নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যের বৃত্তে শূন্য খুঁজে ফিরি নিত্য

রেজওয়ানুল ইসলাম পাপ্পু

সমর অসমর কাল

রেজওয়ানুল ইসলাম পাপ্পু › বিস্তারিত পোস্টঃ

ধীরে ভাঙে পাড়

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

ভাঙ‌নের সুর লা‌গে অমধুর---
দুরন্ত স্রো‌তে...নদীর ভাঙন এক পা‌ড়ে সা‌রে,
বুকের গভী‌রে জ‌মি ভে‌ঙে প‌ড়ে---
ওই পাড়ে গড়ে আলালী-আদরে মাটির বসত।
‌ভে‌ঙে গে‌লে পাড় রে‌খে যায় ধার---
অনন্ত শো‌ক...বির‌হের গাঁথা আ‌লো অ‌ভিসা‌রে,
পূ‌র্ণিমা হা‌সে নদী চ‌লে পা‌শে---
ম‌নের ধর্ম...এক পাড় ভে‌ঙে গড়ে তোলে পথ।

ছুটে চলা মন বে‌গে ধায় জল---
দু'জ‌নে সমান! কে, কা‌কে হারায়? জ‌মি‌নের 'পর,
‌বিবাগী রা‌তের উদাসী প‌থের---
‌কিনারায় খোঁ‌জে, মৃদু ভাঙ‌নের অ‌মলিন সুর।
গা‌ছের ছায়ায় পুকুরঘাটায়---
চাঁ‌দের আ‌লোয়, তারা‌দের ভী‌ড়ে ম‌নে উ‌ঠে ঝড়,
পুকু‌রের পাড় ঢেউ নেই যার---
‌সে যে অ‌বিকল...জলভরা হৃ‌দে মিলন দুপুর।

ভা‌ঙে যত ধী‌রে বা‌জে তত মিড়ে---
‌পুকুরের ঢেউ..শিকড়-বাক‌ড়ে ক‌রে মোলাকাত,
নী‌বিড় ভাঙন স‌য়ে যায় মন---
ছোট ছোট ক্ষ‌ত...পুকু‌রের জলে বেদনা লুকায়।
জীব‌নের ডাঙা অ‌বিরাম ভাঙা---
চ‌লে নিরব‌ধি...মা‌টির বাঁধ‌নে ধ‌রে হা‌তে হাত,
ভাঙ‌নের খেলা গেল যত বেলা---
পুকু‌রের ম‌তো, ধীরে ভা‌ঙে পাড় ঠিকানা কোথায়?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ তো নদীর দেশ। এই নদীতে প্রতিদিন ৪৬ জন ডুবে মরে।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১১

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: তথ্যটি জানতাম না, ধন্যবাদ ভাই।

২| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

নদী ভাঙে, নদী গড়ে! এইতো জীবন!

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: এই তো নদীর খেলা। ধন্যবাদ ভাই

৩| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তথ্যটি জানতাম না, ধন্যবাদ ভাই।

আমাদের সামুতেই এই নিয়ে একজন একটা পোষ্ট দিয়েছেন।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৯

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: লিঙ্কটি দিবেন, পড়ার আশা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.