নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আবোলতাবোল চিন্তাগুলো সাজিয়ে গল্পে পরিনত করতে চাই। কখোনও গল্প হয়। আবার কখোনও হয় না। ভাল লিখতে জানি না।তবুও লিখি। কারন এটা শখ হয়ে গেছে। আরর এই শখ জেকে বসেছে।

পাবনার তাঁরছেড়া বালক

মনের আবোলতাবোল চিন্তাগুলো সাজিয়ে গল্পে পরিনত করতে চাই। কখোনও গল্প হয়। আবার কখোনও হয় না। ভাল লিখতে জানি না।তবুও লিখি। কারন এটা শখ হয়ে গেছে। আরর এই শখ জেকে বসেছে।

পাবনার তাঁরছেড়া বালক › বিস্তারিত পোস্টঃ

ওয়াদা

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২০

বিছানায় শুয়ে আছি। তবুও ঘুম নামের জিনিসটার সাথে দেখা নেই। ঘুম আজ আমার থেকে দুরে চলে গেছে। ঘুমের রাজ্যে নিজেকে নিয়ে যেতে চেয়েও পারছি না।

ফোনটা কেপে উঠলো। বুঝলাম কেউ হয়তো ফোনে কল করেছে। তাই ফোনটা হাতে নিয়ে দেখার চেষ্টা করলাম কে? নামটা দেখে ফোন ধরলাম না।ফোন পাশে রেখে দিলাম।

কয়েকবার ফেলে রাখার পরে ফোন ধরলাম। ওপাশ থেকে সিনথিয়া বলল
-হ্যালো।
-......
-ওহে বালক।
-..........
-তুমি আমার সাথে কথা বলবে না? আচ্ছা আমি ফোন রেখে দিচ্ছি।
-কথা বলবো।
-যাক। অবশেষে তাহলে বালকের কথা শুনলাম।
-না শোনার কি আছে?
-আমি জানি তুমি আমার উপরে রাগ করেছ।তখন আমার এইরকম করা ঠিক হয় নাই।
-ঠিক আছে।
-বললাম তো সরি।
-ঠিক আছে।
-ক্ষমা করেছ আমায়?
-যাকে ভালবাসা তাকে সবসময় ক্ষমা করা যায়।
-তাহলে ওই কথাটা বলো।
-কোন কথা?
-যেই কথাটা শুনলে আমি সবচেয়ে খুশি হই।
-ভালবাসি ভালবাসি। বড় বেশি ভালবাসি।
-আস্তে না জোড়ে বলো।
-বাবা মা শুনতে পাবে।আর শুনলে সমস্যা আছে।
-তাতে কি? বাবা মা জানবে তাদের ছেলে তাদের হবু বউমাকে বলছে।
-পরে বলবো।
-আচ্ছা। তুমি কি করছিলে?
-ঘুমিয়ে ছিলাম।
-সত্যি বলো।
-ঘুমিয়ে ছিলাম।
-আমি জানি তুমি ঘুমাচ্ছিলে না।আমার উপরে রাগ হলে তুমি ঘুমাও না।এখন তুমি ঘুমাবে।
-দেরি আছে।
-দেরি আছে মানে তুমি সিগারেট খাবে। এই তুমি সিগারেট না খেয়েই ঘুমিয়ে পরবে নাহলে তোমার সাথে কথা নেই।
-আচ্ছা।
-সত্যি?
-হ্যা। প্রমিস। লাভ ইউ।
-তোমাকেও।

ঘুমের রাজ্যে এখন আমাকে ডাকছে। কারন নির্ঘুমের কারন শেষ হয়ে গেছে। ইচ্ছা ছিল ধোয়ার সাথে কিছু সময় কাটাবো। কিন্তু নিকোটিন আর পোড়ানো হল না।কারন আমি কারো কাছে ওয়াদাবদ্ধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.