নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকেরা ও একটি পরিবার থেকে এসেছে । আজকের শিশু যেন না হয় কালকের ধর্ষক

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

আমরা আসলে পছন্দ করিনা সন্তানদের সাথে কিছু বিষয়ে কথা বলতে । এমন কি আমার পরিবার- ফ্রেন্ড সার্কেল ও আমার লেখার বিষয় বস্তুকে পছন্দ করবেনা । আর সামুর ব্লগারাও আমার অন্যান্য পোস্ট গুলোর দিকে তাকিয়ে ভেবে নিবেন আমি বুঝি এই বিষয়ের উপরই লিখে যাব । আসলে এ ধরনের উদ্দেশ্য নাই । উদ্দেশ্য একটিই গোড়ায় গলদের দিকে সবার দৃষ্টি আকর্ষন করা ।

আজ বলব ৫ টি ঘটনা ।

ঘটনা :১

হাসপাতালে ১ অল্প বয়সী ইনোসেন্ট চেহারার ছেলে রাজ্যের দুশ্চিন্তা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে । সম্ভবত তার কোন সাহায্য দরকার । তাকে সহজেই চোখে পড়বে কারণ হাসপাতালের গাইনীর এই ইউনিটে এই বয়সের কোন অভিভাবক আসেনা । যে সমস্ত রোগী ও তাদের হাসবেন্ডরা আসে তারা বন্ধাত্ব্য সমস্যা নিয়ে আসে এবং তারা আরেকটু বেশী বয়সের ।

>>আপনি কি কিছু বলবেন ?

>ছেলেটির কাছ থেকে যা শুনলাম তা হল ঢাবির ২য় বর্ষের স্টুডেন্ট সে । প্রখ্যাত মেয়েদের স্কুলের ক্লাস টেনের একজন ছাত্রীকে প্রাইভেট পড়ায় । মেয়েটি প্রেগন্যান্ট হয়ে গেছে । মেয়ের বাবা মা জানতে পারলে ভাল ভাবে নিবে না ।ছেলেটিও বিয়ে করা সম্ভবনা এখন ।ছেলে ও মেয়ে দুজনেরই মাথা খারাপ অবস্থা । ছেলেটা এখন পাগলের মত ঘুরাঘুরি করছে, কিভাবে এই বাচ্চা নষ্ট করা যায় এই উপায় বের করতে । কোথা-থেকে শুনে কৃমির ঔষধ এলবেন ডি.এস খেতে দিয়েছে মেয়েটিকে । কোন লাভ হচ্ছেনা ।

মেয়ের অভিভাবকের অগোচরে ঘটে গেছে এই ঘটনা ।

ছেলেটির অভিভাবকই বা জানতে পারলে কি বলবে ?



তাহলে ২য় ঘটনায় যাই :

একটি কিশোর কে নিয়ে এসেছে তার বাবা । কাঁচা পাকা দাঁড়ি দেখে অনুমান করা যায় বাবার বয়স ৪৫ হতে পারে । মিষ্টি করে দেখতে ছেলেটির ১৫ বা ১৬ । সেফট্রিএক্জন ইনজেকশন নিতে এসেছে । এটা কমনলি টাইফয়েড হলে নেয় ।

>>কি হয়েছে ? টাইফয়েড ??

>না ,এস.টি.ডি

>> এস.টি.ডি !!??!! এই বয়সে ?

তার বাবা তো অলরেডি জানে ছেলেটির কি হয়েছে । উনি কি ছেলেকে কিছু বলেছেন ?শাসন করার চেষ্টা করেছেন ছেলেকে?



না ।



কিশোরের মা থাকে গ্রামে । জীবিকার প্রয়োজনে কিশোর ও তার বাবা থাকে শহরে ।

বাবা ও ছেলে দুজনই একই পথের পথিক । কে আর কাকে কি বলবে ?









৩য় ঘটনা : যে টা আপনাদের আগেই জানিয়েছি । ৬০ বছরের বৃদ্ধ একটি ৫ বছরের অবুঝ শিশুকে কিভাবে লালসার শিকারে পরিণত করেছে ।



৪র্থ ঘটনা : এটাও অলরেডি বলে ফেলেছি । প্রতিবেশী যুবকের দ্বারা ২ বছরের দুধের শিশুটির রেপ হবার ঘটনা



৫ম ঘটনা : অসংখ্য ঘটনা হতে টাঙ্গাইলের এই ঘটনা টি নিলাম । বলার কিছু নাই সবাই জানেন ।





৫টি ঘটনার কোথাও একটা মিল আছে ।

১ম টি ছেলে মেয়ের মিউচুয়াল সেক্স । ২য় টি কেনা সেক্স । ৩য় হতে ৫ম রেপ কেস ।



৫টি ঘটনা র ব্যাক্তিদের ভবিষ্যত কি ?



ভবিষ্যতে ১ম ছেলেটি হবে সুশীল সমাজের অংশ ।কেনা সেক্সে চলে যাবে । সুযোগ পেলে সে ঘরের কাজের মেয়েটিকে ইউজ করবে । যেটা হবে ধর্ষণ ।সে ঘটনা হয়ত প্রকাশ পাবে বা পাবেনা ।

২য় থেকে ৪র্থ ব্যক্তিরা সুযোগ পেলে ৫ম ঘটনাটির মত ঘটনা ঘটাবে ।

কেন ঘটে যাচ্ছে সমাজে এই সব ?

এদের খারাপ হয়ে যাওয়ার দায় কার ?





আসলে কিছু লোক থাকবেই যাদের কে ফেরেশতা এসে বললেও তারা শুধরাবেনা । তাদের ক্রোমোজোমে তারা নষ্ট জীন বহন করছে ।

বাকিদের দায় পরিবারের । বাবা মায়ের। সঠিক জ্ঞান নিয়ে এই দুনিয়ায় চলাটা মুশকিল । তবু ও দুনিয়ার অনেক লাভের চাইতেও যারা পাপের পথে না যাওয়াকে প্রেফার করেন তাদের কে অবশ্যই সন্তানকে বলে যেতে হবে কোনটা অনুচিত আর কোনটা উচিত ।



শুধু নিজে নিজে ভাল থাকলেই হবেনা ।





ভাবতে অবাক লাগে এসব ধর্ষকও একটি পরিবার থেকে এসেছে । কচি কাঁচা যে সব শিশু আছে তারা যেন ধর্ষক না হয় । প্রকৃত শিক্ষা থাকলে খারাপ এই দুনিয়ায় খারাপ হয়ে যাওয়া অনেক কঠিন ।





কুরআন শরীফে সুরা ইমরানে আছে, মারিয়াম (আ: ) এর মা মারিয়াম (আ: ) এর জন্মের পর প্রার্থনা করছেন ,হে আল্লাহ , আমি এই শিশু ও তার বংশধরদের অভিশপ্ত শয়তানের হাত হতে রক্ষার জন্য তোমার সাহায্য প্রার্থনা করছি ।





শিশু ও তার বংশধরদের রক্ষা করতে চাওয়ার বিষয়টি আমার ভাল লেগেছে । ঠিকই তো, আজ যে জ্ঞান দিয়ে যাবেন তা বংশের সিঁড়িতে সিঁড়িতে চলতে থাকবে ।





মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

মনে নাই বলেছেন: পারিবারিক শিক্ষাটাই আসল। পরিবার থেকে ভালো শিক্ষা পেয়ে আসলে তাদের দ্বারা খারাপ কোন কাজ সহজে সম্ভব নয়, সেটা করার আগে ১০ বার ভাববে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

না পারভীন বলেছেন: মনে নাই , আপনাকে অসংখ্য ধন্যবাদ । এটাই আসল কথা ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

শিক কাবাব বলেছেন: moral কিছুই জানতে পারলাম না। নিজে নিজেই শুধু বক বক করে গেলেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

না পারভীন বলেছেন: মনে নাই বলেছেন: পারিবারিক শিক্ষাটাই আসল। পরিবার থেকে ভালো শিক্ষা পেয়ে আসলে তাদের দ্বারা খারাপ কোন কাজ সহজে সম্ভব নয়, সেটা করার আগে ১০ বার ভাববে।



এই মোরাল টাই দেয়া আছে শিক কাবাব ভাই ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

না পারভীন বলেছেন: আরেকটা বিষয় হলো , কারো সন্তানকে সে কি শিক্ষা দিবে , এটা তার ব্যাপার ।
তাই সরাসরি উপদেশ বানী লেখা উদ্দেশ্য ছিলনা । শুধু একটিই কথা পারিবারিক শিক্ষা জোর দার করতে হবে

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

মিজভী বাপ্পা বলেছেন: আমার মতে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক।আমাদের মানসিক রিপুর তাড়নায় এমন এহেন কর্মকান্ড হচ্ছে।শুধু পারিবারিক শিক্ষা সে সাথে ছেলেটি/মেয়েটি কাদের সাথে মেলামেশা করছে সেটিও দেখার বিষয়।

কারণ সৎ সঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

না পারভীন বলেছেন: ছেলে মেয়েকে একটা বয়সের পর চোখে চোখে রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় ।

তাই মানুষের সবচেয়ে বড় আদালত বিবেক টি ছোট বেলাতেই শক্ত করে গড়ে দিতে হবে । ধন্যবাদ মিজভী বাপ্পা ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

সময়একাত্তর বলেছেন: পারিবারিক শিক্ষা প্রয়োজন সবার আগে। পরিবার থেকে মূল্যবোধের চর্চার অভ্যাস থাকলে দুর্ঘটনা কিংবা অপরাধ অনেকাংশে কমে যাবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ ,সময়একাত্তর ।


পরিবার থেকে মূল্যবোধের চর্চার অভ্যাস থাকলে দুর্ঘটনা কিংবা অপরাধ অনেকাংশে কমে যাবে ।

পারিবারিক শিক্ষা প্রয়োজন সবার আগে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

এ্যাপোলো৯০ বলেছেন: :|

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

না পারভীন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ এ্যাপোলো৯০ আপু

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

শিপন মোল্লা বলেছেন: মনে নাই"র সাথে আমি ১০০% সহমত সাথে যদি দেশিয় আইন বলবত থাকতো যে ধর্ষণ করলেই শাস্তি একটাই ফাঁসি। কোন ভাবেই রক্ষা নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

না পারভীন বলেছেন: আমি তো আরেক কাঠি বাড়িয়ে বলতে চাই ওপেন মৃত্যুদন্ড দেয়া হোক ।

আবুশিথি ভাই , আপনার কন্যা শিথিকে নিয়ে দেয়া পোস্ট টি দেখেছি । হৃদয় নাড়া দেয়ার মত ।
তাড়াহুড়ায় ছিলাম তাই তাই কমেন্ট লিখা হয়নি ।


ভাল থাকবেন।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

রিওমারে বলেছেন: পারিবারিক শিক্ষা আইনের কঠোরতা দুটোই সমান জরুরি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

না পারভীন বলেছেন: সম্পূর্ণ একমত আপনার সাথে রিওমারে

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

ব্ল্যাকমেটাল বলেছেন: একই টপিক এর উপর লেখা অন্যান্য সাম্প্রতিক পোস্টের চে' আপনার পোস্টটা যুক্তিযুক্ত এবং matured.
ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

না পারভীন বলেছেন: ব্ল্যাকমেটাল ভাই , আপনার এই প্রশংসা বাক্য আমার খুব ভাল লেগেছে । আমি ভাবছিলাম আমার এই এলেবেলে লেখায় বুঝি কিছুই বুঝাতে পারিনি ।


অনেক ধন্যবাদ

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

শিপন মোল্লা বলেছেন: যেনে ভাল লাগলো আপনি আমার ব্লগে গিয়েছেন শিথিকে নিয়ে পোস্ট পড়েছেন। ধন্যবাদ আপু। শিথির জন্য বাস যোগ্য একটা পরিবেশ আমি গড়ে জেতে চাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

না পারভীন বলেছেন: বাস যোগ্য পরিবেশ চাই ।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোথায় যাচ্ছে দেশ, কোথায় যাচ্ছে সমাজ । X(( X(( X((
আল্লাহ আমাদের সন্তানদের মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

না পারভীন বলেছেন: গিয়াসলিটন ভাই , অনেক ধন্যবাদ ।


আল্লাহ আমাদের সন্তানদের মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন ।আমিন ।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

রাফা বলেছেন: সেটাই, নিজের সন্তান কি করছে এই খবর ক'জন অভিবাবক রাখেন?

আমরা হয়তো সন্তানের সব চাহিদাই পুরণ করছি।কিন্তু সবচেয়ে বেশি যেটার প্রয়োজন তাই দিচ্ছিনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ রাফা
কোন একটা গবেষণায় এটা এসেছে ... আমাদের দেশের.বেশীর ভাগ অপরাধীর কিশোর কিশোরীর মা বাবা ভাবতেই পারেনা তাদের সন্তান আসলে কী করছে ।


কোন কোন অপরাধীর তো বাবা মা নেই , পথে ঘাটে মানুষ তাদের কথা আলাদা
শিক্ষিত বাবা মায়ের সন্তান খারাপ হয়ে যাওয়ার দায় কার ?

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: এস.টি.ডি কি জানি আপু?

শিক কাবাব এর মাথাও কাবাব হয়ে গেছে এজন্য বুঝে নাই কিছু।

read this with comment

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

না পারভীন বলেছেন: এ্যাপোলো৯০ বলেছেন: যখন একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে ২ জনের সম্মতিতে অবৈধ ফিজিক্যাল রিলাশন হয় তখন সেটাকে মিউচুয়াল সেক্স বলে।
আর ২ জনের একজনের অসম্মতিতে যখন এটা ঘটে তখন সেটাকে ধর্ষন বলে। এক্ষেত্রে একটা মেয়েও পারে একটা ছেলে ধর্ষন করতে। এবং পৃথিবীর অনেক দেশে এমন ঘটনা ঘটেছেও ।

উপরের কমেন্ট দেখে মনে হলো মূল ইস্যু থেকে সরে যাচ্ছেন। ইন্ডিয়ার কথা বাদ দিন। বাংলাদেশের ঢাকাতেই জরিপ করলে দেখা যাবে হিউজ নাম্বার অফ গার্লস আর নট ভার্জিন। কিন্তু এদের মাঝে ৮০% তাদের ভার্জিনিটি লুজ করেছে স্বেচ্ছায়। এক্ষেত্রে ঐ মেয়েদের বিবেক বা রুচি নিয়ে প্রশ্ন উঠাতে পারি আমরা কিন্তু তাদের বিচার করাটা হাস্যকর যদি ওরা এডাল্ট হয়ে থাকে তো। কিন্তু ধর্ষন টোটালি ভিন্ন জিনিস। এখানে জোর খাটানো হয় অপরজনের অসম্মতির বিরুদ্ধে।


***আপু একমত আপনার সঙ্গে । মিচুয়াল সেক্সের সাথে ধর্ষনের রিলেসন এখানে যে যেদিন মেয়েটি কোন কারণে রাজি হবেনা সেদিন সে হবে ধর্ষিত ।

এস টি ডি হল যৌন বাহিত অসুখ । পতিতা গমনে ১৫ বছরের ছেলেটিকে গনোরিায় আক্রান্ত করেছিল ।

লেখাটি লিখতে লিখতে বেশ রাত হয়ে গিয়েছিল, শিক কাবাব ভাই তখনি কষ্ট করে পড়েছেন এতেই আমি ধন্য ।
আবার বুঝতে পারেনি এটা জানিয়েছেন (যদিও একটু কড়া ভাষায় ...হা হা হা ) এতে বিশেষ লাভ হল ,বুঝতে পারলাম আমাকে আরেকটু হোমওয়ার্ক করতে সবার বোধগম্য করার জন্য ।



১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

রবিউল ৮১ বলেছেন: দেশের মানুষের নৈতিকতার অবস্থা যে রকম মনে করি অবস্থা আসলে তার থেকে অনেক অনেক বেশী খারাপ।এসব বিষয় ফেস করতে হয়না দেখে ধারণা নেই।আমার কল্পনার চাইতেও বেশি খারাপ আসলে।আপনি যেহেতু একজন নারী তার উপর ডাঃ তাই হয়তো আপনাকে এসব বিষয় ফেস করতে হয়।আর আপনিও প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারছেন। ধর্ষণ তো জোর করে হয় কিন্তু এডাল্ট একটা মেয়ে সেচ্ছায় কিভেবে এই কাজ করে সেটা আমার বুঝে আসে না।ছেলে যতই কাছেরই হোক না কেন এই ক্ষেত্রে তো রিস্ক মেয়েটির ই।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

না পারভীন বলেছেন: ধর্মীয় জ্ঞানের অভাব । নাচ , গান , কম্পিউটার , কেজি কেজি পাঠ্যবই , ক্লাস কোচিং এত কিছুর ফাঁকে প্রকৃত জ্ঞান অর্জন হয়না ।

কে দিবে এই শিক্ষা ?
নেটে পর্ণো , টিভিতে বিজাতীয় হিনদি ছবি , ক্লাসে ওভার স্মার্ট বন্ধু বান্ধব ....

ছেলে মেয়ে আলাদা নয় , একটা জেনারেসন খারাপ হয়ে যাওয়ার জন্য উপরের জেনারেসনের অব্যবস্থাপনা দায়ী ।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

আমিনুর রহমান বলেছেন: মনে নাই বলেছেন: পারিবারিক শিক্ষাটাই আসল। পরিবার থেকে ভালো শিক্ষা পেয়ে আসলে তাদের দ্বারা খারাপ কোন কাজ সহজে সম্ভব নয়, সেটা করার আগে ১০ বার ভাববে।


সহমত।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই , আমি ও একমত

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর রহমান বলেছেন: মনে নাই বলেছেন: পারিবারিক শিক্ষাটাই আসল। পরিবার থেকে ভালো শিক্ষা পেয়ে আসলে তাদের দ্বারা খারাপ কোন কাজ সহজে সম্ভব নয়, সেটা করার আগে ১০ বার ভাববে।


সহমত

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাই ,আমি ও একমত

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

প্রজাপতীমন বলেছেন: বেস গুছিয়ে লিখেছেন. ভাল লাগল ।

আমার মনে হয় পরিবার থেকেই শুধু শিক্ষা হলেই হবে না সবার আগে দরকার নিজের মানুষী কতা ঠিক করা। আমার এমন অনেক জানা পরিবার আছে যেখানে শেখানোর মত লোকের বরই অভাব কিন্তু তাদের ছেলে মেয়ে অনেক ভাল ভাবে মানুষ হয়েছে ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

না পারভীন বলেছেন: প্রজাপতীমন আপু , আপনার সাথে কঠিন ভাবে একমত ।


কোন পরিবারে শেখানোর মানুষ নেই , আবার কোথাও শিক্ষা জলাঞ্জলি দেয় কেউ কেউ ।

১৭| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:২৯

বাঘ মামা বলেছেন: পারিবারিক শিক্ষাটাই কিন্তু মানব চরিত্র গঠনে বিশেষ ভুমিকা রাখে।এখান থেকেই একটা শিশুকে ভালো মন্দ উচিৎ অনুচিৎ বিষয় গুলো মগজে ঢুকিয়ে দেওয়া সহজ যা অন্য বয়সে অন্য কোথাও থেকে এতটা সহজ নয়।

প্রতিটা মা বাবা সন্তান কে বুক থেকে বুকে মন থেকে মনে এমন সব মানবীয় গুন গুলো সরবরাহ করা উচিৎ যা থেকে ঐ সন্তান পরিপূর্ণ মানুষ হয়ে উঠে।

শুভ কামনা সব সময়

২০ শে জুন, ২০১৩ ভোর ৬:৪২

না পারভীন বলেছেন: শুভ সকাল বাঘ মামা । অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.