নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

ধর্ম কথা : উপদেশ দেয়া কতটা সহজ !!!

২৮ শে মে, ২০১৩ রাত ১:৫১

"এই , তোমরা ডাক্তার রা যে দুই কলম উপদেশ খস খস করে লিখে দিয়ে রোগীর কাছ থেকে এতগুলো টাকা ভিজিট নিয়ে নাও , এটা কি উচিত ?"





হঠাত এই প্রশ্নে আমি একটু থমকালাম । এটা হচ্ছে পরিষ্কার তর্ক যুদ্ধের আহ্বান । কি করব কোমর বেঁধে নেমে পড়ব নাকি ডাঃ দের ভিজিট নেয়ার যৌক্তিকতা প্রতিষ্ঠায় । কিন্তু দুই ধরনের ব্যক্তির সাথে আমি তর্ক করিনা । ১নং গ্রুপ হল , যাকে অসম্ভব লাইক করি । আর দুই নম্বর হল যারে বেসম্ভব দেক্তারিনা ।





"না উচিত না , দুই কলম উপদেশ লিখে দিয়ে এত ভিজিট নেয়া একেবারেই উচিত না ।"

বলে বক্র হাসি হাসলাম । আমার এই মেনে নেওয়া টা কেমন জানি হয়ে গেল । প্রশ্নকারীরও লম্বা চওড়া বিতর্ক করার ইচ্ছা মাঠে মারা গেল ।উনি অপ্রস্তুত ভংগীতে হাসতে লাগলেন । আমার হাসিও প্রসারিত হল ।



আমি আপনাকে অনেক পছন্দ করি । তর্কে আমি জয়ী হলে , আর আপনি হেরে গেলে আমার একদম ভাল লাগবেনা । আমার এই হারমানাতেই আনন্দ ।



তাই আমি বলতে পারলাম না ,"এটুকু উপদেশ দেয়ার যোগ্যতা অর্জন করার জন্য কত সাধনা আর কত কষ্ট যে করা লাগে আল্লাহ ই ভাল জানে ।"



অবশ্য উপদেশ দেওয়া জগতের সবচেয়ে সহজ কাজ । সব্বাই উপদেশ দেয় আর দিতেই থাকে ।

আবার অনেক সময় যখন খুব উপদেশের দরকার , তখন উপদেশ না দিয়ে চুপ করে থাকলে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় ।



একদিন এক ডাক্তার এলাকার চাচা মিয়াকে উপদেশ দিলেন , 'ধুম পান করবেন না ।

ফুসফুসের ক্যান্সার হবে ।"



ওদিকে ডাক্তার সাহেব নিজেই ধুমপান করেন । আর ও কিছুর অভ্যাস আছে কিনা কে জানে ।

এই চাচামিয়ার আবার মুখে লাগাম নাই । উনি বলে বসলেন , "বাবা আন্নেরে হে দিন দেখলাম রিকশায় বিড়ির ধুমা ঊড়াইতে উড়াইতে যাইতাছিলেন । বিড়ি খা্না এত খারাপ হইলে আন্নে বাদ দিতে হারেন না ক্যান ?'



" ধূর মিয়া আমার খাওয়া আমি খাই , আপ্নে খাইয়েন না ।"





কিন্তু এই কথা বললে হবে ? উপদেশ দেয়ার মধ্যেও সততা থাকা চাই । একটা জানা ঘটনা রিক্যাপ করি । হযরত মুহাম্মদ (সাঃ) এর কাছে এক বাবা তার ছেলে কে নিয়ে এলেন ।

"হুজুর , আমার ছেলেটাকে একটু কম মিষ্ট খাওয়ার ঊপদেশ দিয়ে দেন । আপনি বললে শুনবে । সারাদিন শুধু মিষ্টি খেতে চায় ।"

হুজুর (সাঃ) উপদেশ টুকু দেয়ার জন্য ৩ দিন সময় চেয়ে নিলেন ।





তিন দিন পরে আবার বাবা তার ছেলে নিয়ে এল । মহানবী (সাঃ) বলে দিলেন , "সোনা মনি , আজ থেকে এত মিষ্টি খেওনা ।"

এই সাধারণ উপদেশ দেয়ার জন্য ৩ দিন সময় নেয়ার কারণ কি ? আপনি তখনি এটা বলে দিতে পারতেন ।



বাবা মনের মধ্যে এই প্রশ্ন চেপে না রাখতে পেরে করেই ফেললেন ।হুজুর প্রশ্ন শুনে হাসলেন । তার পর যে উত্তর দিলেন তার মর্মাথ হল আমি নিজেই মিষ্টি অনেক পছন্দ করি । একটু বেশী মিষ্টি খাই । তাই যে কাজ নিজে করি তা কিভাবে অন্যকে করতে মানা করি । তিন দিন সময়ে আমি মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম । এখন উপদেশটি দেয়া গেল।





তাই নিজে বিড়ি খেয়ে অন্যকে ধুমপান থেকে বিরত থাকার উপদেশ কি দেয়া যায় ?

নিজে মিথ্যা কথা বলে অন্যকে সত্যবাদী হওয়ার উপদেশ ?

তাহলে কুরআন খোলা যাক ; সুরা ছোয়াফ ,২ও ৩ নং আয়াতে আছে ," হে মুমিনগন ! তোমরা এমন সব কথা কেন বল যা তোমরা (নিজেরা) কর না ।

আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত ব্যাপার যে তোমাদের এমন কথা বলা যা তোমরা নিজেরা কর না ।।"








তাই আল্লাহর কাছে প্রার্থনা , আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন আমদের সবগুলো ভুল । আমরা যেন এই ধরনের ভুলে যেন না পড়ি । উপদেশ দেয়ার আগে যেন , নিজেকে শুধরে নিতে পারি ।



" হে আমাদের রব ! হিদায়েত দানের পর আমদের অন্তরকে বাঁকা করবেন না ; আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুণ ; আপনি ই তো দাতা । "( ৮/ সুরা ইমরান) আমিন ।







কৃতজ্ঞতা স্বীকার :

ডাঃ যাবের এলাহী

ব্লগার নীল দর্পন

ব্লগার ভারসাম্য

ব্লগার ইমন যুবায়ের (প্রয়াত)

মন্তব্য ১০৭ টি রেটিং +২২/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৫

খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।

২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৭

না পারভীন বলেছেন: ধন্যবাদ ব্লগটি পড়ার জন্য খেয়া ভাই ।

২| ২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার এখন কি হবে ?!

২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৯

না পারভীন বলেছেন: কি হয়েছে কান্ডারী ? :)

৩| ২৮ শে মে, ২০১৩ রাত ২:০৫

শুভ্র বাঙ্গালী বলেছেন: খিদা লাগাইয়া দিলেন :( খিদা কমাই কেমনে ???

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:২৬

না পারভীন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শুভ্র ।

৪| ২৮ শে মে, ২০১৩ রাত ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিত সিগারেট সেবন করি তাই ভাবছি এখন আমার কি করা উচিত।

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:০৯

না পারভীন বলেছেন: বিড়ি খাওয়া দেখতে পারিনা । যারা বিড়ি খায় তাদের কে হেরে যাওয়া হেরে যাওয়া মানুষ লাগে , যে নিজের প্রবৃত্তির কাছে হেরে গেছে ।

৫| ২৮ শে মে, ২০১৩ রাত ২:৪০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আমি বিড়ি খাই, তাই কাউরে খাইতে নিষেধ করি নাহ।
আপ্নে ভাল লিখছেন

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:২৫

না পারভীন বলেছেন: হুম ।
ধন্যবাদ পড়ার জন্য নির্লিপ্ত স্বপ্নবাজ ।

৬| ২৮ শে মে, ২০১৩ রাত ২:৪৮

আর কতো বলেছেন: আমি সিগারেট ছাড়তে চাই। মন খুইলা হাছা কথা কইলাম।

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:১৫

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , ভাই পড়ার জন্য ।
বিড়ি সিকারেট খাওয়া মানুষ ভালা লাগেনা । ছেড়ে যে দিতে পারে , সে তো মহান ।

৭| ২৮ শে মে, ২০১৩ রাত ২:৫৫

বাংলার হাসান বলেছেন: অবশ্য উপদেশ দেওয়া জগতের সবচেয়ে সহজ কাজ । সব্বাই উপদেশ দেয় আর দিতেই থাকে । চমৎকার।

@কান্ডারী অথর্ব ভাই। এখন আপনার উচিৎ সিগারেট সেবন বন্ধ করে আমার সিগারেট সেবন যোগান দেয়া।

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:১৭

না পারভীন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ banglar_hasan ।

৮| ২৮ শে মে, ২০১৩ রাত ৩:৪০

বাংলাদেশী দালাল বলেছেন:
ধূমপায়ী এক ডাক্তার কে রুগীর স্ত্রী বলল স্যার ওকে বললেন না সিগারেট না খেতে। ডাক্তার বললেন, ধূমপান না করলে তো সুস্থ হয়ে যাবে আমার কাছে আর আসবেনা।

ঘটনাটা মনে পড়ে গেল।

ধন্যবাদ আপু।

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:২৩

না পারভীন বলেছেন: ডাক্তার তো রসিক লোক দেখা যায় । ধন্যবাদ , বাংলাদেশী , ঘটনাটি শেয়ার করার জন্য ।

৯| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:১২

একজন আরমান বলেছেন:
আপু এইটা তো স্পেশালি ডাক্তার ভাইদের জন্য। :p

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:২১

না পারভীন বলেছেন: না , এটা সবার জন্য । ধরেন আমি বললাম , এই তুমি নামাজ পড়না পাঁচ ওয়াক্ত ?
এই কথা বলার আগে আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে । এই লেখাটা আমি আসলে লিখেছি নিজের জন্য । ধর্ম কথা নামে যতগুল পোস্ট লিখব সব নিজের জন্য । যেন মাঝে মাঝে এন্টিভাইরাসের মত নিজেকে স্ক্যান করতে পারি ।


আরমান , পড়ার জন্য ধন্যবাদ ।

১০| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৪৯

মামুন রশিদ বলেছেন: আমি কাউকে সিগারেট ছাড়তে উপদেশ দিইনা :P



লেখাটা খুবই ভালো লাগলো ।

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭

না পারভীন বলেছেন: :( :( :(






পড়ার জন্য ধন্যবাদ মামুন রশিদ ।






১১| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৫৯

একজন আরমান বলেছেন:
হুম। বুঝেছি। :)

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:০৫

না পারভীন বলেছেন: আরমান , এই ব্লগের সবচাইতে বড় বড় উত্তর গুলো সব সময় আরমানের জন্য থাকে , ঘটনা কি ? :) :) :)


বিড়ি খাওয়া ভালা পাইনা ।

১২| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

একজন আরমান বলেছেন:
হাহাহা।

আপু হয়তো আরমানের শুভাকাঙ্ক্ষী বড় ভাই বোনের সংখ্যা বেশি, তাই উত্তরগুলো বড় হয় !

ছেড়ে দিবো, একটা প্রমিজ ফুলফিল হোক। একদম ছেড়ে দিবো। আর আমি ভালো ছেলেদের দলে নই। :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

না পারভীন বলেছেন: আরমান , আপনাকেই বলি , আমি ব্যাক ডেটেড বুড়ি মানুষ , ১৪০০ বছর আগের এক বই দেখে নিজেকে কারেকশন করতে চাই ।

শেষ পর্যন্ত কি হবে নিজেই জানিনা ।

১৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯

রেজোওয়ানা বলেছেন: :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

না পারভীন বলেছেন: মাননীয় মডারেটরের পদধূলীতে ব্লগ বাড়ি কৃতজ্ঞ ।



স্বাগতম ।
অনেক ধন্যবাদ রেজু আপু ।

১৪| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

না পারভীন বলেছেন: অহ কান্ডারী ভাই , কেম্নে যেন মন্তব্যটা ডিলিট হয়ে গেল । :( :( :(
মাফ করে দিয়েন ভাই । না হয় আবার লিখে দেন । :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

না পারভীন বলেছেন: ও মোর আল্লাহ , অপার বিস্ময়ে দেখি লেখা নির্বাচিত পাতায়

১৫| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

খেলুম না আমার মন্তব্য মুছে দিলেন এভাবে :P :P :P

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

না পারভীন বলেছেন: আপনে হলেন আইকনিক ব্লগার । তাই হয়ত কিছু কথা অপ্রকাশিত হয়ে গেল ।

১৬| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:১৮

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমার পরিচিত একজন চিকিতসক আছেন, যিনি নিজে ফল-সবজি খান না, কিন্তু অন্যকে ফল সবজি খেতে উপদেশ দিয়ে যান !!!

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০

না পারভীন বলেছেন: আপনার জন্য একটা পরীক্ষা আছে । পেয়ার করবেন ৪ টি শব্দ কে ।

রুমাল , মোবাইল , মানিব্যাগ , ল্যাপটপ ।

পারবেন জানি । এবার উত্তরটা দিই , আপনার পরিচিত ডাক্তারের ফল সব্জি খেতে হয়ত সমস্যা হয় , যা আপনি জানেন না ।

১৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১

মনিরা সুলতানা বলেছেন: অনেক সময় যখন খুব উপদেশের দরকার , তখন উপদেশ না দিয়ে চুপ করে থাকলে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় ।

দরাইছি ...............।।
চমৎকার উপদেশ মূলক পোস্ট , অনেক কিছু শিখলাম এই জন্য ++++++++++++++++ দিয়ে গেলাম ।। :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

না পারভীন বলেছেন: হিহিহি , আপা তুমি চিপায় লিখে রাখা এই কথাটা ঠিকই তুলে এনেছো । এই না হলে তুমি । দাও আজ থেকে শুধু উপদেশ ,>>পড়তে বস , পড়া কতদূর ।

১৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

জানতে চায় বলেছেন:
:)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

না পারভীন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আঁকিয়ে ।

১৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

বোকামন বলেছেন:





লাক্বদ্ আনযাল্না- ইলাইকুম কিতা-বান্ ফীহি যিকরুকুম; আফালা তা’ক্বিলূন” {সুরা আম্বিয়া,১০}


সম্মানিত লেখক,
উপদেশ নিতেই ভুলে যাচ্ছি... উপদেশ দিবো কী করে !!!

সুন্দর একটি পোস্টের জন্য কৃতজ্ঞতা জানবেন।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

আস-সালামু আলাইকুম

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

না পারভীন বলেছেন: তোমাদের উপদেশ সম্বলিত কিতাব দিলাম , তারপরেও কি তোমরা বুঝবেনা ? ( ১০ , সুরা আম্বিয়া )


দেখে ফেললাম অর্থ ।
মন ভাই , আমার পোস্ট আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে ।
ওয়ালাইকুম আসসালাম ।

২০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

মাইন রানা বলেছেন: এই সাধারণ উপদেশ দেয়ার জন্য ৩ দিন সময় নেয়ার কারণ কি ? আপনি তখনি এটা বলে দিতে পারতেন ।

বাবা মনের মধ্যে এই প্রশ্ন চেপে না রাখতে পেরে করেই ফেললেন ।হুজুর প্রশ্ন শুনে হাসলেন । তার পর যে উত্তর দিলেন তার মর্মাথ হল আমি নিজেই মিষ্টি অনেক পছন্দ করি । একটু বেশী মিষ্টি খাই । তাই যে কাজ নিজে করি তা কিভাবে অন্যকে করতে মানা করি । তিন দিন সময়ে আমি মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম । এখন উপদেশটি দেয়া গেল।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

না পারভীন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মাইন ভাই । অনেক শুভ কামনা রইল ।

২১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্টে ভাল লাগা ।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

না পারভীন বলেছেন: কবি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

২২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

নীল-দর্পণ বলেছেন: মহানবী (সঃ) এর কাছে বাবা নিয়ে আসেননি, বাচ্চার মা নিয়ে এসেছিলেন। বাচ্চার বাবা মারা যাবার পরে মায়ের অত সাধ্য ছিলনা এত মিষ্টি খাবার খাওয়ানোর তাই গিয়েছিলেন :)

সুন্দর লেখা। ভাল লাগা :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:২১

না পারভীন বলেছেন: তাই ? তাহলে চেইঞ্জ করে দিই । এত ক্ষণ কই আছিলেন নীল ?আগে তো বলবেন । আমি জানতাম বাবা ।

২৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: " ধূর মিয়া আমার খাওয়া আমি খাই , আপ্নে খাইয়েন না ।" ,,,,,,,,,,,,, নিজে করে অথচ অন্যকে ক্রমাগত নিষেধ করে করতে,,,,,,,,,হায়রে মানুষ,,,,,,,,,,

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:১৭

না পারভীন বলেছেন: দুর্নীতিবাজ বলে দুর্নীতি করোনা ,
চোরে বলে চুরি করোনা
হরতাল কারিরা বলে হরতাল করোনা



এই তো জীবণ । অনেক ধন্যবাদ লায়লা আপু ।

২৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩

নীল-দর্পণ বলেছেন: Are apu post er sese abar ki likhecen eta (etota paoar joggo j ami noi)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২১

না পারভীন বলেছেন: সব দায়দায়িত্ব আপনার ঘাড়ে চাপাইলাম আরকি । :P




অনেক অনেক কৃতজ্ঞতা নীল :) :) :)

২৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০

ভারসাম্য বলেছেন: আমি যতদূর জানি, হাদীস খানিতে 'বাবা'র উল্লেখই বেশিরভাগ রেওয়ায়াতে পাওয়া যায়।

এজন্যই হাদীস উল্লেখ করার সময় হয় রেফারেন্স সহ 'খাছ' (হুবহু) কোট করা উচিৎ অথবা কিছুটা গল্পাকারে 'আম'(সহজ) আকারেও দেয়া যায়।

প্রয়াত ইমন জুবায়ের'র একদিন, হযরত মোহাম্মদ (সাঃ) পোষ্টখানা পড়ে দেখা যেতে পারে।

নীল-দর্পনের নাম আবার কেটে দিয়েন্না। ;)

পোষ্টে +++ ।

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

না পারভীন বলেছেন: অভি , ভাষায় প্রকাশ করতে পারবনা কতটা কৃতজ্ঞ হয়ে গেছি ।
প্রয়াত ইমন যুবায়ের ভাই এর কাজ দেখেও বিমোহিত ।

২৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আইকনিক ব্লগার ওই কে আছিস আমার আপুর মাথায় পানি ঢাল উনি গেছেন পাগল হয়ে।

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

না পারভীন বলেছেন: :( :( :(

২৭| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

রোজেল০০৭ বলেছেন: লিখায় ভালো লাগা।

আপনার ক্ষোভ যুক্তি আর কিছু সুন্দর বাক্যের প্রকাশক।

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

না পারভীন বলেছেন: রোজেল , অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা । সহজ বোধ্য ইসলামিক পোস্ট হয়েছে ?

২৮| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মনিরা সুলতানা বলেছেন: লাইক বুঝে পাইলে চিডি দিও ...
বহুত ব্লগিং হইছে , ফেবু তে যেন চেহারা না দেখি , সিধা পড়ার টেবিল এ ...
তবে হ্যা লিখতে পার , না লিখলে এত সুন্দর সুন্দর পোস্ট কোথায় পাব ? .........
হাপ্পি পড়শুনা নাপা ...। :)

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৬

না পারভীন বলেছেন: :) :) :)


বিনীত ধন্যবাদ আর কৃতজ্ঞতা । উপদেশ মালা আর লাইক দুটোই বুঝিয়া পাইয়াছি ।

২৯| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:৫৯

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। তবে একটা কথা, ব্লগে বেশি সময় দিয়েন না। এইটা খারাপ নেশা B-)

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩০

না পারভীন বলেছেন: আচ্ছা , ঠিকাছে হামা ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা , উপদেশ বুঝিয়া পাইয়াছি।

৩০| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৫

নীল-দর্পণ বলেছেন: আপু আমার ভুল হয়ে গেছে। এটা আসলে কোন হাদিস না/ একটি জাল হাদিস (তবে বাবার স্থলে মা হবে এটা ঠিক)।

যাইহোক। আমার নামটি বাদ দিন কৃতজ্ঞতা লিস্ট থেকে। আর আমার ২২, ২৪ নং কমেন্ট দুটি ডিলিট করে দিন এটা সহ।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩২

না পারভীন বলেছেন: থাকনা , নীল । আরো বুড়া হয়ে গেলে পড়ব এই ব্লগ । মুছে দিলে স্মৃতি হারিয়ে যাবে ।

৩১| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:


ভালো পোষ্ট নাপা।


সিগারেট খেলে অনেক অসুখ হতে পারে কিন্তু না খাইলে তো বাচমু না তাইলে কেমতে কি ;) ;) ;)

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৮

না পারভীন বলেছেন: আমরা তো বেঁচে আছি । আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে আপার ক্লাসের অনেকে তামাক ছাড়া বাঁচেনা । লোয়ার ক্লাসে পুরো দঃ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী তামাক নেয় ।


যারা যারা তামাক সেবী এই পোস্টের মাধ্যমে আটকা পড়লেন , কান্ডারী , আরমান , জেসন, মামুন , হাসান স্বপ্ন বাজ , শুভ্র ,আর কতো আপনারা একটা গ্রুপ খোলেন , "প্রক্তন ধূমপায়ী , বর্তমানে শুদ্ধচারী "
গ্রুপ মেম্বার হবে তারাই যারা ধুম পান ত্যাগ করেছে , আর অন্যদেরো উতসাহ দিতে চায় , ত্যাগ করার ।


মানুষ নিজেকে দেয়া কথাই সবচেয়ে বেশী রাখে । ভাল কাজ করতে গেলে গ্রুপ লাগে ।


(দিয়ে দিলাম ঊপদেশ ,:P )

৩২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: সময়টা ভালোই কাটলো :) লেখা ভালো হয়েছে ।

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:০৪

না পারভীন বলেছেন: পাইলট , আবার স্বাগতম এই ব্লগে । আপনার লেখাও ভালা পাই ।

৩৩| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:

ভালো তো বেশ ভালো... গ্রুপ খুলবো নিশ্চয়ই তয় নাম হইব "টানে টানে সুখ"

:P :P :P ;) ;) ;)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬

না পারভীন বলেছেন: :( :( :(

৩৪| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

লেজকাটা বান্দর বলেছেন: ভালো লিখেছেন আপা।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৪

না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

৩৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

আমিভূত বলেছেন: আপু গতকালই পড়ে গেছি , সুযোগের অভাবে মন্তব্য করতে পারিনি । আপনার লেখা বরাবরই ভালো লাগার মত এবং ধন্যবাদ দেয়ার মত।


"হে আমাদের রব ! হিদায়েত দানের পর আমদের অন্তরকে বাঁকা করবেন না ; আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুণ ; আপনি ই তো দাতা "
সুবহানআল্লাহ !

২৯ শে মে, ২০১৩ রাত ১১:২৬

না পারভীন বলেছেন: সে আমি গত কালই খেয়াল করেছি ।




ভাল থকুন , সুস্থ্ থাকুন ভূত ।

৩৬| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৭

ফারজানা শিরিন বলেছেন: " হে আমাদের রব ! হিদায়েত দানের পর আমদের অন্তরকে বাঁকা করবেন না ; আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুণ ; আপনি ই তো দাতা । "( ৮/ সুরা ইমরান) আমিন ।

২৯ শে মে, ২০১৩ রাত ১১:২২

না পারভীন বলেছেন: আমিন । আল্লাহ যেন আমাদের দেখে রাখেন ।


অনেক ধন্যবাদ শিরিন।

৩৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। !! আমি ব্যক্তিগত পর্যায় থেকে চেষ্টা করছি, এটা খাওয়া ছেড়ে দিতে। এখন মাঝামাঝি অবস্থানে আছি।

তবে সকল প্রচেষ্টা নষ্ট হয়ে যায় যখন আমি ধুমপায়ী আড্ডবাজের মাঝে থাকি :(

২৯ শে মে, ২০১৩ রাত ১১:২১

না পারভীন বলেছেন: সু স্বাগতম কাভা ।
প্রচেষ্টা সফল হোক এ প্রার্থনা রইল ।



অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন ।

৩৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৩

খেয়া ঘাট বলেছেন: বাক দায়িত্বশীলতা - সবাই যদি বুঝতে পারতো!!!

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২০

না পারভীন বলেছেন: আরু ভাই , আমি নিজেই বুঝিনা , তাই কাকে কি বলব । :( :(
আপনি কেমন আছেন ? নতুন পোস্ট নেই কেন ?

৩৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

সায়েম মুন বলেছেন: ধূমপান ফালতু বিষয়। পকেটের বারোটা বাজিয়ে ছাড়ে। ফি বছর খরচ আরো বাড়ে। #:-S

আচ্ছা। এতসব বিধি নিষেধ কেন শুধু ধূমপানের ক্ষেত্রে। চা পান এগুলোও তো ক্ষতিকর। 8-|

চা আর পান খোররা বগল বাজিয়ে বিড়ি খোরদের উপদেশ বাণী দিয়ে বেড়ান। :P

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৩১

না পারভীন বলেছেন: সামু , অনেক ধন্যবাদ , ইন্সপিরেশনাল মন্তব্যের জন্য ।


পানের সংগে সাদা পাতা খাওয়া ( তামাক ) আর বিড়ি / সিকারেট খাওয়া একই ।


কিন্তু চা এ সমস্যা কি ? হাল্কা পাতলা চা খাওয়া যায় জানতাম ।

৪০| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন আপু, অনেক ভাল লাগল... :)

বেশী ভাল লাগছে এটা দেখে যে আপনি কুরআন এর আয়াতের মাধ্যমেও আমাদের বুঝিয়ে দিচ্ছেন... আল্লাহ আপনাকে দ্বীনের খেদমতে আরো চেষ্টা ফিকির করার তৌফিক দিন, আমিন।

৩১ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

না পারভীন বলেছেন: জহির ভাই খুব সহজে লিখতে পারিনি । আমি জানতাম এমন আয়াত টি আছে , কিন্তু কোন সুরায় খূঁজে বের করতে পারছিলাম না । সবাই কে ধরে ধরে জিজ্ঞেস করছিলাম ।
শেষে ছোট ভাই ডাঃ যাবের এলাহী র কাছ থেকে পেলাম । তার আরবী সহ মুখস্থ ছিল ।

৪১| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্য উপদেশ দেওয়া জগতের সবচেয়ে সহজ কাজ । সব্বাই উপদেশ দেয় আর দিতেই থাকে ।

এই সব্বার সাথে আমিও আছি ।

একদিন '' এলাকার চাচা মিয়া''জাতীয় একজনকে উপদেশ দিলাম , '
'' চাচা মিয়া বিড়ি খাইলেতো মারা যাবেন । ''
চাচা আমারে কয় , '' বিড়ি না খাইলে কি মরুম না ?''
শুনে আমি মূর্ছা !!!



আপনার পোস্টে আমি বরাবরই লেট কামার ।
লিখা ভাল লেগেছে ।

০২ রা জুন, ২০১৩ রাত ৯:৩২

না পারভীন বলেছেন: হাহাহা , লিটন ভাই হাহাপগে ।




অগনিত ধন্যবাদ , লেটকামার ভাইজান ।

৪২| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫৩

গ্রীনলাভার বলেছেন: " যারা বিড়ি খায় তাদের কে হেরে যাওয়া হেরে যাওয়া মানুষ লাগে , যে নিজের প্রবৃত্তির কাছে হেরে গেছে ।" - এইটা কিন্চিৎ মিছা কতা। আমি তো এমনি এমনি খাই। :D :D

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০১

না পারভীন বলেছেন: কারেন্ট জালে আরেক জন "প্রক্তন ধূমপায়ী , বর্তমানে শুদ্ধচারী "
হবু মেম্বার গ্রীন লাভার ধরা পড়েছেন । :) :)

৪৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৭

গ্রীনলাভার বলেছেন: বলি আপা একদিনের কথা
গেছি ডাক্তারের চেম্বার
রোগী দেখার দোহাই দিয়ে
বসিয়ে রাখল ঘন্টা চার।

শুরু হল প্রশ্নোত্তর পালা
পাশে বসা আমার ইয়ে
মাঝে মাঝে ভুল শুধরে
উত্তরগুলো
ওই দেয় সাজিয়ে।

ডাক্তার বললেন, সব্জি খাও?
উ্ত্তর দিলাম মাথা ঝাকিয়ে
এর পরের ফল-মুলের প্রশ্নে
উত্তর দিলাম দাত কেলিয়ে।
এর পরের ধুমপানের প্রশ্নে
ভাবলাম এ কোন মজের খাবার
মাথা ঝাকিয়ে হে বলতেই বুঝলাম
ধরা খেলাম এবার.... #:-S #:-S

০৩ রা জুন, ২০১৩ ভোর ৫:৩৩

না পারভীন বলেছেন:
"রোগী দেখার দোহাই দিয়ে
বসিয়ে রাখল ঘন্টা চার"


ভাগ্যিস নিজেই ডাক্তার
অয়েটিং রুমে বসে থাকতে হয়না যে আর ।
অহে গ্রীন লাভার
মিলিয়েছি ছন্দ কবিতার ।

৪৪| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: " হে মুমিনগন ! তোমরা এমন সব কথা কেন বল যা তোমরা (নিজেরা) কর না ।
আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত ব্যাপার যে তোমাদের এমন কথা বলা যা তোমরা নিজেরা কর না ।।"

তাই আল্লাহর কাছে প্রার্থনা , আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন আমদের সবগুলো ভুল । আমরা যেন এই ধরনের ভুলে যেন না পড়ি । উপদেশ দেয়ার আগে যেন , নিজেকে শুধরে নিতে পারি ।

এই লেখাটা আমি আসলে লিখেছি নিজের জন্য । ধর্ম কথা নামে যতগুল পোস্ট লিখব সব নিজের জন্য । যেন মাঝে মাঝে এন্টিভাইরাসের মত নিজেকে স্ক্যান করতে পারি ।

লেখক বলেছেন: আরমান , আপনাকেই বলি , আমি ব্যাক ডেটেড বুড়ি মানুষ , ১৪০০ বছর আগের এক বই দেখে নিজেকে কারেকশন করতে চাই ।

শেষ পর্যন্ত কি হবে নিজেই জানিনা । =====


অবশ্যই কল্যান আর শান্তি। আর কি বলব?

দীর্ঘ সময় চুপ করে বসে ছিলাম। ভাবনার অকুলে কুল খূজে পাচ্ছিলাম না। যেন নিজেকেই স্ক্যান শুরু করেছি!
মুগ্ধতা জানাব আর দোয়া চাইব কিভাবে ভাবতে ভাতেই সময় গেল।

অবশেষে আপনার লেখাই কোট করে আপাতত পারি দিলাম দরিয়া!!

০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৫৯

না পারভীন বলেছেন: শোকর আলহামদুলিল্লাহ , খুব ভাল লাগল । ধন্যবাদ আর কৃতজ্ঞতা বিদ্রোহী ভাই ।

৪৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:

আমার গ্রুপের তো মেম্বার তো ভালো আছে দেখি এই পোষ্ট ;)

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:১৪

না পারভীন বলেছেন: তাই তো দেখা যায় । জেসন




"প্রক্তন ধূমপায়ী , বর্তমানে শুদ্ধচারী "

৪৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:০৭

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: আপু এগুলা কেউ শুনে না..মেজাজ খারাপ হয় যখন ওয়ার্ডে কাউকে খেতে দেখি. X( .++++++++

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৯

না পারভীন বলেছেন: স্বাগতম মায়াবতী , আপনি আমাদের অমানুষ সমাজের দ্বিতীয় ফিমেল প্রতিনিধি যাকে এই ব্লগে দেখে আমি যারপরনাই আনন্দিত ।

আমি অমানুষ গ্রুপের সবার ফলোয়ার ।
প্লাসের জন্য অনেক ধন্যবাদ ।

৪৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

তাহিতি তাবাসুম বলেছেন: অনেক সুন্দর পোস্ট,ভাল লাগসে।
সমস্যা হল আমি মানুষকে সুন্দর উপদেশ দিতে পারি ,নিজে কতটা পালন করি ভেবে দেখিনি :( ।মানুষ উপদেশ চাইলে যথাসম্ভব চেষ্টা করি।কিন্তু নিজের প্রয়োজনে কারো কাছ থেকে পায়না :(

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

না পারভীন বলেছেন: স্বাগতম তাহিতি তাবাসুম আপু ।




অনেক ধন্যবাদ , অনেক সুন্দর মন্তব্য করার জন্য ।

৪৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: মৌখিক- কেমন হলো?????
শুভকামনা।
কাজে যাওয়ার পত

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

না পারভীন বলেছেন: আলহামদুলিল্লাহ , যা হয়েছে তার চেয়ে যেঁ খারাপ হয়নি এজন্য আল্লাহ কে ধন্যবাদ ।


অনেক শুভ কামনা রইল খেয়া ভাই ।

৪৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল, কেমন আছেন?

০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৫৬

না পারভীন বলেছেন: আলহামদুলিল্লাহ , ভালো আছি । আপনি কেমন আছেন স্বর্ণা ?

৫০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: প্রয়োজনীয় কথা সুন্দর করে বলেছেন আপু ।
+++++++
আরেকটা কথা । মহানবী র মিষ্টি খাওয়ার ঘটনাটা কি ঠিক ৩ দিন পর ?
আমি বইয়ে পড়ছিলাম কয়েকদিন , এক পেপারে পড়ছিলাম ৭ দিন ,
সত্য কোনটা বুঝতে পারতেছিনা । দিনের উপর গুরুত্ব দেয়ার কারণ
যেহেতু হাদিস তাই যথাসম্ভব নির্ভুল বলার চেষ্টা করতে হবে ।
ভাল থাকবেন ।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১৮

না পারভীন বলেছেন: Click This Link

অনেক ধন্যবাদ আর স্বাগতম আঁতলামি পূর্ণ ব্লগে । আপাতত তিন দিন ধরতে হচ্ছে । আমার ছোটবেলার স্যার ৩ দিন বলেছিলেন । ব্লগার প্রয়াত ইমন যুবায়ের ভাইয়ের লিংক দিলাম । এই ঘটনাটি কতটা সুন্দর করে লেখা যায় , তার একটি নমুনা পাবেন । অখানেও ৩ দিন বলেছেন ।

৫১| ১১ ই জুন, ২০১৩ ভোর ৫:২০

খেয়া ঘাট বলেছেন: বাংলাদেশে সময় এখন ৫।২১ মিনিট ভোর।
ভোরের হাওয়া শরীর, মন দুটোর জন্যই ভালো।

১১ ই জুন, ২০১৩ ভোর ৫:২৮

না পারভীন বলেছেন: :) :) শুভ সন্ধ্যা ।

৫২| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: আপু যা বলছেন কথা সত্যি ,
তবে মেডীকেলে এসে অনেকেই বিড়ি তে অভ্যস্ত হয়ে উঠে

ভাইয়াগুলোকে দেখি , বিশেষ করে দেখি পঞ্চম বর্ষ আর ইন্টার্ন দের মাঝে এই প্রবনতা দেখা যায় ।

একবারতো স্যারের রুমে দেখা করতে গিয়ে পরছিলাম মুশকিলে

স্যার সুখটানে ব্যাস্ত ছিল , কি করবে ভেবে পাচ্ছিল না , আমি ও
ফান্দে পরা বগার মত এদিকওদিক তাকাচ্ছিলাম |-) |-) |-) |-)

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

না পারভীন বলেছেন: আসলেই মিস্তিরি ।



ব্লগ লিখে কি লাভ ? কেউ কি বদলাবে ? বদলাবে না ।

৫৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

চটপট ক বলেছেন: অছাম সবসময়ের মত

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২

না পারভীন বলেছেন: ধন্যবাদ , ভাইডি । :)

৫৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনার লিখায় ডাক্তারি আর ধর্মগ্রন্থের কম্বিনেশনটা চমৎকার লাগছে । অনেক সুন্দর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.