নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

❤️ এসো হাতে হাত রাখি ❤️

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১


এসো হাতে রাখি হাত

[

অর্কিড,টিউলিপ নয়, গোলাপ,শিউলীও নয়।
তোমার কাছে চেয়েছিলাম একমুঠো ঘাঁসফুল।
ইউরোপ, আমেরিকা নয়,মালয়শিয়া , সিংগাপুরও নয়।
তোমার হাত ধরে যেতে চেয়েছিলাম সবুজ শ্যামল কোন গাঁয়।
সেই গায়ের কুল ঘেসে বয়ে যায় ছোট নদী,
তার পাশে সবুজ ঘাসের মাদুর বিছানো ছোট এক মাঠ ।
সেখানেই শুরু হবে আমাদের নতুন জীবন !
তোমার কাছে আমার এটুকু চাওয়া কি খুব বেশী ছিল ?

তোমার অপেক্ষার পথপানে চেয়ে আমার চোখ দুটো ঝাপসা হয়ে এল তবু।
তুমি এলে না, এলে না।



একমুটো নয় এক আজলা ঘাসফুল নিয়ে এসেছিলাম তোমার দুয়ারে,
তোমার ঘরে, ম্যাগনোলিয়া, কাল্লা লিলি, প্লামেরিয়া ,রজনীগন্ধার
এত সমারোহ দেখে আর সামনে আগানোর স্পর্ধাকরিনি।
তোমায় আমি নিয়ে যেতে চেয়েছিলাম তোমার সেই স্বপ্নের গ্রামে,
কিন্ত তোমার চার পাশে, আমেরিকা,কানাডা,বিলেত ফেরতদের মাঝে নিজেকে
বরই বেমানান মনে হল,
নিজের অসহায়ত্ব মেনে নিয়ে তাই নিরবেই চলে এলাম ।



তুমি বড্ড বোকা আর ভীরু!
তুমি জান না ,লজ্জা, ভয়, হীনমন্যতা ভালবাসায় থাকতে নেই।
এই তিন বাধাঁর প্রাচীর ভেংগে সাহস নিয়ে এগিয়ে এস, এসো হাতে হাত রাখি।

মন্তব্য ৮৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

মলাসইলমুইনা বলেছেন: ওমেরা : খুবই ভালো লাগলো কবিতা | কবিতার বিষন্নতা আমাকেও মনে হয় আচ্ছন্ন করলো অনেকটা | সুন্দর |খুবই সুন্দর হয়েছে সারা কবিতায় নানান মেটাফরের ব্যবহার | মেটাফরগুলো কবিতার সৌন্দর্য বাড়িয়েছে অনেক |পড়েও তাই অনেক ভালো লাগলো | বিষন্ন সুন্দর হলো তাই আপনার কবিতা |

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

ওমেরা বলেছেন: ভাপু আমি তো ভ্যালেনটাইন্স ডেতে সব প্রেমিক পুরুষদের সাহসী হবার জন্য আহবান করলাম । আর আপনি দেখলেন বিষন্নতা !!
কি আর করা যাবে আমি তো আর কবি না, আমার কবিতা কেউ বুঝে না ।

প্রথম কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ ভাপু

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

পার্থ তালুকদার বলেছেন: এসো হাতে হাত রাখি- কবিতার নামটাই ভাল লেগেছে !!

শুভকামনা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

ওমেরা বলেছেন: কিছু একটা তো ভাল লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভালোবাসার কথা বলেছেন আপু, বড়ই মুগ্ধকর কথামালা।

ভালোবাসায় ডর ভয় লজ্জা রাখতে নেই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

ওমেরা বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগল ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া । আল্লাহ আপনাকে ভাল রাখুন ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বসন্তদিনে রঙিন ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন

শুভকামনা সবসময়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

ওমেরা বলেছেন: আপনাকেও সেইম দিনের সেইম শুভেচ্ছা ভাইয়া ।আরও একবার ধন্যবাদ ভাইয়া।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

তারেক_মাহমুদ বলেছেন: ছবি এবং কবিতা দুটোই সুন্দর। বাসন্তী ভালবাসা দিবসের শুভেচ্ছা আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

ওমেরা বলেছেন: আপনাকেও সেইম শুভেচ্ছা ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া ভাললাগা প্রকাশ ও কমেন্টের জন্য।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: সব বাধা পেরিয়ে ভালোবাসা এগিয়ে চলুক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

ওমেরা বলেছেন: সোহেল ভাইয়া অনেক ধন্যবাদ ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

সাহসী সন্তান বলেছেন: এভাবে ডাকলে যে কেউই হাত ধরতে চাইবে। ক্যান্ডিটেড বেশি হয়ে গেলে পরে কিন্তু ফিরাইতে সমস্যা হইবেক... ;)

এনিওয়ে, কবিতা ভাল হইছে। তবে কবিতার মাঝে মাঝে ছবি দিলে দেখতে কেমন জানি বেমানান লাগে।

কবিতায় ভাললাগা! শুভ কামনা জানবেন!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

ওমেরা বলেছেন: কি সমস্য!! আমি তো একটার বেশী হাত ধরতে পারব না । তাহলে ক্যান্ডিটেড বেশী যদি হয়েই যায় তাহলে যুদ্ধ হবে তাদের মাঝে আমি শুধ মজা দেখব কে জয়ী হয় শেষে না হয় তার হাতটাই ধরব।

এনিওয়ে, আমার কিন্ত হাতই নেই।

ওকে আবার কবিতা লিখলে আপনার কথা খেয়াল রাখব।
বাসন্তি দিনের শুভেচ্ছা ও ধন্যবাদ ভাইয়া।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

জুন বলেছেন: হায় ওমেরা আপনি হাত বাড়িয়ে দিলেই যে সে একই আবেগে আপনার হাত ধরবে তার কি নিশ্চয়তা ! এখন সব ক্ষেত্রেই এমনকি ভালোবাসার ক্ষেত্রেও ভীষন হিসাব নিকাশের কারবার । লাভ না থাকলে আপনার পেছনেই অন্য কোথাও হাত বাড়িয়ে বসে থাকবে। আর আপনার ঘাসফুল আর গাঁয়ে ফিরে যাবার প্রস্তাবতো এক কথাতেই বাতিল হয়ে যাবে । তার চেয়ে অর্কিড টিউলিপ আর আমেরিকা কানাডা আর লন্ডনবাসীদেরই কদর বেশি ;)
তবে কবিতাটি অনেক ভালোলাগলো যা ব্লগার মলাসইলমুনা আগেই বলেছেন ।
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

ওমেরা বলেছেন: আপু আপনি তো আমাকে খুব হতাশ করলেন । এমন কেউই কি নেই যে আমাকে নদীর পারে ঘাস ফুলের মাঠ থেকে এক মুটো ঘাস ফুল আমার হাত শক্ত করে ধরবে ।

অনেক ধন্যবাদ আপু ও বাসন্তী দিনের শুভেচ্ছা ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা : কই সবাই আপনার কবিতা বোঝে না ? সবাইতো দেখি কবিতার বসন্ত দিনের রং ঠিকই দেখতে পাচ্ছে ! আমিই মনে হয় অডবলের মত বুঝিনি | প্রিয় ব্লগার জুনের মন্তব্যের সাথে আমার মন্তব্যের খানিটা মিল খুঁজে পাওয়া যাবে মনে হয় বিষন্নতা কে যদি একটু ব্রাডলি ইন্টারপ্রেট করা যায় | তাতেই আপাতত খানিকটা শান্তি পাচ্ছি |যাহোক আবারো বলছি খুব ভালো লেগেছে কবিতা পরে | বসন্ত মেলার কোনো কোলাহলে নয়, কোনো নির্জনে একা বসে আপনার এই কবিতাটা আমি অনেকবার পড়তে চাইবো | ধন্যবাদ নেবেন | বসন্তের শুভেচ্ছা বলবো ? থাক, অন্যরাতো বলেইছে | আমি না হয় নাই বললাম | আমি না বললেওতো আজ বসন্ত ! ভালো থাকবেন |

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

ওমেরা বলেছেন: ভাপু এত পন্ডিত পূর্ণ কমেন্টের জবাব আমি দিতে পারি না, তবে কবিতা অনেকবার না অনেক শতবার পড়তে চাইলেও আমার আপত্তি নেই । ধন্যবাদ ভাপু।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

সাহসী সন্তান বলেছেন: আপনার ইন্টেনশান তো ভাল ঠেকতেছে না? তারপরেও একটা কাজ করতে পারেন। সয়ম্বর সভা আহ্বান কইরা ক্যান্ডিটেড গো মধ্যে মল্লযুদ্ধ লাগাইয়া দেন। যে জিতবে মনে করবেন সব বাঁধার প্রাচীর ভাইঙ্গা সে আপনার হাত ধরার জন্য পূর্ণ যোগ্যতা অর্জন কইরা ফেলাইছে... ;)

ইয়ে আপডেট জানাইয়েন। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো! =p~

এনিওয়ে, আমার কিন্ত হাতই নেই।

- পুরো ব্যাপারটা মাথার উপ্রে দিয়া গেল। হাত না থাকলে কি-বোর্ড চাপতেছেন কি দিয়া? B:-)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

ওমেরা বলেছেন: আমার কি ঠেকা পড়ছে নাকি কারো সাথে কারো যুদ্ধ বাধানোর ! আপনি তো বল্লেন ক্যান্ডিডেট বেশীর কথা তাই বল্লাম !

এনিওয়ের মানে আপনার মত জ্ঞানি ব্যক্তি বুঝে নাই এটা আমি মানি না ।

আবারও ধন্যবাদ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নির্দোষ কিছু চাওয়ার কাব্যিক প্রকাশ।
আফসোস , এখনকার প্রেমিক প্রেমিকারা হাতে হাত রাখার আগেই ঠোঁটে ঠোঁট লাগাতে চায়!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

ওমেরা বলেছেন: আরে ভাইয়া কি বলেন ! হা হা হা —- তাইতো বলি দেশে এত রোগ-ব্যাধী ছড়াচ্ছে কেন!! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

ওমেরা বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

করুণাধারা বলেছেন: কবিতা চমৎকার হয়েছে- সাথের ছবিগুলোও একেবারে মানানসই। অবশ্য ঘাসফুলের ছবিটা দেখেই আমার আহমেদ জী এস এর পোস্টের কথা মনে পড়েছিল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

ওমেরা বলেছেন: জী আপু, জি এস ভাইয়ার ঘাসফুলের ছবি ব্লগ দেখে মুগ্ধ হয়েই আমি এই কবিতাটা লিখেছিলাম নানাবিধ কারনে তখন পোষ্ট দেয়া হয় নাই এখন শুধু শেষের তিন লাইন পরিবর্তন করে পোষ্ট দিয়েছি ।

অনেক ধন্যবাদ আপু ও ফাল্গুনের শুভেচ্ছা ।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসা দিবসের কবিতা ভালই লিখেছেন। যার জন্য লেখা সে বোকা আর ভীরু জেনে খারাপ লাগল। লজ্জা, ভয় আর হীনম্মন্যতা ঝেড়ে ফেলে আপনার ডাকে অতিসত্বর সাড়া দিক এই কামনাই করি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ওমেরা বলেছেন: কেমন আছেন সম্রাট ভাইয়া , আজকাল মনে হয় খুব ব্যাস্ত থাকেন আপনাকে দেখাই যায় না । অনেক ধন্যবাদ এ ফাল্গুনের শুভেচ্ছা নিবেন ভাইয়া ।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

মনিরা সুলতানা বলেছেন: "হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও ,রেখো "

কী চমৎকার সহজ সুন্দর চাওয়া ;একদম সকল কাঁটা ধন্য করে স্পর্ধায় ফুটে উঠা ঘাস ফুলের মতই সুন্দর ।

অনেক অনেক ভালোলাগা ওমেরা ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

ওমেরা বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপুনি ।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:




এসো হাত হাত রেখে ফাল্গুন মাখি হৃদয়ে, বসন্তে এমন চাওয়াই তো পাখা মেলে !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

ওমেরা বলেছেন: সুন্দর একটা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

ভাইরাস-69 বলেছেন: ভালবাসার সত্য কী?

একটা গল্প বলি-
একবার একটি মেয়ে, এক পন্ডিতের কাছে গেল। তখন তাকে জিজ্ঞাসা করল, সত্যিকারের ভালবাসা সবাই পায় না কেন? তখন পন্ডিত মশাই বলল। যাও একটি বাগান থেকে সবচেয় সুন্দর একটি গোলাপ ফুল নিয়ে আসো। তখন মেয়েটি বাগানের দিকে গেল, একটি ফুল পেল। তখন সে ভাবতে লাগলো, এর চেয়ে সুন্দর একটি ফুল হয়তো সামনে পাবো। কিন্তুু সামনে গিয়ে আর সে কোন ফুল দেখতে পেল না। তখন সে আবার সে সুন্দর ফুলের কাছে ফিরে আসল, কিন্তু সে ফুল ততক্ষণে অন্য কেউ নিয়ে গেছে।

এটি হল ভালবাসা সত্যি যা সামনে থাকে তাকে আমরা মূল্য দেই না। যখন ফিরে আসি,তখন সেটাও আর পাই না। এটাই হল কারণ, যার জন্য সত্যিকারের ভালবাসা সবাই পায় না।

কবিতা ভাল লিখেছেন। ভালবাসা রুপকথা গল্প নয়, আপনার জীবনেও সত্যিকারের ভালবাসার কেউ একজন আসুক। শুভ কামনা রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ওমেরা বলেছেন: আপনি মনে হয় এই প্রথম আমার ব্লগে আসলেন, সুন্দর একটা কমেন্ট করলেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ !

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: এসো হাতে হাত রাখি,
চোখে চোখ রাখি,
হৃদয় হোক একাকার।
ফাগুনের বিকালে,
প্রেম দিবসে, হোক কলরব!
তুমি আমি আপনার।
ধন্যবাদ,সালাম নেবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ওমেরা বলেছেন: আপনার কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

ওমেরা বলেছেন: ধন্যবাদ।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: বাহ, অনেক উপমার সমারোহের কবিতা !!! ভালো লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০

ওমেরা বলেছেন: আমি অনেক খুশী হয়েছি আপনি পর পর আমার দুইটা লিখা ভাল হয়েছে , ভাল লাগাছে বলেছেন । অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন সম্রাট ভাইয়া , আজকাল মনে হয় খুব ব্যাস্ত থাকেন আপনাকে দেখাই যায় না । অনেক ধন্যবাদ এ ফাল্গুনের শুভেচ্ছা নিবেন ভাইয়া ।

একটু অনিয়মিত। কেন, আপনি হয়ত তা আন্দাজ করতে পারেন। বোকামির জন্য নিজেকে মনে মনে গাল দিয়েছি। এখন তাই একটু দূরে থাকার চেষ্টা করছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

ওমেরা বলেছেন: ভাইয়া ওসব মনে রাখতে নেই!! আশা করব এখন থেকে নিয়মিত হবেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই দেখ দেখি ওমেরা বুবু দেখি আহব্বান করেছে এই ভালোবাসা দিবসে। আমার চোখেই পড়ে নাই। দিবস চলে গেলে ভালোবাসা চলে যায় বুঝি? তাইলে কবিতা যা জন্যে সে সারা জনমের হউক। প্রত্যাশা কি একটু দীর্ঘ হয়ে গেলো বুবু?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২২

ওমেরা বলেছেন: আরে ভাইয়া তা হবে কেন আপনার প্রত্যাশা তো আমার ভাল লেগেছে যে হবে সে সারাজনমের জন্যই হবে।অনেক ধন্যবাদ ভাইয়া।

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

কাতিআশা বলেছেন: খুব ভালো হয়েছে আপনার কবিতাটি ওমেরা..ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

তারেক ফাহিম বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর আহবান জানিয়েছেন কবিতার ভাষায়।

পাঠে মুগ্ধতা, দিবসটির শুভেচ্ছা জানতে ভুলবেন না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

ওমেরা বলেছেন: পাঠ ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: এক মুঠো ঘাসফুল চাওয়া মোটেই বেশি কিছু নয়, চমৎকার কবিতা। ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

ওমেরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: রাখলাম। ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

ওমেরা বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার আবেদন ভাল লাগার মতন। আবেগী কবিতা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮

তপোবণ বলেছেন: সত্যিই আবেগী কবিতা। আবেগ না হলে কি আর কবিতা লেখা যায়। শুভকামনা রইলো সুন্দর ভাবে বাঁচার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

ওমেরা বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লাগলো কবিতা ও ছবি।
জানি না আপু আপনাদের মত লিখতে পারবো কবে থেকে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০

ওমেরা বলেছেন: আপনার একটা গল্প পড়ে আসলাম ভাইয়া, আপনি আমার চেয়ে অনেক ভাল লিখেন।আরো বেশী বেশী লিখুন । ধন্যবাদ ভাইয়া।

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন করে বলোনাগো তুমি ---- গানটাই মনে পড়ল কবিতাটা পড়ে ;) হা হা হা

ভাল লাগল কবিতা। বাসন্তি আর ভ্যালেন্টাইন শুভচ্ছা একসাথে

+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১১

ওমেরা বলেছেন: না না বলব না আর যতই কর না অনুরোধ—————- অনেক ধন্যবাদ ও বাসন্তি ও ভালবাসা দিবসের শুভেচ্ছা আপনাকেও ।

৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সজিব। বলেছেন: খুবই ভালো লেগেছে। এভাবে আমারো লিখতে ইচ্ছে করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

ওমেরা বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হয়। আমি ভাল লিখি না ব্লগে অনেক ভাল ভাল লেখক আছেন তাদের লিখা পড়েন ও নিজে লিখার চেষ্টা করেন নিশ্চয় পারবেন ।অনেক ধন্যবাদ ভাইয়া।

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৭

পান্হপাদপ বলেছেন: সুন্দর লেখা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

ওমেরা বলেছেন: আপনাকে আমি আজকেই প্রথম দেখলাম।অনেক ধন্যবাদ আপনাকে।

৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

শুভ_ঢাকা বলেছেন: ওমেরা,

কবিতা বেশ ভাল হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫

ওমেরা বলেছেন: শুভ ভাইয়া এত ছোট্ট করে একটা কমেন্ট করলেন !! যাক তবুও তো করেছেন তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

শুভ_ঢাকা বলেছেন: আমি কবিতা পড়ি না বললেই চলে। যেহেতু বোনের লেখা, তাই পড়লাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৬

ওমেরা বলেছেন: Thank you very much শুভ ভাইয়া .

৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৪

জাহিদ অনিক বলেছেন:

কবিতাটি কেন যেন ভালো লাগলো ওমেরা !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯

ওমেরা বলেছেন: জাহিদ অনিক,

চিন্তা করে বের করেন।তবা ভাল লাগার জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ।


৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: আমরা ছেলেরাও অনেক কিছু আশা করে থাকি। হোক সেটা ছোট কিংবা বড়। আমাদেরও মন আছে। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪

ওমেরা বলেছেন: নীল বৃষ্টি(রিপন),

জী আশা তো করবেনই , আশা না থাকলে তো মানুষ বাচঁতে পারে না। ধন্যবাদ কমেন্টের জন্য,.

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৪

উম্মে সায়মা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আপু :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৬

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপু।

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৪

সৈয়দ ইসলাম বলেছেন:


তুমি বড্ড........
...........হাত রাখি।
এই কথাটা আমার বয়স্ক উনাকে বুঝাতে পারি না।

চমৎকার হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৭

ওমেরা বলেছেন: আপনার বয়স্ক উনি আর কিছুদিন পর বুঝবে নিশ্চয় , এই সময় একটা নির্ভরতার হাত খুব জরুরী । ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।

৪০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

ওমেরা বলেছেন: ধন্যবাদ।

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

বর্ষন হোমস বলেছেন:
পড়লাম পুরোটা।

অসাধারণ!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

ওমেরা বলেছেন: আপনার কমেন্ট পরে খুব হাসি পেল, কবিতা তাও খুব বড় না এটা পড়েও যদি কেউ বলে পুরোটা পড়লাম !!
!!!
ধন্যবাদ কষ্ট করে পুরোটা পড়ার জন্য ।

৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

বর্ষন হোমস বলেছেন:
আসলেও হাসির কমেন্ট করে ফেলছি! :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

ওমেরা বলেছেন: আমার ঘুব হাসি পেয়েছিল, হেসেও ছিলাম । আরেকবার ধন্যবাদ নিবেন ভাইয়া ।

৪৩| ৩০ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: পথপানে চেয়ে থাকা দুটো চোখের সাথে সূর্যমুখী ফুল দুটোর ছবি বেশ চমৎকার মানিয়েছে।
কবিতায় ১৪তম প্লাস। + +

৪৪| ৩০ শে জুলাই, ২০২২ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন, মনিরা সুলতানা, ভাইরাস-69 প্রমুখের মন্তব্যগুলো ভালো লেগেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.