার চোখ তো রোবোকোপ!!!!!!!! কপালে উঠুক আর আসমানে উঠুক প্রবলেম কি!!!!! :)

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

ডঃ এম এ আলী বলেছেন: অসুস্থতার জন্য সে সময় ভোটাভুটি ও জরীপে অংশ নিতে পারি নাই বলে দু:খ বোধ হচ্ছে ।
এই প্রয়াস লদ্ধ জরীপ ও এর চুলচেরা সুন্দর বিশ্লেষনী ফলাফলের জন্য অভিনন্দন ও সাধুবাদ রইল ।
মুল্যবান এই পোষ্টটি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ প্রিয় ভাইয়া!

এখন নিশ্চয় অনেক অনেক ভালো আছো! :)

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রিয় আপুনি, তোমার জন্যে আমার তোলা এই ছবি। আর কিছু বলার নেই।

ভালো থেকো নিরন্তর।



১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দশম + আমার । প্রিয়তে নিলাম । পরে আবার পড়বো। অনেক সুপ্রিয় ব্লগারের নাম আছে এতে । পরিশ্রমী পোস্টে অভিন্দন ও কৃতজ্ঞতা জানবে। আমি তালিকা করলে তোমার নাম ১ নম্বরে থাকবে (কিছুটা স্বজনপ্রীতি আমিও করি) ;) :)

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

অপ্‌সরা বলেছেন: তোমার স্বজনপ্রীতি!!!!!!!!!!!!

মাফ চাই!!!!!!!!!!!


আমি নাই!!!!!!!!!!

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

রেজওয়ান তানিম বলেছেন: সকল ব্লগারকে শুভেচ্ছা জানাই।

ব্লগ যেন শতফুল হয়ে ফুটে ওঠে, এই কামনা.।

আপনাদের সকলের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

অপ্‌সরা বলেছেন: তোমার জন্যও ভালোবাসা ভাইয়া।:)

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: মলাসইলমুইনা,

ভেবেছিলাম,২০১৮ সালে ঐ বাজে মহিলা ওমেরার নামটা আর নিব না,কিন্তু আপনি নিতে বাধ্য করলেন। মলাসইলমুইনা নিজেকে বেশি চালক মনে করেন না, এতোটুকু বলে গেলাম। আমি আর এ ব্যপারে কোন কথাও বলব না। এখন থেকে দয়া করে আর মিচকা শয়তানি গিরি ব্লগে করবেন না,করলে তার পরিণাম ভাল হবে না। আমার কাছে আপনার ওমেরার সকল তথ্য প্রমাণসহ যত্ন করে রাখা আছে। এখন আমিও চাই না এ ব্যপারটা সামনে এগিয়ে যাক। আর যদি এ নিয়ে লাফালাফি করেন, তবে আপনার ভাল মানুষীর মুখোশ খুলে দিতে বাধ্য হব।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

অপ্‌সরা বলেছেন: হায়রে ফেরিওয়ালা ভাইয়া! তোমার দেখি তৃতীয় নয়ন আছে! B:-) একটা আলাদা পোস্টু দাও। তোমার মনের রাগ ক্ষোভ ঝেড়ে। আমার এত সৌন্দর্য্য ভালোবাসাময় পোস্টে এইসব ঝগড়া ঝগড়ি মারামারি চলিবেক না!!!!!!!

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

তাসবীর হক বলেছেন: এই পোস্টে অনেক ব্লগার ভাইয়া আপুদের সম্পর্কে শর্ট সামারি পেলাম।স্বজনপ্রীতি থেকে যদি দারুণ কিছু হয়..তাহলে তো স্বজনপ্রীতিই ভালো!

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা ঠিক তাই ভাইয়ু!!! আই লাভ স্বজনপ্রীতি!! :)

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

পার্থ তালুকদার বলেছেন: অনেক কষ্টসাধ্য পোস্ট। আমার প্রিয় কিছু ব্লগারের নাম লিস্টে থাকায় ভাল লাগলো।
শুভ কামনা সবার জন্য।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ু!! :)

৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০১

মিথী_মারজান বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা জানাবো শ্রদ্ধেয় ব্লগার মলাসইলমুইনা ভাইয়াকে (আমার নদীতো আত্মীয়) এবং সেইসাথে উনাকে আন্তরিক অভিনন্দন।
এখানে নাম থাকা এবং না থাকা সকল ব্লগারকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
আপনার আগের পোস্টটিতে আমি কমেন্ট না করলেও আমার পছন্দের ব্লগার মলাসইলমুইনা, জাহিদ অনিক, মনিরা সুলতানা আপুর নাম (আপনার লিস্টে থাকবে জানতাম) দেখে খুব ভাল লাগছে। তবে পছন্দের আরেকজন ব্লগারের নাম মনে মনে আশা করেছিলাম এবং সেটা দেখতে না পেয়ে মনে হচ্ছে বেশ বড় একটা কিছু আমি মিস্ করছি।
তিনি হচ্ছেন - শিখা রহমান।
ব্যস্ততার কারণে শিখা রহমান আপু ব্লগে একটু কম সময় দিয়ে থাকলেও আমি ব্যাক্তিগতভাবে উনার লেখনীর একজন ভক্ত।
এত দেরীর পরেও এই ভোটটি গ্রহন করলে খুশি হব আপুনি।

এমন একটা পোস্ট এত সুন্দর করে উপস্হাপনের জন্য আপনি অবশ্যই প্রশংসার দাবীদার।
আপনাকেও ধন্যবাদ আর অভিনন্দন আপু।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

অপ্‌সরা বলেছেন: শিখা রাহমান, আফরোজা আপু আসলেই তারা ভীষন ভীষন ভালো ব্লগার এবং লেখক। কিন্তু ব্লগ এমনই এক জায়গা শুধু ভালো ভালো লিখেই পাঠক পাওয়া যায় না বা পরিচিতি পাওয়া সম্ভব নয়। প্রয়োজন ইন্টার্যাকশন, পারস্পারিক সৌহার্দ্যপূর্ন আচরন বজার রাখার সর্বোচ্চ চেষ্টা করা, সুন্দর আলোচনা ও সমঝোতার মনোবৃত্তি গড়ে তোলা। অনেকেই আছেন এসবকিছুর পরেও শুধু মাত্র নীরবে নিভৃতে দিনাতিপাত করায় অনেক পাঠক চক্ষু বা অন্তরের অন্তরালে থেকে যায়।


তাই অনেক নামই উঠে আসেনি এই লেখায়। আর অন্যান্যবারে আমি আমার দেখা বা আমার পাওয়া নতুন নতুন উঠে আসা নিকগুলি বা ব্লগারদের নাম স্মরণ করি যা এইবার অন্যান্য অনেকের সাথে করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ মিথীমনি। তুমি যদিও তেমন নতুন ব্লগার নও তবে এ বছরে বেশ একটিভ ছিলে। অনেক অনেক ভালো থেকো। :)

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৩

শূন্যনীড় বলেছেন: দারুণ পোষ্ট, উৎসাহদানে আন্তরিক
ভালো লাগলো

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। অনেক অনেক ভালো থেকো।

৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০৭

রোকসানা লেইস বলেছেন: অনেকদিন পর জনপ্রিয় ব্লগারদের নিয়ে পোষ্টটি চোখে পরল।
স্বজনপ্রীতি কিভাবে করতে হয় একটু শিখতে হবে।
আমি সব কিছু থেকে দূরে দূরে।
শুভেচ্ছা সবাইকে

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা মানে আমি আমি যখনই বছর শেষে এমন কোনো পোস্ট দেই যেখানে নতুন নতুন প্রিয় ব্লগারদের কথা লিখি তখনই একদল শত্রুপক্ষ বা লুজারের দল ব্লগে ফেসবুকে লিখতে থাকে আমি নাকি স্বজনপ্রীতি করে আমার ভাইয়ু আপুনিদের নামই শুধু লিখেছি অথচ তারা কত শত ভালো লিখেও এই তালিকায় নাম নেই। তাই আমি এবার লিখেই দিলাম আমার স্বজনপ্রীতি পোস্ট। :)

আসলে আমি যাদেরকে চিনি জানি, যাদের লেখা পড়েছি তাদেরকে নিয়েই তো লিখবো তাইনা? এটা তো আমার ব্যাক্তিগত পোস্ট।কিন্তু জানোই কেউ কেউ আছেই অন্যের দিকে অন্যের কাজের বাঁকা সমালোচনা করাই তাদের কাজ।


যাইহোক আমার স্বজনপ্রীতি পোস্ট পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস আপুনি। তুমি চাইলে তোমাকেও শিখিয়ে দেবো! :P

হা হা হা তোমার জন্যও অনেক অনেক শুভেচ্ছা আপুনি!


একটা কথা বলি আমার স্টোরি টেলিং ফর চিল্ড্রেন পোস্টে তোমার এত্ত সুন্দর মতামত পেয়ে আমি আরেকটা পোস্ট লিখেছিলাম খেলনা বিষয়ক।শিশুদের জন্য নানা রকম খেলনার গুরুত্ব বিষয়ক। তোমার মনে হয় চোখে পড়েনি আপু। আমি চাই তুমি সেটাও পড়ো। :)
মেধা বিকাশে শিশুর খেলনা ও খেলা- কোনটা দেবো, কিভাবে খেলবো (প্যারেন্টস এ্যন্ড টিচারস গাইড)

পড়ো আপু প্লিজ!!!!!!!

৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:০১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক কষ্টকর পোষ্ট দিয়াছেন আপু, স্যলুট আপনাকে ব্লগ নিয়ে এতোটা ভাবার জন্য।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

৪০| ২০ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:০৫

সাদা মনের মানুষ বলেছেন:

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ চায়ের জন্য ভাইয়ামনি!!! :)

৪১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বিশ্লেষণী ও শ্রমসাধ্য লেখা।আপনার কষ্ট বৃথা যায় নিঃসন্দেহ।
সুন্দর সাবলীল সুচারু কমেন্ট গুলো এর প্রমান।আপনারাই তো ব্লগের প্রাণ।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি! তুমিও ব্লগের এই প্রাণের অংশ!!!!!!! :)

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায়! কবে ভোট হৈল???
আমি ভোট দিতে পারি নাই :((

৫ জানুয়ারি নাকি ;) :P ;) =p~ =p~

উরিব্বাস! কি বিশাল কান্ড করেছেন!!!!! দারুন!
বেশীর ভাগ ব্লগার সিলেকশন ভোটেই সহমত, আমি ছাড়া ;) আমার জন্য তোমার স্বজন প্রীতির জন্য ধন্যবাদ B-) :) ;)

আরো কিছু নাম হয়তো অগোচরেই ফস্কে গেছে! আমি ভোট দিলে প্রকািশত সকল নামে সহমত তো বটেই আরো কিছূ নাম যুক্ত করতাম স্বজন প্রীতিতে ;)
সামু পাগলা০০৭
নীলপরি
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
ত্রিশোনকু
পয়গম্বর
রমিত সহ আরো অনেক অনেক ব্লগার আছেন যারা সকলেরই প্রিয়
যদিও বছর জুড়ে অনেকের উপস্থিতি ছিল কম কিন্তু যখন লেখেন লেখনির ধারেই মাতিয়ে রাখৈন। আপনার পোষ্টের মাধ্যমে সকলকে বিনিত অনুরোধ জানিয়ে রাখলাম! নতুন নতুন লেখা নিয়ে ১৮তে কার্যকর ফিরে আসার
যাদের মিস করছি অনেক অনেক দিন, মাস বছর... সেই সকল পুরোনো রত্ন ব্লগারেদর প্রতিও অনুেরাধ- আসুন আবার মাতিয়ে তুলুন ব্লগ দারুন লেখনিতে!


২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

অপ্‌সরা বলেছেন: ভোট মোট জানিনা!!!!!!!

আমার স্বজনপ্রীতি পোস্টের সাথে অন্যদেরও স্বজনপ্রীতিগুলি জেনে নিয়েছিলাম আর কি!! :)

তোমার লিস্টি নিয়ে নিলাম

সামু পাগলা০০৭
নীলপরি
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
ত্রিশোনকু
পয়গম্বর
রমিত


:) :) :) আর আমারও অনুরোধ-

আরো অনেক অনেক ব্লগার আছেন যারা সকলেরই প্রিয়
যদিও বছর জুড়ে অনেকের উপস্থিতি ছিল কম কিন্তু যখন লেখেন লেখনির ধারেই মাতিয়ে রাখৈন। আপনার পোষ্টের মাধ্যমে সকলকে বিনিত অনুরোধ জানিয়ে রাখলাম! নতুন নতুন লেখা নিয়ে ১৮তে কার্যকর ফিরে আসার
যাদের মিস করছি অনেক অনেক দিন, মাস বছর... সেই সকল পুরোনো রত্ন ব্লগারেদর প্রতিও অনুেরাধ- আসুন আবার মাতিয়ে তুলুন ব্লগ দারুন লেখনিতে!

৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:



প্রিয় বোন অপ্সরা,
অসাধারন! অসাধারন কারুকাজে সমৃদ্ধ নকশী কাঁথা বুনেছেন! পরম যত্নে, প্রভূত মমতায়, অভাবনীয় দক্ষতায় একটিমাত্র পোস্টে সময়ের দেয়ালে এঁকে দিয়েছেন অনিন্দ্য সুন্দর অনবদ্য চিত্রলেখা!

কৃতজ্ঞতা শুভকামনার সবটুকু আপনার জন্য।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!! :)

৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

আটলান্টিক বলেছেন: X(( X(( X((
আমি কোথায়?

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

অপ্‌সরা বলেছেন: আছো তো!!!!!! খুঁজো!!!!!!!!!! :)

৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাত বছর ব্লগ করে মাত্র দুই জনের প্রিয় হতে পারছি
আপি তোমার কাছেও আমি প্রিয় না আফসোস

তবে ব্লগের সবাই আমার। প্রিয়
ভাল বাসার মানুষ সবাই

হ্যাপি ব্লগিং

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

অপ্‌সরা বলেছেন: তুমি একজন সহজ সরল কোমলমতী আমাদের সবার ভালোবাসার আপুনি!!!!!!!!!!!! আমার সবচেয়ে ভালো লাগে কি জানো!!!!!!

বা তোমাকে কি ভাবি জানো!

১। তুমি একজন স্নেহময়ী ও সফল মা
২।তুমি সরলমতী সহজ মনের কবি
৩। তুমি ভীষন ভীষণ ভীষন জটিলতাহীন মানুষ! :)


লাভ ইউ অনেক অনেক আপুনি!!!!!!!!!

৪৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: উর্বি পাও প্রিয়

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা কার !!!!!!!!

আমার !!!!!!! নাকি তোমার!!!!!!!!!!


তবে হ্যাঁ কথা সত্য -

সে না থাকলে আমার এত কিছু শেখাশেখি হত না
সে না থাকলে আমার এত কিছু লেখালিখি হত না
সে না থাকলে এত আঁকাআঁকি করে ঝাঁকাঝাঁকি এত বাঁকাবাঁকি ..............

রা পা রামপা ..........

সে না থাকলে চ্যালেঞ্জটা আমার নেওয়াই হত না........
সে না থাকলে ব্যালেন্সটাও দেওয়াও হ্ত না ...... :)

৪৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: আপনার জন্য---

শোনা গেল লাশকাটা ঘরে, নিয়ে গেছে তারে;
কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ- মরিবার হল তার সাধ।
--- জীবনানন্দ দাশ

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

অপ্‌সরা বলেছেন: হায় হায় কারে!!!!!!!!!

আমি লাশ কাটা ঘরে যেতে চাইনা!!!!!!!

মরিতে চাহিনা আমি এ সুন্দর ভূবনে
সকলের( সামু ব্লগের) মাঝে আমি বাঁচিবারে চাই!!!

৪৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

বিজন রয় বলেছেন: কেউ তো বাদ নাই।

তাহলে?

হা হা হা ..........

সবাই প্রিয় আর সবাই সেরা।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

অপ্‌সরা বলেছেন: :)

আমরা সবাই রাজা আমাদেরই ব্লগের রাজত্বে!!!!!!!!! :)

তুমি আজকাল কোথায় হাওয়া হয়ে গেছো ভাইয়া!!!!

৪৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

সোহানী বলেছেন: আমি তোমার ব্লগের জরিপে মতামত দেইনি। কারন আমি মনে করি, যারাই এ ব্লগে একটা লিখা পোস্ট করেছেন বা কোন মন্তব্য করেছে তারা তাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য দিয়েছেন তাই তারা প্রত্যেকেই শ্রেষ্ঠ। সেখান থেকে স্বজনপ্রীতি যদি করি তাহলে অন্যদের মন খারাপ কারন হতে পারে। তারা হতাশ হতে পারে বা হীনমন্যতায় ভুগতে পারে।

দ্বিতীয় কারন, অবশ্যই কিছু প্রিয় ব্লগার আছেন যাদের লিখা একটি ও মিস দেই না। এবং তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক বা বলতে পারো অন্ধ ভালোলাগা আছে। তেমন কেউ তার প্রিয় তালিকায় যদি আমার নাম না দেয় আমি কিন্তু ঠিকই মনে মনে একটু দু:খ পাবো। এবং তাই হয়েছে।

তৃতীয়ত: আবার এমন অনেক ব্লগার আছে যারা এমন সব লিখা দেয় যা একটি সম্পদ কিন্তু সময়ে অভাবে খুব কম পোস্ট দেয়। কিন্তু যা দেয় তার জন্য অনেক গবেষনা করে দেয়। এমন ব্লগারের নাম না আসলে সে হতাশ হলে ও হতে পারে। যেমন একটি নাম, মোস্তফা কামাল পলাশ । পলাশের মতো আরো অনেকেই আছেন যারা তাদের পিএইচডির মতো কঠিন কাজের ফাঁকে ও সময় দেয় শুধু হয়তো চাঁদগাজী ভাইয়ের মতো এ্যাক্টিভ না কিন্তু সামহোয়ারকে ভালোবেসে একটু হলে ও উকিঁ দেন।

সরি, তোমার এধরনের কঠিন পরিশ্রমের পোস্টে নেগেটিভ মন্তব্য করছি বলে। কে কি বললো তা ধার তোমার ধারা উচিত না, তাই তুমি তোমার মতো জরিপ চালাও আর আমি আমার মতো মন্তব্য করে যাই।

যাই হোক যা বুঝলাম তোমর জরিপ দেখে....... কি করি আজ ভেবে না পাই আর কথাকথিকেথিকথন ছাড়া কেউ আমাকে পছন্দ করে না...............

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

অপ্‌সরা বলেছেন: আমি আসলে ২০১৭ এর নতুন কারা নজর কেড়েছে মন মোহিনী লেখা দিয়ে সে ব্যাপারেই জরীপ চালিয়েছিলাম। পুরানোদের আমরা অনেক জানি। কিন্তু পরে এসে গেলো নতুনের চাইতে পুরানোদের নামই বেশি বেশি.......

না এই মন্তব্য নেগেটিভ না ।এমনটাই অনেকেই মনে করেন এইভাবে জরীপ চালালে নিরুৎসাহিত বা মনোমালিন্য হয়। আবার অনেকেই ভাবেন উৎসাহিত হয়। যেটাই হোক আমার এই বছরশেষ প্রতিবেদন তো আজকের না বহুদিনের ট্রাডিশন। কাজেই আমি ট্রাডিশন ছাড়িনা আপুনি! :P

যাইহোক তোমার নামটাও পেলাম।

মোস্তফা কামাল পলাশ

যথা সময়ে জুড়ে দেবো। :)

৫০| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

তারেক ফাহিম বলেছেন: অাপনার পোষ্টটি নতুনদের জন্য অনেক প্রেরণা।

আমার জরীপে সবাই কম বেশি ভালো লিখে আমি ছাড়া।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

অপ্‌সরা বলেছেন: তুমিও ভালো লিখো ভাইয়ু!!!!!!

অনেক অনেক ভালোবাসা!~

৫১| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি ভোট দিলে কাজী ফাতেমা ছবি ও থাকতো ।
দামী একটা কফি দিলাম এর মর্ম বুঝলে না। ঠিক আছে ওটা ছবিকেই দিয়ে দাও। =p~

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে ছবি আপুকে ৫ কাঁপ দাও!!!!!!!!!!! :)

৫২| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

বিজন রয় বলেছেন: হাওয়া হইনি।

আসছি, আসবো।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

অপ্‌সরা বলেছেন: কবে!!!!! কখন!!!!!!!!

৫৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: দেখছি অনেক বড় আয়োজন করেছেন আপু। আমার নামও আছে দেখছি। কতজ্ঞতা সাথে বিজয়তাদের জন্য থাকছে শুভ কামনা।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া! :)

৫৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

সৌরভসরকারমেটালহেড বলেছেন: আমি এখানে একদম নতুন। 2018 । আমি এই বিষয়ে অনেকের সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম তা এই পাতাটি পুরন করে দিল ।আপনাদের সাথে আমার পরিচয়ের প্রয়োজন আছে বলেই আমি আপনাদের সহযোগীতা কামনা করছি।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

অপ্‌সরা বলেছেন: জানো জানো জানো ভাইয়া! আর ২০১৮ এর পাতা ভরে দাও দারুন সব নতুন লেখায়!!! :)

৫৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

সৌরভসরকারমেটালহেড বলেছেন: একদম অপ্সরা। তবে আমি এখনো পর্যন্ত প্রথম পাতা তে লেখার জন্য সুযোগ পায় নি ।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

অপ্‌সরা বলেছেন: পেয়ে যাবে ভাইয়া!

লিখতে থাকো!

ওকে আমি দেখতে যাচ্ছি কি লিখেছো তুমি! :)

৫৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ভোট মোট জানিনা!!!!!!!
আমার স্বজনপ্রীতি পোস্টের সাথে অন্যদেরও স্বজনপ্রীতিগুলি জেনে নিয়েছিলাম আর কি!! :)

তোমার লিস্টি নিয়ে নিলাম

আরেহ লিষ্ট করলে তো পুরা সামু ব্লগের পাতাই ভরে যাবে! ভাবলাম কিছু বাদ পড়ে গেল কিনা ;) সেই ভেবে স্মরণ করিয়ে দেয়া!
তোমার লিষ্টের সবই আমারও লিষ্টে :) সাথে আরও আরও অনেকে :)

ভাল ট্যাডিশন চালীয়ে যাও। সকল কিছূই দুই রকম কথা শুনতে হয়। ভ্যাপার না! মূলনীতি ঠিক থাকলেই হল।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা ঠিক তাই !!!!!!! জানোই তো আমি তো থোড়াই কেয়ার করি সে সব কথা মথা ব্যাঙের মাথাকে !!!!!! :P

৫৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মজার পোস্ট তো! দারুণ কাজ করেছেন। এসব লেখা ব্লগারদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে। এই যে ধরুন, চাঁদগাজী ভাই আপনার কত্তো প্রশংসা করলো! কিন্তু আপনি কী করলেন? তাকে ফিরতি পরামর্শ দিয়ে দিলেন... X((

যা হোক, অভিনন্দন নিন... আরেকটি ব্লগার-সংশ্লিষ্ট পোস্টের জন্য। ভালো কথা... আপনার সম্পর্কে চাঁদগাজী ভাই এবং কবি সেলিম আনোয়ারের সাথে আমি সম্পূর্ণ একমত। স্বজনপ্রীতি নয়... একদম নিরপেক্ষ বিচারে!! B-)

আচ্ছা... ভোটাভুটি কবে হইলো?
আমি একসাথে অন্তত ১০০ ভোট দিতাম!
সামনের বারে আমারে যেন ইনবক্স করে জানান... কেমন?

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা ওকে ভাইয়া ইনবক্সে জানায় দেবো!!!!

আর চাঁদগাজীভাইয়ার মুখ বন্ধের জন্য এমন পোস্ট ছাড়া কি গতী আছে বলো! আর এত সব মানুষের ভোটে বা পছন্দের তালিকাতেও মনে হয় এই কারনেই তার নাম এত বেশি।

আর সেলিম ভাইয়ার কথা কি বলো! সবই পূর্ব জনমের ফের। ঐ যে আনারকলির খোঁজে পৃথিবীতে এসেও তার শান্তি নেই অন্যের অশান্তি ঘটানো ছাড়া! :P


যাইহোক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি! :)

৫৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

জোকস বলেছেন: উল্লেখিত সকল ব্লগার আমার খুব প্রিয় শুধু অপ্সরা/শায়মা ছাড়া :P

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

অপ্‌সরা বলেছেন: ঐ ভাইয়া আমি না কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৫৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ বললেও হয়তো কম বলা হবে
তাই বাকরহিত হয়েই রইলাম।
শুধু ধন্যবাদ দিলে অপ্রতুল হবে
তাই মুখ হয়ে থাকলাম।
তোমার উপমা শুধুই তুমি
তাই অন্যকারো তুলনা করলামনা।
ভালো হোক তোমার আগামী সেই প্রত্যাশায় রইলাম।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া!!!

দেখলে তো কত মানুষের প্রিয় তুমি!!!!!

ভালো কাজের মূল্য থাকেই শুধু শুধু রাগ করো তুমি ভাইয়ামনি! :)

৬০| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ'বেলায় ঠিকঠাক
ঝকঝকে পোষ্টা;
আমারে রাখলে বলে
বাগ বাগ খোশটা।

যদিও বা সব নাম
আসেনিকো একাধারে;
দিয়েছিনু ভোট আগে
অতি প্রিয় ঠ্যা ঠ্যা'দারে।

রাখালও ছিলোগো মোর
প্রিয়দের লিস্টে;
আরো থোরা বাদ দেখে
মন ছিটে বিষটে।

সে যা হোক বুঝি বুঝি
কত বড় যজ্ঞ;
সে কাজে কইবো নেতি
নই অত অজ্ঞ।

এ কেবল তুমি পারো
তোমারি সে গুন গো;
দেখতে হবেনা বাপু
মাল কার বোন গো?

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

অপ্‌সরা বলেছেন: জানি জানি তোমা লিস্ট করেছিনু কিছু মিস
পুনরায় ফিরে গিয়ে করিনিগো ডিসমিস!
মনে এসেছিলো যাহা তাহাদের পাশেতে
দিয়েছিনু তব নাম খোশ দিল খাশেতে। :)

ঠ্যা ঠ্যা দাদা চিনিলাম রাখালটা কেডারে
বুঝিনিকো শর্ট টার্ম পুরাটাই লেখোরে।
এই পোস্ট এডিটিং করিবোক আবারও
জেনে নাও এইবেলা সেই সুখ খবরও! :)

৬১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাহিদ অনিক বলেছেন:
ব্লগে আমার সবথেকে যাকে ঈর্ষা হয় সে হচ্ছ তুমি।


কয় কি পুলাটা বাবা
হাত দেয় চাঁদে!!
'শিশুতোষ' 'বালখিল'
কই তারে সাধে?

খোকা যাও দুদু খেয়ে
বসো গিয়ে পড়তে;
ভুলেও যেয়োনা কভু
বড় সনে লড়তে।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

অপ্‌সরা বলেছেন: হা হা হা ভায়ামনি
অনিভায়া সোনামনি
বকা দিওনাকো তারে
দাও উৎসাহটা....
উৎসাহে বড় হবে
অনিমনি ভায়াটা!!! :)

৬২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
জরীপ চালাতে গিয়ে আপনার নাম সামনে আসেনি, আপনি আমাদের চোখে অনেক অনেক বড় মাপের ব্লগার!


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ওরে আজ রবিমামা
উঠেছিলো কোথারে?
এ আমি শুনছি কিহে
মাথা পুরো ভোতারে।

কাকু ডায়ালগ শুনে
খেনু পুরো তব্দা;
কি কবো প্রকাশে তাহা
নেই মোর শব্দা।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

অপ্‌সরা বলেছেন: রবিমামা চাঁদাভায়া হরিহর আত্মা
একই সাথে উঠিবেন করেছেন শর্তা।
বাঘ গাধে খাওয়াবেন একই ঘাটে একই জল
এই হবে ব্লগারেরা আমরা শক্তি আমরা বল!

হা হা হা হা

৬৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন:
তবে ব্লগের সবাই আমার। প্রিয়
ভাল বাসার মানুষ সবাই


সবে প্রিয়?তাই বুঝি?
কত বড় ড্রামাবাজ!!
ওরে কেউ ডেকে আন
মহা কবি শাহনাজ।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

অপ্‌সরা বলেছেন: না না না না ডোন্ট কল শাহানাজ কবিকে
তাইলে রাগাবে তুমি আপুমনি ছবিকে।
ছবিআপু রেগে গেলে তুমি ভায়া যাবে কই!
এই বেলা সাবধান বলে রাখি পই পই!!!!

৬৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক পরিশ্রম করেছেন বুঝাই যায়। কিন্তু সম্ভবতঃ আমি ভোটে অংশ নিতে পারিনি।

কঠিন একটি কর্মের জন্য ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি! :)

৬৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন:
যাই হোক যা বুঝলাম তোমর জরিপ দেখে....... কি করি আজ ভেবে না পাই আর কথাকথিকেথিকথন ছাড়া কেউ আমাকে পছন্দ করে না...............


মাথা করে চিরবিড়
ঢঙ তার দ্যাখনা;
শায়মাপু মানে হার
দেখে তার পেখনা!!

বাড্ডের সে পোষ্টে
উয়িশ এসেছিলো যা না;
রিপ্লাই দিতে দিতে
জান মোর ফানা ফানা।

লিখতে পারিনে আজো
হাতে পড়ে ফোসকা;
তাও তার হৃদে দেখো
না পাওয়ার দুস্কা!!

এতো পপুলার বাপু
কদাচিৎ দেখেছি;
ঢঙও যে শিল্প এক
সেও আজ শিখেছি।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

অপ্‌সরা বলেছেন: বার্থডের সে পোস্টটা জুড়ে দেই এখানে
আপু যা বললো তাহা দেখা যাবে প্রমানে!!!!!

:) :) :)


৬৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: থাক থাক আর ঢং করতে হবে না তোমাদের দুজনের...........জুতো মেরে ছেড়াঁ সেন্ডেল দান............ X( . X(( X((

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

অপ্‌সরা বলেছেন: নো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


উই লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!!!!

বললেই হবে!!!!!!!!!

৬৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা সে কি এক কান্ড ই করলে প্রতিবারের মত !!!!!
আমি খুশি যে আমার করা স্বজন প্রীতি পুরোটাই ভাঁজে ভাজে তুলে দিয়েছ :)

বাপ রে আমার নাম ও দেখি আছে :`> :`> :`> :`>
আসলে নিয়মিত আমারা যারা এই প্লাট ফর্মে আছি ।সবাই ই সেরা ব্লগার ।

অনেক অনেক ভালোবাসা সবার জন্য ।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: সবার জন্য ভালোবাসা!!!!!!

হারিয়ে গেলেই এখানে মানুষ ফুরিয়ে যায় আপু!

তবুও মনে পড়ে মনে পড়ে হারিয়ে যাওয়া মানুষদেরকে আমার !!!!!!!!!


কেউ জানে না কেউ জানে না!!!!!!!! :(

৬৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

নাদিম আহসান তুহিন বলেছেন: অনলাইনে কয়েকমাস ছিলাম নাহ বলে :( :(

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

অপ্‌সরা বলেছেন: হাহাহা নাইলে তুমিও!!!!!!!!!!

:)

৬৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার নামতো দেখি আছে......কী ভাবে।
বুঝতে পারছিনা । অংবং কবিতা লিখি। আর কিছু লিখছিনা।
আসলে তো আমি মহা গবেষক সেটা কে উ জানে না ।
অন্যরা সব ঠিক আছে । জরিপ ভালো হয়েছে। আমি বাদে সবাই তারকা । :)

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

অপ্‌সরা বলেছেন: গবেষনালদ্ধ পোস্ট দাও। তাহলেই সবাই জানিবেক!

৭০| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০১

শকুন দৃিষ্ট বলেছেন: এ্যা !! ভুট !!!
কবে হইলো? ৫ জানুয়ারি? ছহুল কে আছিল?

নির্ব্বাচন কি সুস্ঠু হইছে? আমি ভুট দিবার পারি নাই ক্যান?
আমার তো মনে হইতেছে একটা সুক্কু থুক্কু ইস্‌থুলু কারচুপি হইছে?

আমি এত বড়মাপের একখান বলোগার:) কিন্তু, আমার নাম কুতাই?
স্বজন-প্রীতির ভুট মানি না!!! মানুম না!!!

আবার ভুট এন্তেজাম করার তেব্র দাবী জানাইতেছি!! নাইলে, দুর্ব্বার আন্দোলনের ডাক দিমু কইলাম!!!

আন্দোলনের বন্যায়,
ভেসে যাবে ...

শায়মা আপু(অপ্সরা আপু) - মৌমুমু, মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, নাঈম রাজ ,আখেনাটেন, উম্মে সায়মা,সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ,কথাকথিকেথিকথন ...... আমি কি আমারও প্রিয়!!!!!!! হা হা হা

তুমি তোমার প্রিয় তো বটেই ... সেই সাথে সকলেরও প্রিয় (এইটা না বললে কি আর সকলের ধড়ে মাথা থাকব? পপাত ধরনীতল হইবনা!!:))

এহেন এলাহি-কান্ড শায়মা/অপ্সরা ছাড়া আর কেইবা করিতে পারে বলো?

কি করি ভাইয়ের একটা কাম দেও!!! সে কি করিবে আজ ভাবিয়া না পাইয়া কোবতের খই ফুটাইতেছে!!!
তয় মান খারাব নহে!!!

গুড জব!! ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১১

অপ্‌সরা বলেছেন: ভাইয়া প্রতি বছর আমি বছর শেষে একখানা বছর প্রাপ্তি পোস্ট দেই তাই নিয়ে স্বজনপ্রীতি কথা উঠায় কিছু নিন্দুকের দল। তাই এবারে স্বজনপ্রীতির সাথে সাথে অন্যদেরকেও জড়ায় নিলাম।:)

আমার চোখে স্বজনপ্রীতি বছর সেরা দশ যোগ এক এগারো - ২০১৭
শকুনদৃষ্ট
ঋণ
নাঈম ফয়সাল নয়ন
ষষ্ঠ ইন্দ্রিয়
আখেনাটেন
একজন ‘না’-বালকের প্রথম ও শেষ ধূম্রপানের ইতিহাস!!!!
রবাহূত
আমার শৈশব এবং যাদুর শহর
জাহিদ অনিক
হ্যাপি ফ্যামিলি !
করুনাধারা আপু
টলস্টয়ের গল্প: তিনটি প্রশ্ন, এবং পাঠ প্রতিক্রিয়া
শামচুল হক
গল্প ঃ সোহাগী
ভ্রমরের ডানা
সুপ্রিয় ব্লগার অপসরার "ধ্যানমগ্ন কালপুরুষ" কবিতার অনুভবে
ভূয়া মফিজ
স্বপ্নযাত্রা: ইটালী
মলাসইলমুইনা
জর্জ অলড্রিচ (George Aldrich): অধরা গুনের অধিকারী স্বাপ্নিক একজন মানুষ
কথাকথিকেথিকথন
রাত্রিত্ব

৭১| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: থাক থাক আর ঢং করতে হবে না তোমাদের দুজনের...........জুতো মেরে ছেড়াঁ সেন্ডেল দান............ X( . X(( X((

ঢঙ যদি শিল্পতো,সে
'ভিঞ্চি' বা 'পিকাসো';
এমন ঢঙিনি মাগো
ত্রিভূবনে দেখেছো!!!

যা লিখে সে তা-ই হিট
লাইক পড়ে হাজারে;
পাবলিশ হলে বই
বেস্ট সেল বাজারে।

তাও তার মনে জ্বালা
নেই ছিটে শোকরিয়া;
এ কি কোন কথা হলো
বুকে উঠে ঠোকরিয়া!!

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

অপ্‌সরা বলেছেন: নো মোর আপসেট
মেরা জান প্রিয় ভাই
জানোই তো এ জগতে
ভালো লোকের দাম নাই।

কত ভালোবাসো তারে
আমিও যে বাসিও
সুখে দুখে মিলে মিশে
থাকি পাশাপাশিও।

তবুও বোঝেনা আপু
কি যে করি হায় হায়
আপুমনি সোনাখনি
তোমা মত নাই নাই।

কি করিকে চাপাবাজ
কমেন্টে বলেছো
সত্য কথায় কেনো
বার বার জ্বলেছো?

ঠিকি বলেছেন মেরা
প্রিয় ভাই কি করি
ভালোবাসি তোমারে যে
বাঁচি আর কিবা মরি! :)

৭২| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

সোহানী বলেছেন: শায়মা তুমি কই??? এ কি করি চাপাবাজরে থামাও ........

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

অপ্‌সরা বলেছেন: কি করিকে চাঁপাবাজ
কেনো বলো আপুনি?
রাগ দেখে পাই ভুই
উঠে যায় কাঁপুনি।


ভাইয়ানি হাছা কথা
বলেছেন ঠিক ঠিক
এইবার রাগ ছেড়ে
হাসো আপু ফিক ফিক! :)

৭৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

করুণাধারা বলেছেন: দারুন পোস্ট! 

স্বজনপ্রীতিও দারুন! নাহলে তোমার পোস্টে আমারও নাম আসে! যাহোক, তোমার স্বজন হতে পেরে আমি দারুন গর্বিত আর আহ্লাদিত। 

তোমার জড়ুয়া বহেন শায়মার "দ্যা আর্ট  অব স্টোরি টেলিং-  শিশুর শিক্ষনে গল্প বলা বা শোনার  প্রয়োজনীয়তা" পড়ে মুগ্ধ হয়েছিলাম, মনে পড়ে গিয়েছিল শৈশবে  আমার গল্প শোনার দিনের কথা- আর সেই সূত্রে মনে পড়ে গেল আমার বাক্সবন্দী শৈশবের কথা। সেটা লিখে ফেললাম এখানে Click This Link । উৎসর্গ করলাম তোমাকেই- আফটার অল স্বজন বলে কথা!

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

অপ্‌সরা বলেছেন: তুমি আমার স্বজন আপু। তোমাকে অনেক অনেক ভালোবাসি। কেনো জানিনা! :) ভুলিনি সেই কমেন্ট মানে জড়ুয়া বেহনার কমেন্টখানা আপুনিমনি!!!!!

তোমার বাক্সবন্দী পোস্ট খানা পড়েছি। যাচ্ছি সেটা নিয়ে একটা উপহার দিতে!!


আর উৎসর্গের জন্য অনেক অনেক অনেক!!!!!!!!! থ্যাংকস আপুনিমনি!!!!!!!!! লাভ ইউ সো মাচ। :)

৭৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

আখেনাটেন বলেছেন: ভালো খাটুনি দিয়েছেন পোস্ট তৈরিতে! এক গামলা (আরএফএল প্রোডাক্ট) শুভেচ্ছা ঢেলে দিলুম সে জন্য।


আমার বিড়ি খাওয়ার গল্পও দেখছি স্বজনপ্রীতির লিস্টিতে তুলে দিয়েছেন। এতে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। ধরুন, এখন কেউ যদি তার নিয়মিত বাবা গঞ্জিকা সেবনের গল্প তুলে ধরে বলে আমারটা লিস্টিতে নাই কেন? তখন কই পালাবেন ভাইয়ু!!! :(

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

অপ্‌সরা বলেছেন: ফুহ ফুহ ফুহ আমি কি ডরাই ভায়া এই সব লোকেরে!!!!!
কার ঘাড়ে কয় মাথা বলে যাক দেখি রে....
এক কোপে ফেলে দেবো কল্লাটা ভূতলে....
দেখি দেখি এর পরে এই কথা কে বলে!!!!!!

:P

যাইহোক এক/দুই গামলা শুভেচ্ছায় শুধু চলিবেক না ভাইয়ু!!!!!!!!! দেখলে না করুণাধারা আপুনি কি গিফ্ট দিলো!!!!!!!! তুমিও আনো আমার জন্য এমন একখান গিফটো ভাইয়ুমনি!!!!! :)

৭৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

নূর আলম হিরণ বলেছেন: এখনো কত ব্লগার অচেনা :(

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

অপ্‌সরা বলেছেন: হুম!!!!!!!!

অনেক রয়েছে বাকী!!!!!! :)

৭৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

আখেনাটেন বলেছেন: যাইহোক এক/দুই গামলা শুভেচ্ছায় শুধু চলিবেক না ভাইয়ু!!!!!!!!! দেখলে না করুণাধারা আপুনি কি গিফ্ট দিলো!!!!!!!! তুমিও আনো আমার জন্য এমন একখান গিফটো ভাইয়ুমনি!!!!! -- হুমম..গিফটু হিসেবে লিখে ফেললুম একখান বস্তাপচা রম্য। উৎসর্গ করে ছেড়ে দিবো নাকি ব্লগে করুনাধারা আপুর মতো।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

অপ্‌সরা বলেছেন: দেখি দেখি কি লিখেছো!!!!!!

পড়াও পড়াও। শোনাও শোনাও!!!!!! :)

৭৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

আরইউ বলেছেন: এটাতো মহা ফাঁকিবাজি (বানান কি ঠিক আছে!!?) পোস্ট। সব কাজই তো অন্য ব্লগাররা করলো হে অপ্‌সরা!!

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!


তোমার না আমাকে মেইল করার কথা ছিলো!!!!!!!!!!!!!


এত ভুই পাও কেনো!!!!!!!!!!!!!!!!!!!


আমি কত ভালোমানুষ!!!!!!!!!!!!!


তবুও ভয় পেতে হবে!!!!!!!! :( :( :(

৭৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৭

বাকরখানি বলেছেন: নোটিশবোর্ড আমারও প্রিয় ব্লগার :-P

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে আপডেট জুড়ে দেওয়া হবে! :)

৭৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

বিলিয়ার রহমান বলেছেন: ইহা নিছকই একটা স্বজনপ্রীতি মূলক জরিপ!!:)

আমি আমার দলের পক্ষ থেকে এহেন উদ্দেশ্যপূর্ণ কর্মের তীব্র নিন্দা জানাচ্ছি! সামনের কোন এক ঈদের পরে.......

ওহ!!!

আমার নামও তো আছে দেখছি!!

তাহলে আমার কমেন্ট এখান থেকে শুরু....

ইহা সুচারুভাবে সম্পাদিত একটি সার্বজনীন ব্লগ জরিপ!!! যে জরিপের পরতে পরতে লুকিয়ে রয়েছে জরিপ কারিনীর নিষ্ঠা এবং নিবেদন!!!

প্লাস!! :)

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

অপ্‌সরা বলেছেন: হি হি হি হি সুবিধাবাদী ভাইয়ু!!!!!!!!!!!

৮০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
সেরাতে পেয়েছি ঠাই
তা ধিন তা ধিন নাচি তাই..
বোরহানি টা খেতে চাই...
এক দু গ্লাস দাওনা ভাই.... :D

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ বলে কি সে
সেরাতে যে পেলে ঠায়
তার তরে আমা জন্য
তকলেত আনো ভাই!!!!

৮১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:




পড়িয়া খাঠাক্ষা পুরাণ
গায়ে এল জ্বর
ডানে বায়ে টলে পড়ি
কেউ মোরে ধর।

সেরাতে আসিয়াছি
জ্বর নিয়েও খুশি
তকলেট মোরে দাও
ক্ষুধা মোর বেশি।

সাথে যদি দিতে পারো
বোরহানি গিলাস
পাবেই পাবে তুমি
রান্নায় এ পিলাস..... =p~

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

অপ্‌সরা বলেছেন: রান্নায় এ এ প্লাস
কান্নায় জিরো
জানে বাহে সকলেতে
আমি মহিলা হিরো।

দরকারে হাড়ি ফেলে
ধরি তলোয়ার
জেনে গেছি বুঝে গেছি
জোর যার মুলুক তার।

জোরা জার ছেড়ে কেনো
হলো জ্বরজারি
এই বয়সে রোগশোক
মানিতে না পারি।

জিমে যাও ডিম খাও
দাও বুকডন
সামনেতে ডাকু এলে
ঘুষি তিন টন।

নো মোর জ্বর ভায়া
নো মোর কাশি
তার চেয়ে লিখি চলো
ছড়া হাসি হাসি! :)

৮২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

বাকরখানি বলেছেন: জানা আপার মেইল এড্রেসটা দিতে পারেন? চাঁদগাজী যে আমার পরিবার নিয়া কুৎসিত নোংরা মন্তব্যগুলা কর্সিল সেই স্ক্রিনশটগুলা মেইল করুম জানা আপারে। কালকেও আমার নামে মিথ্যা অপবাদ দিসে সে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

অপ্‌সরা বলেছেন: হায় হায় কি বলো ভাইয়া? এতদিনেও জানা আপুর মেইল জানোনা??? B:-)

ফিডব্যাকে মেইল করলেই জানা আপু পেয়ে যাবে। :)

৮৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টটি মিস করেছিলাম।এখন পড়লাম।
কষ্টকর পোষ্টটির জন্য ধন্যবাদ আপনাকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

অপ্‌সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া! :)

৮৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মিঃ আতিক বলেছেন: মানবী আপু কি রাগ করে লেখালিখি ছেড়ে দিলো?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

অপ্‌সরা বলেছেন: ইমেইল আইডি থাকলে জানতে পারতাম কিন্তু আপুর নামটাও তো জানিনা!

৮৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:


ছড়া আসে নাতো
তেষ্টায় মরি..
আছে নাকি বোরহানি
দাও দু গ্লাস ধরি..

কত দিন হয়ে গেল
করেছি যে কান্না
মোর তরে কবে হবে
বোরহানি রান্না...

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪

অপ্‌সরা বলেছেন: বোরহানি রান্না
হয় বিয়ে বাড়িতে
হয় না তো ব্লগে আর
কিবা পুলিশ ফাঁড়িতে।

লিখলাম বসে বসে
দশ সাল কাহানী
এক্ষুনি পড়ে এসো
রাখো সব বাহানী! :)

৮৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

সনেট কবি বলেছেন: চমৎকার পোষ্ট, কিন্তু আগে নজরে আসেনি।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

৮৭| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: দেখি এই সপ্তাহে কিছু ব্লগ পড়ে কয়েকজনকে বাছাই করি

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে করো ভাইয়া!!!!!!!! :)

৮৮| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: নতুনদের মধ্যে প্রথম তিনটি নামই আমার সাজেস্ট করা নামগুলোর মধ্য থেকে উঠে এসেছে দেখে প্রীত হলাম।
আপনার এ গবেষণাধর্মী পোস্টটি ব্লগের স্থায়ী আর্কাইভে ঠাঁই পাবার যোগ্য।

৮৯| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: পাঠকদের ভোটে উঠে আসা জনপ্রিয় নতুন ব্লগারদের তালিকায় নিজের নামটি দেখতে পেয়ে প্রীত হলাম। আপনাকেসহ অন্যান্য সব ব্লগারদেরকে আন্তরিক ধন্যবাদ, যারা আমার নামটি সাজেস্ট করেছিলেন।

নতুন পুরাতন উভয় তালিকায় অনেক প্রিয় ব্লগারের নাম উঠে এসেছে। তাদের মধ্যে অনেকেই এখন আর ব্লগে আসছেন না। আবার এমন অনেক ব্লগারের নাম এসেছে যাদের কোন পোস্টই আমি পড়িনি। তাদের পোস্টে যেতে হবে।

৯০| ০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

খায়রুল আহসান বলেছেন: আগে এ ধরণের সংকলন ও গবেষণাধর্মী পোস্ট ব্লগে অনেক আসতো। আপনার নামটা ছাড়াও আর যাদের নামগুলো উপস্থিত মনে আসছে সেগুলো হচ্ছে গেম চেঞ্জার, বিজন রয়, ভার্চুয়াল তাসনিম এবং হাল আমলের মরুভূমির জলদস্যু। আমি ব্লগে আসার আগেও নিশ্চয়ই আরও অনেকেই লিখে গেছেন এ বিষয়ে। এখন কেমন যেন সবাই ব্যস্ত হয়ে পড়লো, কেউ আর এ পথ মাড়ায় না।
আপনার এ পোস্টে এক বা একাধিক মন্তব্য করে গেছেন, এমন কয়েকজন এখন লোকান্তরে। তাদের মাগফিরাত কামনা করছি। একজন গুরুতর অসুস্থ। তার আশু আরোগ্য কামনা করছি।
৮ নম্বরের সুন্দর মন্তব্যটাতে এক অন্য ধরনের চাঁদগাজী কে চেনা গেল!
মলাসইলমুইনা, সেলিম আনোয়ার এবং মিথী_মারজান এর মন্তব্যগুলো ভালো লাগল, সেই সাথে আপনার প্রতিমন্তব্যগুলোও।



৯১| ০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: কাজী ফাতেমা ছবি এর সম্বন্ধে আপনার ৪৫ নং প্রতিমন্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। ভালো মূল্যায়ন করেছেন।
কি করি আজ ভেবে না পাই এবং ভ্রমরের ডানা এর সাথে আপনার ছড়ার লড়াই চমৎকার হয়েছে। বেশ সুখপাঠ্য এবং উপভোগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.