নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

এই যে মিঃআমি আপনের প্রেমিকার বয়সি ;) ( ফান পোস্ট)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

গত বছর আমি আর আমার এক বন্ধু ট্রেনে করে বাসায় ফিরছিলাম। আমরা ট্রেন এ উঠার পর কোন সিট পেলাম না। দাঁড়িয়ে রইলাম কিছুক্ষন। সামনের স্টেশনে সিট পেলাম। তো আমি বসলাম আর আমার বন্ধুকে বসতে বললাম। কিন্তু ও বসল না। কারন সে দরজার পাশে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখেবে। :|

একটু পর কোথা থেকে দুইটা ছেলে আসল তাদের মধ্যে একজন এসে বলল আমাকে ‘aunty’ সরে বসেন এই কথা বলেই একরকম আমাকে ধাক্কা দিয়ে বসল। X(( আরে আমিতো পুরা বেক্কেল হইয়া গেলাম। আমার তো গা জ্বইল্লা যাইতাছে , পাশে যেই ছেমড়া বইছে ও আমারে aunty ডাকল? X((X((

রাগে ক্ষোভে চোখে অগ্নি নিক্ষেপ করিয়া আমার ওই বন্ধুর দিকে তাকাইলাম। X(( যত বকা জানলাম দিলাম ওকে’ গাধা, মদন, রামছাগল, স্টুপিড আর মনে হইতাছেনা।:P:P

যাহা হউক, সেত আমার দিকে মদনের মত একটা দৃষ্টি দিয়া তাকায়া আছে। /:) আমারত মাথা পুরাই গরম হইয়া গেল।X(X( আমি কি aunty র মত দেখতে?X(( আমি না হয় হিজাব পড়ি তাই বইলা কি আমারে aunty aunty লাগে? X(( আমার বয়সি একটা ছেলে আমারে কয় aunty । :(( এইটা কি মেনে নেয়া যায়? /:) সেই ছেলেটা পাশে বইসা এমন বক বক করতে ছিল। উফফ! কি কমু মনডা কইছে একটা চটকানা মারি।X(

পুরা রাস্তা বক বক করতে করতে গেল। আর আমার তো মনটাই খারপ হইয়া গেল। আমিতো ভুলিনা aunty ডাকা।:(( আমার বন্ধু জিজ্ঞেস করছিল কি হইছে আমি রাগে বললাম বাহিরেই তাকায়া থাক। কিছু হয় নাই। X((X((
ট্রেন থেকে নেমে বললাম আমাকে ছেলেটা aunty কইছে। শুনে আমার বন্ধু বলল
-‘তো কি হইছে’? আম্মা তো কয় নাই?;)
-দেখ আমার অনেক রাগ লাগতাছে। তোমার লাইগা এমন হইছে। তুমি যদি আমার পাশে বসতা তাইলে ওই ছেলেটা বইতে পারত না।X(( আর আমার aunty ও শুনা লাগতনা।:((

আমার এক বান্ধবি ঘটনা শুনিয়া কইল তুমি কইতা ‘ এই যে মিঃ আমি আপনার প্রেমিকার বয়সি’ ;);)
ইশ! কেন যে কইতে পারলাম না। আবার দেখা হইলে কইয়া দিমু।:P

এই ঘটনার ৭/৮ মাস পর একদিন দেখলাম সেই ছেলেটা এবং তার বন্ধুর সাথে আমার বন্ধুটির খাতির হইছে। সেকি বন্ধুত্ব ! /:) আমিতো দেইখা রাগে শেষ ।X(X(( আমার বন্ধুরে কইলাম
- তুমি এতো খারাপ কেন?
- মানে
- মানে কি বুঝনা?
- খুইলা কও।
- তুমি ওই ছেলের সাথে খাতির করছ কেন?
- কেন কি হইছে?
- তোমার মনে নাই এই ছেমরা আমারে aunty ডাকছিল। এইসব ছেলের সাথে মিশ যেই ছেলে তোমার বান্ধবি কে aunty ডাকছে।
- আরে নাহ! এই ছেলে না। এই ছেলে অনেক ভদ্র
- একদম কথা কইবানা। X((এইটাই সেই ছেলে। এই চেহারা আমি ভুলমু?:(( যত ভদ্র হোক আমারেত aunty ডাকছে। X((

অতঃপর একদিন সেই ছেলেটির সহিত আমার ঘনিষ্ঠ বান্ধবির বিবাহের কথা বলিয়াছিল আমার বন্ধুটি। আমিতো মহিলা ভিলেন এর মত কইলাম
-এতো বড় সাহস তোমার আমার বান্ধবির লগে এই ছেমড়ার বিয়া? অসম্ভব! আমারে aunty ডাকছে আর আমার বান্ধবিরে বিয়া করব? এইটা তো আমি মাইনা লইতে পারুম না। এই বিয়া কিছুতেই হইতে দিমুনা। X((X((
ভাগ্যিস ভালো আমার বান্ধবিই না কইরা দিছে আমি কিছু বলার আগে। ( যদিও আমি কিছু বলতাম না, কারন আমি মানুষটা এতো খারাপ না:))
এখন আমার সেই ছেলেটা কে দেখলে একটা কথাই বলতে মন চায় ‘এই যে মিঃ আমি আপনার প্রেমিকার বয়সি’( তার প্রেমিকা আছে কিনা কে জানে?) :P
কিন্তু না আর বলা হয়ে উঠে না............/:)

মন্তব্য ১৬৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৬৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

শিক কাবাব বলেছেন: আপনেও দেখি লুল ছেমরি। ঐ ছেমরার চেহারা আপনে মনে রাখছেন ক্যান?

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

লাবনী আক্তার বলেছেন: কারন তার সাথে আমার প্রায়ই দেখা হত।
তাই ভুলিনি! তাছাড়া সেই ছেলেটা আর আমি একি স্টেশনে নামি ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

লিঙ্কনহুসাইন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

মোঃ কবির হোসেন বলেছেন: ভাই লেখাটির শিরনামটির জন্য লোভ সামলাতে পারলাম না। ভেতরের লেখাও চমৎকার-অনেক মজা পেলাম। ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম!

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: মজা পাইছি B-)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

লাবনী আক্তার বলেছেন: :P :P :D :D :#) :#)

ধন্যবাদ মনিরা আপু! :)

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

নস্টছেলে বলেছেন: দ্যাশ তো লুলে ভইরা গ্যাল ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P :P

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয় .....

পোষ্টে প্লাস লন আন্টি :-B (না থুক্কু আপু)

ভাল থাকবেন....

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

লাবনী আক্তার বলেছেন: খামোশ!! X(( X(( X((

আবারো আন্টি? :(( :((


ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। :)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

বন্ধুহারা বলেছেন: ‘তো কি হইছে’? আম্মা তো কয় নাই? ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

লাবনী আক্তার বলেছেন: আমার এই বন্ধুর কথা গায়ে লাগেনা একদম হাড্ডিতে লাগে! :( :(

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

বিল্লা বাবা বলেছেন: আমার নেক্সট মুভির কাহিনি পাইয়া গেলাম। ধন্যবাদ আপা।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

লাবনী আক্তার বলেছেন: আরে যান কই? মিষ্টি খাওয়াইয়া যান! নেক্সট মুভির কাহিনি পাইয়া গেলেন যে ! ;) ;)

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

জনি_ইংলিশ বলেছেন: জটিল পোস্ট,
নিয়মিত লেখা চাই aunty

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

লাবনী আক্তার বলেছেন: :P :P :
aunty ??? B:-) B:-) ( :(



১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

ইখতামিন বলেছেন: চতুর্থ ভালো লাগা.

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ! :) :)

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

কালোপরী বলেছেন: শিক কাবাব বলেছেন: আপনেও দেখি লুল ছেমরি। ঐ ছেমরার চেহারা আপনে মনে রাখছেন ক্যান?

আরিব্বাস সেইরাম কমেন্ট

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P :P :D :D :D

বইনে কেমন আছেন? ;)

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

শান্ত কুটির বলেছেন: =p~ =p~ =p~ =p~ আপনি কইতে পারেন নাই তাতে কি হইসে আমার লগে কোন মেয়ে এমুন করলে ডাইরেক্ট কয়া দিমু "এই যে মিস আমি আপনার প্রেমিকের বয়সি" X( কপালে যা রাখে আল্লায় ;) ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


হুম! একদম মিস কইরেন না? B-) B-)

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

মজার কাহিনী! ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

লাবনী আক্তার বলেছেন: :P :P :D :D :D :D :D


১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

শার্লক বলেছেন: খাইছে পুরাই ঝাকাস।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P :P :D :D :D :D :D

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

শীলা শিপা বলেছেন: আপু(আন্টি) ভাল আছেন? ;) জটিল কাহিনী লিখেছেন।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :D :D
আবার আন্টি কেন? :( :(

আলহামদুলিল্লাহ্‌ ! আপনি ভালো আছেন আপু? :)

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

টিনটিন` বলেছেন: পোষ্ট পইড়া বেদম মজা পাইসি, আন্টি। B-)) ক্যারি অন, আন্টি। B-)) B-))

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

লাবনী আক্তার বলেছেন: |-) |-)

ওককে ভাগ্নে। B:-/ B:-/

থেঙ্কু লও। :-B

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

নির্ঘুম আরিফ বলেছেন: sondor sondor

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। :) :)

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

আহমেদ নিশো বলেছেন: শিরোনাম তো চখাম হইছে, জটিল।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

লাবনী আক্তার বলেছেন: :P :P

ধন্যযোগ। :D :D

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

আমার শৈশব বলেছেন: আম্মা .!! =p~ কাহিনী তো ভালই :-B :-B :-P :-P

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

লাবনী আক্তার বলেছেন: |-) |-) |-) :-< :-< :-<

ওরে নারে! আম্মা কেন? আমিতো একিবারে মইরে গেলাম। আমাক কি আম্মা আম্মা লাগে? :(( :(( :((

২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

লোনলিফাইটার বলেছেন: হায় আন্টি ;) B-)) :P

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

লাবনী আক্তার বলেছেন: এতো আন্টি আন্টি ডাকলে সারাজীবন লোনলি -ই থাকতে হইব। ;) ;) ;) ;) :D :D :D :D

২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হায় হায় আন্টি এইডা কি শুনাইলেন? :-B :-B :-B :-B
.
.
.
.
আপ্নারে না, পাশে আমার আন্টি আইছিল তারে কইতাছি। ;) ;)
ও, লাবনী আফা জানি কি পোস্ট দিছিলেন? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ !:#P

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

লাবনী আক্তার বলেছেন: আপনে গণ্ডমূর্খ বইলা আমি গণ্ডমূর্খ না। :P :P


আমিতো জানি যে আপনে আমারে আন্টি ডাকেন নাই। ;) ;) =p~ =p~


২২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

এম আমির হোসেন বলেছেন: ঃ) বেশ

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

লাবনী আক্তার বলেছেন: আমির ভাই ব্লগে স্বাগতম। ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। :)

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

লোনলিফাইটার বলেছেন: কি বলে ডাকবো তাহলে? ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

লাবনী আক্তার বলেছেন: আর ডেকনা সেই মধু নামে
যাবার ও লগনে
কিশোরও বেলায়
যে নামে ডাকিতে
কেন রাখ মনে
যাবারও লগনে । :P :P :P

থুক্কু সন্ধ্যা মূখারজির একটা গান মনে পরছিল।


আমাকে আপু ডাকলেই খুশি হব। আর যদি আন্টি ডাকতেই চান তো প্রবলেম নাইক্কা। :)

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: নিশ্চয়ই হুমায়ুন এর হিমু
সখি ভালা কইলা এইবার লাগাল পাইলে আচ্ছামত =p~ =p~ =p~

জীবনের বাকে কত স্মৃতি থাকে
কভু হয় টক , কভু ঝাল মিষ্টি
আনমনে সবি তুলে দাবি
সমাজের বাহনে ফেরালে সে দৃষ্টি ।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P =p~ =p~ =p~ =p~

জীবনের বাকে কত স্মৃতি থাকে
কভু হয় টক , কভু ঝাল মিষ্টি
আনমনে সবি তুলে দাবি
সমাজের বাহনে ফেরালে সে দৃষ্টি ।

সুন্দর বলছেন।

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

নেক্সাস বলেছেন: অনেক মজা হয়েছে।


ধন্যবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

লাবনী আক্তার বলেছেন: :D :D

নেক্সাস ভাই আপনাকেও ধন্যবাদ।

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

লোনলিফাইটার বলেছেন: বাপরে কি লুমান্টিক? ;) B-)) :P আমি জুন আপু ছাড়া কাউরে আপু ডাকি না।সুইটি বেইবি এসব ডাকি :!> :!> :!> :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

লাবনী আক্তার বলেছেন: লুমান্টিক ! অতো আমি সবসময় থাকি। ;) ;) ;) ;) :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

লাবনী আক্তার বলেছেন: আমার নাম বেবিও না সুইটিও না । নামটা দেখে নেবেন । ;) ;)

২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

টিনটিন` বলেছেন: লোনলিফাইটার @ ডিক্যাপরিও'র খোমা লাগায়ে চামে চামে চান্স নেন? X( :P =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

লাবনী আক্তার বলেছেন: টিনটিনের কি ঘণ্টা বাজল নাকি? :P :P :P B-) B-)

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: টাইটেল টা আমার খুব পছন্দ হয়েছে। আমাকে যদি কেউ বলতো :#>

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: টাইটেল পছন্দের জন্য ধইন্যা পাতা লন।


আচ্ছা আমি বলে দিচ্ছি " এই যে মিঃ আমি আপনার প্রেমিকার বয়সি' ;) ;) ;) :!> :!>
কথা হইল গিয়া আপনের বয়স কত?

আপনে আবার আমার ছোট নাতো? :P :P

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

এসএমফারুক৮৮ বলেছেন: চরম হইছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :D :D


ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন।

৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

যুবায়ের বলেছেন: চরম লিখেছেন...
আমার এক বান্ধবি ঘটনা শুনিয়া কইল তুমি কইতা ‘ এই যে মিঃ আমি আপনার প্রেমিকার বয়সি’
ইশ! কেন যে কইতে পারলাম না। আবার দেখা হইলে কইয়া দিমু
=p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P :D :D :D

৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

একজনা বলেছেন: খুব মজা পেলাম পড়ে। ভালো লিখেছেন।

ভালো থাকবেন সবসময়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।

আমার ব্লগে স্বাগতম।

আপনিও ভালো থাকবেন। :)

৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

দি সুফি বলেছেন: আন্টি বা আঙ্কেল ডাকলে মেয়ে বা ছেলেরা এত রেগে যায় কেন? :-& :-&
আমি কিন্তু রাগ করি না! B-))

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

লাবনী আক্তার বলেছেন: B:-) B:-) আপনের বয়স কত?

এই অনুভূতি না থাকলে বুঝতে হবে আপনার মন বুড়া হইয়া গেছে!! :P :P :P ;) ;) ;) B-)) B-))

৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: প্রেমিকার বয়সী বললে এরপর আর পিছু ছাড়বে না।সো খিয়াল কৈরা :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

লাবনী আক্তার বলেছেন: আমিতো চাই যে কেউ একজন আমার পিছু না ছাড়ুক । ;) ;) ;) :P :P :P

না তাই বইলা এই ছেলে আমার পিছু পিছু আসুক তা চাইনা। X((

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

যাক আপনাকে আন্টি ডেকেছে , খালা আম্মা বলে যে ডাকে নাই সেটাই ভাগ্য ।

B-) B-) B-) ;) ;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

লাবনী আক্তার বলেছেন: দুইন্না ডিজিটাল হইয়া গেল আর আপনে এহনো এনালগ যুগে পইড়া আছেন! B:-) B:-) :P :P

আরে বাবা বুঝতে হবে এ যুগের ছেলে !
এই যুগে কেউ খালাম্মা ডাকে নাকি?
এখনকার পোলাপাইন আন্টি ডাকে। :| :|

আমার অফিসে সব বাবার বয়সি , দাদার বয়সি সবাই কে ভাই ,ডাকি আর আম্মার বয়সি সবাই কে আপা ডাকি। /:)

আর এই ছেলে কিনা আমাকে ডাকছে আন্টি! X(( X(( X((




৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

অচিন.... বলেছেন: দারুন ভাবে বর্ননা করছেন আন্টি B-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

লাবনী আক্তার বলেছেন: খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়! ;) ;)


ধইন্যা পাতা লন! :-B :-B :-B

৩৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

পথহারা সৈকত বলেছেন: ভাল হইছে। এই লন আন্টি, পেলাচ লন.......+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

লাবনী আক্তার বলেছেন: পেলাচের জইন্য ধইন্যা পাতা! :) :)

৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

আমি ইহতিব বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P :D :D :D =p~ =p~ =p~

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: আমি কিন্তু আপনাকে আন্টি বলিনাই আন্টি। :#)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

লাবনী আক্তার বলেছেন: আমার কাছে জাদু আছে!!#) :# জী আপনি যে আমকে আন্টি ডাকেন নাই তাহা আমি জাদুর মাধ্যমে বুঝে গেছি!! :) ;) ;) :P :P

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

লোনলিফাইটার বলেছেন: টিনটিন`@খামোশ X( X( X(

ওকে লাবনী সরকার ;) B-)) :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

লাবনী আক্তার বলেছেন: আমি সরকার নই। মিঃ লোনলি :)

ওরে ৫ তা বেজে গেছে। B:-) অফিস থেকে বের হব। ভালো থাকেন।

৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা আমি বলে দিচ্ছি " এই যে মিঃ আমি আপনার প্রেমিকার বয়সি' ;) ;) ;) :`> :`>
------
হাই!! ওয়াও..... শুনে খুব ভাল লাগছে!
জাষ্ট ব্রেকআপ থেকে এলুম কিনা!!!!!!! =p~ =p~ =p~

বাট কন্ডিশন আছে! রেগে গিয়েও কিন্তু আমাকে আঙ্কেল B:-) বলা যাবে না!!!! B-) ;) :P :D =p~ =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

লাবনী আক্তার বলেছেন: :P :P :P =p~ =p~ =p~ =p~


আঙ্কেল আঙ্কেল আঙ্কেল আঙ্কেল ;) ;) ;)

৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

অনীনদিতা বলেছেন: হা হা
দারুন মজা লাগলো:)
তোমার ট্রেন কাহিনি পড়ে আমার এক টা মজার ঘটনা মনে পরলো সেটাও ট্রেন. ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে।এক সময় এইটা নিয়ে লিখবো।:)


আন্টি ভালো লাগা দিলাম।চশমা চোখে দিয়ে দেখে নিও;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: আমার দুঃখে মজা পান আপু? X(( X(( :( :(


ট্রেনের কাহিনি পড়ার জন্য উদগ্রীব হয়ে আছি। তাড়াতাড়ি পোস্ট দিয়েন আপু। :)

আমিতো চশমা দিয়েই দেখি আপু। B:-) ;) ;)
চশমা নিয়ে একটা ঘটনা আছে সেইটাও আরেকদিন বলব।

৪২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

দি সুফি বলেছেন: লেখক বলেছেন:
এই অনুভূতি না থাকলে বুঝতে হবে আপনার মন বুড়া হইয়া গেছে!!


ইস্‌টপ X( X( ঘটনা অন্যরকম। ছোটোবেলা থেকেই আমার ভাগ্নে-ভাগ্নী, ভাতিজা-ভাতিজীর অভাব নেই। তাই ছোটোবেলা থেকেই মামা-চাচ্চু এইসব ডাক শুনে শুনে অভ্যস্থ হয়ে গেছি B-))

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

লাবনী আক্তার বলেছেন: ও আঙ্কেল আমি একদম সরি হইচি। বুজবার পারি নাইক্কা যে ঘটনা অন্যরকম! :-B :-B

৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

একজন আরমান বলেছেন:
ছিঃ আন্টি আপনি এতো খারাপ কেন? :( ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

লাবনী আক্তার বলেছেন: ছিঃ বাবু! আন্টি সম্পর্কে এভাবে বলতে নেই! ;) ;)

৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

আশিক মাসুম বলেছেন: আন্টি কেরাম আছুইন?? :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

লাবনী আক্তার বলেছেন: সেরাম ছিলাম ভাগ্নে! তয় এখন শরীরটা একটু খারাপ লাগছে! :( :(

৪৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

অ্যামাটার বলেছেন: নস্টছেলে বলেছেন: দ্যাশ তো লুলে ভইরা গ্যাল ;)

:P

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

লাবনী আক্তার বলেছেন: হুম আসলেই ভইরা গেছে! :-B :-B

৪৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

শাকিল ১৭০৫ বলেছেন: গেল গেল সব গেল!!!

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

লাবনী আক্তার বলেছেন: কই গেল ভাই? :-B :-B

৪৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি হিজাব করেন জেনে খুব ভাল লাগল... আশা করি বেগানা পুরুষদের কাছ থেকে যথাসম্ভব দূরে থাকবেন... তাহলে আর কেউ আন্টি ডাকবে না... :P :P ;) ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

লাবনী আক্তার বলেছেন: আপনার কি ধারনা আমি বেগানা পুরুষদের কাছে যাইয়া বইয়া থাকি আন্টি শুনার জন্য ? X(( X(( X((

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

শামীম আরা সনি বলেছেন: :P :P ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

লাবনী আক্তার বলেছেন: :P :P :D

৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি কি আবার সত্যি সত্যি রাগ করলেন নাকি?? আমি কিন্তু মজা করে বলেছি... (ইমোটিকন দ্রষ্টব্য...) :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

লাবনী আক্তার বলেছেন: আপনার কমেন্ট এর শেষটুকু পড়ে খারাপ লেগেছে। :(

কিছু মনে করবেন না ভাই, একটা কথা মজার ধরন টা যেন কাউকে আঘাত না করে।

৫০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাহলে দয়া করে আমার মন্তব্যগুলো মুছে দিন, আমি আসলে আপনাকে মজা করতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছি।

তবে আপনি হিজাব করেন, সেটা জেনে আমি আসলেই খুশী হয়েছি, জাজাকাল্লাহ খায়র...

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

লাবনী আক্তার বলেছেন: it's ok vaiya.

ভালো থাকবেন।

৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নেক্সাস বলেছেন: হাহা :) হা শিরোনামের মতই জোশ লিখা

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

লাবনী আক্তার বলেছেন: :)

ধন্যবাদ । ভালো থাকবেন ।

৫২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

তাসজিদ বলেছেন: মেয়েদের সমস্যা কি। aunty বললে সমস্যা। আপু বললে সমস্যা। তাহলে কি বলে ডাকব।


Girl friend. lover

আপনাকে respect দেখিয়ে কি ওই ছেলে ভুল করেছে। ?????????????????????????


আপনাদের দিকে না তাকালে আপনাদের সৌন্দর্যের অবমানানা করা হয় । তাকালে eve teasing এর মামলা খেতে হয়।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

লাবনী আক্তার বলেছেন: আপনি এতো সিরিয়াসলি নিচ্ছেন কেন? এটা ফান পোস্ট।

আর আমার সেই সময়ে খারাপ লাগাটুকু আমি শেয়ার করেছি আর কিছু নয়। আর সেই ছেলেটি আমাকে আন্টি ডাকছে বলে যে সে খারাপ ছেলে তা কিন্তু নয়।

৫৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

তাসজিদ বলেছেন: Fun post ট্যাগ দিলেই সব কিছু শেষ হয়ে যায় না।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

লাবনী আক্তার বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

কি শেষ হইল কিছুই বুঝলাম না। B:-) B:-)

৫৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

একজন আরমান বলেছেন:
আন্টি খারাপ হইলে কি ভালো কমু নাকি? :-P :-P :-P ;) ;) ;)

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

লাবনী আক্তার বলেছেন: না না ভালো বলার দরকার নাই। B:-/ B:-/

৫৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সপ্নাতুর আহসান বলেছেন: হা হা আপনার পোস্ট দেখে একদিনের কথা মনে পড়ে গেল। আমি আর আমার এক ফ্রেন্ড যাচ্ছিলাম, এক মহিলার বাচ্চার ক্যাপ পড়ে গেছে। আমি বেশ কয়েকবার আপু বলে ডাকলাম শুনে ভাব নিয়ে অন্য দিকে তাকিয়ে থাকল। তখন কাছে গিয়ে বললাম আন্টি আপনার বাচ্চার ক্যাপ পড়ে গেছে। মহিলা রাগত চোখে আমার দিকে তাকালেন এবং পরে ক্যাপটা তুলে নিলেন। আমার বন্ধু বলল, "তুই পারিসও বেশ"।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

লাবনী আক্তার বলেছেন: :D :D :D

৫৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

তামিম ইবনে আমান বলেছেন: নাহ! আমি আপ্নের ছোট না। আপ্নের যা বয়স তার থেকে আমার বয়স ২ বছর বেশি ;)

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

লাবনী আক্তার বলেছেন: আমিও তাই ভাবছিলাম যে আমি আপনার বড় না। :!> :!>

তাইলে মনে হয় আমি কথাটা বইলা ভুল করি নাই। ;) ;)

৫৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখা চমৎকার হইছে aunty , =p~ =p~ =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

লাবনী আক্তার বলেছেন: ভাইজান আপনিও আমাকে আন্টি ডাকলেন? :(( :((

৫৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জ্বি আন্টি, লেখা ভালো হইছে।।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

লাবনী আক্তার বলেছেন: জ্বি মামা ধন্যবাদ। :) :)

৫৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

তুষার মানব বলেছেন: আমি কিন্তু আপনার প্রেমিকের বয়সী ;) ;) ;) ;)

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

লাবনী আক্তার বলেছেন: ইস!! এতো ঠাণ্ডা লাগে কেন? অহহহহহ আমার ব্লগে তুষার এর আগমন । B-) হুম! তাইতো এতো ঠাণ্ডা লাগতাছে। B:-/

ওহে বালক! আমি তোমার বড় আপুর বয়সি! ;) ;)

৬০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

অরণ্যের রোদন বলেছেন: সুন্দর লেখা তো!

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

৬১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

দূরে থাকা মেঘ বলেছেন: মজার লেখা,আমার ক্ষেত্রে এর উল্টোটাই হয় বলে আমার রাগ লাগে,মাঝে মাঝে মনে হয় যদি আন্টি ডাকে,ভালো হতো।
আমি আমার রুম মেট বাজার করে ফিরছিলাম,রিকশা খুজছিলাম,না পেয়ে ও হাটতে লাগলো,আমি খেয়াল করিনি, একজন ভদ্রলোক আমাকে ডেকে বললেন,"আপু,তোমার আম্মু তো ওদিকে চলে যাচ্ছেন,তুমি যাও।নাহলে হারায় যাবা।" আমি হতবাক হয়ে,দৌড় দিলাম ওর দিকে।
বলা বাহুল্য,ও বোরকা পরে,আর হিজাব ও।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

লাবনী আক্তার বলেছেন: হাহাহা । একটা ব্যাপার আমি খেয়াল করেছি ইয়াং মেয়েরা হিজাব পরলে পুরুষ মানুষগুলা আন্টি ডাকে।আমার এক বান্ধবির ক্ষেত্রেও এমন একটা ঘটনা আছে। X((

৬২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

মামুন রশিদ বলেছেন: এই যে মিঃ আমি আপনার প্রেমিকার বয়সি :P


খুব মজা পেলাম । ইউনিতে পড়ার সময় বাসে ট্রেনে অনেক সময়ই আমার সম বয়সী অপরিচিত ছেলে মেয়েরা আমাকে আন্কেল ডাকতো (না হয় মাথায় চুল একটু কমই ছিলো !!) । আমিও রেগেমেগে আগুন হয়ে জ্বলতাম ।:(

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

লাবনী আক্তার বলেছেন: না হয় মাথায় চুল একটু কমই ছিলো !!


আহারে! :( :( :( :P :P :P

৬৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: ফাইন একটা লেখা

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

লাবনী আক্তার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

৬৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

চয়নিকা আহমেদ বলেছেন:
এই লেখাটা কালই পড়েছিলাম আপু।

পড়ে তো আমি হাসতে হাসতে শেষ।

তুমি এমন আরও লিখো তো আপু।
খুব ভালো লেগেছে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮

লাবনী আক্তার বলেছেন: :P :P :D :D :D

আপু অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকবেন।

৬৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

তুহিন সরকার বলেছেন: হাঃ হাঃ................চরম হাসি পাচ্ছে!
ইশ্‌ ছেলেটার পরিচয় জানলে না হয় আমি বলতাম!
শুভকামনা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

লাবনী আক্তার বলেছেন: :P :P :#) :#) :#)


ভালো থাকবেন।

৬৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

নাইট রিডার বলেছেন: আসলে ছেলেটা ভাল সে তার প্রেমিকা বাদে (যদি থেকে থাকে) এই বয়সের সব মেয়েকে আন্টি মানে শ্রদ্ধার চোখে দেখে :P :P :P :P :P

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

লাবনী আক্তার বলেছেন: B:-) B:-)

অদ্ভুত যুক্তি। আসলে তার কোন প্রেমিকাই নাই। :D :D :P

৬৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: অনেক দেরী করে ফেলেছি। তয় কী হইছে তবুও তো পড়েছি। কী যে ভীষন ভাল লাগলো আপনার পোষ্টটি। আসলে আপনার লেখার হাত অনেক পাকা।

শেষ কথা হলো আমারও তো বলতে ইচ্ছে করছে ‘এই যে মিস আমি আপনার প্রেমিকের বয়সি’।



ভাল থাকবেন। ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

লাবনী আক্তার বলেছেন:
:P :P :P :D :D :D


প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।


৬৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাই, আন্টি। কেমন আছেন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

লাবনী আক্তার বলেছেন: |-) |-) |-)

এই ছিল মনে? X(( :( :(


হুম ভালো আছি আপু। আপনি কেমন আছেন? :) :)

৬৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

অস্থির ভদ্রলোক বলেছেন: আম্মা ভালা হইছে। :P :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

লাবনী আক্তার বলেছেন: জ্বি আব্বাজান! ৩ বস্তা ধইন্যা পাতা লন! :| :| |-) |-)

৭০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

রানার ব্লগ বলেছেন: ;) আমি যে কার বয়শি ভাবতেছি সেফ সাইডে থাকতে চাই।।তয় প্রেমিক হইলে মন্দ হত না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

লাবনী আক্তার বলেছেন: মামার বয়সি নাতো? ;) ;) :P :P

৭১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

ফালতু বালক বলেছেন: মজা পাইলাম, খুব।
B-) B-) B-)


০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

লাবনী আক্তার বলেছেন: ফালতু কথা!! :P :P


ধন্যবাদ!!

৭২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

কালাম আজাদ বেগ বলেছেন: ধৈর্য্য ও পরমতসহিষ্ণুতা মহৎ গুণ,
এই যে মিস, আপনি আমার প্রেমিকার বয়সি...পি B-) B-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

লাবনী আক্তার বলেছেন: জ্বি ধন্যবাদ।

কেমনে বুঝলেন আমি আপনার প্রেমিকার বয়সি? ;) ;) :P :P

৭৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

রাফা বলেছেন: হা....হা....।হা..হা =p~ =p~ =p~ বেশ মজা করেই তো বর্ণনা করলেন।

পরের বার কিন্তু বান্ধবিই কমু।তখন দেখা যাইবো.......।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

লাবনী আক্তার বলেছেন: :P :P :P

রাফা বলেছেন:পরের বার কিন্তু বান্ধবিই কমু।

ভাগ্যিস প্রেমিকা বলেন নাই! ;) ;) :D :D :P :P

পড়ার জন্য ধন্যবাদ।

৭৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: হ, ঠিক কইসেন। আমাগো মতন বয়সে কচি হওয়া সত্ত্বেও আন্টি, আঙ্কেল ডাক শুনা যে কি হৃদয় বিদারক, ভুক্তভোগী ছাড়া কেউ এই দুষ্ক বুঝপে না !!

আমিও বেশ কয়েকবার শুনসি। এরপর বাসায় গিয়া জন্ম সনদের ডেট চেক করসি !!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

লাবনী আক্তার বলেছেন: জন্ম সনদের ডেট চেক করছেন?? :D :D :D :P :P


হুম , আসলেই খারাপ লাগে।

৭৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

খায়ালামু বলেছেন: রাস্তা ঘাটে , বাসে হাটে মাইয়ারা আমারে আঙ্কেল ডাকে.।। এহনো দাঁড়ি গজাইলোনা!! কলেজ পাস করতে পারলাম না!! আঙ্কেল ডাকলে কন কিমুন লাগে????!!!!! X( X(( X((

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

লাবনী আক্তার বলেছেন: আহা! আপনি কেন আমার এই লেখার শিরনামটা কথাটা প্রয়োগ করছেন না? :P :P :P
তবে খেয়াল রাখবেন প্রেমিকার জায়গায় প্রেমিক হবে কিন্তু! ;) ;) :D :D

৭৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

খায়ালামু বলেছেন: জেনে নিলাম.।।। এরপর থেকে সুন্দরীদের ওপর প্রয়োগ করব :P :P
আমি আপনার প্রেমিকের বয়সি ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

লাবনী আক্তার বলেছেন: :D :D :D :D

টেরাই কইরা দেখেন ! কিন্তু সাবধান! উল্টা পাল্টা হইলে কিন্তু কপালে মাইর নিশ্চিত তখন আবার আমাকে দোষ দিয়েন না! :P :P

৭৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

খায়ালামু বলেছেন: বাপ মায়ে এতো আদর কইরা খাওয়াইয়া স্বাস্থ্যখানা বানাইছে কি মাইর খায়া আসার জন্য???? B-))

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P :P :
সত্যই বলিয়াছেন! D :D :D :D :D

৭৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

অল্প বয়স্ক আঙ্কেল বলেছেন: @কালা মনের ধলা মানুষ ভাই আমার আঙ্কেল ডাক শুনতে শুনতে
এই লইগ্যাই আমার নিকনেম দিছি "অল্প বয়স্ক আঙ্কেল"।




মাইয়ারা আমারে আঙ্কেল ডাকলে আমার সমস্যা নাই ;) । কিন্তু কষ্ট লাগে যখন বাপ/দাদার বয়সি কেউ আঙ্কেল ডাকে :((

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

লাবনী আক্তার বলেছেন: :D :D :D :D :D :P :P :P :P

৭৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

জাওয়াদ তাহমিদ বলেছেন: শুনে আমার বন্ধুটা বলল
-‘তো কি হইছে’? আম্মা তো কয় নাই?

=p~ =p~ =p~ =p~ =p~


আপুরও দেখি প্রেমিকা হওয়ার বহুত খায়েশ। ভাল ভাল। ;) ;)

পোস্টে পিলাচ। আর ঐ পোলারে ডবল পিলাচ। B-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

লাবনী আক্তার বলেছেন: ঐ পোলারে ডবল পিলাচ ??? X(( X(( X(( পিলাচ আমার লাগব না। :(

প্রেমিকা আর হতে পারলাম কই!! :( :( :P :P :P

:D :D :D

৮০| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

চিরতার রস বলেছেন: এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~

ভাইজান খেয়াল কইরা মন্তব্য দিয়েন। ;) ;) :P :P

৮১| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

চিরতার রস বলেছেন: ভুলে মতামত চইলা গেছে। এটা এই পোস্টের মতামত না। সরি......

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১

লাবনী আক্তার বলেছেন: its okkk bro!

৮২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

ড. জেকিল বলেছেন: এক বড় ভাই এর সাথে ট্রেনে যাওয়ার সময় ও এই রকম ঘটনা ঘটেছিলো। ঐ বড় ভাই বলেছিল এক মেয়েকে। যদিও মেয়েটা বোরখা পরা ছিলো, মুখ ঢেকে রেখেছিল, তারপরেও দেখে বোঝা যাচ্ছিলো যে বয়স কম। বোঝা সত্বেও ওই ভাই মজা করার জন্য আন্টি বলেছিল। মেয়ে তো ক্ষেপে টং ।

তবে এটাও সত্য যে, মেয়েদের সম্বোধনের ক্ষেত্রে বেশির ভাগ সময় বিপদে পরতে হয়। কেউ "আপনি" বললে মাইন্ড করে, কেউ তুমি বললে মাইন্ড করে। মহা বিপদ। আর আন্টি-আপু এর হিসাব তো বাদই দিলাম।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৩

লাবনী আক্তার বলেছেন: :D :D :D

আপনি বললে কেউ মাইন্ড করে কখনো শুনিনিতো? B:-)


পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

৮৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

চিরতার রস বলেছেন: প্রেমিকার বয়সী দেইখা ভুলে কবিতার লাইন চইলা গেছিলো। পরে বুঝতে পারলাম আপ্নে তো আন্টি =p~ =p~ =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

লাবনী আক্তার বলেছেন: B:-/ B:-/ X( X(


আপ্নে কি ভাবছেন আমি আপনেরে প্রেমিক ভাবছি? আমি আপনারে আংকেল-ই ভাবছিলাম। ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.