নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যের বৃত্তে শূন্য খুঁজে ফিরি নিত্য

রেজওয়ানুল ইসলাম পাপ্পু

সমর অসমর কাল

সকল পোস্টঃ

করুনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

তবু করুনা করো
করুনা করে ভাত দিও মূমূর্ষকে
করুনা করে পোড়া গায়ে পথ্য দিও
করুনা করে প্রকৃতিকে ঢাকবার
ইচ্ছেমতো আবরণ দিও
বীজের মধ্যে ঘুম ঘূম ভাব ভেঙ্গে
যেমন তুমি জেগে উঠো। সেরকম
করুনা করে ভালবাসা দিও
এক...

মন্তব্য২ টি রেটিং+০

আটই ফাল্গুন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১


ঝরা পাতার দিন শেষ হতে না হতে
পলাশ শিমুলের আগুন ঝরা রক্ত হোলি খেলায় মত্ত;
আমার শহীদের জর্জর ক্ষত থেকে
ঝরে পড়ে রক্তাক্ত আটই ফাল্গুন।

ছালাম-বরকত, রফিক-জব্বার
অজানা আর কতো শহীদি আত্মা কাঁদে।
মধু...

মন্তব্য৪ টি রেটিং+০

শব্দের বিবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০


আমার আশে-পাশে
আমার জানালায়
আমার আঙ্গিনায়
আমার বাড়ির ঐ বিশাল দেবদারু গাছটায়;
তার পাশে পুকুরে
জংলা বনের মাঝে
ঝিঁ ঝিঁ পোকার মতো
কতকগুলি শব্দ-
কারনে অকারনে বিবাদ করে।
রাজাকার
আলবদর
আল-শামস্
শব্দের শিকলে বাধাঁ যায় না, তাই
আমার কাছে শব্দ ছাড়া...

মন্তব্য৪ টি রেটিং+০

আধাঁরের আলো

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮


হে নিরাবরন আধাঁর-
তোমারই শান্ত সুস্থির আলোর টানে
হৃদয়কে হানো।

তব অন্তর হে-
শুন্য মোর মম অন্তর
পূন্য হে অন্তর মোর।

ফুলের মঞ্জুরী দিয়ে
জাগো মানুষের প্রেমে
দখিন নীলয়ে।

পূন্য হে অন্তর মোর
অকুল সাগরে ঝরে
হৃদয় আবাহন।

আধাঁর...

মন্তব্য৭ টি রেটিং+১

প্রতি উত্তর

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১


এই ধরনীর সব নগরীর নারী
আমার হৃদয় সত্ত্বাকে প্রশ্ন করো
কাকে চাও তুমি? এই প্রশ্ন বানে-
হৃদয়ের থেকে ফিরে আসে ধ্বনি,
প্রতিধ্বনি হয়ে মনের মুকুরে।
শৈশবের লগ্নে চঞ্চল প্রান
কৌশরের ঢেউ উদ্দাম...

মন্তব্য৬ টি রেটিং+১

স্কেচ

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩


হেলে পড়া বাঁশ ঝাড় তার ফাঁকে
কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ, আবছা আলোতে ঝিল্লি।
ঝিঁ ঝিঁ ডকে মুখরিত
শ্রেষ্ঠ শ্লোগানে নিস্পন্দ রাত।
পল্লী বালার আঁচল নিচয়ে
তাল তমাল বৃক্ষের
সারিবদ্ধ মূর্তি,
অশ্বণ্থের মতো
যুগের মুয়াযযিন দাঁড়িয়ে।

গভীর রাতের পূরবী...

মন্তব্য৩ টি রেটিং+১

পরবাস বিলাপ

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩


মনে কর আছি দুরে বিদেশ
তোমা হতে বহু দুরে অনেক
শহরের কোলাহলে।

সন্ত্রাসে মৃত্যু, অমিক্ষায় মৃত্যু।
আমি অনেক আগে মৃত্যুর বীজ বপন
করব বলে তোমাকে নীল সাগরে
পাঠিয়ে দিয়েছিলাম সমুদ্র ভ্রমনের
উচ্ছ্বাস নিতে।

আছি দুর বিদেশ
শান্তির...

মন্তব্য৬ টি রেটিং+১

পরিচর্যা

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০


কারখানায় বিধ্বস্ত গাড়িটি
সেরে উঠবে অল্প পরিচর্যায়।
ওর সিপপাঞ্জির মত মুখ,
ভাল্লুকের নাকের মত
গন্ডারের ঘাড়ের মত
পঙ্গু পথিক ভিক্ষুকের মত।
এ্যালমুনিয়ামের টোল খাওয়া থালার
আবেদনের মতো;
সন্ন্যাসির থলের ইঁদুর।
কবির উন্নাসিক কাঁধে ব্যাগের খসড়া,
মানুষের জন্য-
হাতুড়ি আর...

মন্তব্য৪ টি রেটিং+১

উদ্দেশে

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮


হে মহাবিদ্রোহী-
তোমার রণতরী ভাসিয়ে দাও
পথহারা সাগর বলয়ে;
ক্ষুধার পৃষ্ঠে এ হেলা
দেরি হলে বুকে বাজে
অশান্ত দুপুর বেলা।

হে ছলনাময়ী-
তুমি সজ্ঞান চৈতন্য মোরে দাও
ভাবরসের সুধা;
সুধায় সুধা হবে
চরম সুধাময়।

হে মহাজীবন-
বানীর পাত্রে রসের...

মন্তব্য৪ টি রেটিং+১

ধীরে সরে পাপ

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯


সমুদ্র কূলের ঐ পাহাড়টার গায়ে
নিশিযাপনের ভয়ঙ্কর শত্রু জাগে,
যেমন প্রেমের সুগোলক গালে
থাপ্পর মেরে সরে যায় পর্দা।

ধূসর নীলাভ স্বর্নালু আকাশ
জাগিয়ে তুলছে দিগন্ত রেখায়,
যতদূর চোখ যায়। মনের ধাক্কায়
ছিন্ন ভিন্ন...

মন্তব্য৮ টি রেটিং+২

অস্থির সময়

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২


কবিতা লেখার এখন কঠিন সময়,
কবিতার পরিবেশ নেই কবির-
চাঁদকে সূর্য ভাবা,
সূর্যকে সৌরজগত ভাবা এবং
সৌরজগতকে মহাবিশ্ব ভাবার মধ্যে
থাকে কবিতার ইচ্ছাধীন পদচারনা।

প্রিয় সুন্দর, প্রিয় ফুল ফোটাবার
এখন সময় নয়; কঠিন কোমল
অন্তর তাজা...

মন্তব্য৪ টি রেটিং+০

সাধিত

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩


নদীর দুই ধারে দুই কবুতর
বসিয়া কয়- হৃদ করে আনমন,
তুমি বিহনে যাই কোথা আনচান।
আয় দেখবি কিনা- লা্ইট থেকে দুরে
ঘন অন্ধকার বনছায়, যেথায়
ঝিলিক দিয়ে যায় জোনাকিরা।
সব কিছু স্থির...

মন্তব্য৬ টি রেটিং+১

তোমার পায়ের একটা পোড়া নখের মতো কাউকে পাই না

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭


কিছু কিছু মুখ দেখলেই মনে পড়ে
বন্ধুর পরিচিত মুখস্মৃতি, মনে হয়
এখন কৈশোর। মাঠে শেওড়ার বিলে
বিশাল হাওড়-বাওড় খোলা আকাশে
নিশ্চিন্তে। কিছু কিছু মুখ দেখলই মনে পড়ে।

মনে পড়ে-
বৈশাদৃশ্য খুজে পাওয়া যাবে না
একরম...

মন্তব্য৪ টি রেটিং+১

পালা গান

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১


নদীর কুল ভেঙ্গে নতুন চর জাগায়
নতুন জাগানিয়া গানের সুরে সুরে।
পানির ভাঙ্গন দেখে না দেখে
ভাঙ্গনের গান শুনতে দাড়াও-
একটুখানি বসতবাড়ি নদীর পাড়ে
চির ধরা ফাটল বিলীন হয় কুলে।
শস্য ক্ষেত ফসল তোলার সন্ধিক্ষণে
উপচে...

মন্তব্য৪ টি রেটিং+১

ফিরে এসো তীরে

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯


নীল শাড়ি পরে কেউ যায়নিতো
শস্য প্রিয়া ঘরে। লাল বেনারসি
ছিল না তোমার? হৃদয় পিঞ্জর
পালকিতে চড়ে, উহুম না ডাকে।
উহুম না ডাকে গেয়েছিলে তুমি
বসন্তের গান, নীল ব্যাদনায়।

কেউ যায়নিতো- অশ্রসিক্ত ভয়ে
কেউ যায়নিতো- ইচ্ছের...

মন্তব্য৬ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.