নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা চিঠি (দুর্বার ২২)

দুর্বার ২২

চিকিৎসা শাস্ত্রের অতি নগন্য একজন ছাত্র. নিজে কম ঘুমাই, রোগীর নিশ্চিন্ত ঘুমের আশায়!!!!

দুর্বার ২২ › বিস্তারিত পোস্টঃ

রেডক্লিফ লাইন

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪০

১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের পরিসমাপ্তি ঘটে. ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী যাওয়ার সময় উপমহাদেশ কে দুটি ভাগে বিভক্ত করে যায়.১৯৪৭ সালের ১৭ ই আগস্ট স্থপতি SIR CYRIL RADCLIFFE একটি লাইন এর মাধ্যমে ভারত ও পাকিস্তান কে আলাদা করেন. রেডক্লিফের নামানুসারে ওই লাইনটিকে #রেডক্লিপ লাইন বলা হয়.
বর্তমানে এই লাইনের পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) অবস্থিত .আর মাঝে ভারত.
সুতরাং এই লাইনটি একদিকে ভারত - পাকিস্তান আর অন্যদিকে ভারত - বাংলাদেশ বিভক্তকারী লাইন.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:



ব্রিটিশ বহুভাগে বিভক্ত ভারতকে এক করেছিল, যাবার সময় মাত্র ২ ভাগে ভাগ করে গেছে; এটা ভালো কাজ।
বৃটিশ রাজতন্ত্রের পতন ঘটায়ে গণতন্ত্র প্রবর্তন করেছিল, এটা ভালো কাজ।
বৃটিশ টেকনোলোজী এনেছিল, এটা ভালো কাজ।
বৃটিশ ইংরেজী শিখায়ে গেছে, এটা ভালো কাজ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:০৬

দুর্বার ২২ বলেছেন: আপনি ঠিক বলছেন. তারা শাসন করলেও অনেক ভাল কাজ করে গেছে. যখন হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে যায় তখন মনে হয় ভাগ্যিস এটা ব্রিটিশ রা করে গিয়েছিল. তা না হলে এখন যেমন সেতু করতে গেলে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয় .....রাত পার হয় না কিন্তুু সেতু আর অক্ষত অবস্থায় থাকে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.