নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

কাজল রেখা ও তার সন্তান আর একলাম্পসিয়া

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪



আমি বাসা থেকে শুধু পা টা বের করব , তখনি একটা কাক কা কা করে ডেকে উঠল । কোন বিপদ আপদ নেই তো সামনে ? ওরে কাক , কা কা করার আর সময় পেলিনা ।



ধ্যাত , এত কুসংস্কারকে এত পাত্তা দিলে চলে ? এই শহর হল ময়লা শহর । এখানে কাক ছাড়া আছে কি ? কাকের কাকা র বদলে ময়ূরের কেকা শুনতে চাইলে তো হবেনা । তাছাড়া কুসংস্কারে বিশ্বাস করা গুনাহ ।

সাহস করে বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লাম । যাচ্ছি হাসপাতালে ।

সেখানে গিয়ে দেখি লেবার রুমে পেসেন্ট শোয়ানো । আর সবাই বসে আছে পথ চেয়ে । কখন আমি আসব । B-)

তাদের রোগী কাজল রেখা । প্রথম প্রেগনেন্সী । বাচ্চার নড়াচড়া পাচ্ছেনা ।

কাজল রেখাকে আমার কাছে ফুলা ফুলা ইডিমেটাস লাগল । প্রেশার মাপতে গিয়ে দেখলাম প্রেশার ১৪০/ ৯০ ।

হুম বিপি মার্জিনালি বেশী । এর টেস্ট করানো দরকার । ইঊরিনে এলবুমিন যাচ্ছে কিনা ।



কিন্তু রুগী সে পর্যন্ত অপেক্ষা করল না । আমাকে তাজ্জব করে দিয়ে সাথে সাথে রোগীর প্রচণ্ড কনভালশন শুরু হয়ে গেল । :-/ খিঁচুনি । ও মাই আল্লাহ । :-/



প্রেগনেন্সী ,

সেই সাথে প্রেশার বেশী ,

সেই সাথে গায়ে পানি ,

সেই সাথে খিঁচুনি ,

প্রসাব পরীক্ষা করালে দেখা যেত হয়ত সাথে এলবুমিন নামের প্রোটিন বেরিয়ে যাচ্ছে ...

এটা সেই ভয়ংকর বিপদ । এটা একলাম্পসিয়া । কেড়ে নেয় মা আর শিশুর জীবন । হাসপাতাল এ মাতৃমৃত্যুর এক নাম্বার কজ । :-/





এই প্রেশারেই এই অবস্থা ? হয়ত তার প্রেগনেন্সীর আগে ৯০/৭০ বা এরকম থাকত । ১৪০/৯০ তার জন্য বেশি হয়ে গেছে ।

কবে থেকে তার প্রেশার বেড়ে গেছে ,কী জানি , কোন প্রেশার মাপার কোন রেকর্ড তো নেই ।

প্রেগনেন্সীতে প্রেশারের ব্যাপক আপ ডাউন হয় । ব্লাডপ্রেসার জনিত সমস্যা খুব কমন । প্রেশারের কারণে শরীরের প্রায় প্রতিটি সিস্টেমের রক্তনালী সংকোচন করে , হার্ট কিডনি বিকল হয়ে কাজ বন্ধ করে দিলে , ফুসফুসে পানি এসে বা মাথার রক্তক্ষরণ হয়ে কাজল রেখা মরে যেতে পারে । :((





ওহ ,:| আমি রোবটের মত বললাম কুইক চ্যানেল ওপেন কর , ক্যাথেটার কর , অক্সিজেন লাগাও , লেফট ল্যাটারাল কর , ম্যাগসালফ আন । হাসপাতালের সিস্টাররা ছুটে গেল ।



আবার খিঁচুনী যেন না হয় তার ঔষধ ম্যাগসালফ । প্রফেসর লতিফা শামসুদ্দীন ম্যাডাম সহ আরও চিকিৎসকের একান্ত প্রচেষ্টায় ম্যাগপাই ট্রায়ালের মাধ্যমে ম্যাগসালফ এসেছে , যা মায়ের জীবন রক্ষা কারী ওষুধ । নিজের টাকা খরচ করে ম্যাডাম ঔষধ কোম্পানিকে দিয়ে দূর দেশ থেকে ঔষধগুলো আনিয়েছিলেন । ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ ।









তাই মুহূর্তেই চালু করলাম ঔষুধ গুলো

প্যাসেন্ট ডীপ স্লিপে । তার অক্সিজেন চলছে । স্যালাইন চলছে ।



কিন্তু বাচ্চার কি অবস্থা ? :-/

বাচ্চাটা তো ফুলের রক্তপ্রবাহের মাধ্যমে তার জীবন রক্ষা কারী অক্সিজেন পায় । কিন্তু এখন প্রেশারে জরায়ুর রক্তনালীগুলি সংকোচিত হয়ে আছে । যদিও ম্যাগসালফ বাচ্চার ফুলের রক্তপ্রবাহ বাড়াবে



কিন্তু সেটা পর্যাপ্ত হবে কি ? বাচ্চা প্রয়োজনীয় অক্সিজেন না পেলে খারাপ হয়ে মারা যেতে পারে ।

ওর হার্টসাউন্ডের কি অবস্থা ? উটেরাস পুরা কনট্রাক্টেড ।পেট শক্ত হয়ে আছে । স্টেথো দিয়ে ফিটাল হার্ট সাঊন্ড বুঝা যাচ্ছেনা । /:)



ডপলার আছে , কিন্তু না থাকার মত । ওটা দিয়ে কাজ হবে না ।

আল্ট্রাসনো মেশিন দিয়ে দেখতে হবে । সেটাই ভরসা । কিন্তু দোতলায় মেশিন । রোগীর অবস্থান ৩ তলায় ।



না, রোগী নেয়ার মতো টাইম নাই । তাড়াতাড়ি আল্ট্রাসনো মেশিনের তারতুর খুলে নিয়ে আস । তাড়াতাড়ি । ব্রাদার ছুটে গেল ।



এখানে আবার সেট করে প্রব মাত্র লাগাবো , তখনি পিছনে রোগীর আত্মীয়া বলল , কি বাচ্চা দেখা যায় আপা ?;);) ( এটার তরজমা হল , বাচ্চা ছেলে না মেয়ে ?)

হায়রে কই যাই এরকম রুগীর অভিভাবক নিয়ে । কোথায় জিজ্ঞেস করবে বাচ্চা কেমন আছে , বেঁচে আছে কিনা । তা না প্রশ্ন হল , কি বাচ্চা দেখা যায় আপা ?





বাচ্চার হার্ট স্বাভাবিক থেকে অনেক দ্রুত গতিতে যাচ্ছে । ফিটাল ট্যাকিকার্ডিয়া । বাচ্চা খারাপ ।ইমেডীয়েটলি প্রেগনেন্সী টারমিনেশন করাতে হবে । বাচ্চাটা ডেলীভারী করাতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব ।



যেহেতু জরায়ু মুখ পর্যাপ্ত খোলা না , বাচ্চার মাথা অনেক উপরে , অপারেশন ছাড়া গতি নেই । দ্রুত সিজার করতে হবে ।









আপা , আপনি সব রিস্ক নিয়ে এখানে ডেলিভারী করাবেন ?



আসলেই আমি কি করতে যাচ্ছি ?

অল্পবয়সে এরা মেয়ে বিয়ে দিয়েছে , কম বয়সে এই গর্ভ ধারণ । জীবনেও একবার ডাক্তার দেখায় নি । প্রাইভেটে না দেখাক , সরকারী হাসপাতালে দেখাতে পারতো । প্রেশার বেড়েছে , গায়ে পানি এসেছে ।

একটা কোন পরীক্ষা করানো নাই । জীবনে একটা আয়রন , ক্যালসিয়াম চোখে দেখে নাই । সব কিছু আজ তাকে এই অবস্থায় এনে দিয়েছে ।

হায়রে এখনো এরকমটাই বেশী । সরকার এতো সুযোগ সুবিধা দেয়ার পরও মাত্র ৫৪ ভাগ গর্ভবতী মাত্র একবার ডাক্তারের কাছে যায় ।

তা হাতের কাছে ডাক্তার থাকতেও দেখান নাই কেন ? এই প্রশ্ন করতে পারতাম , কিন্তু করলাম না । কারণ তারা কি উত্তর দিবে জানি ।

আমাদের হইছে-না ? আমাদের সময় তো এত ডাক্তার কবিরাজ আছিলোনা ।



এখন বেবীর জীবণ বাঁচাতে শুধু সিজার করলেই হবে ? সিজারে ও অতিরিক্ত রক্ত ক্ষরণ হতে পারে । কাজল রেখা শকে চলে যেতে পারে । পরবর্তীতেও সেপ্সিস হতে পারে ।

কত্ত ঝামেলা ।



এখন পুরুষ মানুষগুলো কেউ নেই , কিছু হলে তারা আসবে মিস ম্যানেজম্যান্টের কথা বলে হাসপাতাল ভাঙ্গতে ।



মানবাধিকার সাহেব পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করে বলবেন আপনারা অমানুষ , কসাই , আপনাদের আর কত গাড়ি চাই , বাড়ি চাই , কেন টাকার লোভে ক্লিনিকে রোগীটাকে নিয়ে কাটাকুটি খেললেন ,কেন ঢাকা মেডিকেলে একলাম্পসিয়ার আলাদা ওয়ার্ড থাকা স্বর্তেও সেখানে পাঠালেননা । ডাক্তারদের ফাঁসি দিলেও এদের ঠিক করা যাবেনা । X(



এখন প্রথম কালোর সাংঘাতিকরা ছুটে আসবেন । ডাক্তারের হাতে কেউ মারা গেলে সেটা নিউজ এজেন্সীর জন্য খুব শুভ দিন :D মহিলা ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু । শিরোনাম । বাংলাদেশ বলেই এভাবে মারা গেল , ইন্ডিয়ার চিকিৎসা কত্ত ভালো ।





দিয়ে দিবে ফেইস বুক শেয়ার , পাবলিকে হুমড়ি খেয়ে পড়বে ।সারা জীবনের কষ্ট পরিশ্রম এক বাক্যবাণে খান খান , চৌদ্দ গুষ্টি শেষ । কয়েকজন ব্লগার সেটা আবার কপি পেস্ট দিবে ব্লগে । ইচ্ছামত গালাগালি । কেউ কেউ পোস্ট দিবে ডাক্তারদের অন্য নাম কসা ই দেয়া হোক । একজন আরমান বা মনিরা সুলতানা ব্লগার চিঁ চিঁ গলায় বলার চেষ্টা করবেন , উনি আমাদের সামুর ব্লগার । সব ডাক্তার খারাপ না ।

ব্যাস তাদেরও চৌদ্দ গুষ্ঠি শেষ ।







তার চেয়ে রেফার্ড করে দিই ।

যদিও বাচ্চাটা মারা যাবে ।অবশ্য ওরতো মরে যাওয়ারই কথা । এটি একটি অতি সাধারণ হাসপাতাল । আই, সি ইউ নেই , এন , আই সি ইউ নেই , শিশু ডাক্তার উপস্থিত নেই ।

ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দিলে, সেখানে গিয়ে পৌঁছাতে বনানীর সিগনাল , প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সিগনাল , কাওরণবাজারের সামনের সিগনাল , সব পার করে যেতে দুই আড়াই ঘন্টা লাগবে ততক্ষণে বাচ্চা আরও খারাপ হবে ।



এখন হার্টবিটবেশী ,

তারপরের ধাপ হল এটা কমতে থাকবে ,

তার রক্তে অক্সিজেনের লেভেল কমতে থাকবে ।

ম্যাটাবলিক এসিডোসিস হবে ,

বাচ্চা মারা যাবে ।



কিন্তু আমি বেঁচে যাব । B-) হাসপাতালের কিছু হবেনা ।



কিন্তু বিবেক ? বিবেক তো ছাড়বে না । ধ্যাত , এই বিবেক সাহেবা রে নিয়ে হয়েছে মহা যন্ত্রণা । বিবেক আফা, এত ভ্যাজাল কইরো না তো ।



ওরে মোর খোদা , আমার ম্যাডামের ঐতিহাসিক বাণীও দেখি ভাঙ্গা রেকর্ডের মত বাজতে লাগল , কানের মধ্যে ।

যেন বসে আছি ঢাকা মেডিক্যালের মর্নিং সেশনে । সারা রাত জেগে চোখ ঢুলু ঢুলু । প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম যেন তাজা গোলাপ । সুরভী ছড়িয়ে বলছেন ,

খবরদার এক্লাম্পসিয়ার পেসেন্ট রেফার্ড করবিনা । রোগী বাঁচলেও বাচ্চাটা মারা যায় । আমার ডাক্তারদের আমি প্যাসেন্ট ম্যানেজম্যান্টের জন্য ভালভাবেই তৈরী করেছি ।

এনাস্থেসিয়ার ডাক্তার , এসিস্টেন্ট সার্জন ডাক্তার , ওটি ব্রাদার , ওটি সিস্টার আমার মুখের দিকে তাকিয়ে আছে ।



আমি কি বাচ্চাটাকে এখানে ডেলিভারী করাব ?



"হুম । তোমরা আমার পাশে থাক , আমাকে হেল্প কর :|।" এটুকু মুখে বললাম ।

আর যা বললাম না তা হল , " আমি জেনে শুনে বাচ্চাটাকে মরতে দিতে পারিনা ।

বাচ্চার অবস্থা এখুনি ভাল না ।

।আমি অপেক্ষা করবনা নেক্সট চান্সের জন্য । মানে এই আশায় থাকব না এটা মরে গেলে মরে যাক পরে আবার বাচ্চা হবে ।

তার স্বামী রিকশাওয়ালা , এক্সিডেন্টে পা ভেঙ্গেছে । এই শিশুটির মুখের দিকে তাকিয়ে আবার সে বাঁচার স্বপ্ন দেখবে ।

আর কাজল রেখা ?

কাজল রেখার ১০ মাসের কষ্ট ।

আমি চাই সে পেয়েও হারানোর বেদনাটুকু না পাক ।

পেয়ে হারানোটা যথেষ্ট কষ্টের ।

তার সে কষ্ট সে কাউকে বোঝাতে পারবে না ।

আজীবন দীর্ঘশ্বাস বয়ে বেড়াবে ।:| "



সো , আই নিড এ ভেরী গুড কাঊন্সেলিং ।

আমাকে রুগীকেও বাঁচাতে হবে , শিশুটিকে বাঁচাতে হবে আবার নিজেকে সেইভ করতে হবে ।

ডাবল রিস্ক বন্ডে সাইন হয়ে গেল বাচ্চা বাঁচানোর সু্যোগ টা নিতে ।

ছুরি ,কাঁচি্‌ নিয়ে আমি আর আমার এসিটেন্ট যোদ্ধার বেশে রেডি ।

বেবি মেনেজমেন্টের জন্য সাকার , অক্সিজেন , আম্বো ব্যাগ নিয়ে রেডী ওটি ব্রাদার । এনাস্থেসিয়ার ডাক্তার তাকে হেল্প করবেন । পিন পতন নিরবতা ওটিতে ।

পেসেন্টকে এনাস্থেসিয়া দিলেন ডাক্তার ,অত্যন্ত দক্ষতার সাথে ।

লেয়ার বাই লেয়ার কেটে বাচ্চা পর্যন্ত পৌঁছে দেখি বাচ্চা যতটা ভেবেছি তার চেয়ে খারাপ আছে ।

বাচ্চা পুরো পায়খানায় ডুবে আছে । ডিস্ট্রেসে এনাল স্পিংটার ওপেন হয়ে এ অবস্থা ।

যখন সবুজ ঘন মিকোনিয়াম থেকে বাচ্চাটাকে তুলে আনতে হয় । আমার হচ্ছিল হাতটা আমার না , কোন শুভ শক্তির যা আমি দেখতে পাচ্ছিনা , কিন্তু অনুভব করতে পারছি ।





কিন্তু বাচ্চাতো কাঁদছেনা । না, কাঁদছে না । ওরা বেবী ম্যানেজ করতে এক পাশে নিয়ে গেল । আমরা অপেক্ষা করছি কিছু কান্নার শব্দ শুনার জন্য । সময়টা যেন অন্তহীন । অন্তহীন অপেক্ষার প্রহর , সেকেন্ডের ক্ষুদ্রাতিক্ষুদ্র ভগ্নাংশগুলো যেন যুগ যুগ সময়কে ধ্বংস করে দ্রুত গতিতে কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ।

ও শিশু , তোমাকে কাঁদতে হবে এবং সময় মত । তুমি দেরী করলে তো হবেনা । তুমি কি জান তোমার কত দায়িত্ব ? যা তুমি করতে পার পৃথিবীর আর কারো হাতে সে ক্ষমতা দেয়া হয়নি ।এ গুরু দায়িত্ব ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ ?



তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে । তোমার চিৎকারের সাথে তোমার ছোট্ট লাংস দুটি চালু না হলে অক্সিজেন নিয়ে লোহিত কণিকারা ছুটে যাবেনা তোমার নিউরণগুলোতে , আর স্থায়িভাবে নষ্ট হয়ে যাবে ব্রেইনসেলগুলো ।



ওহ , সব রিসাসসিটেশন মেজার , ওরোফেরিঞ্জিয়াল সাকশন , নেজাল সাকশন , ওক্সিজেন , টেক্টাইল স্টিমুলেশন একে একে ব্যর্থ ।

প্রাণ ফিরিয়ে দেয়ার কোন উপায়ই কাজ করছেনা । মাউথ টু মাঊথ ব্রিদিং , আম্বো ব্যাগ , অক্সিজেন , চেস্ট কম্পেশন ইত্যাদি কতগুলো শব্দ ছাড়িয়ে কিছু কান্না শোনার জন্য আমার দিল সেদিকে পড়ে রইল। অপারেশন শেষ হয়নি তাই আমি মন খারাপ করে শেষ করছি ।



বাচ্চাটা কি মারা যাচ্ছে ? হুম গেলে ও যেতে পারে । ৩০ থেকে ৫০ ভাগ মানে প্রায় অর্ধেক শিশুই মারা যায় । তাহলে কি কোন আশা নেই ? বাচ্চাটাকে কী মরে যেতে দেখব ?



ওহ আল্লাহ , প্লিজ দয়া কর , প্লিজ সেইভ দ্য বেবী , প্লিজ । প্লিজ পারডন মি , এন্ড হেল্প দ্য বেবী । আমার সব পূণ্যগুলো তুমি নিয়ে যাও তবু বাচ্চাটাকে ফিরিয়ে দাও । আজগুবি প্রার্থনা শুনে আল্লাহ হয়ত হাসলেন

"আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারেনা ,যেহেতু প্রত্যেকের মেয়াদ নির্ধারিত । সুরা ইমরান ।"

গগন বিদারী চিৎকার করে কেঁদে উঠল বাচ্চাটা । বুকের মধ্যে আটকে থাকা বাতাস দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এল । সবাই হাসছে।



আমার চোখের কোনা চিকচিক করে উঠল । আমি মানুষ থেকে বেশী কিছু , আমি অমানুষ , আমাকে কাঁদলে চলবে না । ডাক্তার যখন হয়েছো চোখের পানি মুছতে পারো তবে আড়ালে । সবার সামনে না ।



তবে ধন্যবাদ জানাই আল্লাহ । অনেক ধন্যবাদ ।

তুমি কোথায়, তুমি কোথায় বলে প্রমাণ চাইব না । তুমি এখানে ছিলে , আমার ব্রেইনসেলে একটা সঠিক ডিসিশন নিতে , আমার হাতটা আমার ছিলনা যখন ঘন সবুজ থিক মিকোনিয়াম থেকে আমি তাকে তুলে আনি । তুমি প্রাণবায়ু ফেরত দিলে ।আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারেনা হ্যাঙ্কস আল্লাহ । একটা প্রান রক্ষায় আমাকে বা আমাদেরকে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ ।



বাচ্চাটা কাঁদছে ,তার দুঃখে সবাই ব্যাপক আনন্দ প্রকাশ করছে । চারিদিকে উল্লাস ধ্বনি ।

আপা মেয়ে শিশু বলেই টিকে গেছে । ছেলে হলে কখন মরে যেত । ছেলে বাচ্চাগুলি এত কষ্ট সহ্য করতে পারেনা ।



ওটি খালা বিরস মুখে বললেন , সারা জীবনে আরও কত কষ্টের ভিতর দিয়া যাইতে হইব ।

হুম তা সত্য , বলেই সবাই হাসতে লাগল । আমি সহ । কিসে যে হাসবে আর কিসে বেদনা হত হবে ,বলা মুস্কিল । বিচিত্র ।

ওটি শেষ করে বেবীকে একটা একজামিনেশন করার জন্য নিয়ে আসতে বললাম ।

পাকা বুড়ি একটা , পিট পিট করে দেখছে আমাকে । বাচ্চাটা কপ করে আমার আঙ্গুল ধরে ফেলল , খুব আঁতেল কেউ বলবে এটা বাচ্চাদের গ্রাস্পিং রিফ্লেক্স , আমি যারপর নাই বিমোহিত হয়ে গেলাম ,





বাচ্চাটা একটু হাসল ... ওরে আমার আল্লাহ এই হাসিতে আমিতো একদম কাইত ।



বাচ্চাটাতো আমাকে আডেন্টিফাই করতে পেরেছে , এটা তার বন্ধুতের হাসি , কৃতজ্ঞতার হাসি । যে যা বলুক এটা হচ্ছে প্রাপ্তি যার জন্য আরো রুগীদের বাঁচানোর কাজে, হেল্প করা র জন্য আবার ও ঝাঁপিয়ে পড়া যায় ।



সমাপ্ত ।







সকল প্রসংশা মহান আল্লাহ তালার । মহানবী মুস্তফা ( সাঃ ) কে অসংখ্য সালাম ।



পোস্ট উৎসর্গ >> ডাঃ সাজিয়া আফরিন ইভা , বারে বারে প্লেস করা পার্ট ২ এফ,সি,পি,এস গাইনীর স্টুডেন্ট , এরকম ই এক মা ও গর্ভস্থ শিশুর জীবণ বাঁচাতে বাসায় না খেয়েই হাসপাতালে ছুটে যান ,রোগী বাঁচে কিন্তু কিছুক্ষণ পরেই হাসপাতালে নৃশংস ভাবে খুন হন তিনি । সব ডাক্তার শোকে স্তব্ধ যায় এ ঘটনা মনে হলে । আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুণ ।



অশেষ ধন্যবাদ >> আমার নতুন ব্লগার বন্ধু মনিরা সুলতানা ,

আপা লিখছি আমি , কষ্ট করেছো তুমি । রাত জেগে বসে আছ এখন । অত্যন্ত কৃতজ্ঞ হয়ে রইলাম ।



বিশেষ কৃতজ্ঞতা >> একজন আরমান কে । আমার লেখার ইচ্ছে ছিল ,কিন্তু শেষ পর্যন্ত লেখাটার জন্য সে বারে বারে নক করেছে । বুঝার উপযোগী করে লেখার জন্য একলাম্পসিয়া যথেষ্ঠ কঠিন একটা বিষয় । আসলে নাচতে না জানলে উঠান বাঁকা । আমার কাছে যাই লিখতে চাই তাই কঠিন লাগে ।



মন্তব্য ১২৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: না কাঁদালে চলত না ...

তুমি কোথায়, তুমি কোথায় বলে প্রমাণ চাইব না । তুমি এখানে ছিলে , আমার ব্রেইনসেলে একটা সঠিক ডিসিশন নিতে , আমার হাতটা আমার ছিলনা যখন ঘন সবুজ থিক মিকোনিয়াম থেকে আমি তাকে তুলে আনি । তুমি প্রাণবায়ু ফেরত দিলে । থ্যাংকস আল্লাহ । একটা প্রান রক্ষায় আমাকে বা আমাদেরকে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ ।

সমস্ত প্রশংসা আল্লাহ ।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

না পারভীন বলেছেন: আসলে ই ।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

খেয়া ঘাট বলেছেন: কাজল রেখা -নামটা ভালো লেগেছে।
সুন্দর উপস্থাপন। সবকিছুই যেন নিজের চোখের সামনেই ঘটল।
ডাক্তার- উপরে আল্লাহ আর নীচে মানুষের জীবন বাঁচানোর ডাক আর জীবন জোড়া লাগানোর তার=ডাক্তার।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

না পারভীন বলেছেন: লজ্জায় পড়লাম । খেয়া ভাই ।

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

এখন প্রথম কালোর সাংঘাতিকরা ছুটে আসবেন । ডাক্তারের হাতে কেউ মারা গেলে সেটা নিউজ এজেন্সীর জন্য খুব শুভ দিন । মহিলা ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু । শিরোনাম । বাংলাদেশ বলেই এভাবে মারা গেল , ইন্ডিয়ার চিকিৎসা কত্ত ভালো ।দিয়ে দিবে ফেইস বুক শেয়ার , পাবলিকে হুমড়ি খেয়ে পড়বে ।সারা জীবনের কষ্ট পরিশ্রম এক বাক্যবাণে খান খান , চৌদ্দ গুষ্টি শেষ । কয়েকজন ব্লগার সেটা আবার কপি পেস্ট দিবে ব্লগে । ইচ্ছামত গালাগালি । কেউ কেউ পোস্ট দিবে ডাক্তারদের অন্য নাম কসা ই দেয়া হোক । একজন আরমান বা মনিরা সুলতানা ব্লগার চিঁ চিঁ গলায় বলার চেষ্টা করবেন , উনি আমাদের সামুর ব্লগার । সব ডাক্তার খারাপ না ।
ব্যাস তাদেরও চৌদ্দ গুষ্ঠি শেষ ।



আমিও ছিলাম কিন্তু আপনার বিরুদ্ধে ব্লগে কেউ কিছু বললে আমিও চিঁ চিঁ করে বলে উঠব উনি আমাদের সামুর ব্লগার । সব ডাক্তার খারাপ না ।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

না পারভীন বলেছেন: কান্ডারী , আপনি জোরে বলবেন । নো চিঁ চিঁ ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

একজন আরমান বলেছেন:
কষ্ট করে লেখার জন্য অনেক ধন্যবাদ আপু। :)

আপু আরও কিছু জানতে চাচ্ছিলাম। যদি সময় থাকে আরও কিছু বলবেন এই সম্পর্কে। গল্পে শুধু বাচ্চা জন্মের পূর্ব থেকে জন্ম হওয়া পর্যন্ত সমস্যাগুলি তুলে ধরেছেন। এর পরে বাচ্চা এবং তার মায়ের কি কি মানসিক আর শারীরিক সমস্যা হতে পারে? যদি সমস্যা হয়ে থাকে তবে সেগুলো কি স্বল্পমেয়াদী না দীর্ঘস্থায়ী?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

না পারভীন বলেছেন: জানতাম এটাই লিখবেন আপনি । ভাল থাকলে আপনার মত হবে । একটু ...

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

অিপ পোদ্‌দার বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

না পারভীন বলেছেন: সব আমার ?
অনেক ধন্যবাদ অপি ।

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিত অথর্ব তাই চিঁ চিঁ

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

না পারভীন বলেছেন: হা হা হা
সব সময় পজিটিভদের পাশে চাই ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ লেখা। পড়তে গিয়ে থ্রিলার এবং এ্যাডভেঞ্চারের অনুভূতির সাথে মানবিক বোধও নাড়া দিল। আপনার লেখার ভঙ্গি সত্যিই অনন্য। অনেক শুভকামনা রইলো।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

না পারভীন বলেছেন: আঁতেল পাঠকের দিকটাও খেয়ালে রাখা হইছে । :)

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

একজন আরমান বলেছেন:
একটু কি?

আর আমি শুধু সন্তানের কথা বলিনি, মায়ের কথাও বলেছি।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০

না পারভীন বলেছেন: আচ্ছা , সময় নিলাম । কাল লিখব । বাংলায় বুঝিয়ে লিখতে সময় লাগবে । :)

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ওকে ঠিক আছে আপু

১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৪

না পারভীন বলেছেন: :) :) :)

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২২

আশিক মাসুম বলেছেন: ভালো লাগলো ।

১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭

না পারভীন বলেছেন: ধন্যবাদ , আশিক ভাই ।
পড়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা রইল ।

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

আমিভূত বলেছেন: শুকরিয়া মহান আল্লাহর দরবারে ।অনেক সুন্দর করে লিখেছেন আপু শেষে এসে কেদেফেলেছিলাম ।

আসলে একলাম্পসিয়া অনেক ভয়ঙ্কর । আমার এক কাজিনের বেবি হবার সময় হয়েছিল , বেবি অনেক ছোট হয়েছিল , তাও ভালো কিন্তু বেবির মা আজও বেবিকে আদর করে না , কি যেন হয়েছে ! মানসিক কোন সমস্যা হয়ত ।

আমার বড় বোনের আবার শরীরে অনেক পানি এসেছিল ,সাথে প্রোটিন ও যাচ্ছিল ,কিন্তু আল্লাহ্‌র অশেষ রহমতে প্রেশার ভালো ছিল ,অনেক পরীক্ষা করেছিলেন ডাঃ জিন্নাত আরা কিন্তু সমস্যা ধরতে পারেনি । শুকরিয়া মা ও শিশু ভালোই আছে :)

আপু আপনিতো চিকিৎসক আমার ব্লগে আমি কিছু পোস্ট লিখেছিলাম আপনি একবার সময় নিয়ে দেখে আসবেন ভুল ত্রুটি আছে কিনা নতুন কুটুমের মায়ের যত্ন (গর্ভবতী মায়ের যত্ন) শিরোনামে ।

ভালো থাকবেন :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

না পারভীন বলেছেন: আপু , অনেক ধন্যবাদ , মনে দুঃখ , আমার ব্লগ মেয়েরা পড়েনা । আপনার প্রিয়তে আমার একটা পোস্ট দেখে দুঃখ আনন্দে রূপ পেয়েছে ।


নতুন কুটুমের মায়ের যত্ন (গর্ভবতী মায়ের যত্ন) , পড়তে চাই । লিংক টি দেয়ার অনুরোধ রইল ।

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

এম এম কামাল ৭৭ বলেছেন: স্বামী রিকশাওয়ালা , এক্সিডেন্টে পা ভেঙ্গেছে । এই শিশুটির মুখের দিকে তাকিয়ে আবার সে বাঁচার স্বপ্ন দেখবে ।
আর কাজল রেখা ? কাজল রেখার ১০ মাসের কষ্ট ।
আমি চাই সে পেয়েও হারানোর বেদনাটুকু না পাক ।
পেয়ে হারানোটা যথেষ্ট কষ্টের ।


এখন ব্লগে মন ছুঁয়ে যাওয়া লিখার সংখ্যা অনেক কম। দূর্লভ লিখা গুলির একটি এটি। আমার দেখা এই বছরের শ্রেষ্ঠ পোষ্ট এটি।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

না পারভীন বলেছেন: এটা আমার বিরাট পাওয়া । কিছু আনন্দের আরেকটি পালক । অনেক ধন্যবাদ কামাল ভাই ।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

একজন আরমান বলেছেন:
ভূত আপু যা বললেন আমি সেরকম কিছুই জানতে চেয়েছিলাম।

আচ্ছা সময় করে লিখে ফেলেন।
জ্বালানোর জন্য সরি আপু। :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

না পারভীন বলেছেন: কি হল ? সরি কেন ?

অবশ্যই লিখব ।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

সািহদা বলেছেন: আপু লেখাটা পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে, সব ডাক্তাররা এমন সাহসী হওয়া উচিত।

জানোতো আপু যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছি আমি । কারন আমি ................................।

আমার জন্য দোয়া করিও।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

না পারভীন বলেছেন:
কিছু মানুষ জীবনে হঠাৎ করে আসে
আবার হঠাৎ করেই হারিয়েও যায় ॥
শুধু দিয়ে যায় না ভুলতে পারা কিছু সময়
আর... কিছু স্মৃতি ॥

এই ধরনের বন্ধুরা কেন ই বা জীবনে আসে,
আবার কেন ই বা চলে যায়,
জীবন থেকে অনেক দূরে ॥

কেন এরা দিয়ে যায় কখনো মিষ্টি বেদনা,
কখনো বা কিছু অনুশোচনা,
যা বয়ে বেড়াতে হয়

সারাটি জীবন...



প্রিয় কবি , ভয় নয় সচেতনতা চাই । আল্লাহ আপনাকে দেখে রাখে যেন ।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
আপু ফেবুতে একটা মেসেজ দিয়েছি কিছু জানতে চেয়ে। প্লিজ চেক কইরেন। আমার অনেক কৌতূহল এই ব্যাপারটাতে।

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

না পারভীন বলেছেন: হুম

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

আমিভূত বলেছেন: কি বলেন আপু আপনার ব্লগ মেয়েরা পড়ে না :|| ? আমিতো পড়ি এবং আমি অফিসে থেকে পড়ি বিধায় মন্তব্য করতে পারি না ,পরে ভুলে যাই ।আর সুযোগ পেলেই তা এফবিতে শেয়ার দেই, আমার লেডী কলিগদের পড়তে দেই । আমার কাছে আপনার লেখাগুলো এত ভালো লাগে যে আমি বাসায় আমার মা বোনকে পড়ে শোনাই ,বিশেষ করে আমার ছোট বোন (মেডিক্যালে পড়ছে)তাকে বলি এই রকম ডাক্তার হতে হবে :)

আপনার বেশি বেশি লেখা চাই আপনাদের জ্ঞান আমাদের মাঝে গল্পের মত করে বিলিয়ে দিলে আপনাদের প্রতি ক্ষোভ আমাদেরও কমবে ,আমরাও আমাদের ভুলগুলো শুধরাতে পারব :)
আল্লাহ্‌ আপানাকে আরও অনেক ভালো ডাক্তার হবার সুযোগ দিন যেমনটি আপনি চান :D

নতুন কুটুমের মায়ের যত্ন (গর্ভবতী মায়ের যত্ন ) এর লিঙ্ক

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

না পারভীন বলেছেন: আপা , আমি ৪ মাসের নতুন লেখক । আমার লিখতে গিয়ে তো কী বোর্ড ভেংগে ফেলার দশা ।
গদ্য পাঠকদের সাইকোলজির সাথে যাওয়া রোগী ম্যানেজ করার চেয়ে কঠিন ।
আপনি হেলথ সেক্টরের সাথে জড়িত ?



১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মেলবোর্ন বলেছেন: আপু আপনার লিখা পড়ছিলাম না মনেহয় আমি চোখের সামনে দেখছিলাম রোমান্চকর অনুভুতি আর প্রতিক্ষনেই ভাবছিলাম আল্লাহজানে শেষে মা বা বাচ্চাটার কি হয় কারন আপনি অনিশ্চয়তাকে এমন ভালভাবে উল্লেখ করেছেন যে নিজেরই বুক কাপছিল কিন্তু আবার শেষে এসেও দেখ যেতে পারছিলামনা শেষটা কি হয় সেটা জেনে আবার পড়লে সেই ভাবে অনুভুতি পেতামনা বলে।

আমাদের মেলর্বোনে শীতের শুরুতে ফ্লুর আক্রমনে এমনিতে মাথার অবস্থা খারাপ কিন্তু আপনার লিখা পড়া শুরু করে শেষ না করলে মাথাটা পাক্কা নস্ট হয়ে থাকতো।

এবার আসি কোরআনের কথায় সুরা আল যুমার সুরা নং ৩৯ আয়াত নং ০৬ এ পাবেন "তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে। অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?"

সুরা সেজদাহ সুরা নং ৩২ আয়াত নং ৭-৯: "যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে।অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর। "

সুরা আল ওয়াক্বিয়া সুরা নং ৫৬ আয়াত ৫৭-৫৯:আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না। তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে। তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?

আরো পাবেন :
সূরা আল ক্বেয়ামাহ সুরা নং ৭৫ আয়াত নং ৩৬-৩৯,
সূরা আদ-দাহর সুরা নং ৭৬ আয়াত নং ২,
সূরা আন-নাজম সুরা নং ৫৩ আয়াত ৪৫-৪৬,
সুরা আলাক সুরা নং ৯৬ আয়াত ১-৩,

এবং সুরা আল মুমিনূন সুরা নং ২৩ আয়াত ১৪ :এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। "

মানব সৃস্টির কি নিপুন বর্ননা কোরআনে করেছেন আমাদের রব মহান আল্লাহ। সেই আল্লাহর কাছে মোনাজাত তিনি যেন আপনাকে সুস্থ রাখুন এবং এমন আরো ভালো লিখা আমাদের উপহার দেয়ার তৈফিক দিন আমিন। এবং পোস্ট অবশ্যই প্রিয়তে

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

না পারভীন বলেছেন: আমি যখন অসুস্থ হই , তিনিই আমাকে আরোগ্য দান করেন । আল কুরআ ন ।
মেলবোর্ন ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ।
আপনার প্রার্থনা আমার মন ছুয়ে গেছে । আপনার ফেস বুক আইডি কি ? মাঝে মাঝে কোন কোন ব্যাপারে প্রশ্ন করার জন্য উপযুক্ত মানুষ পাইনা । যা লেখার কাজে হেলপ করবে ।


১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

আমিভূত বলেছেন: :P :P :P লজ্জা দিয়েন না আর আপনাকে শুধুই বিরক্ত করছি আমি আর আরমান ভাই B-))
আমি হেলথ সেক্টরের সাথে জড়িত না আমার খুব কাছের তিনজন মানুষ সম্প্রতি মা হয়েছেন তাদের জন্য ব্লগ , নেট খুঁজে একটা ডকুমেন্ট বানিয়েছিলাম পরে ভাবলাম ব্লগে শেয়ার করি :)

ইচ্ছে ছিল প্রসব পরবর্তী সেবা নিয়ে লেখার আর এই তিনজন মায়ের গর্ভকালীন ঘটে যাওয়া কিছু ব্যাপার আলোচনা করার কিন্তু সময় পাচ্ছি না তাই আর হচ্ছে না :( এখন ব্লগে লেখাও কম পড়া হয় ।

আপনি সময় নিয়ে আস্তে ধীরে লিখেন আপনার লেখার জন্য অপেক্ষা করতে আফসোস নেই :-B :#>

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

না পারভীন বলেছেন: আপনার লেখা আমার খুব ভাল লেগেছে যেন আপনি এর সাথে জড়িত । খুব বেসিক ব্যাপার গুলো এসেছে যা মানুষের অবশ্যি জানা দরকার ।

আমি আবার পড়ব । আর আমার ব্লগে সবসময় সুস্বাগতম ।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' ডাক্তার মানে সেতো মানুষ নয় ,
আমাদের চোখে সেতো ভগবান --------------- ''
এরকম একজনের লিখার সাথে পরিচিত হতে পেরে ভাল লাগছে ।
আপনার লিখার স্টাইলটা দেখছি মনিরা আপুর মতই । যেন সব কিছু চোখের সামনে দেখছি ।
আপনাকে ''আমার লিঙ্কে'' এড করে নিলাম ।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

না পারভীন বলেছেন: ভাইয়া , আপনি ভুলে গেছেন আপনি আমার বাক স্বাধীনতা পাওয়ার আগেই আপনি উতসাহ দিয়েছিলেন । ১ম মন্তব্যকারী আমার ব্লগের । ডাঃ সাজিয়াকে নিয়ে ব্লগ ।

আজ আবার কৃতজ্ঞতা জানাই ।

২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাই বুঝি আমার বাড়ীতে কখনো আপনার ফুটপ্রিন্ট পরেনি । =p~ =p~ =p~

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

না পারভীন বলেছেন: অবশ্যই ফুটপ্রিন্ট পড়ছে , সব কমেন্টের যে উত্তর দেয়া উচিত তাতো আপনার ব্লগ পড়েই জানতে পেরেছি ।

অনুসারিতের ব্যাপার আমি আবিষ্কার করেছি এই মাসেই । :)

২১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফুটপ্রিন্ট পড়লে আপনার এতো গুলি চমৎকার লিখা আমাকে মিস করতে হতো না । :((

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

না পারভীন বলেছেন: :) :) :)

২২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

মনিরা সুলতানা বলেছেন: খুব বেশি আবেগ আপ্লুত অবস্থায় মনের ভাব প্রকাশ করা মুশকিল ।।

আমি যখন তোমার এখানে শুরুতে কমেন্ট করি আমি কাঁদছিলাম। কিন্তু পরে কিছু লিখতে এসে দেখি সবাই সব লিখে গেছে :(
উপরের সবার সাথে সহমত প্রকাশ করছি , হা ভূত আপু আর আরমান দুইজন এর সাথে ও আমিও মনে হয় তোমাকে ওদের মত জ্বালাচ্ছি :P
মাঝে মাঝে খেয়া ঘাট কে দেখে আফসোস হয় কেন এত কম জানি আমি মানে কম প্রকাশ করতে পারি :(

আর একটা কথা মেয়ে রা তোমার ব্লগ পড়ে না :-* আসুবিধা কি , মহিলা রা তো পড়ে :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

না পারভীন বলেছেন: এখনো শিখছি কিভাবে বিনয়ী হতে হয় । :) :) :)
আর ভূত আপু , আরমান বা তোমাতে আমি বিরক্ত হব , এত বড় ব্লগার আমি হলাম কখন ?


২৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

অিপ পোদ্‌দার বলেছেন: সব আপনার... B-)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯

না পারভীন বলেছেন: :) :) :) :) :)

২৪| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫

মেলবোর্ন বলেছেন: আপনার প্রার্থনা আমার মন ছুয়ে গেছে । আপনার ফেস বুক আইডি কি ? মাঝে মাঝে কোন কোন ব্যাপারে প্রশ্ন করার জন্য উপযুক্ত মানুষ পাইনা । যা লেখার কাজে হেলপ করবে ।

আপু মাফ করবেন ফেসবুক আইডিটা পারসোনাল বলে ব্লগে সবার জন্য উম্নুক্ত করতে পারছিনা আপনি আমাকে মেইলে পাবেন [email protected]

আপু যখনই লাগবে ইনশাআল্লাহ চেস্টা করবো আপনাকে যতটুকু পারি উত্তর দেয়ার। আর একটা বিষয় মেয়ে রা আপনারর ব্লগ পড়ে না তো কিহয়েছে সেই মেয়েদের সাথে যারা আছ বা থাকে তাদের ভাই, বন্ধু, স্বামি, পিতা তারা তো আপনার লিখা পড়ছে আর কোন না কোন ভাবে সচেতন হচ্ছে নারীদের প্রতি সচেতন হচ্ছে এবং সেটা তাদের মা বোন বন্ধু বা স্ত্রীর প্রতি প্রয়োগ করছে সেটাই বা কম কি এবং সেটা আরো ফলপ্রসু বলে মনে করি। আর আপু বা নারী ব্লগাররা তো কমেন্ট বলেছেনই ওনারাও পড়ছেন।

কোরনে যেমন মহিলাদেরও অন্তর্ভুক্ত করে এভাবে যেমন বিশ্বাসী মানুষ এবং বিশ্বাসী মহিলা - - সম্মানিত পুরুষ এবং সম্মানিত মহিলা। আর কবি নজরুল তো বলেছেনই

"কোন কালে হয়নি কো জয়ী পুরুষের তরবারী
প্রেরনা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।"

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৪

না পারভীন বলেছেন: আচ্ছা মাফ করলাম ।আমি একটু অশিক্ষিত ধরনের । মেইল পারি না । আসলে খোলাও হয়না । মেইল রিলেটেড কোন কাজ কর্ম করা লাগে নাতো তাই ।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

আমিনুর রহমান বলেছেন:

আপনার কি না কাঁদালে চলত না ?! ভীষণ আবেগী হয়ে গিয়েছিলাম।

এত উত্তেজিত হয়ে পড়ছিলাম আপনার লিখা পড়ে মনে হচ্ছিল ডাক্তার আমি নিজেই। চমৎকার একটা বিষয় নিয়ে চমৎকারভাবে লিখার জন্য কৃতজ্ঞতা।

সামুর ডাক্তারগুলোই মনে হয় এমন তাদের নিজ দায়িত্ব ও কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে, অনেককেই দেখি না :P

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

না পারভীন বলেছেন: এই লেখা লিখার সময় , যতবার কারেকশনের জন্য পুরাটা পড়তে হত , তত বার আমারো দমবন্ধ লাগতো । এই ঘটনা ৩ বছর আগের , কিন্তু মনে হয় সেদিনের ঘটনা ।

আমিনুর ভাইয়া , দোয়া করবেন মানবিক দায়িত্বটুকু যেন ঠিকমত পালন করতে পারি ।

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানলাম। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

না পারভীন বলেছেন: থ্যাংকস আপু । :)

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

ঝটিকা বলেছেন: হাই হাই আপনাকে আমার চোখে পড়ে নাই কেন :( যা হোক, এবার অনুসরনে রাখলাম। সামনে একটা পোস্টও মিস যাবেনা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

না পারভীন বলেছেন: শুভ নববর্ষ । ভাল করে লেখার ইচ্ছে টাই বেড়ে গেছে । :) :)

২৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১২

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ আপু। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮

না পারভীন বলেছেন: আরমান , শুভ নববর্ষ ভাই । আজকের ভোর টা আসলেই সুন্দর , অচেনা হাজার পাখির কুজন , উদাশ করা মৃদুমন্দ বাতাস , সেই সাথে আরমানের শুভেচ্ছা বার্তা । :) :)

২৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

আমিনুর রহমান বলেছেন:

শুভ নববর্ষ ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

না পারভীন বলেছেন: আমিনুর ভাই , সামুর এটাই আমার প্রথম একটা উতসব । ভাইয়া আমি বিমুগ্ধ , আমার এই পরিবারের সাথে নববর্ষ কাটিয়ে ।


অনেক অনেক শুভকামনা আর শুভ নববর্ষ ।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ নববর্ষ...।
আমাদের চোখে যে ''ভগবান'' তার জন্য শুভ হোক ১৪২০ সালের প্রতিটা মুহূর্ত......।।
ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

না পারভীন বলেছেন: দুলা ভাই , এইবার আমার বোনটাকে নিয়ে একটা পোস্ট চাই ।

শুভ কামনা আর শুভ নববর্ষ ।

৩১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

শ্রাবণ জল বলেছেন: নতুন কিছু জানলাম।
ভাল লাগল।

থ্যাংকস।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

না পারভীন বলেছেন: শুভ নববর্ষ শ্রাবণ জল আপু , আপনার লেখা পড়ে আমি বিমোহিত ।

আর এখানে আপনাকে পেয়ে খুব ভাল লাগছে ।
শুভ নববর্ষ

৩২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

আমিনুর রহমান বলেছেন:

সামু সত্যিই চমৎকার একটা পরিবার। আমরা যখন ব্লগাররা আড্ডা দেই তখন ব্লগ ছাড়া অন্যকোন কথা বলি না। আমার এখন বন্ধু বলতেও ব্লগারই ... সেটা বাস্তব আর ভার্চুয়াল ২ জায়গাতেই ...

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

না পারভীন বলেছেন: আচ্ছা , তাহলে কাজের কথাটাই জিগাই ,
কত টাকা জমাতে হবে ফুলের রেনু উঠে এমন একটা ক্যামেরা কিনতে ? ( মানে সূক্ষ্ণ ছবি উঠবে )
জানলে জমানো শুরু করতাম ।

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

জিয়া চৌধুরী বলেছেন: পুরো ঘটনাচক্র আমার নিজের চোখে দেখা। আমার স্ত্রী প্রথম সন্তান প্রসবের সময়ে এই ঘটনার মুখোমুখি হয়। তবে আমার সন্তান বাচেনি।
কেন বাচেনি, তা হয়তো / যদি দিয়ে কিছু বলবোনা ।

তবে মেডিকেলে র্ভতির ১৫ দিন পর টার্মিনেশন ডেট দিয়েছিল। প্রথম দিন বিপি ছিল ১৬০/৯০। এটা পরবর্তী ১৫ দিন আপডাউনে ছিল। বাচ্চা ছিল ৩২ সপ্তাহের। বাচ্চাকে প্রথম দিন টারমিনেট করা অসম্ভব মনে করেছেন ডাক্তার। ১৪ দিন পর্যন্ত বাচ্চার মুভমেন্ট বোঝা গেছে। কিন্তু পনেরতম দিবসে সে আমাদের ছেড়ে যায়।

প্রেগনেন্ট অবস্থায় সব চাইতে গুরুত্বপূর্ন বিষয়টা হচ্ছে ব্লাড প্রেসার নিয়মিত পরিমাপ । ব্লাড প্রেসার হাই এর চুড়ান্ত পর্যায় হচ্ছে একলাম্পশিয়া। এই ব্যাপারে স্পষ্ট ধারণা রাখুন।। কোন পর্যায়ে কি ঔষধ খাওয়াতে হয় সেই ধারনা রাখুন। এবং প্রথম সপ্তাহ থেকেই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

না পারভীন বলেছেন:
কোন কোন হারানো কোন কিছুদিয়েই যেন পূরণ হবার নয় । তবু আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন ।

৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

মেহেরুন বলেছেন: আপু আপনার লেখা পড়ে চোখে পানি চলে এলো। আমার জন্মের সময় আমার আম্মুর এক্লামশিয়া হয়েছিলো। প্রায় সাত দিন সে অচেতন অবস্থায় ছিল। অনেক কষ্টে আল্লাহ্‌ তাঁর নতুন জীবন দিয়েছেন। আল্লাহ্‌ সব মা ও তাঁর বাচ্চা কে সুস্থ রাখুন। +++++

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

না পারভীন বলেছেন: আমার ইন্টার্নী পিরিয়ডে এক্লাম্পসিয়ার মা গুলো বেশীর ভাগ ই বাঁচত না দেখেছি ।
আল্লাহ আপনাকে ও আন্টিকে সুস্থ রাখুক সবসময় এই প্রার্থনা রইল ।

৩৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

বাংলার হাসান বলেছেন: ++++++++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

না পারভীন বলেছেন: :) :) :) :) :)

৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , সোহাগ ভাই
আর শুভ সকাল । :) :)

৩৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

শ্রাবণ জল বলেছেন: আপু, আমার একটা অসুখের ব্যাপারে জানার ছিল।খুব জরুরী।
বলব??

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৬

না পারভীন বলেছেন: এ এমন পরিচয় , অনুমতি প্রার্থনা , সবিনয় নিবেদন
কিছুই যে লাগেনা ।

:) :) :)

৩৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

শ্রাবণ জল বলেছেন: আমার কাজিনের এমআরআই রিপোর্ট দিয়েছে কাল।

মাথায় সিষ্ট ধরা পড়েছে।
arachnoid cyst in left middile cranial fossa.

ডাক্তার কোন পার্মানেন্ট সলিউশানের কথা বলছে না। ওষুধ কন্টিনিউ করতে বলেছে। বলল সারা জীবন খেতে হবে। ওষুধ খেলে কোন সিম্পটম আর শো করবেনা বলেছে। এক মাস পর এগেইন যেতে বলেছে।

অন্য ডাক্তার দেখাতে বলেছি। ঢাকা মেডিকেলের ডঃ দীন মোহাম্মদ এর কাছে যাবে বলল। কিন্তু উনার সিরিয়াল আরও ১৭দিন পর।

আপু, আপনি কি এই বিষয়ে কিছু জানেন?? অথবা কোন নিউরোলজিস্ট/ নিউরোসার্জন সাজেষ্ট করবেন কি?? কোন সার্জারি কি আসলেই দরকার নেই?? আমি আসলে ভয় পাচ্ছি, দেরি হলে যদি সিরিয়াস কিছু হয়ে যায়!

খুব টেনশানে আছি আপু। তাই আপনাকে বিরক্ত করলাম।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

না পারভীন বলেছেন: হুম , সিরিয়াস বিষয় , আমার মনে হয় কয়েক জন ডাক্তারের পরামর্শ নেয়া দরকার । আচ্ছা আমি খবর নিচ্ছি কি করা উচিত । সন্ধার মধ্যেই জানাচ্ছি ।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

না পারভীন বলেছেন: শ্রাবন জল আপু , নিউরো সার্জন দেখাতে হবে । বাংলাদেশে সবচেয়ে ভাল এপোলো হাসপাতাল । ৩ জন ইন্ডিয়ান দাক্তার আছেন , ৩ জনি ভাল শুনলাম । তবে খুব ব্যায় বহুল ।

৩৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

শ্রাবণ জল বলেছেন: আচ্ছা। থ্যাংকস আপু।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

না পারভীন বলেছেন: সুস্থ হয়ে উঠুক কাজিন এই প্রার্থনা রইল ।

৪০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

লেজকাটা বান্দর বলেছেন: উহ! কি রোমহর্ষক অভিজ্ঞতা!!

আপা আপনি ঢাকা মেডিকেলে ট্রেনিং করেছেন বললেন। কোন মেডিকেল আপনি?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

না পারভীন বলেছেন: আমি শহীদ জিয়া উর রহমান মেডিক্যাল কলেজ বগুড়া ।
ধন্যবাদ বান্দর ।

৪১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

*কুনোব্যাঙ* বলেছেন: অসাধারণ এক লেখা পড়লাম

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ কুনো ।
ভাল থাকবেন ।

৪২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

শের শায়রী বলেছেন: আপনার লেখা যখন পড়িনা মনে হয় চোখের সামনে সিনেমা দেখছি।

আপনার লেখনির চমৎকারিত্বে শব্দ গুলি ছবি হয়।

ভাল থাকুন আপু।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

না পারভীন বলেছেন: ধন্যবাদ , শের ভাই । আমি লেখার জগতে শিক্ষানবীস ।আপনার অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা । ভালো থাকবেন ।

৪৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

রাজ০০৭ বলেছেন: লেখাটা পড়ে ভাল লাগল । বড় হইলে আরো বড় হইবেন । দোয়া করি

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১০

না পারভীন বলেছেন: থ্যাংস রাজ । ভাল থাকবেন ।

৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বোকামন বলেছেন:







সম্মানিত লেখক,
অসাধারণ লেখাটি অনেক দেরীতে পড়লাম :-(
সাধারন পাঠকের শুভকামনা জানবেন..

আল্লাহ আমাদের সহায় হোক।
আস সালামু আলাইকুম

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

না পারভীন বলেছেন: মন ,
ওয়ালাইকুম আসসালাম ।
আপনি এক অসাধারণ পাঠক । এই ক্ষুদ্র ব্লগ আপনার পদচারনায় কৃতজ্ঞ ।

৪৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: অ সা ধা র ন !

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

না পারভীন বলেছেন: থ্যাংকস রমা । :) :)
ভাল থাকুন সবসময় , এই শুভ কামনা রইল ।

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

সেলিম মোঃ রুম্মান বলেছেন:
"তুমি কোথায়, তুমি কোথায় বলে প্রমাণ চাইব না । তুমি এখানে ছিলে , আমার ব্রেইনসেলে একটা সঠিক ডিসিশন নিতে , আমার হাতটা আমার ছিলনা যখন ঘন সবুজ থিক মিকোনিয়াম থেকে আমি তাকে তুলে আনি । তুমি প্রাণবায়ু ফেরত দিলে ।আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারেনা হ্যাঙ্কস আল্লাহ । একটা প্রান রক্ষায় আমাকে বা আমাদেরকে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ ।"

হৃদয়স্পর্শী! ++++++++++++++++++++++

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , রুম্মান ।
এ অনুপ্রেরণা সাথী করে নিলাম ।

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ফারজানা শিরিন বলেছেন: প্রথমে এত জটিল একটা বিষয় ইমো দিয়ে লিখতেছেন বলে মেজাজ একটু খারাপ হইছে !!!
তারপর পড়তে পড়তে আনন্দে কেঁদে দিলাম । আপু অনেক সুন্দর । অনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেক সুন্দর । : )

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

না পারভীন বলেছেন: সামুর ইমো গুলোর প্রেমে পড়েগেছি শিরিন আপু ।
তারপর অনেক অনেক এবং আরো অনেক অনুপ্রেরণাকে সাথী করে নিলাম ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৪৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ.. প্রথমে লেখার শিরনাম টা.. অসাধারন হইছে.. তারপর লেখা - পড়া শুরু করলাম .. সুন্দর... শুভ কামনা..

০১ লা মে, ২০১৩ রাত ১:১৩

না পারভীন বলেছেন: শিরোনাম ভাল লেগেছে !! সিম্পল একখান শিরোনাম । প্রাঙ্গনে মোর তুহিন , একেবারেই ধন্য আপানার পদধূলিতে ।

৪৯| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ইয়ার শরীফ বলেছেন: ডাঃ সাজিয়া আফরিন ইভা এই আপুটার আত্মার মাগফিরাত কামনা করছি।

আর আপনার লেখা আজ ই প্রথম নজরে এল, পিচ্চি ব্লগার কিনা এই জন্য, তবে কথা দিলাম সামনে আপনার লেখার গুণমুগ্ধ হয়ে থাকব।

ভালো থাকবেন সর্বদা, এই কামনা করি

০১ লা মে, ২০১৩ রাত ৮:৪২

না পারভীন বলেছেন: না জানি সামনে কি যেঁ অখাদ্য লেখা আছে , ছোট্ট ভাই শরীফ । :P

৫০| ০১ লা মে, ২০১৩ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: যাই নয় ঘন্টা কামলা খেটে আসি।

০১ লা মে, ২০১৩ রাত ৯:৩৬

না পারভীন বলেছেন: জনাব , আমি ত ২৪ ঘন্টাই কামলা খাটি । তাও হাসি মুখে ।

৫১| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: যাই নয় ঘন্টা কামলা খেটে আসি।

০৮ ই মে, ২০১৩ সকাল ৮:০১

না পারভীন বলেছেন: আনন্দিত মনে কামলা দিতে পারলে গায়ে লাগে না , কি একমত ?
শুভ হোক পথচলা ।

৫২| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:০২

খেয়া ঘাট বলেছেন: যাই রাব্বুল আলামীনের দরবারে হাজিরা দিয়ে আসি। আজ জুমাবার।

০৮ ই মে, ২০১৩ সকাল ৮:৪১

না পারভীন বলেছেন: 'তোমরা আমাকে ডাক , আমি তোমাদের ডাকে সাড়া দিব ।" আল কুরআন

৫৩| ০৮ ই মে, ২০১৩ ভোর ৫:৩৩

খেয়া ঘাট বলেছেন: হ্যালো, কেমন আছেন?
এই যে, আমি তো কমেন্ট করতে পারলাম।

০৮ ই মে, ২০১৩ সকাল ৮:০৬

না পারভীন বলেছেন: ব্রাউজার চেইঞ্জ করাতে আমিও পারলাম ।
ভাল আছি আলহামদুলিল্লাহ । দেশের অবস্থা ভাল না । চামচিকা হয়ে জীবণ উপভোগ করছি । খেয়া ভাই , আপনি ভাল আছেন ?

৫৪| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩৪

আমি ইহতিব বলেছেন: একটানা পড়ে গিয়েছি আপু আর মনে মনে আল্লাহকে ডাকছিলাম যেন শেষে কোন দুঃসংবাদ পড়তে না হয়। শেষটুকু পড়ে চোখে পানি চলে এসেছে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এই দোয়া করি যেন আপনি আরও অনেক এমন সুসংবাদ আমাদের জানাতে পারেন।


কিছু মনে না করলে একটা কথা বলতে চাচ্ছিলাম, ইমোগুলো না ব্যবহার করলে হয়তো আরও ভালো হয়তো।

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:০৫

না পারভীন বলেছেন: মানুষের জীবনে অনেক বেদনা তাই আমার লেখা পড়ে আরেকটু কষ্ট বাড়ুক তা এত দিন চাইনি । অনেক লেখা লেখা যায় ক্যান্সার , বা আরো কিছু নিয়ে সেগুলি বেদনার হয়ে যাবে ।





লিখতে তো চাই ,এমন টাইম কঞ্জিউম করে প্রতিটি লেখা ।কি বলব ।

৫৫| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ !

জাজাকাল্লাহ খায়র... মানুষের জন্য পরম যত্নে আপনি যা করে যাচ্ছেন... এবং শত ব্যস্ততার পরও আমাদেরকে তা এত সুন্দরভাবে জানার সুযোগ করে দিচ্ছেন... সত্যিই অবিভূত !!! :)

১৮ ই মে, ২০১৩ রাত ৯:১৩

না পারভীন বলেছেন: ডাক্তার কে কেউ বুঝেনা । এমন ডাক্তার অনেক বেশী । এমন তাদের ভাবনা ।



ধন্যবাদ । জহিরুল ইসলাম ভাই।

৫৬| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

সমুদ্র কন্যা বলেছেন: লেখাটা আগেও পড়েছিলাম। কি অসাধারণ করে লিখেছেন!

আল্লাহ আপনার উপর তাঁর করুণাধারা বর্ষণ করুক অবিরত। পৃথিবীর সবচেয়ে মহৎ পেশায় যাবার সৌভাগ্য হয়েছে আপনার। ভাল থাকুন সবসময়।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

না পারভীন বলেছেন: যখন খুব কষ্ট লাগবে আপনার এই মন্তব্য এসে দেখে যাব সমুদ্র কন্যা । :)
আপনিও ভাল থাকুন সবসময় । :)

৫৭| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

মামুন রশিদ বলেছেন: অসাধারণ পোস্ট :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই ।
ঈদ মোবারক :)

৫৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার পোস্ট ||

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মুন । অনেক শুভ কামনা রইল । :)

৫৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

টেস্টিং সল্ট বলেছেন: আমার বেস্ট ফ্রেন্ডদের একজন, ব্লগার মায়াবতী নীলকন্ঠি মেডিক্যাল স্টুডেন্ট, বুঝতে পারছি আপনাদের পেশাটির মাহাত্ম্যটুকু। শ্রদ্ধায় নত হয়ে আসে মাথা, আমার বন্ধুটির জন্য, আপনাদের সবার জন্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

না পারভীন বলেছেন: টেস্টিং ,অনেক ধন্যবাদ । আপনাদের বন্ধুত্ব চিরজীবি হোক । আপনাদের ৩ জনের ভাল বন্ধুত্ব বেশ মজা লাগে । আমি চোখের সামনে পড়লে পড়ে ফেলি ৩ জনের লেখা ।

সবমানুষের একটা একটা প্রাণের বন্ধু ডাক্তার হোক এই দোয়া করি তাহলে আমাদের পথচলাটা আরো ভাল হবে । মানুষে কষ্ট বুঝবে আমাদের । ;)

অফটপিক ঃ আমাদের ৩ দেশে ৩ জন বন্ধুর সাথে যেন দেখা হয় , এজন্য আপনি যে দোয়া করেছিলেন , সেটা কাজে লাগছে । একজনের সাথে দেখা হইছে । :)
আরেকজনের সাথে দেখা হবে বলে মনে হয়না :(

৬০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

টেস্টিং সল্ট বলেছেন: সব মানুষের একটা প্রাণের বন্ধু ডাক্তার হোক, কথাটা খুব ভালো লাগলো।

ব্লগে যার লেখা পড়তে পড়তে মুগ্ধ হয়ে নিজে একটা আইডি খুলে ফেলার স্পর্ধা দেখিয়েছিলাম, তিনি একজন ডাক্তার - ব্লগা ত্রিনিত্রি আপু। :#)


মায়াবতী নীলকন্ঠির সাথে মিশে ডাক্তারদের ভেতর বাহির জানতে পেরেছি। B:-/ অন্তত একজন ডাক্তার (হবু) এর চড়াইউৎরাইর সময় পাশে আছি, পথচলায় সঙ্গ দিতে পারছি, আত্মতৃপ্তি এটুকুই।


সত্যি বলতে কি, একসময় একটু ভয় পেতাম এই পেশাটাকে, (যদি মাইরালায় !! =p~ =p~ ) ওর সাথে মিশে সেটা কেটে গেছে একদম।

বাকি বন্ধুদের সাথেও দেখা হবে আপু। তখন কিন্তু ছবি পোস্ট করতে হবে :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

না পারভীন বলেছেন: ব্লগার ত্রিনিত্রি আপুর লেখা আমারো ভালো লাগে । টেস্টিং আপ্নে একটা ভালা মানুষ । আপনি আমারো বন্ধু হন । আমার ফেসবুকের লিংক দেয়া আছে আমার লিংকে ।


=p~ =p~ !:#P

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

না পারভীন বলেছেন: https://www.facebook.com/nargish.perveen

৬১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

মদন বলেছেন: সমস্ত প্রশংসা আল্লাহর

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

না পারভীন বলেছেন: মদন ভাইয়া , অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য । আসলেই সব প্রশংসা আল্লাহর । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.