নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

পথে চলতে চলতে ( পর্ব ৩ )

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪



পৃথিবীতে যখন জন্মগ্রহন করেছি,আমার একটা জন্মদিন আছে জানি, এই দিনে কেউ কখনো আমাকে উইশ করেনি, কেউ কখনো করবে তাও ভাবিনি, অবশ্য আমার ভাইয়দের,ভাবীদের,আপুর কাছ থেকে গিফ্ট আদায় করে নেই যখন আমার কিছু প্রয়োজন পরে সেটা জন্মদিন উপলক্ষে চেয়ে নেই, সেটা কখনো জন্মদিনের আগেই নিয়ে নেই কখনো জন্মদিনের পরে। জন্মদিন কোন দিক দিয়ে কখন চলে যায় আমার নিজেরই খেয়াল থাকে না ।

মনিকার সাথে আমার দেখা হয়েছিল অক্টোবর মাসে, বছর ঘুরে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ আমার জন্মদিন। এর মাঝে দুইবার আমাদের ফোনে কথা হয়েছে।

সেপ্টেম্বরের ৭ তারিখ ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে ,নামাজ, কালাম শেষ করে আয়েশ করে নাস্তা খাচ্ছি, সেদিন আমার স্কুল ছিল না তাই কোন তাড়া নেই। আমার ফোনে রিং হচ্ছে,স্কিনে মনিকা নাম দেখে একটু অবাকই লাগল, এত সকালে মনিকা! তখনো আমার খেয়াল ছিল না আজকে আমার জন্মদিন ।

ফোন রিসিপ করতেই, মনিকার কন্ঠে
Ja, må han leva!
Ja, må han leva!
Ja, må han leva uti hundrade år!
Javisst ska han leva!
Javisst ska han leva!
Javisst ska han leva uti hundrade år! ( এ গান গেয়ে সুইডেনে জন্মদিনে উইশ করা হয়)

তখন আমার খেয়াল হয় আজকে সেপ্টম্বরের ৭ তারিখ, আমি স্তব্ধ হয়ে যাই, কিছু বলতে পারছি না।

মনিকা : আমি জানি,তুমি রাতে তাড়াতাড়ি ঘুমাও তাই তোমাকে বিরক্ত করি নাই, ১২ : ০১ মিনিটে আমি পুলকে নিয়ে তোমার জন্মদিন উপলক্ষে কেক খেয়েছি।

আবেগে আমার চোখে পানি ও গলা ধরে আসে, আমার জন্মদিন কেউ এভাবে আমাকে মনে রাখতে পারে!! আমি ধরা গলায় কোন রকমে বলি, মিলিয়ন মিলিয়ন থাক মনিকা।
আমার আম্মুর কথা খুব মনে হল আমার আম্মু কখনো আমার জন্মদিনে এভাবে আমাকে উইশ করেনি কিন্ত আমার আম্মুকে দেখেছি তার প্রতিটা সন্তানের জন্মদিনে রাত জেগে নামাজ পড়তে ও রোজা রাখতে।

এরপর আরো সারপ্রাইজ আছে ভাবিনি।
আমাদের এখানে সম থেকে শুক্রবার ৯- ১১ টার মধ্যে পোষ্ট আসে। এদিন আমার নামে একটা পোষ্ট পেলাম মনিকার পক্ষ থেকে। চিঠিটা খুলে একটা কার্ড ও ২০০ ক্রনার পেলাম, কার্ডে একজন মা তার মেয়েকে ভালবাসার অনেক কথা বলেছে, শেষে লিখেছে তোমার জন্মদিনে তোমাকে পাশে বসিয়ে কিছু খাওতে পারলাম না, তুমি এ টাকাটা দিয়ে একটা কেক কিনে বাসার সবাইকে নিয়ে খেও, কথা বলার সময়ও মনিকা এব্যাপারে আমাকে কিছু বলেনি।

আজ থেকে ১৬ বছর আগে সুইডেনের ১০০ ক্রনার আমার কাছে অনেক টাকা মনে হত, সময়ের স্রোতে এখন ১০০০ ক্রনারও আমার কাছে কিছু না। মনিকার এই ২০০ ক্রনার তো শুধু ২০০ ক্রনার নয় এখানে জড়িয়ে আছে মায়ের স্নেহ,আদর আর ভালবাসা। সেই টাকা কি আমি কোন দোকানীকে দিতে পারি!! এখন টাকাটা খরচ করিনি কখনো হয়ত খরচ করতে পারব না, প্লনবুকেই আছে যখনই মন খারাপ হয় টাকাটা বের করে আমার গালের সাথে লাগাই, ঘ্রাণ নেই আমি মায়ের মমতা আর ভালবাসার ঘ্রাণ ও ছোঁয়া পাই আর মনে মনে ভাবি সুইডেনের অজপারা গায়ে আমার এমন একজন আছে যে আমাকে তার সন্তান মনে করে আমাকে ভালবাসে আমার খুব ভাল লাগে।

এ বছরও ভোরবেলা ফোন করে জন্মদিনে উইশ করে এরপর আমি বাহিরে চলে যাই। তিনটার দিকে গাড়ি পার্কিং করে ( আমার গ্যারেজ বাসা থেকে একটু দুর সেন্টরুমের পাশে) ফুলের দোকানের এ্যারাবিয়ান ছেলেটা আমাকে ভাল ভাবেই চিনে কারন আমি মাঝে মাঝেই যাই সে আমাকে সিষ্টার, সিষ্টার ডাকছে, তাকাতেই হাত ইশারায় যেতে বল্ল। যাওয়ার পর হ্যাপি বার্থডে বলে একটা ফুলের তুরা এগিয়ে দিল।
আমি হাত না বাড়িয়ে আবাক হয়ে, আজকে আমার বার্থডে তুমি জানো কি ভাবে, আর তুমি আমাকে ফুলই বা দিচ্ছ কেন ?

না সিষ্টার আমি আমি জানব কি ভাবে!! গতকাল বিকালে কিরনা থেকে মনিকা নামের এক মহিলা ফোন করেছিল, সে তোমার জন্য এই ফুলের তুরার অর্ডার করেছে আর তোমাকে পৌছে দিতে বলেছে। সকালে তোমাদের বাসায় গিয়েছিলাম তুমি ছিলে না তাই ফিরত নিয়ে এসেছি, মনিকা চেয়েছিল এটা যেন তোমার হাতে দেই। আনন্দে চোখে পানি চলে এল।
না আমি ফুল নিব না।
ছেলেটা অবাক হয়ে কেন ?
ফুলগুলো তো কয়েকদিন পরেই ফেলেদিতে হবে, তুমি আমাকে একটা গাছ দাও সেটা অনেক দিন থাকবে ।
তা তুমি নিতে পার। তখন এই গাছটা নিয়ে এলাম ।



মনিকা বিখ্যাত কেউ না,সুইডেনের অজপারা গায়ের সামান্য একজন স্কুল টিচার। আমার কাছে সে একজন মমতাময়ী মা। একজন নারীর এর চেয়ে বড় সন্মান আর কি হতে পারে ।

পাশাপাশি আরও একটা ঘটনা না বল্লেই নয়, এটাও ওখানেই ঘটেছিল একদিন দুপুর বেলা আমি একটু বাহিরে হাঁটছি , এমন সময় এক বৃদ্ধ মহিলা বাজার করে যাচ্ছে সে রোলাথরে ভর করে হাঁটছে, রোলাথরের কড়িতে বাজার আছে মনে হচ্ছে তার কষ্ট হচ্ছে । মহিলা যখন আমার সামনে আসছে আমি একটু তার দিকে তাকিয়েছি, তার চোখে আমার চোখ পরেছে, আমি ওদের কাছে থেকে শেখা একটু মুচকি হাসি দিয়ে তার দিকে আরও একটু এগিয়ে গিয়েছি যদি তার কোন সাহায্য লাগে।

কিন্ত মহিলা আমাকে আবার করে, সে রেগে, আমার দিকে তাকিয়েছ কেন!!!! আমি বৃদ্ধ হয়ে গেছি তাই, আমার চামরা কুচচে গিয়েছে তাই আমাকে দেখে হাসছ!!!
একদিন তুমি এমন হবে বেয়াদব মেয়ে ।।

জীবনটা খুব বড় না হলেও বিভিন্ন ভাষা , বিভিন্ন বর্নের, বিভিন্ন জাতির মানুষের সাথে মিশে দেখেছি আর হয়ত দেখার বাকী, কত অদ্ভুত টাইপের মানুষ আছে দুনিয়ায়


মন্তব্য ৫৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে, আমার নাতনির লেখায় প্রথম কমেন্ট আমি না দিলে কে দিবে? পরে এসে পুরোটা পড়ে তোমার এক ডজন ভুল ধরিয়ে দেব। হাঃ হাঃ হাঃ।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ওমেরা বলেছেন: দাদু ভাইয়া প্আরথমেই আপনার কমেন্ট পেয়ে অনেক খুশী হয়েছি কিন্ত অনেক ভয় পেলাম । দাদু ভাইয়া পুল ও মনিকার ছবি দিয়েছি ।অনেক ধন্যবাদ দাদুভাইয়া । দাদু ভাইয়া আপনাকে আমি আপনাকে একটা চিঠি লিখতে চাই আপনার ঠিকানাটা কি পেতে পারি দাদু ভাইয়া।

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মলাসইলমুইনা বলেছেন: খুব ভালো লেগেছে এই লেখাটা | জীবনের এই ছোট ঘটে গুলোই আমাদের জীবনকে অসামান্য সুন্দর করে তোলে |জীবন সুন্দর করার জন্য বিরাট বিরাট ঘটনার বেশি প্রয়োজন নেই | রাজ্য জয়ের প্রয়োজন নেই | এই ছোট ছোট ভালোবাসাগুলোই বেশি দরকার | ওয়ান্ডারফুল | হ্যাটস অফ ওমেরা !!

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ওমেরা বলেছেন: সব যার ভাল লাগে সে হল আমার ভাপু। আমার ভাপু অনেক ভাল কারো মনে কষ্ট দেয় না । অনেক অনেক ধন্যবাদ ভাপু।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইস্ রে! আগে জানা থাকলে তো গতমাসের ৭ তারিখ জন্মদিন স্মরণ করিয়ে দেয়া যেতো!!
এখন আর কি করার!! আগামী বছর যদি বেঁচে থাকি আর মনে থাকে তো স্মরণ করিয়ে দেয়ার ইচ্ছে রইল।

লেখাটা ভালোই লাগলো, সুন্দর লিখেছেন।

নিচের ছবিটি সম্পর্কে কিছু বললে কৌতূহল কমতো।

শুভকামনা রইল
জন্মদিনের শুভেচ্ছা পাওনা রইলেন

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

ওমেরা বলেছেন:

অনেক দিন পর আপনাকে পেলাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া। ছবির লোক দুজন হল মনিকা ও তার স্বামী পুল।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার ই-মেইল ঠিকানায় চিঠিটা দিয়ে দাও। [email protected]

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৪

ওমেরা বলেছেন: না দাদু ভাইয়া আমি তো শুধু চিঠি পাঠাব না, তবে সমস্যা নেই মেইলের আপনার ঠিকানা নিয়ে নিব ।ধন্যবাদ দাদু ভাইয়া।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভালো আছি আপু।
আসলে আমার নতুন পোষ্টিং প্লেসে এসে খুব ব্যস্ত সময় পার করছি। তাই এখন আর আগের মতো সময় হচ্ছে না ব্লগে ঘুরার মতো।
মাঝেমধ্যে আসবো আপনাদের দেখে যাবো এরকম চলতে হবে কতদিন জানিনা! দোআ করবেন আপু।

ছবিটির পরিচয় পেয়ে আমার ভুল ভঙ্গিল, আমি ভেবেছি হয়তো আপনার ভাইয়া ভাবি হবে, তাই জানার কৌতূহল ছিল।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪

ওমেরা বলেছেন: আল্লাহ আপনার সব সমস্যার সহজ করে দিন যাতে আবার আগের মত আমাদের মাঝে থাকতে পারেন। আবার ও অনেক ধন্যবাদ ভাইয়া ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কত অদ্ভুত টাইপের মানুষ আছে দুনিয়ায় এটা সৃষ্টির বৈচিত্রও বটে!

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

ওমেরা বলেছেন: জী ভাইয়া প্রতিটা মানুষ আলাদা সবারই একটা নিজস্বতা আছে, তাই সবাই যার যার মত । অনেক ধন্যবাদ ভাইয়া।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

শাহিন বিন রফিক বলেছেন: খুবই ভাল লিখছেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট উৎসাহ দেওয়ার জন্য ।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওমেরা বুবু অনেক সুন্দর ও সরল করে বলার ঢং এ যে কথা লিখে নিলে তাতো জীবনেরি কথা। জীবন কথাইতো সাহিত্য নাকি অন্য কিছু? আমি ওমেরাকে জানি সেই প্রথম দিক থেকেই। ওমেরা যখন আড্ডাতে গেল আরো একটু বেশি জানা হলো, সখ্যতা বাড়লো। যদিও ওরেমা এখন আড্ডা দেয়না তেমন। তবে ওমেরাযে আমারেদ আড্ডার সঙ্গী তা কিন্তু আমরা অস্বীকার করতে পারবোনা। নানান সময়ে ওমেরার পোস্টে ও প্রতি পোস্টে ছিলাম অনেক টি্টকাররি মসকরাও সহ্য করতে হয়েছে। তাতে কিছুই মনে করিনাই।পৃথিবীর সবার একরমকম হবেনা। এই ব্লগ এতোই যে প্রীয় যে এখানের সবাইও প্রীয়। থাকুক সবার সাথে প্রিয়তা বজায়। কোন এক সেপ্টেম্বরের ৭ তারিখ আমিও না হয় জন্মদিনে অভিবাদন জানাবো। এবারের শুভেচ্ছা শতত।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

ওমেরা বলেছেন: ভাইয়া আপনাদের কথা আমি কখনো ভুলব না ও আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, আপনারা কিছু ব্লগার আমার পাশে থেকে আমাকে উৎসাহ আর সাহস না দিলে আমি কবেই হারিয়ে যেতাম । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

চানাচুর বলেছেন:
সেপ্টেম্বর ৭ তারিখ মানে বেশি দেরি হয়নি। বিলেটেড হ্যাপি বার্থ ডে ওমেরা আপু B-)
লেখাটা মন ছুঁয়ে গেল :)

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

ওমেরা বলেছেন: মিলিয়ন মিলিয়ন ধন্যবাদ আপু।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

ঋতো আহমেদ বলেছেন: মনিকার জন্য শুভ কামনা। আর আপনার জন্য জন্ম দিনের বিলম্বিত শুভেচ্ছা। লিখা টি ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

জাহিদ অনিক বলেছেন:


জন্মদিন !
অনেক আবেগ ও অনুভূতির একটা দিন।

মন থেকে লেখা কথাগুলো ভালো লাগলো

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিচিত্র এই দুনিয়া, তার চেয়েও বিচিত্র দুনিয়ার মানুষ। অভিজ্ঞতা পড়ে ভালো লাগলো...

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

ওমেরা বলেছেন: জী ভাইয়া ঠিক বলেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিজের জন্মদিনের কথা কেউ ভুলে যায় নাকি? আপনি কি ভুলে গিয়েছিলেন? নাকি জানাতে অনীহা ছিল? যাই হোক, বাসি জন্মদিনের শুভেচ্ছা! লেখা পড়ে মানুষের মনের কোমল দিকটা নিয়ে আরও একটু চিন্তার খোরাক পেলাম। সুন্দর হয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৬

ওমেরা বলেছেন: কেমন আছেন ভাইয়া? আসলে আমাদের পরিবারে কখনো জন্মদিন নিয়ে সে ভাবে আলোচনা করা হয় না তাই খেয়ালও থাকে না। একটা মজার ঘটনা বলি আপনাকে, আমার ভাইয়ার বড় ছেলে বয়স প্রায় ১৫, তার জন্মদিন সকালে আমার ভাবীকে এসে বলছে, মাম্মা আমার জন্মদিনের গিফ্ট দাও। তখন তার মা বলে, কবে তোমার জন্মদিন ? তখন ছেলে আশ্চার্য হয়ে, মাম্মা!! তুমি আমার জন্মদিনও ভুলে গিয়েছ !! লাগবে না তোমার গিফ্ট। বুঝেছেন তো এবার ভাইয়া ।

অনেক ধন্যবাদ ভাইয়া।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: কি সুন্দর মন ভালো করা গল্প !!
জন্মদিনের শুভ কামনা আগ্রিম ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

ওমেরা বলেছেন: ওরে আমার আপুনির এত সুন্দর কথায় আমার মনও আনন্দে ভরে গেল । অনেক অনেক ধন্যবাদ আপুনি ।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১২

শুভ_ঢাকা বলেছেন: হেই ওমেরা, এ বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ।

ভাল লাগলো আপনার প্রবাস জীবনের দুইটি সম্পূর্ণ বিপরীতধর্মী অভিজ্ঞতা পড়ে। শুভেচ্ছা রইলো।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

ওমেরা বলেছেন: Thank you very much ভাইয়া। আর কত্ত ঘটনা যে আমার ছোট্ট জীবনে আছে ভাইয়া তাতো জানেন না । আস্তে আস্তে সব বলব ভাইয়া । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

শায়মা বলেছেন: আমি তো ভেবেছিলাম আজকেই তোমার জন্মদিন!!!!!!!!!

যাইহোক জন্মদিনের স্মৃতিতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম!!!!!!:)

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

ওমেরা বলেছেন: আপু দাওয়াত তো আজকেই পেয়েছেন তাই এটা ভাবাই তে ঠিক । তা আপু দাওয়াতে যান নাই কেন !!! হি হি হি হি হি হি হি হি ।
আপু অনেক অনেক আনন্দিত হয়েছি জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য । অনেক অনেক খুশী হয়েছি কমেন্টের জন্য।
আপু আপনাকে আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপু ।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

কালীদাস বলেছেন: আচ্ছা! লেট হ্যাপি বার্থডে !:#P

ব্লগে আগে ব্লগারদের বার্থডের দিন বেলুন ওড়াত উইশ করে অটোমেটিকালি। এখন আর দেখায় না :(

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০১

ওমেরা বলেছেন: Thank you very much ভাইয়া । সবাই শুধু খালি হাতে শুভেচ্ছা দিল কেউ একটা গিফ্ট দিল না !!

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৫

শামচুল হক বলেছেন: বিচিত্র এই দুনিয়া, তার চেয়েও বিচিত্র দুনিয়ার মানুষ। প্রকৃতির স্বভাবটাই বিচিত্র

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৪

ওমেরা বলেছেন: জী ভাইয়া ঠিকই বলেছেন । অনেক ধন্যবাদ ভাইয়া।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৩

উম্মে সায়মা বলেছেন: বিলেটেড হ্যাপি বার্থডে আপু :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৩

ওমেরা বলেছেন: Thank you very much আপু।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৬

মলাসইলমুইনা বলেছেন: ওমেরা বার্থ ডে তো ভালোই সেলিব্রেট হচ্ছে মনে হয় | আমার তিন লেডি উইথ দা ল্যাম্পস-ই তো আছেন দেখি উদযাপনে | সাধে কি আর মোমবাতি মন বলি এদের | এবারের বিলিটেড বার্থডে ডে -র সাথে অগ্রিম বার্থডে-র শুভেচ্ছাও ! আমরা যা আগামী বছর যা ভাববো প্রিয় মনিরা সুলতানা সেটা এখনই ভেবেছেন ! সবাইকে শুভেচ্ছা |আবারো সুন্দর লেখার শুভেচ্ছা |

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

ওমেরা বলেছেন: আরে ভাপু আমি যেমন- তেমনই হই , বোনটি কার তা দেখতে হবে না ।আমার ভাপু যেখানে সবাই সেখানে । অনেক অনেক ধন্যবাদ ভাপু ।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

নীল-দর্পণ বলেছেন: সবাই যখন বিলেটেড বার্থ ডে উইশ করে ফেলেছে আমি তখন ভাবলাম অগ্রিম উইশ করি। কিন্তু নাহ আমার বন্ধু ও সেটা করে ফেলেছেন ! আমিই লেট ! :(

কোন অকেশনে না আমার তরফ থেকে রইল সব সময়ের জন্যে শুভেচ্ছে। :)

পোস্টটা পড়তে পড়তে মনে হচ্ছিল খুব কোমল এক ভালবাসার চাদরে মোড়ানো! খুব ভাল লেগেছে।

অনেক অনেক শুভেচ্ছো জানাচ্ছি আপুনি আপনার জন্যে এবং সেই মমতাময়ী মায়ের জন্যে। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪১

ওমেরা বলেছেন: আমার আপুমনির টাই সব চেয়ে সুন্দর লাগল , সবসময়ের জন্য শুভেচ্ছা । আপুমনি আপনার জন্য আমার পক্ষথেকেও সবসময়ের জন্য রইল শুভেচ্ছা।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি বার্থডে। পোস্টে ভাল লাগা ।++

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

ওমেরা বলেছেন: Thanks ভাইয়া।

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩০

কাতিআশা বলেছেন: Happy Birthday Omera!...

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৭

ওমেরা বলেছেন: Thank you very much । কাতিআশা মানে কি ?

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগাপ্লুত হওয়ার মতো ঘটনা! এমন ভালোবাসা পাওয়ার যোগ্যতা সংসারে ক'জন রাখে?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

ওমেরা বলেছেন: জী ভাইয়া ঠিকই বলেছেন , আমি একটু বোকা সোকা টাইপের মেয়ে তো তাই সবাই আমাকে ভালবাসে আমার গালিও দেয। অনেক ধন্যবাদ ভাইয়া ।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০

কাতিআশা বলেছেন: ওমেরা, এটি একটা রাশান নাম....আমার খুব প্রিয়!

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

ওমেরা বলেছেন: কাতিআশা নামটা তো আমারও পছন্দ লাগল। আচ্ছা এটা কি ছেলেদের নাম নাকি মেয়েদের নাম ।

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪

অলিউর রহমান খান বলেছেন: খুব সুন্দর++++

২৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

মাআইপা বলেছেন: জন্মদিন নিয়ে লেখাটা অদ্ভুত সুন্দর হয়েছে।
আমার মনে হয় যতজন এই লেখাটা পড়েছে সবাই মনিকাকে মা-এর আসনে রেখে শ্রদ্ধা জানিয়েছেন।
খুব ভাল হয়েছে।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

ওমেরা বলেছেন: আচ্ছা মাআইপা আমার এ লিখা গুলো তে আপনি তখন কেন কমেন্ট করেন নাই ?কোন কারনে কি আমার উপর রাগ করেছিলেন ?

২৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১

মাআইপা বলেছেন: না না বিষয়টা এমন না।
এর আগে আপনাকে বলেছিলাম যাদের লেখা ভাল লাগছে সেগুলো নোট করে রাখছি। আপনার ব্লগের শুরু থেকে (কবিতা বাদ দিয়ে) পড়া শুরু করে অন্য ব্লগে কিছুদিন পড়েছি। আজ আপনার ব্লগ শেষ করবো, আর অল্প কয়েকটা আছে।

২৯| ২৮ শে মে, ২০২১ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: বিচিত্র মানুষের সমাহার নিয়েই আমাদের এ পৃথিবী!
গল্পটা ভাল লেগেছে। একজন অত্যন্ত মমতাময়ী মা এবং সজ্জন ব্যক্তি মনিকার জন্য দোয়া রইলো।
মন্তব্যের শুরুতেই আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর মন্তব্যটা দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল! আমরা কখন কে কোথায় থাকবো, কে জানে! আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাঁকে জান্নাত নসীব করুন!
অনেকদিন পরে আপনার এ পোস্টে এসে দশম ভাললাগাটি রখে গেলাম। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.