নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী ( শততম পোস্ট)

২৩ শে মে, ২০১৪ রাত ৮:১৫

বড় একা ছিলাম এই আমি
সবকিছু ছিল আমার শুন্য
ধু ধু বালুময় ছিল চারপাশ,
শ্বশ্মান হয়ে গিয়েছিল এই হৃদয়
আগুনে পুড়ে ছাই হয়েছে বার বার।
সময়ের অতল তলে একসময় সবি
হারিয়ে যায়, হারিয়ে যায় সব কষ্ট,
কষ্টের তীব্র দহনে জ্বলেছি আমি
আমি জানি বিষের জ্বালা কেমন,
সাদা গাংচিল হয়ে এলে তুমি
আমি জানি নেবে আমায় তোমার সংগে সংগী করে।
তাই বার বার ফিরে আসি আমি তোমার কাছে
নিবির আবেশে জড়ায়ে নাও,
দাও সেই ভালবাসা যা ছিল অধরা,
হে ভালবাসা! তুমি ভালবেসে ধন্য কর
ধন্য কর আমায়।
আমি পথ চলব তোমার হাতটি ধরে
যুগযুগ আমি পার করব তোমায় ভালবেসে,
হে সুখমানব! সুখী কর আমায় ভালবেসে
শান্তি দাও আমার অন্তরপুরে।
হে সখা! ভালবেসে আমায় তোমার করে নাও
জানি তুমি আসবেই,
জানি তুমি বলবেই ভালবাসি
সেই অপেক্ষায় অপেক্ষমান তোমার মায়াবতী।




শততম পোস্টে সবাইকে শুভেচ্ছা।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী ++++++++++++++

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:০৫

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

২| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:২২

ইউর হাইনেস বলেছেন: শুভেচ্ছা

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:০৭

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:৪৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা । কবিতায় +++

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:০৭

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা।

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:০৮

লাবনী আক্তার বলেছেন: কবি ভাই অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতায় ভালোলাগা !
শততম পোষ্টের শুভেচ্ছা !

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:০৯

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অভি। ভাল থেকো ভাই।

৬| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩০

মামুন রশিদ বলেছেন: শততম পোস্টের পোস্টের শুভেচ্ছা !:#P

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:০৯

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:১৬

বকুল০৮ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা ।

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য।

ভালো থাকবেন।

৮| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হে সুখমানব! সুখী কর আমায় ভালবেসে
শান্তি দাও আমার অন্তরপুরে।


কবিতায় ভালোলাগা ++ শুভেচ্ছা !

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৭

লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভাল লাগল।


অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

৯| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:০০

শীলা শিপা বলেছেন: জানি তুমি আসবেই,
জানি তুমি বলবেই ভালবাসি
সেই অপেক্ষায় অপেক্ষমান তোমার মায়াবতী

এইটুকু চোখে লেগে আছে এখনো... :)

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৮

লাবনী আক্তার বলেছেন: আচ্ছা! তাওতো চোখে পড়ল। ;) ;)


এত্তগুলা ভালোবাসা তোমাকে। ভালো থেকো সদা।

১০| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:১২

অন্ধবিন্দু বলেছেন:

শুভ কামনা, লাবনী আক্তার।
কবিতায় ভালোলাগা

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৯

লাবনী আক্তার বলেছেন: স্বাগতম আমার ব্লগে।

কবিতায় ভালোলাগা পেয়ে ভালো লাগল অনেক। অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

১১| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:০০

তাসিন বলেছেন: ভালো লাগলো

২৫ শে মে, ২০১৪ সকাল ১০:০২

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধ্যবাদ তাসিন।

স্বাগতম আমার ব্লগে।

ভালো থাকবেন।

১২| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা ।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:২৯

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর দেখলাম, কেমন আছেন ভাই?

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য। ভালো থাকবেন।

১৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৯

শের শায়রী বলেছেন: দেখতে দেখতে আমার প্রিয় বোন শত তম পোষ্ট দিয়ে দিল।

কি অসাধারন। কি ভালো লাগা।

নিজের থেকে না বলি আপনার ভাষায় ই আপনাকে বলি

"সময়ের অতল তলে একসময় সবি
হারিয়ে যায়, হারিয়ে যায় সব কষ্ট,"

নিজে শব্দ নিয়ে খেলা করতে পারি না তাই যারা পারে তাদের সব সময় আমার কোন অচীন দেশের মানুষ মনে হয়।

অভিনন্দন আর ভালো লাগা।

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:২৬

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়া। আপনার কমেন্ট পেয়ে ভালো লাগছে অনেক।

অনেকদিন পর এলেন। হুম দেখতে দেখতে একশ পোস্ট দিয়ে ফেলেছি। :P :P

আপনিতো নোবেল চুরি নিয়ে লিখে নিজেই কোথায় চুরি হয়ে গেছেন। :D :D :P :P

যাক, আশা করি নিয়মিত হবেন এখন। আপনার লেখা মিস করি।

ভাইয়া ভালো থাকুন, সুস্থ থাকুন।

১৪| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৩

ঢাকাবাসী বলেছেন: শততম পোস্টে আন্তরিক শুভেচ্ছা।

০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:২৭

লাবনী আক্তার বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

১৫| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০২

আদম_ বলেছেন: সাধারণ মানের কবিতা।

১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৫২

লাবনী আক্তার বলেছেন: হুম! অসাধারনত নই, তাই সাধারন মানের কবিতাই লিখি।

ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। :)

১৬| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:০৮

ফুলেরপাতা বলেছেন: মায়াবতী ( শততম পোস্ট)
অঢেল Salam & Respect.

১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:১১

লাবনী আক্তার বলেছেন:
ওয়ালাইকুমসালাম।

আমার ব্লগে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকেবন।


১৭| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৬

ডট কম ০০৯ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:২৫

লাবনী আক্তার বলেছেন: এদ্দিন পরে শুভেচ্ছা?? :P :P

অনেক অনেক ধন্যবাদ ডট কম ভাই। :)

১৮| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০২

খাটাস বলেছেন: কবিতা মাথায় ঢোকে না লাবনী আপু। শুভেচ্ছা জানাইতে আসলাম।
শততম পোস্টে খাটাসের শুভেচ্ছা। :)

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

লাবনী আক্তার বলেছেন: হুম! যাক শুভেচ্ছা জানাতে যে আসছ তার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভালো থেকো।

১৯| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ ভালো লেখা।

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা।

২০| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অভিনন্দন...
সুন্দর শব্দ বিন্যাসে ভালোলাগা...

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ।

২১| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

জুন বলেছেন: সহজ সরল ভাষায় লেখা শততম পোষ্টের কবিতা ভাললাগলো লাবনী :)
অভিনন্দন
+

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আপা।

২২| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫

একলা ফড়িং বলেছেন: জানি তুমি বলবেই ভালবাসি

সেই অপেক্ষায় অপেক্ষমান তোমার মায়াবতী!



শততম পোস্টে শুভেচ্ছা :)

ব্লগে পদচারণা কম কম কেন?

০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৬

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।


হুম ব্লগে পদচারনা কম,

স্বেচ্ছায় নির্বাসন ধরে নিতে পারেন। :P :P

আসলে সময় পাইনা তেমন, মাঝে মাঝে আসি।

ভালো থাকবেন। :)

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৯

একাকি উনমন বলেছেন: ভালো লাগা থাকলো লাবনী. খুব আবেগ মেশানো লেখা.

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর আসলেন।

কেমন আছেন?


ভালো লাগা পেয়ে ভালো লাগল।

শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.