নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

XX , XY ক্রোমোজম ও রুপার স্বামী আর বৌমা দিবস ।

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪৭

প্রতিবারই রাহেলার মেয়ে হয় । এটা তার ৮ নম্বর মেয়ে । বলল রুপা ।



আমি তাজ্জব হয়ে বলি ৮ নম্বর ? আজকাল এতগুলো বাচ্চা কেউ নেয় ? বুঝাই যাচ্ছে ছেলের আশায় আশায় এত গুলো মেয়ে হয়েছে ।

রুপা আমার নতুন রোগী । আমাকে নানা রকম গল্প বলেই যাচ্ছে । প্রতিবেশীর গল্প , স্বামীর গল্প , শাশুড়ির গল্প ।





পড়ন্ত বিকেল । জানালা দিয়ে গোধূলীর আলো এসে ঢুকে পড়েছে । হরতাল , রোগী পত্র কম । জানালা দিয়ে কাছের একটি সরকারি ভবনের চারপাশের গাছপালার দিকে তাকিয়ে ছিলাম । ওখানে বাঁশঝাড় আছে , যেগুলি বাতাসে আর মায়াবী রোদে কেমন এক হৃদয় আকুল করা পরিবেশ তৈরী করেছে । হঠাৎ চোখ চলে গেল , বাঁশঝাড়ের সংগে থাকা দুটি তালগাছের দিকে । কচি তাল চকচক করছে । আজ জৈষ্ঠের ১ তারিখ । জৈষ্ঠ মাস মধু মাস । সব ফলফলালি এখন পেকে যাবে । কিন্তু তাল পাকার জন্য ভাদ্রের গরম চাই ।



কচি তালের ডাব , কচি তালের ডাব খেতে চাওয়া, ঘর ভরে যাওয়া তালের ডাবে এসব নিয়ে আমি আনন্দময় অতীতে ডুবে যাচ্ছিলাম , সে সময় রুপা র আগমন ।



রুপা কাছে ঘনিয়ে এসে বেশ আগ্রহ নিয়ে গল্প করে যাচ্ছে ।রোগীদের কমন কমপ্লেইন ডাক্তার রা কথা শুনতে চায়না । আজ সেই অভিযোগ কিছুটা কাটানো যাক । আজ বাঁধা দিবনা ।



আমি মনে মনে বললাম , রুপা বলে যাও , তোমার মনে যা যা আছে । স্বামীর গল্প ,শাশুড়ির অবহেলার গল্প , পাড়া প্রতিবেশীর গল্প , যা ইচ্ছা । আজ হাতে সময় আছে , শুনি তোমার গল্প ।



>> হু , তার ৮ নম্বরটাও মেয়ে হইল ।



রুপার মুখে এই কথা শুনলে আমি অবাক হলাম ।



ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট । বরঞ্চ এখন বলা হয় , ১ টি সন্তান হলে আরো ভাল হয় । ৮ নম্বর সন্তান হয়েছে শুনে আমি যে তাজ্জব হলাম , এটা দোষের মধ্যে পড়েনা ।



রুপা এরপর কি বলবে ? ৮ নাম্বারটাও মেয়ে হওয়ার পর রাহেলার স্বামী , ছেলের আশায় আরেকটা বিয়ে করার চেষ্টা করছে , এরকম কিছু শুনার মানুষিক প্রস্তুতি সম্পন্ন করে রুপার মুখের দিকে তাকালাম ।

রুপা সেদিকে না গিয়ে বলল , রাহেলার স্বামী প্রতিবার মেয়ে হওয়ার পর আঁজ ঘরে রেখেই ( আঁতুড় ঘরে ) রাহেলারে দেয়া শুরু করে মাইর ।



>ওহ ,ওহরে আল্লাহ । তারপর ?

>>তারপর মেয়েগুলাকে পালক দিয়ে আসে ।



আমি এক ধাক্কা খেলাম যেন তাই আর কি বলব ভেবে পেলাম না ।



রুপা এবার তার স্বামীর প্রসংসা মুলক ঘটনা হাজির করল । বলা বাহুল্য আমিও রুপার স্বামীর কাজের প্রসংসা না করে পারলাম না ।



রুপার স্বামী ই রাহেলাকে এবার মেয়ে হবার পর মারার হাত থেকে বাঁচাল ।

>> আমার স্বামী রাহেলারজামাইটারে গিয়া বুঝাইছে ,



মহিলারা ছেলে বা মেয়ে পাবে কোথায় , আমরা যা দেই তাই তারা পায় । তুই ব্যাটা এই সব এইসব মারমারি বন্ধ কর ।





রুপার স্বামী এই কথা বলেছে ? ভাবার কোন কারণ কোন কারণ নেই যে রুপার স্বামী শিক্ষিত মানুষ । তাই একজন অশিক্ষিত মানুষের মুখে এরকম সায়েন্টিফিক কথা?

আমি কি সত্যি শুনলাম?

>কি বলছে তোমার স্বামী ? আমি আবার জিজ্ঞেস করলাম ।

>> মহিলারা ছেলে বা মেয়ে কোথায় পাবে , আমরা ছেলেরা যা দেই তাই তারা পায় ।



> রুপার স্বামী তো একেবারেই ঠিক কথাটাই বলেছে । এই কথা কিন্তু সত্যি । আহারে যদিও ছেলে মেয়ে হওয়া আল্লাহর কাছ থেকে নির্ধারিত , তবুও বাঁচতে হলে জানতে হবে মহিলাদের কোন ভুমিকাই নেই । এরকম জ্ঞানী স্বামীই যেন সব মেয়ে পায় ।





>> আপা আমার কি বাচ্চা হবে ?

রুপার অবস্থান এখন আল্ট্রাসনোর প্রবের নিচে । জানতাম এই প্রশ্নই ও করবে । সব্বাই এই প্রশ্ন করে । যে সব মহিলা জীবনে ডাক্তারের কাছে আসেনি , তারাও জানে ৭ মাসে খুব ভাল ভাবে বাচ্চার সেক্স বুঝা যায় । তারা নিজেরা নিজেরা আল্ট্রাসনো করাতে চলে আসে । ছেলে কি মেয়ে এটা জানার জন্য । অতি উৎসাহী মা বা শাশুড়িও চলে আসে ।



শাশুড়ি বলতে থাকে

কন না আফা , কন , কি বাচ্চা হইব । আমাদের আল্লাহ যেইটা দিব , আমরা তাতেই খুশি । আমরা কি ছেলে বা মেয়ে বানাতে পারুম নি । আল্লাহ ই তো দিব । যাই হোক আমাদের কোন সমস্যা নাই ।





এইসব মিষ্টি কথা বলে তারা আসলে ডাক্তারের মন ভুলানোর চেষ্টা করে । তারা ডাক্তার কে নিশ্চিত করতে চায় , মেয়ে হলেও এই বউ টাকে তারা কোন গালমন্দ করবেনা । ।





কিছু রোগী আবার এক কাঠি বাড়া ।



>>আমার বাচ্চা XX নাকি XY

আপা রিপোর্টে XX লিখে দিলে মেয়ে , XY লিখলে ছেলে , ঠিক না আপা ?





কোন কোন ডাক্তার লিখে দেন ।

আমারো ছেলে হলে বলতে সমস্যা নাই । কিন্তু যখনমেয়ে , তখন বাসায় গেলে তার কি অবস্থা করবে এটা নিয়ে ভেবে খারাপ লাগে । মেয়ে হবে এটা বলতে গেলে গলায় আটকে যায় । যদি বলতেই হয় তখন বিরাট ভূমিকা করতে হয় ।



গ্রামের এই অল্প শিক্ষিত মেয়েরা আজ ক্রোমজমের ব্যাপারটা বুঝতে পারে । সবাই কে তাহলে সবকিছু বুঝানো যায় , সায়েন্স কি বলে ।



মেয়ে সামাজিক অত্যাচারের হাত থেকে বাঁচতে হলে জানতে হবে ছেলে বা মেয়ে তোমার কারণে হয়না । তোমার দুটি ক্রোমোজম থকে দুটোই XX , কিন্তু তোমার স্বামীর দুটি ক্রোমোজম আলাদা ধরনের XY । তোমার স্বামীর X তোমার সাথে মিললে তোমার মেয়ে হবে আর Y মিললে ছেলে হবে ।



এই কথা বুঝতে হবে । শুধু নিজে বুঝলে হবেনা । স্বামীকে বুঝতে হবে শাশুড়িকে বুঝতে হবে । বা যারা সমস্যায় আছে , তাদের ও বোঝাতে হবে ।





রুপা তুমি আর তোমার স্বামী যেটা জান এটা ছড়িয়ে দাও , সবাই জানুক । এইটুকু অনেক বেশী , অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য ।





>> আপা বিয়ের ৯ বছর পর্যন্ত আমার কোন বাচ্চা হয়নি । আমার শাশুড়ি বলছে আমাকে বিদায় করে দিতে ।

আমার স্বামী বলল , না , আমার যা কর্তব্য আমি তা করব । আমি ডাক্তার দেখাবো ।

তারপর আমার সন্তান এল । ছেলে হোক , মেয়ে হোক আমার কোন আফসোস নাই । আমার স্বামীটা ভাল । শাশুড়ির জ্বালা সহ্য করে পড়ে আছি , স্বামী ভালর গতিকে ।





>> হুম , কি আর বলব । সামাজিক ভাবেই মহিলাদের আসলে অটোইমুন ডিজিজ আছে । এক মহিলা আরেক মহিলাকে দেখতে পারেনা । এর কারণ টা কি ? মা হিসেবে অসাধারন কোন মহিলা , যখনি শাশুড়ি হন , ছেলের জীবনের সাথে জড়ানো মেয়েটাকে দেখতে পারে না । শিক্ষিত , অশিক্ষিত সবজায়গাতেই এই ।





এই অবস্থা থেকে উত্তরণের জন্য মা দিবসের সাথে সাথে বউ মা দিবস পালন করা উচিত । বউ মা দিবসে আধুনিক শাশুড়ি ফেসবুকে পুত্রবধূর প্রশংসা করে নানা রকম স্ট্যাটাস দিবে । আর হোম পেইজ ভরে যাবে অন্য শাশুড়িবউ এর ছবি দিয়ে । শাশুড়ি গোপনে তার জন্য গিফট কিনে এইদিনে বউ কে দিয়ে অবাক করে দিবে ।





গ্রামের শাশুড়ি সেদিন বউ কে খাওয়ানোর জন্য ভালমন্দ রান্না করবে । আহ্লাদ করে বলবে , তুই নিজের দিকে একটু খেয়াল রাখতে পারছ না ? কেমন শুকাই গেছে চেহারা ।আয়নায় দেখছোছনি ?





হাহাহা , এরকম দিন আসতেও পারে । আশা করতে দোষ কি ।ভালবাসায় ভরে যাক সবার জীবন । ।

মন্তব্য ৭৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:০৫

এস এইচ খান বলেছেন: লক্ষ্য করেছি, অনেক পরিবর্তন হয়েছে আগের চেয়ে। যাহোক, খুব ভাল লিখেছেন। প্লাস।

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:১৩

না পারভীন বলেছেন: ধন্যবাদ , খান ভাই । পড়ার জন্য কৃতজ্ঞতা ।

২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

শিক্ষিত মানুষগুলো কে নাহয় বোঝান যাবে কিন্তু বাকিদের বোঝাতে হলে এভাবেই ডাক্তারি জ্ঞান দিয়ে বোঝাতে হবে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় এই জন্য আপনাকে স্যালুট জানাই যে আপনি সমাজের এইসব সমস্যাগুলো নিয়ে এগিয়ে এসেছেন আর লিখছেন। আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ , কান্ডারী ।
যতদূর মনে পড়ে আপনি বলে ছিলেন আমার লেখার হাত ভাল । আমি সেই প্রশংসা বাক্যের অপব্যহার করে চলেছি আরকি । :)

৩| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লেখা গুরুত্বপূর্ণ পোস্ট ।তবে গ্রামের অবহেলিত নারীরা এটা হয়তো জানে না। তাদের সচেতন করা অনলাইন এ সম্ভব কি? এটি সত্য সন্তাণ না হওয়া আর কন্যা সন্তান দুটোর জন্যই মেয়েদের ঘাড়ে দোষ পরে। ব্যাপরাটা ঠিক না।এটা সবাকে জানানো উচিৎ।লিঙ্গ বৈষম্য রীতিমত অন্যায় ।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮

না পারভীন বলেছেন: তারা নিজেদের মত করে কি সুন্দর ব্যাক্ষা করে । আমাদেরই আশে পাশেই এসব ঘটে ।

আমাদের প্রত্যেকের ভয়েসের অত্যন্ত গুরুত্ব আছে ।
ধন্যবাদ , সেলিম ভাই ।

৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪

ভারসাম্য বলেছেন: বৌমা দিবস!!!

দারুন আইডিয়া! ইংরেজীতে কি বলে এইটারে? প্রচলন করা দরকার। যদিও এইসব দিবস-টিবস আসলে বানাইছে ব্যাবসায়িক উদ্দেশ্যে। তবু বৌমা দিবস চালু হলে একটু হলেও বৌ-শ্বাশুড়ির পারস্পরিক আন্তরিকতা ও সচেতনতা বাড়বে মনে হয়।

আর লেখায়তো কোন কথা হবেনা। +++

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০

না পারভীন বলেছেন: অহ জোস । লেখা কি লিখলাম , এটা নিয়ে চিন্তায় ছিলাম । থ্যাঙ্কু ভারসাম্য ।

৫| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১

আমি ইহতিব বলেছেন: বৌমা দিবস!!! দারুন বলেছেন। তাহলে তো মনে হয় আমাদের দেশের অভাগা বৌগুলো বেঁচে যেতো।

পোস্টে +++

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৫

না পারভীন বলেছেন: দরকার ,খুব দরকার । মিথ্যা করে হলেও না হয় বলত , বৌমা তোমাকে অনেক ভালবাসি । আর সত্য হলে তো কথাই নেই ।


ধব্যবাদ ইহতিব ভাই।

৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮

মনিরা সুলতানা বলেছেন: এখন তো অবস্থার একটু পরিবর্তন দেখতে পাচ্ছি সমাজে ...।
সময় এর পরিক্রমায় মনে যা ই থাক লুকাতে শিখেছে ...।

সমাজ এর বেশ প্রচলিত ইস্যু নিয়ে চমৎকার লেখনী ...
হু এটাই আমাদের নাপা মনি ............... :)

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:০৬

না পারভীন বলেছেন: সবিনয় ধন্যবাদ । আমি জানি আপনি আমার লেখা পড়বেন আর সুন্দর মন্তব্য করে আমাকে খুশি করবেন :P


অনেক ধন্যবাদ মসু । অনেক কৃতজ্ঞতা রইল তোমার প্রতি । আমার হিজিবিজি লেখা ভাল বলার জন্য । :)

৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: আপনার অন্য লেখাগুলোর চেয়ে কম বিস্তারিত এবং সরল। শুভকামনা রইলো।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১১

না পারভীন বলেছেন: একেবারেই সরল হোক এটাই চেয়েছি । সার্টিফিকেট পেয়ে ভাল লাগছে হামা । অনেক কৃতজ্ঞতা রইল ।

সব কঠিনেরে ভেংগে সহজ করে দিতে চাই । আর অনুপ্রেরণা নিয়ে শুরু থেকে পাশে ছিলেন , প্রার্থনা যেন তাই পাই ।

৮| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আমিনুর রহমান বলেছেন:

আজকের লিখাটা আগেরগুলোর মত হয়নি :(
তবে অবশ্যই ভালো হয়েছে +++


ধীরে ধীরে শাশুড়ি-বউ সম্পর্কের পরিবর্তন হচ্ছে;

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

না পারভীন বলেছেন: লেখক বলেছেন:
অনেক মন্দ লেখার সাথে দুএক্টা ভাল লেখা মিশিয়ে , মন্দগুলো চালাতে তো হবে । :P



এই বিষয়ের উপর এর থেকে ভাল কিছু এলে দিয়ে দিব না হয় ,
তবে এত বছরে ও রুপার হাসবেন্ডের মতো ছেলেদের এমন উপলব্ধি আমার দেখা প্রথম ।

৯| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

নীল-দর্পণ বলেছেন: গ্রামের শাশুড়ি সেদিন বউ কে খাওয়ানোর জন্য ভালমন্দ রান্না করবে । আহ্লাদ করে বলবে , তুই নিজের দিকে একটু খেয়াল রাখতে পারছ না ? কেমন শুকাই গেছে চেহারা ।আয়নায় দেখছোছনি ? পড়ে কল্পনা করছিলাম বউকে তার শ্বাশুড়ি বলছে একথা :P

অনেক ভাল লাগল+

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১

না পারভীন বলেছেন: হিহিহিহি :P





অনেক ধন্যবাদ , দর্পণ ভাই ।

১০| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: আমি কামলা দিতে গেলাম.. রেডি হয়ে বসে আছি।
মন দিয়ে পড়ার সময় হলোনা বলে আপাতত পড়লাম না।

১৪ ই মে, ২০১৩ রাত ৮:১৩

না পারভীন বলেছেন: মন দিয়ে না পড়লে ভাল লাগবেনা ।
সমাজে মেয়েদের অত্যন্ত জটিল সমস্যা নিয়ে লেখা হয়েছে ।


এক চিমটি মন + এক মুঠ সিম্প্যাথী + আর কিছু সময় নিয়ে পড়তে হবে ।

১১| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:১৩

কালীদাস বলেছেন: মেন্টালিটির কিছুটা হলেও চেন্জ আসছে ইদানিং, অন্তত আশেপাশে দেখে তাই মনে হয়। তবে, লোয়ার ক্লাসের কথা শিওর হয়ে বলা সম্ভব না :(

১৪ ই মে, ২০১৩ রাত ৮:১৫

না পারভীন বলেছেন: আহারে , যারা লোয়ার ক্লাস তারাই আমাদের মেজোরিটি ।




তবুও সাথে থাকার জন্য ধন্যবাদ কালীদাস ভাই ।

১২| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:১৪

নীল-দর্পণ বলেছেন: আমাকে প্রথমে sবাই ভাই মনে করে আsলে আমি... ;) :P

১৪ ই মে, ২০১৩ রাত ১০:২৫

না পারভীন বলেছেন: ওরে , নীল আপু , খুব খুশি হলাম । মেয়েরা আমার ব্লগ খুব কম পড়ে , পড়লেও মন্তব্য করেনা । যাক , আপনাকে আর ছাড়ছিনা । খারাপ লাগলেও বলে যাবেন , ভাল লাগলেও ।




অনেক অনেক শুভকামনা ।



১৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৫১

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো পোস্টটা। কিছু গরীব ও অবুঝ মানুষ ছেলের আশায় বাচ্চা নিতে নিতে জনসংখ্যা কয়েকগুন বাড়ায় দিচ্ছে। মধ্যবিত্তরা এদিক থেকে বাধ্য হয়ে অনেকটা সংযত হয়েছে।

১৪ ই মে, ২০১৩ রাত ১০:৫৯

না পারভীন বলেছেন: ধন্যবাদ সামু । আমিও দেখছি এখনো বেশীর ভাগ মানুষই ব্যাপারটা জেনেও না জানার ভান করে , মহিলাদের উপর দোষ চাপায় ।

অথবা অনেকে জানেও না ।

১৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: বৌমা দিবস, তারপর শাশুড়ি , শশুড় ,এরপর শালা-শালী দিবস। হতে পারে দুলাভাই দিবস।এরপর দেখা যাবে বছরে মোট দিনের চেয়ে দিবসের সংখ্যা বেশি।
আপনার লিখার মাঝে মাঝে কিছু রস ঢুকিয়ে দেন ঠিক যেন বৈঠকি আলাপের হাস্য রসের মতো। দারুন লাগে। +

১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৭

না পারভীন বলেছেন: হাহাহা , হা হা প গে ।

বউ মা দিবস টা আগে তো হোক । হৃদ্যতা বাড়ানোর জন্য দিনের থেকে দিবস বেশী হলে ক্ষতি নাই ।

১৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৭

ইয়ার শরীফ বলেছেন: আমিও দেখছি এখনো বেশীর ভাগ মানুষই ব্যাপারটা জেনেও না জানার ভান করে ***

এক্ষেত্রে লোয়ার ক্লাস দের থেকেও জানাশোনা মানুষরা অনেক বাজে আচরন করে। মানে না জেনে মহিলাদের দোষ দেয়া আর জেনেও নিজেই যে ছেলে বা মেয়ে হবার জন্য দায়ি তা অনেক পুরুষ ই মহিলাদের দোষ দেয়।

আমার এক কাছের আপুকে দেখেছি তার মার্জিত স্বভাবের স্বামীর কাছ থেকেই পর পর মেয়ে হবার জন্য অনেক গঞ্জনা সঝ্য করতে

ভালবাসায় ভরে যাক সবার জীবন । আপনার এই কথা সত্যি হোক সবার জন্য

১৪ ই মে, ২০১৩ রাত ১১:২২

না পারভীন বলেছেন: আমিও তাই জানি , তাই এই বিষয় নিয়ে লিখলাম । এটা সব ক্লাসেই কমন । লোয়ার ক্লাসে ফিজিকেল টর্চার হয় , মিডল আর আপার ক্লাসে মেন্টাল টর্চার ।




শরীফ, অনেক অনেক শুভ কামনা ।

১৬| ১৫ ই মে, ২০১৩ রাত ১২:২০

একজন আরমান বলেছেন:
আপু শেষে যে কল্পনাটা করলেন সেটা যদি বাস্তব হতো তবে বড় ভালো হতো। আমি এখনও বিয়ে না করলেও একটা জিনিস খেয়াল করেছি যে সংসারে স্ত্রী আর মায়ের সাথে ক্যাচাল হলে সেই মানুষটাকে অনেক মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয়। কারণ মা এবং স্ত্রী দুজনেই আপন মানুষ। এদের মধ্যে সমস্যা হলে সেটা মোটেই উপভোগ্য কিছু হয় না।

১৫ ই মে, ২০১৩ রাত ১২:৫৭

না পারভীন বলেছেন: ধন্যবাদ আরমান । প্রথমত , মায়ের মুখের ঊপর কিছু তো বলা যাবে না ।


বরং বউ যেন ধৈর্য ধরতে পারে সে জন্য বঊ এর পাশে থাকলেই চলবে । আজকের রূপার হাসবেন্ডের মত । তারা অশিক্ষিত হতে পারে কিন্তু তাদের কাছ থেকেও শিক্ষনীয় অনেক কিছু আছে ।

১৭| ১৫ ই মে, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
সহমত।

তবে আমি চাইবো যেন আমার মা আর স্ত্রীর মধ্যে মা-মেয়ের সম্পর্ক থাকে। আমার মায়ের এমনিতেই কোন মেয়ে নেই।

১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩৯

না পারভীন বলেছেন: আরমান , একটা গোপন বুদ্ধি হল , মাকে বলতে হবে মা তোমার পুত্রবধূর দিকে খেয়াল রাখ ।


আর বউ কে বলতে হয় , তুমি আমার আম্মাটার দিকে একটু খেয়াল রাখ ।

ব্যাস , আর কিছু না ।

১৮| ১৫ ই মে, ২০১৩ ভোর ৫:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ পোস্ট।


+++++++



ভালবাসায় ভরে যাক সবার জীবন । ।

১৫ ই মে, ২০১৩ ভোর ৬:২৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , শোভন । :)

১৯| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:০৫

নাইট রিডার বলেছেন: শাশুড়ি আর ছেলের বউ এর মধ্যে এই চিরন্তন কাটাকুটির পিছনে একটা প্রধান কারণ ছেলের প্রতি মায়ের বাড়তি ভালবাসা,ছেলেকে আকড়ে ধরে থাকা, ছেলের কোন দোষ খুঁজে না পাওয়া, ছেলের প্রতিটি কাজে নিজেকে যুক্ত রাখার একটা মাতৃত্বসুলভ আকাঙ্ক্ষা। এটা যখন ছেলে ছোট থাকে কোন সমস্যা করে না। কিন্তু ছেলে যত বড় হতে থাকে আস্তে আস্তে তার আগ্রহের পরিধি বাসা থেকে বাইরে যেতে থাকে। আর যখন সে বিয়ে করে তখন অনেক মা মনে করে আজ থেকে তার অধিকার চলে গেল, আর তখন থেকেই যার জন্য এমন হল সে হয়ে যায় টার্গেট। আর বেশীরভাগ সময় দেখা যায় ছেলের বউ এটাকে ভালভাবে গ্রহন করতে পারে না। আর সেটাই স্বাভাবিক।এক্ষেত্রে ছেলেটিকে বর ভূমিকা রাখতে হয়।

১৫ ই মে, ২০১৩ সকাল ৯:২১

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ নাইট রিডার । আমিও তাই মনে করি । অনেক ধন্যবাদ সুন্দর বিশ্লেসন করার জন্য । আরেকটি লেখা লিখেছিলাম ।
বঊ শাশুড়ির যুদ্ধ , মা বড় না বউ বড় ( মায়ের অজানা একটি দিক মেনোপজ)

Click This Link

২০| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৮

আমি ইহতিব বলেছেন: আমি ভাই না আপু :)

আপনার লেখা এতো ভালো লেগেছে যে আপনাকে অনুসরণে না নিয়ে পারলাম্না।

১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৮

না পারভীন বলেছেন: মার্জনা পেয়ে গেছি জানি । অনেক ভাল লাগছে ইহতিব আপু । আমি নতুন একেবারে লেখক হিসেবে । তাই খাটাখাটি করে লেখা তৈরী করতে হয় । আমার জন্য রোগী ম্যানেজ করা লেখার চেয়ে সহজ ।


আপনার উপস্থিতি অনুপ্রাণিত করবে । অনেক অনেক শুভকামনা ।

২১| ১৬ ই মে, ২০১৩ রাত ৩:১৭

প্রিন্স হেক্টর বলেছেন: :| :| :|

১৬ ই মে, ২০১৩ ভোর ৫:২৪

না পারভীন বলেছেন: :| :| :| :) :) :)

২২| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:০১

আমিভূত বলেছেন: ভালো লাগলো বরাবরের মতই। আমার বড় বোনের যখন বেবি হল ,তখন ওর শাশুড়ির অবস্থা দেখে হাসি পেত ।বঊকে বেশি বেশি খেতে বলত ,আবার বলত এইটা খাইও না ওইটা খাইও না অমুক হবে তমুক হবে ,আবার না খেলে বলত খাচ্ছ না কেন ? আমি কি তোমাকে খেতে না করেছি ? আধুনিক শাশুড়ি তো না পারে সইতে না পারে কইতে :P :P /:)

আপুর বেবি হওয়ার পর আমরা অবশ্য একটু আফসোস করেছিলাম কেননা আমাদের পরিবারে কোন ছেলে নেই , কিন্তু খুব ভালো লেগেছে যে ওদের মুখ থেকে কোনদিন ছেলে হওয়া নিয়ে কোন কিছুই শুনি নি ,এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে ? মজার ব্যাপার হচ্চে আমার বড় বোনের বেবি কি হবে তা আলট্রাসোনোতে কোনবারি ধরা পড়ে নি তাই সবাই অতি আগ্রহে অপেক্ষা করছিল :) এটা খুব আনন্দের B-))

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:১৮

না পারভীন বলেছেন: গল্প স্বল্প : জন্মের প্রথম ৬ মাসে শিশুর শ্রেষ্ঠ খাবার ও অন্যান্য
Click This Link




উপ্রের লিংকের ২য় গল্প টার সাথে মিলবে মনে হয় ।

আসলে ভবিষ্যতের শাশুড়ি রা যারা এই লেখাগুলো পড়ছে তারা যেন নিজেদের কারেকশন করে সে জন্য লেখা । =p~ =p~ =p~ :P :P

২৩| ১৭ ই মে, ২০১৩ রাত ২:৫৬

লেজকাটা বান্দর বলেছেন: আপা আপনার লেখা কলিজার একদম মধ্যে আঘাত করে আর প্রাণে গেঁথে যায়!

অসাধারণ!!

১৭ ই মে, ২০১৩ ভোর ৫:১৬

না পারভীন বলেছেন: বান্দর , সত্যি ভাল লেগেছে ? হাছা কইতাছেন ? :) :) তাহলে অনেক অনেক ধন্যবাদ । আমাদের লোকজন যখন ভাল বলে সেটা খুব স্পেসাল বলে বিবেচনা করি ।



আরো একটা স্পেশাল থ্যাঙ্কস ।

২৪| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার লেখাগুলো পড়লে মুগ্ধ হতেই হয়... অনেক সুন্দর লেখনি...

ভাল থাকুন। :)

১৮ ই মে, ২০১৩ রাত ৯:২২

না পারভীন বলেছেন: ভাইয়া , আপনি অনেক দিন পরে এসে একই দিনে সব শেষ করে ফেললেন ।



আপনিও ভাল থাকবেন । কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

২৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, সব শেষ করতে পারিনি এখনো, তবে আপনার লেখা মন্ত্রমুগ্ধের মত পড়ছি... লেখা ছাড়বেন না... আসলেই অনেক ভাল লিখছেন... :D

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ জহিরুল ভাই । অনেক অনুপ্রেরণা পেলাম ।

২৬| ২২ শে মে, ২০১৩ রাত ১:৩০

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আপনার পোস্ট পড়ে প্রায়ই ভুলে যাই কমেন্ট করতে । বরাবরের মতই অনেক ভাল লাগল । বৌ কে অন্যায় মারধরের এই ব্যাপারটা কবে দূর হবে জানি না ।বৌ মা দিবসের কনসেপ্ট টা মজার ।

ব্লগ থেকে ছুটি কেন আপু ?

২২ শে মে, ২০১৩ ভোর ৬:২৬

না পারভীন বলেছেন: অনেক পোস্ট থাকে পড়লে মনে হয় এখানে অবশ্যি কমেন্ট লিখে রেখে যেতে হবে । সে লেভেলের হয়নারে আপু । :(


পরীক্ষা । বুড়ো বয়সেও ।


২৭| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১০

অদ্বিতীয়া আমি বলেছেন: না আপু ভুল হোল বুঝতে :(

ডিটেইলস ইনফরমেটিভ পোস্ট গুলো সেইভ করে রাখি ।পরে অনেক সময় নিয়ে পড়ি । তাই দেখা যায় আপনার ,কান্ডারী ভাইয়া , অনেকের পোস্টে পরে ফিরে এসে কমেন্ট করতে ভুলে যাই । :(
এখন থেকে বুকমার্ক করে রাখব তাহলে আর ভুল হবে না ।

আর আপু লেভেলের কথা এটা কি বললেন ? কিছু হইল? আরও অনেক কিছু জানতে চাই আপনার কাছ থেকে , অনেক অনেক ।

আপু পরীক্ষার জন্য শুভ কামনা থাকলো । :)

২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৮

না পারভীন বলেছেন: :) :) :) খুব খুশি এবার । অনেক ধন্যবাদ ছোট্ট মণি অদ্বিতীয়া ।

২৮| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:৩৪

মেলবোর্ন বলেছেন: ভালো আছেনতো পরিক্ষার কি অবস্থা?
নারীদের নিয়ে অনেক কাজ বাকি আমাদের পরিবর্তন হবেই ইনশাআল্লাহ,

২৩ শে মে, ২০১৩ সকাল ৮:০৬

না পারভীন বলেছেন: অনেক দিন পর মেলবোর্ন , কোথায় ছিলেন ।

২৯| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

ফারজানা শিরিন বলেছেন: মি ভাল বউমা হবো কিনা জানিনা !!! ভালো শ্বশুড়ি হবো । :P:D

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

না পারভীন বলেছেন: সময় হয়েছে নিজেদের পাল্টানোর । অনেক ধন্যবাদ শিরিন ।

৩০| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:২১

চানাচুর বলেছেন: bhalo laglo :)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:২৮

না পারভীন বলেছেন: ব্লগে স্বাগতম আপু ।
ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা

৩১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:০০

না পারভীন বলেছেন: :) :) :)

৩২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রামের অশিক্ষিত মানুষের আর দোষ কি ?
আমার এলাকার এক এম বি বি এস ডাক্তার, যিনি বিদেশে প্রশিক্ষন প্রাপ্ত সনলজিস্ত । ( বানান টা ঠিক মত আসছে না ) । আমার আত্মীয় ।
৭ মেয়ের পর এক ছেলে ।
একদিন দুষ্টামি করে বললাম , কিডস ফার্ম খুললেন নাকি বড় ভাই ।

ইনি যে অনেক বয়স্ক পুরনো আমলের মানুষ এমন নন । আমার অল্প সিনিয়র , সবে প্রথম মেয়ে বিয়ে দিয়েছেন ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

না পারভীন বলেছেন: লিটন ভাই , সেদিন একজন রোগীর হাসবেন্ডের সাথে কথা হল , সে জানে কিন্তু মানেনা , ছেলেদের কারণে সন্তান ছেলে বা মেয়ে হয় , তার কথা হল মেয়েদের কারণে হবে ।

৩৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর তিন জন একসাথে ব্লগে অনলাইনে ;)

http://www.youtube.com/watch?v=hzOFwdYzcAE

এই গান্টা শুনতে শুনতে পরিকল্পনা করি বউমা দিবস কবে ,হলে ভাল হয় আসলেও কন দিবস ব্যাতিত ফ্রী কন দিন আছে কিনা

১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৭

না পারভীন বলেছেন: হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ , :#> :#> লাবিউ মসু মনি । 8-|

৩৪| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫০

বাঘ মামা বলেছেন: এমন সমস্যা গুলো শহর গ্রাম কম বেশি সব জায়গায় আছে,তবে গ্রামে এমন সমস্য গুলো বেশি,সেটা মানা যায় কারণ তাদের এমন বিষয়ে বিশেষ জ্ঞান নেই,কিন্তু ছেলে বিষয় আপোষহীন যখন দেখি জানা শোনা পরিবার গুলোতে তখন অবাক হতে হয়।কিছু মানুষতো ক্রোমোজম বিষয়টা জানা থাকলেও মানতে রাজি নয়,সেই ক্ষেত্রে নারীর ভাগ্যকেই দায়ী করেন।

একটা ঘটনা আমার মনে হলে এখনো খারাপ লাগে-

একদিন হাসপাতালের এক কেবিনে একজন বয়ষ্ক মহিলাকে খুব করুন সুরে কাঁদতে শুনছি।শারীরিক যন্ত্রণার কান্না গুলো এক রকম আর মানসিক কান্না গুলো একটু স্বভাবতই ভিন্নতা থাকে,আমি এগিয়ে গেলাম সেই কেবিনের দিকে,দরজা খুলে দেখি বৃদ্ধ মহিলাটি সদ্য জন্মানো শিশুটিলে কোলে নিয়ে বিলাপ সুরে কাঁদছে,পাশেই শিশুটির অসুস্থ্য মা জানালা দিয়ে বাইরে উদাস চোখে তাকিয়ে নীরবে কাঁদছে।

আমি কারণ জানতে চাইলে বৃদ্ধ মহিলাটি বললো- বাবা এটা আমার মেয়ে,এটা নাতনি, আগেও একটি মেয়ে হয়েছে,এটা জন্মানোর আগে মেয়ের জামাই জেনে গেছে মেয়ে হবে,সেই থেকে মেয়ের নামে নানা কথা বলা শুরু করেছে,জামাই বিদেশ থাকে,সেখান থেকে ফোন করে বলছে এই সন্তান নাকি তার না,গ্রামে কিছু দিন আগে সালিশ বসেছে,সেখানে সিদ্ধান্ত হয়েছে মেয়েকে তালাক দিবে,কিন্ত গর্ভাবস্থায় শরীয়তে তালাক দেয়ার নিয়ম নেই তাই বাচ্চা জন্মানোর পরেই তালাক হবে।

ক্লিনিক থেকে গেলেই আমার মেয়েরে তালাক দিবো,এখন আমি কি করবো এই মেয়ে আর দুইটা নাতনি নিয়া,আল্লাহ গরীবরে ভালোবাসেনা,মেয়ে না দিয়ে যদি ছেলে দিতেন তাহলেও একটা উপায় ছিলো,দেখেন বাবা মেয়ে দিসেতো দিসে তার উপর আবার ঠোট কাটা।
আমি এগিয়ে দেখি ক্লেফ্ট লিপ বেবি। সব কিছু শুনে নিজের শরীরেই যেন শক্তি পাচ্ছিলামনা।একটা নারীর জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে,আজকে সে মা হলো দুদিন পর সে স্বামী হারা সংসার হারাবে।

আমি স্তব্ধ হয়ে দাড়িয়ে ছিলাম কত সময় জানা নেই।

অনেক ভালো লেখেন আপনি

শুভ কামনা সব সময়

১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৬

না পারভীন বলেছেন: বাঘ মামা , আপনিও একজন অমানুষ ?
যাক অমানুষ গ্রুপের প্রশংসার সাথে আর কিছুর তুলনা হয়না ।
অনেক ধন্যবাদ ।

৩৫| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৯

বাঘ মামা বলেছেন: বুঝিনি আপনার কথাটা,একটু খুলে বলুন

১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:০৩

না পারভীন বলেছেন: কথা বার্তায় মনে হল আপনি ডাক্তার । ডাক্তারদের অন্য নাম অমানুষ , কসাই ,আর রক্তচোষা । আপনি বুঝেন নি , আপনি কি ডাক্তার নন ?

৩৬| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:১১

বাঘ মামা বলেছেন: ওহ! নাহ আমি ডাক্তারদের অমানুষ মনে করিনা।সব পেশায় ভালো মন্দ আছে।

আইনজীবি, পুলিশ,সাংবাদিক,শিক্ষক,মসজিদের ইমামদের মধ্যে যদি ভালো মন্দ থাকে ডাক্তারদের মধ্যে থাকবেনা কেন?ওরাতো কারো জীবন বাঁচায়না,বরং জীবন অতিষ্ট করে তোলে মানুষের।

আমি ডাক্তার পেশায় নেই তবে রাত দিন এসবের মধ্যেই থাকি।

শুভ কামনা আবারও।

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

না পারভীন বলেছেন: আচ্ছা , আপনার জন্য ও শুভ কামনা ।

৩৭| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৩

শ্রাবণ জল বলেছেন: আমি আমার বাবা মা'র চার সন্তানের মাঝে সবার ছোট।
ভাই নেই আমার।

আমার জন্মের পর আমার বাবা আমাকে দেখতে আসেন নি। মেয়ে বলে।
উনার ছেলে প্রয়োজন ছিল।
হয়ত এই একই কারণে, আমার জীবনের কোন সাফল্যেই তিনি খুশি হন নি আজ পর্যন্ত। কিন্তু আমি XY না, এটা তো আমার দোষ না।

আর চারপাশের মানুষের মুখে তো আমার মা হরহামেশাই হায়-হুতাশ শুনতে পান, ছেলে নেই বলে।


ছেলে থাকার দরকার আছে, আমার মনে হয়।
তবে স্রষ্টা ভাগ্যে না রাখলে, সেটা মেনে নেয়াই ভাল।

ছেলে হয়নি বলে তার শাস্তি মা'কে কিংবা মেয়েকে দেয়াকে আমি মানসিক বিকৃতি বলব।

আমার আপুর প্রেগন্যান্সির সময় এক মেয়ে, যে দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করেও বেবি নিতে পারছিল না, খুব কষ্ট নিয়ে বলেছিল,
আপু, ছেলে হবে নাকি মেয়ে হবে তাই নিয়ে সবাই কত মাতামাতি করছে। হাসবেন্ড মেয়ে চায়, শাশুড়ি ছেলে চায়।
অথচ আমরা তো কেবল একটি সন্তান চাই। ছেলে-মেয়ে যা-ই হোক। কেবল একটি সন্তান!


সন্তান স্রষ্টার উপহার। তাই সবার চিন্তাই ওই আপুটার মত হওয়া উচিৎ, আমার মনে হয়।

আর বউমা দিবস নিয়ে যা বললেন, এমনটা হলে ভালই হবে।

অনেক কথা বলে ফেললাম।
সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য থ্যাংকস, আপু।

২০ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

না পারভীন বলেছেন: শ্রাবন , বাবা মা কে অনেক সময় বুঝা যায়না , তারা আসলে অনেক ভালবাসে , কিন্তু প্রকাশ না করতে , না করতে এই এক অভ্যাসে পরিনত হয় । এখন যেমন সবাই অনেক প্রকাশ করে ভালবাসি ,ঘৃণা করি , তাঁরা ত এ যুগের না ।
এক সময় এটা আবিষ্কার করতে পারলে কান্না পাবে, বাবা আপনি আমাকে এত ভালবাসেন , অথচ আমি জানতামনা ।
আমিও অনেক কথা বলে ফেললাম । কাটাকাটি , ঠিক আছে তো , সুইট ছোট্ট আপু ।

৩৮| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

ম্যানিলা নিশি বলেছেন:

ইদানং GENDER SELECTION নানা টেকনিকের কথা শোনা যায়,

সুন্দর পোষ্ট।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

না পারভীন বলেছেন: থ্যাঙ্কস ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.