নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যের বৃত্তে শূন্য খুঁজে ফিরি নিত্য

রেজওয়ানুল ইসলাম পাপ্পু

সমর অসমর কাল

রেজওয়ানুল ইসলাম পাপ্পু › বিস্তারিত পোস্টঃ

অধিকারের দুর্যোগ

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

উজানেতে পানি চঞ্চল---
বান্ধ্ ফারাক্কার বাঁধের দ্বার;
ভাসিয়ে পাথারে অঞ্চল---
মেঘনা-পদ্মায় তলায় পাড়।

পানি করে শোঁ শোঁ গর্জন---
ঘর এখন সব জলের পর;
অতি মেঘে ঝরে বর্ষণ---
মরছে চিন্তায় ভীষণ ডর।

চারিদিকে হাহাকার মুখ---
ঠাঁই যে নাই আজ, উপায় খোঁজ;
গৃহপালিত পশুর চোখ---
দেখছে মৃত্যুর প্রহর রোজ।

কোথা দাঁড়াবে মানুষ হায়---
কূল-কিনার নাই পানির তোড়;
মেয়ে-ছেলেরা কোথায় যায়?
দেখছে বাপ-মায়, বিপদ ঘোর।

অসুখে-বিসুখে গ্রামলোক---
ক্ষুধায় অস্থির শিশুর দল;
ছড়ায়ে পড়েছে রোগ-শোক
নিত্য দরকার খাবার জল।

সকলেতে মিলে দাও ত্রাণ---
নেও না দুঃখের অনল ভাগ;
ওখানে ক্ষুধাতে যায় প্রাণ---
করছে খাদ্যের আশায় রাগ।

এখানে ওখানে শোরগোল---
বাড়ছে মৃত্যুর কবর কই?
পাড়া-প্রতিবেশি ডাক-বোল---
কেমনে সৎকার মাচায় বই।

ধরাতে যাহা নিয়মজাল---
বাধ যে ভাঙ্গিস, কীসের লাভ
এভাবে শত কঠিনকাল--
আসবে দুর্যোগ, এবার ভাব।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: জীবনের উদ্দেশ্য সুখী হওয়া নয় বরং জীবনের উদ্দেশ্য হওয়া উচিত অপরকে সুখী করা।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৪

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: একদম প্রিয় ভাইটি। ধন্যবাদ জানাই

২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

নীলপরি বলেছেন: বাস্তব চিত্র ।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৪

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০০

স্রাঞ্জি সে বলেছেন:

বাস্তবিক চিত্রপট।

দুঃখের পরেও হয়ত সুখ আসতে পারে।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: ধন্যবাদ ভাই,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.