নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

লে. কর্ণেল মোহাম্মদ শফিকুল ইসলাম এর পরকীয়ার বলি ডাঃ আপসা । কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

২৩ শে মে, ২০১৩ সকাল ৮:৩৭

গতকাল ২২ মে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাঃ মোসাম্মৎ শেজাদী আপসার ছোট ভাই ডাঃ জাভেদ হোসেন নিম্নোক্ত লিখিত বক্তব্য পেশ করেন।



“প্রিয় সাংবাদিকবৃন্দ,

আসসালামু আলাইকুম।

আমার বড় বোন ডাঃ মোসাম্মৎ শেজাদি আপসা (৩৪)কে গত ২৪ মার্চ, ২০০০ সালে মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা- মৃত দেওয়ান আলী, সাং- হুগরিয়া পাড়া, (মসজিদের পার্শ্বের বাড়ী), থানা ও জেলা- নরসিংদী এর সহিত ইসলামী শরা শরীয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ দেয়া হয়। বিবাহের পর মোহাম্মদ শফিকুল ইসলামের ঔরষে এবং আমার বড় বোন ডাঃ মোসাম্মৎ শেজাদি আপসার গর্ভে একজন পুত্র সন্তান জন্মগ্রহন করে। তাহার নাম আহনাফ ইনতিসার সামিন(১০)।

ইতিমধ্যে মোহাম্মদ শফিকুল ইসলাম জনৈকা আয়েশা (মলি) নামীয় এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। চাকুরির সুবাদে মোহাম্মদ শফিকুল ইসলাম শান্তি মিশনে লাইবেরিয়া চলে যায়। তিনি শান্তি মিশনে থাকা অবস্থায় তাহার পরকীয়া প্রেমিকা আয়েশা (মলি) কর্তৃক প্রেরিত চিঠি মোহাম্মদ শফিকুল ইসলামের তৎকালীন চাকুরী স্থল হালিশহর আর্টিলারি সেন্টারের বাসায় ঠিকানায় আসে। উক্ত চিঠির বিষয়বস্তু প্রেম সংক্রান্ত হওয়ার কারণে আমার বোন চিঠির বিষয়টি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা এবং আমাদের অবহিত করলে সেনা কর্মকর্তাগণের নির্দেশে আসামীকে লাইবেরিয়া থেকে দেশে ফেরত আনা হয়। বিষয়টি তিনি মৌখিকভাবে স্বীকার করলে কর্তৃপক্ষ তাকে সতর্ক করে পুনরায় লাইবেরিয়া যাবার অনুমতি প্রদান করে। পরবর্তীতে মোহাম্মদ শফিকুল ইসলাম দেশে ফিরে এসে ইতিপূর্বে তার বিরুদ্ধে আনীত পরকীয়ার অভিযোগ করার জন্য প্রতিশোধ হিসেবে আমার বোনের উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে এবং আমার বোনকে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় আমার বোন আমাদের অবহিত করলে আমি এবং আমার মা অত্যাচারের বিষয়টি তার ভাই মফিজুদ্দীন ও মাতাকে অবহিত করলে তারা এই বিষয়ে কর্নপাত করে নাই বরং তারাও আমার বোনকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। আমার বোন অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে গত ৩০/০৪/১৩ ইং তারিখে মোহাম্মদ শফিকুল ইসলামের বর্তমান ঠিকানা হইতে পুত্র সন্তানসহ পিত্রালয়ে চলে আসে। পরবর্তীতে মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার ভাই মফিজউদ্দীনের অনুরোধে এবং কোন প্রকার নির্যাতন না করার আশ্বাস দেয়ার প্রেক্ষিতে আমার বোন গত ০৭/০৫/১৩ ইং তারিখে তার স্বামীর ক্যান্টনম্যানস্থ বাসায় ফিরে যায়। কিন্তু এই সময়ে তার স্বামী পূর্বের চেয়ে অধিক মাত্রায় শারীরিক ও মানসিকভাবে আমার বোনকে নির্যাতন করতে থাকে। এই সময়ে তার স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম পরকীয়ার আসক্তিতে পারিবারিক মূল্যবোধ বিসর্জন দিয়ে আমার বোনকে নানা ভাবে অপমান, অসম্মান করতে থাকে। আমার ভাগ্নের মুখের দিকে তাকিয়ে সন্তানের সুখের কথা ভেবে আমার বোন সবকিছু সহ্য করে আসছিল। মোহাম্মদ শফিকুল ইসলামের ভাই মফিজউদ্দীন এবং শফিকুলের বন্ধু আব্দুল বাসেত এবং অপর বন্ধু ইমদাদুল হক তালুকদার সোহেল বিভিন্ন সময় আমার ভগ্নিপতিকে আমার বোনকে মারধোর এমনকি হত্যার জন্য প্ররোচনা দিত এবং বলত সেনা বাহিনীর অফিসার দ’চারটা খুন করলে কিছুই হয় না। বিগত ১৩/০৫/১৩ তারিখে সকাল আনুমানিক ৭টার সময় মোহাম্মদ শফিকুল ইসলাম আমার বোনকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটাতে থাকে। তখন এই বিভৎস্য চিৎকার ও কান্নার শব্দ পেয়ে প্রতিবেশি শামীমা আহম্মদ (স্বামী-মেজর মনোজ) শফিকুল ইসলামের হাত থেকে আমার বোনকে রক্ষা করার চেষ্টা করেন। বিগত ১৩/০৫/১৩ ইং তারিখে মোহাম্মদ শফিকুল ইসলাম আমার আম্মাকে ফোন দিয়ে খুব খারাপ ব্যবহার করে এবং দ্রুত কুমিল্লায় আসতে বলে। আমি আমার বোনের কাছে ফোন দিলে বোন কাদতে কাঁদতে শারীরিক নির্যাতনের কথা বলে। আমার মা এবং আমি ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনম্যানস্থ নিলিমা ৭৪-এর বাসায় আনুমানিক দুপুর ১.৩০ ঘটিকার সময় পৌছালে আমার বোনের মৃত্যুদেহ বেড রুমের ফ্লোরে চাদর দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পাই। আমার বোনের লাশ বেডরুমের ফ্লোরে থাকা অবস্থায় পুলিশ আনুমানিক ৩ ঘটিকার সময় আসে ও সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং আমার বোনের ঠোটে, দাতের মাড়ী দিয়ে রক্ত পড়া, শরীরের বিভিন্ন স্থানে কালোদাগসহ জখম দেখা যায়। মোহাম্মদ শফিকুল ইসলাম ও অন্যান্য কুমতলবী ভাই ও বন্ধুদের প্ররোচনায় আমার বোনকে পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমার বোনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করার পর কুমিল্লা থেকে ঢাকায় এনে শাহজাহানপুর থানায় অবস্থিত শাহজাহানপুর কবরস্থানে কবর দেয়া হয়।



প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,

হত্যাকান্ডের পর বিভিন্ন জাতীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বিভিন্ন গ্রুপ- ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ, চিকিৎসক সমাচারসহ বিভিন্ন পেইজে হত্যাকান্ডের বিষয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হয়। দেশের মানুষকে হত্যাকান্ড সমন্ধে জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলন। জাতি আপনাদের মাধ্যমে এ হত্যাকান্ডের বিষয়টি অবহিত হবে।







আমরা ডাঃ মোসাম্মৎ শেজাদী আপসার পরিবারের সদস্যরা এই হত্যাকান্ডের বিচার চাই। একজন চিকিৎসক সর্বোপরি নারী নির্মম নির্যাতনের স্বীকার হয়ে আজ আমাদের কাছ থেকে স্যার বিদায় নিয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাই যাতে তিনি এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের ব্যবস্থা করেন।



প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি”





মন্তব্য ৭০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সকাল ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য সম্মানিত কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:০০

না পারভীন বলেছেন: খেয়া ভাই , এই ব্লগের লেখা নির্বাচিত তেই স্থান পায়না , আবার স্টিকি । দুঃখের হাসি হাসলাম ।

২| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:০৩

নাইট রিডার বলেছেন: আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং স্পিকার নারী, এ দেখে যে কেউই মনে করবে বাংলাদেশে বুঝি নারীর অধিকার সুরক্ষিত, কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা এখনও অনেক ক্ষেত্রে শুধুই একটা সামাজিকতা রক্ষার উপকরণ, ভোগবাদী পুরুষের লালসা চরিতার্থের অনুষঙ্গ, খুব বড় জোর সন্তান উৎপাদন ও লালন পালন করার একটি যন্ত্রবিশেষ।

আর এই হত্যাকান্ডে নারীবাদী সংগঠনগুলো এবং তাদের নেত্রীদের ভূমিকা এখন পর্যন্ত হতাশাব্যাঞ্জক।যা কিছু করছে অনলাইনে এবং রাস্তায় তার চিকিৎসক সহকর্মী আর পরিবারের লোকেরা।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:০৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া , আপনাকে সাথে পেয়ে ভাল লাগছে । লে কর্নেল শফিক এর বিচার কি হবে ?

৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:১৫

অলিভার বলেছেন: আজকে প্রায় দুই সপ্তাহ হতে চললো !
এই শুকরের ছানা শফিকের সকল ক্যাভিটি দিয়ে এখনো কেন সেদ্ধ ডিম দেয়া হচ্ছেনা?

খালিই কি মানুষ এই দেশ ছেড়ে যায় ?

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২০

না পারভীন বলেছেন: সেনা বাহিনীর অফিসার দ’চারটা খুন করলে কিছুই হয় না।



এটাই কি শেষ পর্যন্ত প্রমাণিত হবে ? অনেক ধন্যবাদ , অলিভার ভাই ।

৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:১৮

শামসুন বলেছেন: এতো অত্যাচার মনে হয় মেয়েরাই পারে সইতে।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২৩

না পারভীন বলেছেন: শামসুন আপা , সইতে পারার ক্ষমতা থাকলে ভালই হত । চখ কান বুজে সব সয়ে যাওয়া যেত ।


মেরেই তো ফেলল । সইতে পারার চেয়ে বেশী কষ্ট দিয়ে ।

৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২৭

আমিনুর রহমান বলেছেন:


আমি ভীষণ আশাবাদী একটা মানুষ ছিলাম। এখন আশা করা ছেড়ে দিয়েছি। এই দেশ এখন নষ্টদের দখলে। এই দেশে কিচ্ছু হবার নয়। যেখানে সরকার আর বিরোধী উভয়েই শুধু নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না। তারপরও চেষ্টা করে যাবো অন্যায়ের প্রতিবাদ করার। নাপা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে পাশেই পাবেন সবসময় আমাকে। আপনি আরো বিস্তারিত লিখুন শফিকুল এর সম্পর্কে। প্রশাসন এই মুহুর্তে কি করছে তার বিরুদ্ধে বা সে কোথায় আছে >????

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৩৩

না পারভীন বলেছেন: জেসন , অসহায় বোধ করি , মেনে নিয়েছি রাজনীতিতে মানুষ মরে যাবে , মেনে নিয়েছি গার্মেন্টেস কর্মি দের জীবনের দাম নেই ।



এখন সময় এসেছে আরো অনেক কিছু মেনে নেয়ার ।

৬| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৩৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: মজলুমের আর্তনাদ শুনার মতো কোনো নেতা আসবেনা এই দেশে !

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬

না পারভীন বলেছেন: সব নারীবাদি সংগঠন ও নীরব , খালিদ ভাই ।

৭| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

মোঃ উরমান বলেছেন: পুলিশের একটি লোমও ওঠেনা বর্তমান আমালের আদালতে। আর সেনা বাহিনীর ওই পশুকেতো নপুংশ মন্ত্রী এমপিরা তো প্রতিবাদ করবেনই না বরং পক্ষ নিবেন।

এখন বিধাতাকে প্রশ্ন করতে ইচ্ছে হয় কেন এই দেশে জন্ম নিলাম।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

না পারভীন বলেছেন: সেনা অফিসার , সমস্ত সুযোগ সুবিধা ভোগ কারী, এদের একটা গ্রুপ মানুষ কে মানুষ বলেই গন্য করেনা ।


উরমান ভাই , ন্যায় বিচার নিয়ে আমি দ্বিধান্বিত ।

৮| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: নারী অধিকার প্রতিষ্ঠা পাইনি পুরোপুরি জানি। এক্ষেত্রে বলতে পারি নারী নির্যাতনে মৃত্যু আবার তার নেপথ্যে পরকীয়া এই খানে অনেকগুলো অপরাধ সংগঠিত হয়েছে। এর দৃষ্টান্ত মূলক বিচার চাই।পেশী শক্তি ক্ষমতার অপব্যবহার বন্ধ হওয়া উচিৎ।মৃত্যু ব্যাপারটা সবচেয়ে দুঃখজনক।লিখাটি অবশ্য ই গুরুত্বপূর্ণ ।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬

না পারভীন বলেছেন: ক্যারিয়ার , সমাজের প্রতি দায়িত্ব সব ছেড়ে তোমার সংসারের জন্য সব দিলাম , পরিনামে হলাম তোমার পরকীয়ার বলি ।


কবি , কি আর বলব ।

৯| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:

মেনে নিতেই হবে তাছাড়া কিবা করার আছে আমাদের ! তবে সবচেয়ে দুঃখজনক বিশেষ করে নারীদের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় যখন কিছু মানুষ নামে তখন নারীদের উপস্থিতি না থাকার মতোই থাকে। অন্যায়ের প্রতিবাদ নিজেদেরই সামনে এগিয়ে আসতে হবে সবার আগে ...

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০২

না পারভীন বলেছেন: জেসন , জানিনা ডাঃ ইভা হত্যা মামলার কি খবর । এখন ডাঃ আপসা



ঘুনে ধরে জর জর হয়ে গেছে সমাজ । আর এখন সব ভেংগে ভেংগে পড়ছে ।

১০| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৫

আমিনুর রহমান বলেছেন:

প্রতিদিন আরো কত ইভা/শেজাদি'রা ঝরে পড়ছে আমরা হয়ত খবরই পাই না তাদের।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

না পারভীন বলেছেন: :( :( :(

১১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: সেনা বাহিনীর অফিসার দ’চারটা খুন করলে কিছুই হয় না।



এই অন্যায় এর প্রতিবাদ কি হবে ? নারীবাদী সংগঠন গুল মানবাধিকার কমিশন , কি খুজে পাবে এখানে মানবতার বিপর্যয় ? নারীর অবমাননা বা নিদেন পক্ষে একজন মজলুম এর আর্তনাদ ?

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

না পারভীন বলেছেন: সেনা বাহিনীর অফিসার দ’চারটা খুন করলে কিছুই হয় না। :(



মেনে নিতে পারি না । তাই আবার কিবোর্ড হাতে তুলে নিই ।




১২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫

হাসান মাহবুব বলেছেন: এই পশুটার বিচার চাই।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

না পারভীন বলেছেন: এই পশুটার বিচার চাই।
এই পশুটার বিচার চাই।
এই পশুটার বিচার চাই।

১৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

ভারসাম্য বলেছেন:
ষ্টিকি করা হোক।

ষ্টিকি করা হোক।

ষ্টিকি করা হোক।

ষ্টিকি করা হোক।

ষ্টিকি করা হোক।

ষ্টিকি করা হোক।

ষ্টিকি করা হোক।

ষ্টিকি করা হোক।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯

না পারভীন বলেছেন: লে কর্ণেল শফিকের ফাঁসি চাই ।

১৪| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

রুদ্রাক্ষী বলেছেন: সেই কর্নেল টা কই??????? তার বিচার কখন হবে????????????

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

না পারভীন বলেছেন: ধন্যবাদ রুদ্রাক্ষী , পাশে থাকার জন্য । লে কর্ণেল শফিক বহাল তবিয়্যতেই আছে । এটাই বাংলাদেশ ।

১৫| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

গোবর গণেশ বলেছেন: আপুর লেখা ভালো হয়।

আর্মিই সকল ক্ষমতার উৎস। আর্মির ভয় সবার মনেই রয়।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২

না পারভীন বলেছেন: আর্মির কলংক লে কর্নেল শফিকের ফাঁসি চাই । ধন্যবাদ গণেশ পাশে থাকার জন্য ।

১৬| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭

সুফিয়া বলেছেন: ভদ্র মানুষের ছদ্মবেশধারী এই নর পিশাচের অবিলম্বে ফাঁসি চাই। আইনের বিলম্বিত হস্তক্ষেপের সুযোগে যেন পালিয়ে যেতে না পারে এই খুনী।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সুফিয়া আপু । জীবনের সবকিছু দিয়েও এদের চাহিদা মেটানো যায়না । আইনের কঠোর প্রয়োগ ই পারে এদের থামাতে ।

১৭| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭

জুবায়ে১২ বলেছেন: মানুষ পশু হয়ে গেছে

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২

না পারভীন বলেছেন: জুবায়ের , অনেক ধন্যবাদ । পাশে পেয়ে ভাল লাগছে । এই নরপশুর বিচার চাই ।

১৮| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

মেলবোর্ন বলেছেন: এর আগেও এক ব্রাকের এক ডাক্তার কে খুন করা হয়েছিল ঢাকায় সেই বিষয়ে কাউকে তেমন প্রতিবাদ করতে দেখা যায়নি ডাক্তারদের সংগঠন গুলু আছে শুধু দলীয় পাচাটার তালে নিজের পেশার মানুষের পাষে দাড়াতে না পরলে এসব সংগঠনের মানে কি? আর নারী বলেই নি তারা বিচার বন্চিত আর কত । এভাবে মনুষত্ব খুইয়ে আমরা স্বার্থপরের মত দিব্য বেচে থাকছি আমি কি মানুষ?

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

না পারভীন বলেছেন: ডা; সাজিয়া , ব্রাক হাসপাতালে কর্মরত অবস্থায় নির্মম ভাবে খুন হন । আর এখন আরেক নির্মমতার শিকার ডা; আপসা ।



কোন অন্যায়ের বিচার কি আমাদের দেশে হয় ?




১৯| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেনা বাহিনীতে আশঅ করি এখণও কিছু মানুষ রয়ে গেছেন।
আপনারা সোচ্চার হোন। শেস ভরসার জায়গাটাকে কলুষিত হতে দেবেন না।

মানুষ এখনও অনেক ভালবাসে।
সেখান থেকে বয়ের খাতায় যাবেন না। কারণ বয়ের পরেই আসে প্রতিবাদ, প্রতিরোধ।

নারীবাদী গংদের লেজ বেরিয়ে গেছে। তাদের স্বার্থের তল্পিবহন করা প্রমাণীত। তাদের ভোগের আর প্রাপ্তির হিসাব নিয়েই তারা ব্যস্ত। নাম ভাংগিয়ে যা কামানো যায় আর কি?

এই মৃত্যুর কর্পোরেট ভ্যালু কত? তা যতক্ষন না মিলবে! তারা পথে নামা দূরে থাক বিবৃতিও দেবে না। থুহ: কথিত স্বার্থপর নারীবাদী নামের নারীর কলংকদের।

নিয়মিত নকিংএ থাকতে হবে। নইলে আমাদের গোল্ডফিস মেমোরিতে কতক্ষন থাকে ভাবনার বিষয় বৈকি!!!!!!

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী । আমরা ও চাই সেনা বাহিনী শফিক কে সাপোর্ট না দিয়ে আইনের হাতে তুলে দিক ।

২০| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: ক্যারিয়ার , সমাজের প্রতি দায়িত্ব সব ছেড়ে তোমার সংসারের জন্য সব দিলাম , পরিনামে হলাম তোমার পরকীয়ার বলি ।

এই কথাটাই ভাবছিলাম আপু । সবকিছু জলাঞ্জলি দিলেন যে সংসারের জন্য তবুও তার কি রক্ষা হল ? এবার বিচার কি পাবেন ?

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

না পারভীন বলেছেন: সব কিছু জলাঞ্জলি দিলে হয়ত এই হয় ।ঘাতক আর ঘাতকের প্রেমিকা দু শয়তানের ফাঁসি চাই ।

২১| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: এই পশুর বিচার না হলে আমরা সবাই অসভ্য পশুর সমাজভুক্ত হয়ে যাব ।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৫

না পারভীন বলেছেন: লে কর্ণেল শফিক ও তার প্রেমিকা মলির ফাঁসি চাই ।





অনেক ধন্যবাদ মামুন ভাই , পাশে থাকার জন্য । আওয়াজ তোলার জন্য ।

২২| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আমিভূত বলেছেন: ডাঃ আপসার হত্যাকারীর বিচার অতিসত্বর হতে হবে ।
আজ আবারও অনুধাবন করলাম মেয়েদের শিক্ষিত হতেই হবে এবং উপার্জনক্ষম হতে হবে তবেই অন্যের উপর নির্ভরতা কমে যাবে ।
আজকে আপু যদি উপার্জনক্ষম হতেন আমার ধারনা আপু অনেক আগেই এই পশুর সংসার ছেড়ে আসতে পারতেন নির্ভয়ে ।

আমার এক আত্মীয় আপু নিজেই আর্মি লেডী অফিসার অথচ তার ৫ বছরের সংসার জীবনে উনি কত যে অত্যাচার প্রবঞ্চনার শিকার হয়েছেন তা বলার মত না ,শুধু সমাজ , পরিবারের মুখের দিকে তাকিয়ে সহ্য করেছেন , এরপর আপু অনেক সাহস করেই আজ ছেড়ে এসেছেন সেই পশুর ঘর ,আপু ভালো আছে অন্তত প্রতিদিন মরেনা , কারো মার খায় না । একা আছে হয়ত সংসারের সুখ পাবেন না কিন্তু অন্যের হাতে মরার চাইতে ভালো নয়কি ?

আর ঢালাও ভাবে আমরা আর্মিকে দোষ দিতে পারি না ,কেননা আমার সেই বোনও আর্মি অফিসার অথচ একজন বেসামরিক লোকের হাতে মার খেয়েছেন ।

আল্লাহ্‌ ডাঃ আপসা আপুকে বেহেশত নসীব করুন ।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৮

না পারভীন বলেছেন: ভূত আপু , কি শুনালেন ? মেয়ে মানেই মেয়ে আর কিছু না ? একই নিয়তি ?



মলি নামের প্রেমিকা আর আর্মি অফিসার শফিকের ফাঁসি চাই ।

২৩| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:১৩

আমিভূত বলেছেন: হুম আপু এ সমাজে মেয়ে মানেই মেয়ে আমার সেই বোনকে দেখে নতুন করে শিখেছি ।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:৩১

না পারভীন বলেছেন: :( :( :(

২৪| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের সুশীল সমাজ আর মিডিয়া কোথায় ? কোথায় নারী আন্দোলনের নেত্রীরা ।
কোথায় , ''এসিড সন্ত্রাস রুখো আর নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন''
বুলি কপচানো প্রথম আলো । X(( X(( X(( X((
নাকি এই ইস্যুতে ফান্ড কালেকশানের কোন সুযোগ নাই বলে , সুশীল সমাজ , মিডিয়া আর নারী আন্দোলনের নেত্রীদের কোন ইন্টারেস্ট নাই ।
আশা করি লে কর্নেল শফিকের কলংকের দায় মাথায় নিয়ে আমাদের গৌরবের প্রতিক সেনাবাহিনী নিজেদের কলঙ্কিত করবে না ।
এই জানোয়ার টাকে কোটমার্শালে বিচার করে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হোক ।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:৩৪

না পারভীন বলেছেন: লে কর্নেল শফিকের কলংকের দায় মাথায় নিয়ে আমাদের গৌরবের প্রতিক সেনাবাহিনী নিজেদের কলঙ্কিত করবে না




এটা আমাদের ও প্রার্থনা । শফিক আর মলির ফাঁসি চাই ।

২৫| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মলিরা অনেকটা পরিস্থিতির শিকার । তারা নারি লিপ্সু জানোয়ারদের সৃষ্টি । মলি আর জানোয়ারটাকে একই কাতারে এনে পক্ষান্তরে আমি জানোয়ারটার অপরাধকে খাটো করে দেখতে রাজী নই ।

২৩ শে মে, ২০১৩ রাত ৯:১০

না পারভীন বলেছেন: যে মহিলা আরেক মহিলার সংসার এ পরকীয়ার অভিসাপ হয়ে ঢুকে , সে অবশ্যই আপরাধী ।



একজনের হাসবেণ্ডকে আরেকজন নিয়ে নিচ্ছে এটাই তো ফ্যাশন । যা তার নিজের বিকৃত রুচীর পরিচয় । দুজনই অপরাধী । শফিক বড় অপরাধী ।

২৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:২৯

বাংলাদেশী দালাল বলেছেন: আর্মির কলংক লে কর্নেল শফিকের ফাঁসি চাই ।

২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৩৫

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ একাত্মতা ঘোষনা দেয়ার জন্য বাংলাদেশী ভাই ,আর্মির কলংক লে কর্নেল শফিকের ফাঁসি চাই ।

২৭| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:০৪

রুদ্র মানব বলেছেন: এই পশুটার বিচার চাই।

২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৪২

না পারভীন বলেছেন: রুদ্র ,অনেক দিন পর । ধন্যবাদ একাত্মতার জন্য ।



এই পশুটার বিচার চাই।

২৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬

ইয়ার শরীফ বলেছেন: আর ঢালাও ভাবে আমরা আর্মিকে দোষ দিতে পারি না>>
এই পশুটার বিচার চাই

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:১৮

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ শরীফ ।আমিও তাই বলি , পুরো সেনা বাহিনী আমাদের গর্বের জায়গা । অপরাধী কে আইনের হাতে তুলে দিয়ে আমাদের আরো গর্বিত হওয়ার সুযোগ করে দিক । আপাকে তো ফিরে পাব না । আর কেঊ যেন এমন নির্মমতার জন্য সেনাবাহিনীর সাপোর্ট না পায় সেদিকে তাকাতে হবে ।

২৯| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।


আমাদের বিচার বিভাগ এ ক্ষেত্রে কি ভুমিকা রাখে সেটাই দেখার বিষয়।

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:১৪

না পারভীন বলেছেন: কান্ডারী একসাথে দাবী তোলার জন্য অনেক ধন্যবাদ ।



কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি।

৩০| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুনীর ফাসি দাবী করছি !!!

২৫ শে মে, ২০১৩ রাত ১:৩২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ জহিরুল ভাই ।খুনীর ফাসি দাবী করছি !!!

৩১| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

অথৈ সাগর বলেছেন: নারীবাদি কিংবা মানবাধিকার সংঘটন এরা ভাড়া খাটা পাবলিক । এরকম কেসে আসবে না।

খুনিটার ফাসি চাই ।

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:২১

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সাগর ভাই পাশে থাকার জন্য ।খুনিটার ফাসি চাই ।

৩২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৪৫

বাংলার হাসান বলেছেন: এই অন্যায় এর প্রতিবাদ কি হবে ? নারীবাদী সংগঠন গুল মানবাধিকার কমিশন , কি খুজে পাবে এখানে মানবতার বিপর্যয় ?

খুনীর ফাসি দাবী করছি !!!

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

না পারভীন বলেছেন: ওদের কে কি পাওয়া যাবে ? কি জানি ! খুনীর ফাসি দাবী করছি !!!





পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ হাসান ভাই ।

৩৩| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
:( :( :(


এই পশুটার ফাঁসী চাই!!!

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:০০

না পারভীন বলেছেন: একই আওয়াজ তোলার জন্য অনেক ধন্যবাদ শোভন ।




এই পশুটার ফাঁসী চাই!!!

৩৪| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই পশুটার ফাসি চাই,,,,,,,,,,,,। শুধুই ফাঁসি,,,,,,,,,,,,,,,,,

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫০

না পারভীন বলেছেন: লায়লা আপু , অনেক ধন্যবাদ একাত্মতার জন্য । এই পাশুটার ফাঁসি চাই ।

৩৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম :)

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:০২

না পারভীন বলেছেন: বোরিং ধরনের আঁতলামী পূর্ণ লেখায় ভর্তি ব্লগ , ভাল লাগবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.