নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস ও বর্তমানে মহিলাদের পর্দা

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০০

করোনা ভাইরাসের আতংকে দেশের সর্বত্রই প্রায় লক ডাউন বলা চলে।  মহিলা তো দুরের কথা,  পুরুষেরা ও ঘর থেকে বের হয়না। প্রত্যেকেই নিজের থেকেই কোয়ারেন্টাইনে আছে। রাস্তা ঘাটে ২/১ জন পুরুষ দেখা গেলেও ১ টা মহিলার (মেয়েদের)  দেখাও আর এখন মিলবেনা।

হে বোন, গতকাল ও যে তুমি দেহের দুই-তৃতীয়াংশ বের করে রাস্তা দিয়ে হেটেছো। সেই আজ তুমি ঘরের মধ্যে ও পুরো শরীরকে আবৃত করে রেখেছো। একবার ভেবে দেখ যে, তোমার পাশে থাকা পর্দানশীন মেয়েটা আগে থেকেই আল্লাহর হুকুমকে মানার জন্য আইসোলিউসিন (পর্দা) এ ছিল। কিন্তু তখন তুমি মুল্য বুঝোনি। আজকে সামান্য দুনিয়ার আতংকে আতংকিত হয়ে তুমিও কোয়ারেন্টাইনে আছো। কিন্তু পরকালের ভয় তোমার কাছে কি দুনিয়ার চেয়েও কম হয়ে গেল?
হে বোন, তুমি মনে রেখ যে, পর্দা যেমন মেয়েদের সম্মানিত করে তেমনিই  হেফাজত ও করে। তারেই প্রমানসাপেক্ষে বিচারের জন্য একটু ভাবলেই দেখা যায় যে, যে মেয়েটা আগে থেকেই নামাজ পড়তো,  তার দৈনিক কমপক্ষে ৫ বার হাত ধোঁয়া হয়ে যেত। নতুন করে হাত ধোয়ার প্রয়োজন হয়নি। সে আগে থেকেই ঘরের মধ্যে পর্দা করে ছিল। মাস্ক পরে কোয়ারেন্টাইনে থাকার নতুন করে প্রয়োজন হয়নি।

বিঃদ্রঃ হে বোন,  একদিন ঠিকই বুঝবে। কিন্তু সেদিন হয়তো নিজেকে সংশোধন করে নেয়ার সুযোগ থাকবেনা। তাই আজকের এ-ই মহামারির এই পরিস্থিতি থেকেই শিক্ষা গ্রহণ করাই হবে বুদ্ধির কাজ। আল্লাহ বান্দার ভালো চায় বলেই, প্রত্যেকটা প্রতিকূলতার মধ্যেই কল্যানের বীজ লুকিয়ে রাখে।

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৬

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, ভাইরাস পর্দা করা মহিলাদের ধরছে না। নাসার বিজ্ঞানীরাও এমনটি বলেছে।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৯

পলাশ তালুকদার বলেছেন: অবশ্যই ধরে,,,, কিন্তু আমার কথার ভাবার্থ সেরকম নয়।

২| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৭

সোনালি কাবিন বলেছেন: Women died in Iran did not wear hijab !!! That's confirmed by MOSAD

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫

পলাশ তালুকদার বলেছেন: তো,,,,,?

৩| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫০

সোনালি কাবিন বলেছেন: *mossad

৪| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: করোনা চোরদের সোজা করতে পারিনি তবে মহিলাদের পর্দাশীল করে ছেড়েছে

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

পলাশ তালুকদার বলেছেন: হুম, ঠিক বলেছেন

৫| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১০

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: হ ভাই একমত, মাইয়াগুলি আধানেংটা হইয়া ঘুরে বলেই ওদের করোনা হবে। এমনকি বিভিন্ন দেশের সরকার মেয়েরা জরুরী প্রয়োজনে বাইরে বের হলে স্কার্ফ দিয়ে মুখ ডাকতে বলছে, হাতের কাছে মাস্ক না পেলে। সবই আল্লাহর সাথে খ্রিস্টানদের লীলাখেলা।
আমি মাঝে মাঝে ভাবি, আপনাদের মত মানুষগুলোর কাম কাজের খুব অভাব মনে হয়। তা ভাই একদম পিউর ইথানল খেয়ে এই পোস্ট লিখছিলেন নাকি এন্টার্কটিকা থেকে হিটলারে সাথে কাজি ইব্রাহিমের সাথে মোলাকাতের সময় লিখছেন।
গাজা লাগলে আমারে বইলেন। উপরওয়ালা তো আপনারে র গাজা দিবে না আমি আপনাকে একদম র গাজা দিব । পিনিকে আরও ভাবনা চিন্তা করতে পারবেন- এই যেমন ধরেন ওড়না না পড়লে বুকে করোনা এসে জমা হয়, চোখ খোলা রাখলে চোখ দিয়ে করোনা ঢুকে।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১

পলাশ তালুকদার বলেছেন: সৃষ্টিকর্তা আপনাকে সঠিক বুঝ বুঝার তৌফিকদানকরুন

৬| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: ফালতু পোষ্ট।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২

পলাশ তালুকদার বলেছেন: দুঃখিত জনাব

৭| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, পলাশ তালুকদার, কার ঘরে কে কী অবস্থায় আছে, তা আপনি কীভাবে জানলেন??? B:-)

আপনি আবার সেই দলের লোক না তো যারা পাশের বাসায় কী হচ্ছে দেখার জন্যে বাইনোকুলার কেনে ?? B-))

আমি আশা করি, আপনি আপনার পরিবারের সবাইকে ঘরে রাখতে পারছেন আর আপনিও সাবধানে আছেন।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৩

পলাশ তালুকদার বলেছেন: আমি সাবধানতা অবলম্বন করে চলেছি ঠিক। আর সবার ব্যপারেই পরিস্থিতি অঅনুযায়ী একটা ধারণা তো করাই যায়

৮| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: সৃষ্টিকর্তা আপনাকে যাতে আরও এইসব বালছাল চিন্তা করার তৌফিক দান করেন- আমীন

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

পলাশ তালুকদার বলেছেন: আমিন

৯| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনি শুধু ধারণা করেই এত কথা লিখে ফেললেন??? আপনার ধারণার ক্ষমতা তো আশ্চর্য রকমের ভালো B:-)

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩০

পলাশ তালুকদার বলেছেন: ধন্যবাদ

১০| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

সোনালি কাবিন বলেছেন: আপনার ধারণার ক্ষমতা !!! -- =p~

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩০

পলাশ তালুকদার বলেছেন: কি

১১| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: চোখ খোলা রাখলে চোখ দিয়ে করোনা ঢুকতে পারে। ইহা সত্য। নারী, পুরুষ উভয়ের জন্য।

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৫

পলাশ তালুকদার বলেছেন: হ্যা,,,, তো?

১২| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: মহিলাদের পর্দা মহিলাদের পর্দা মহিলাদের পর্দা । কিছু মানুষের দেখি মহিলাদের পর্দা নিয়ে খুব আগ্রহ । আল্লাহ্‌ এটা বলেছেন ওটা বলেছেন আর মহিলারা ওইটা করছে । তাঁদের রুচির পরিবর্তন প্রয়োজন ।

আল্লাহ্‌ কি পুরুষদের জন্য কিছু বলেন নি ? আজ পর্যন্ত একজন পুরুষকেও দেখলাম না সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাঁদের জন্য যে দিকনির্দেশনা গুলো আছে তা নিয়ে লিখতে । কেন ভাই মহিলাদের নিয়ে এতো মাথা ব্যথা কেন । আপনারা কি এমনি এমনি বেহেশতে চলে যাবেন আল্লাহ্‌র বিধান কোন কিছু না মেনেই ? পুরুষদের নিয়েও লিখুন তাঁদের কি করনীয় আর কি বর্জনীয় ।

গতকাল যে মেয়ে দেহের দুই তৃতীয়াংশ বের হরে রাস্তায় ঘুরেছে আজ সে করোনা ভাইরাসের জন্য বাড়ীতে শরীরকে আবৃত করে রেখেছে আর যে ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরেছে সে কই ?

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২

পলাশ তালুকদার বলেছেন: মহিলা আর পুরেষের জন্য আল্লাহ নিয়ম মতই সব বলেছে ভাই

১৩| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: একজনে ব্যঙ্গ করে বলেছেন যে চোখ খোলা রাখলে চোখ দিয়ে করোনা ঢুকে। অর্থাৎ বলতে চাচ্ছেন যে চোখ দিয়ে করোনা ঢোকে না। তাই তার বিরুদ্ধে বললাম। আপনার বিরুদ্ধে কিছু বলি নাই।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০

পলাশ তালুকদার বলেছেন: ধন্যবাদ

১৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

নতুন বলেছেন: বাংলাদেশে নারীরা যেই পোষাক পরে সেটা দেখে যদি ঈমানী দন্ড জেগে উঠে তবে বলার কিছুই নাই।

দেশের বেশির ভাগ নারীরাই সেলোয়ার কামিজ করে, অল্প কিছু শাড়ী পরে। এখন কিছু মেয়েরা চাইনিজ স্টাইলের পোষাক পরে ।

কিন্তু আপনি ৬৬% উন্মুক্ত দেখলেন বুঝতে পারলাম না।

দিনে কয়জন নারী দেখাতে পারবেন ৬৬% উন্মুক্ত করে পোষাক পরে থাকে?

নারীরা কি পরবে সেটা তাদের ঠিক করতে দিন। তাদের ব্যাপারে কারুর নাক গলাতে হবেনা।

আর বাড়ীতে নারীরা পদা করে মানে বোরাকা,নেকাব পরে বসে থাকেনা। তারা পুরুষের সামনে আসলে পরে।

আর পদা করলে করোনায় আক্রান্ত হবে না এই তত্ব এন্টাকটি হুজুরের মতন হয়ে গেলো না কি?

২০১৪ সাল থেকে মাস` ভাইরাস সৌদি আবরে ১০২৯ জন আক্রান্ত করেছিলো এবং ৪৫২ জন মারা গিছে। সৌদিতে সবাই পদা করে কিন্তু্ ।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

পলাশ তালুকদার বলেছেন: পর্দা করলে যে, করোনা হবে না, এ-ই তত্ত্ব আপনাকে কে দিল? ভাষাটা ভালোকরার সাথে সাথে ভুলভাল বলা থেকে বিরত থাকার বিনীত অনুরোধ রইলো

১৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৪

আরোগ্য বলেছেন: আপনার লেখাটি হয়তো পোস্টটাকে সমৃদ্ধ করতে পারেনি তাই ভুল ভাবে নেয়া হয়েছে। আরেকটু সচেতনতার সাথে লিখলে ভালো হত।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩

পলাশ তালুকদার বলেছেন: ধন্যবাদ আপনার উদারতার জন্য

১৬| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দুঃখিত জনাব

এরকম পোষ্টে্র চেয়ে কবিতা দেন। ৌতুক দেন। তাও ভালো।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

পলাশ তালুকদার বলেছেন: ভবিষ্যতে চেষ্টা করব

১৭| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩১

কানিজ রিনা বলেছেন: হে ভাই আমাদের দেশে নানান ধর্মের মেয়েরা
স্কুল কলেজ ভার্সিটিতে লেখা পড়া করে।
অন্য ধর্মের মেয়েরা পর্দা না করলেও আপনারা
চোখ অবনমিত রাখুন। হে ভাই আপনি জানেন
মুসলিম পুরুষের চোখের পর্দা ফরজ? কোরআনে
নারীর পর্দা ফরজ সেই সাথে আরও কঠিন করে
পুরুষের চোখের পর্দা করার জন্য বলা আছে?

চীন জাপানে নারী পুরুষ কেউ কারো দিকে
তাঁকায় না। এই সভ্যতা ওরা কেমনে শিখলো?

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫

পলাশ তালুকদার বলেছেন: আপনার কথাগুলো অনেক দামী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.