নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যের বৃত্তে শূন্য খুঁজে ফিরি নিত্য

রেজওয়ানুল ইসলাম পাপ্পু

সমর অসমর কাল

রেজওয়ানুল ইসলাম পাপ্পু › বিস্তারিত পোস্টঃ

আজ উলঙ্গ ভেজা-ই চাই

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
খোলা আকাশের নীড়ে
এক মুঠো রৌদ্র শিরে।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
ছাদনাতলার দূরে
প্রেয়তির প্রেম সুরে।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই...
সীমানার বুকে বাজ
ঝরে যায় আইয়াজ।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
রিক্সার হুটের গায়
অবন্তীরা ঝুলে যায়।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
সমাহিত কাঁদা-জলে
তারুশীর হাসি গলে।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
অঝোর ঝর্ণার বেশে
অতিথি যাগের দেশে।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
নিবরাস বাঁচো তুমি
জৈনের প্রেমেতে চুমি।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
দুর্গন্ধ পানির ড্রেনে
নোংরা হাসির রণে।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
প্রেম প্রত্যাখান চাঁদ
কোথায় লুকাই নাদ।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
রাতের বৃষ্টির চাঁদ
ঝড়ুক সৃষ্টির সাধ।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
অনায়াস যাতায়াত
যেথা প্রেম পারিজাত।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
শহরটা ভিজে সাকী
হৃদয়ে কাঁদতে থাকি।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…
অবিরত ভিজে যায়
অহরহ শুদ্ধতায়।

(আজ) উলঙ্গ ভেজা-ই চাই…পুনর্জন্ম এই ভবে।

-----------------------------------
১ জুলাই ২০১৬খ্রীঃ গুলশান, ঢাকা হামলায় নিহত---নিবরাস, অবন্তী, জৈন, তারুশীর জন্য উৎসর্গ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

কাইকর বলেছেন: ভাল লাগে নি

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: দু বছর আগের লেখা, সেই েসময়ের লেখা। আমারও মনোপুত হচ্ছিল না, তবুও দিলাম।

২| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ম্যাওপ্যাও।

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: মজা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.