নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা চিঠি (দুর্বার ২২)

দুর্বার ২২

চিকিৎসা শাস্ত্রের অতি নগন্য একজন ছাত্র. নিজে কম ঘুমাই, রোগীর নিশ্চিন্ত ঘুমের আশায়!!!!

দুর্বার ২২ › বিস্তারিত পোস্টঃ

Orphan অরফান

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৫

.
জন এন্ড কেট দম্পতি. ম্যাক্স ও ড্যানিয়েল দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সুখী সংসার. ম্যাক্স জন্মগত বধির. সম্প্রতি কেটের অতিরিক্ত মদ্যপানের কারনে পেটের বাচ্চা টি নষ্ট হয়ে যায়.পরে গর্ভপাত হয়ে যায়.কেট মানসিকভাবে ভেঙ্গে পড়ে. জন কেট দম্পতি সিদ্ধান্ত নেয় তারা একটি কন্যা সন্তান কে দত্তক নেয়ার সিদ্ধান্ত নেয়. তারা একটা নিকটস্থ এতিমখানায় যায়.অনেকগুলো বাচ্চার মধ্যে একটি বাচ্চা ব্যতিক্রমী. বাচ্চাটিকে জনের ভাল লাগে . দেখতে ৯ বছরের বাচ্চার মত ...জন কেট দম্পতি বাচ্চাটিকে দত্তক নেয়. তারা তাকে বাড়িতে নিয়ে আসে ..এরপর থেকে তাদের জীবন বিষন্ন হয়ে ওঠে. সে জনকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারত না.যদিও শেষ পর্যন্ত পরিবারের অন্য সদস্য রা প্রাণে বেঁচে গেলে ও জনকে প্রাণ হারাতে হয়েছিল.যদি ও সে দেখতে ৯ বছরের কন্যার মত ....আসলে সে ছিল ৩৩ বছরের মহিলা ....তার জন্মগত একটি রোগ ছিল যার নাম "Dwarfish " বা বামনত্ব ....পিটুইটারি গ্রন্থির কার্যক্রম কমে গেলে গ্রোথ হরমোন নিঃসরণ কমে যায়..ফলে মানুষের বৃদ্ধি স্হগিত হয়ে যায়.বয়স বাড়তে থাকে কিন্তুু দৈহিক বৃদ্ধি ঘটে না...চেহারা সেই বাচ্চাদের মত থাকে ..আর এই সুযোগটা নিয়েছিল ঐ ৩৩ বছরের মহিলা..আসলে সে ছিল মানসিক বিকারগ্রস্ত একজন খুনী ..........


এরকম ই একটি কাহিনী নিয়ে তৈরী অসাধারণ একটা মুভি "Orphan "
আসলে কি হয়েছিল জানতে চাইলে মুভিটা দেখতে পারেন ....
আর ভাল কোন মুভি জানা থাকলে কমেন্টে সাজেস্ট করেন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৫

হাইজেনবার্গ ০৬ বলেছেন: কঠিন ছবি। এক্টা পুরান ছবি দেখেন ' লিজেন্ড অব ফল'। পঁচা লাগলে আইয়া কইয়া যাইয়েন।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৪

দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ ......

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

দুর্বার ২২ বলেছেন: :P

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৯

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হুম, এই মুভির সাইকো থিম, সাসপেন্স ভালোই ছিলো। দম বন্ধ করে একটানা দেখে শেষ করার মত। "দ্যা কল" মুভিটাও দেখতে পারেন। :)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

দুর্বার ২২ বলেছেন: অকে .... ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.