নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা নাকি একদমই কথা শুনতে চায় না,তবে নিজে প্রচুর কথা বলতে চায়।আর সেসব কথাই রক্ত হয়ে বের হত আগে কলম ফুঁড়ে।এখন নাহয় আঙুলের ডগার কুচকাওয়াজে কীবোর্ডে উঠুক মনের ধূলিঝড়,ক্ষতি কী?\n\nলেখালেখিটা তাই এখন একটা ভাইরাসের মতন হয়ে গেছে।সরল মানুষের মতন তাই মনের কথা শুনি

অভ্র তুষার

নিভৃতচারী এক বোহেমিয়ান আবেগী যুবক।

অভ্র তুষার › বিস্তারিত পোস্টঃ

ফ্লাসস্টোরিঃ \'শবভ্রম\'

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭



"উফফ!! কী বিশ্রী দুর্গন্ধ আসছে!শালা! কুকুর-শিয়াল পঁচা লাশ তুলে খায় নাকি এখান থেকে? আমার সাথেও এমন হলে তো মরেই যাব।"

-লাশকাটা ঘরের জানালা দিয়ে পাশের কবরস্থানের দিকে তাকিয়ে এসবই ভাবছিল অভ্রমিতা।আর তারপর পাশের টেবিলে পড়ে থাকা নিজের থ্যাতলানো মৃতদেহটার দিকে তাকিয়ে আপন মনেই হেসে উঠল এসব অর্থহীন চিন্তাভাবনার জন্য।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কে কখন মরে যাব জানি নাতো।তাই প্রস্তুতি থাকা উচিৎ সবার।

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

ফেরদৌসা রুহী বলেছেন: এসব অর্থহীন চিন্তা আমাকেও পেয়ে বসে মাঝেমধ্যে

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

অভ্র তুষার বলেছেন: ভাল,কিন্তু আপনি হুট করে মরে না গেলেই হয় ;)

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

জাহিদ অনিক বলেছেন: যা বুঝাতে চেয়েছেন তা বুঝেছি।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

অভ্র তুষার বলেছেন: কী বুঝলেন বলেন দেখি :)

৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

ফয়সাল রকি বলেছেন: হরর....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.