নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলতে ভয় লাগে

অন্ধকারে কালো

এখানে কিছু লেখার ইচ্ছা নাই

অন্ধকারে কালো › বিস্তারিত পোস্টঃ

দুই-তিনটি গাছের একটি বাগান

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

আমার মেসের ছোট্ট ব্যালকনিতে খুবই ছোট্ট একটি বাগান। তারই ছবিগুলো শেয়ার করলাম। “বাগান” নাম দেখে অনেকেই ভুঁরু কুচকাতে পারেন। “কিন্তু নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা” – এই পংক্তিতেই আমি আত্মতুষ্ট





































১০



১১





কিছু কিছু গাছকে শিফ্‌টিং সিডিউল এর আওতায় আমার ঘরেও ডিউটি করতে হয়।



১২



১৩



১৪





সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০২

সুমন কর বলেছেন: সুন্দর ।
গোলাপী ফুল গাছটি পছন্দ হয়েছে। খুঁজতে হবে।

অামার বারান্দায় প্রায় ২৫টি মতো গাছ অাছে। গাছ খুব ভাল লাগে।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১২

অন্ধকারে কালো বলেছেন: গোলাপী ফুল গাছটি খুবই কমন গাছ। একটু খুজলেই আশা করি পেয়ে যাবেন। আর একবার লাগালে সাধারনত এই গাছ মরে না।

২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

সাফকাত আজিজ বলেছেন: আপনার নিজ বাগান খাস....।

৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৬

বালক বন্ধু বলেছেন: খুবই চমৎকার কাজ করেছেন। এটাই অনেক কিছু। আমাদের জীবন থেকে যে ভাবে সবুজ হারিয়ে যাচ্ছে তাতে করে একদিন এই ভাবেই সবুজকে বাঁচিয়ে রাখতে হবে।
চিন্তা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.