নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

ধর্ম কথা ; কুরআনে ব্যবহৃত উপমা সমূহ - ১

১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:০৯

বিসমিল্লাহির রহমানির রাহীম ।পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে ।



কুরআনে সুন্দর সুন্দর উপমা ব্যবহৃত হয়েছে । উপমা নিয়ে আল্লাহ নিজে বলেন ,

সুরা বাক্বারা (২৬) ;" নিশ্চয় আল্লাহ লজ্জা বোধ করেন না , মশা বা তার চেয়ে তুচ্ছ বস্তুর উপমা দিতে । সুতরাং যারা ইমান এনেছে তারা জানে যে , এ উপমা তাদের রবের পক্ষ থেকে সত্য ;

কিন্তু কাফেররা বলে যে , আল্লাহর এ উপমা দেয়ার উদ্দেশ্য কি ?

তিনি এর দ্বারা অনেক কে বিপথগামী করেন , এবং অনেক কে সৎ পথে পরিচালিত করেন ।

এরূপ উদাহরণ দিয়ে তিনি অবাধ্য লোকদের ছাড়া কাউকে বিপথগামী করেন না । "




সুরা বাক্বারার ৭৪ নং আয়তে আল্লাহ কাফেরদের মনকে পাথর অপেক্ষা কঠিন বলে অবিহিত করেছেন ।

এরূপ পাথর আছে যা থেকে সুশীতল পানি নির্গত হয় । কিন্তু কাফেরদের হৃদয় হতে জ্ঞান বা করুণার ধারা নির্গত হয়না । অন্যস্থান থেকেও তাদের অন্তরে প্রবেশ করেনা ।

পক্ষান্তরে বিশ্বাসীদের অন্তর থেকে জ্ঞান বা করুণার ধারা নির্গত হয়ে জগদ্বাসীকে শান্তি ও স্নেহ করুণা বিলায় ।



মুসা (আঃ) এক টুকরা মাংস দিয়ে মৃত দেহকে আঘাত করার পর মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে । এটা ছিল আল্লাহর নিদর্শন । কিন্তু এ নিদর্শন দেখেও কাফের রা কি কর ল ?



সুরা বাক্বারা , আয়াত ৭৪ , "এরপরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল ।

যেন তা পাথর বা তার চেয়ে ও কঠিন তর ;

কতক পাথর এমন যে তা থেকে নদী নালা প্রবাহিত হয় ,

আবার কোন কোন পাথর ফেটে যায়

এবং তা থেকে পানি বের হয় , আর কতক আল্লাহর ভয়ে পতিত হয় "






বাস্তব জীবনেও অনেক মানুষের দেখা পাওয়া যায় , যারা এত কঠিন , তাদের কে দেখলে এই আয়াত টির কথা মনে পড়ে । মনে হয় তাদের অন্তর পাথরের চেয়ে কঠিন । হিংস্রতা আর নিচুতা দিয়ে তারা এমনভাবে পরিবর্তিত হয়ে এত কঠিন হয়ে গেছে যে , পাথরকেও হার মানায় ।



সূত্র ঃ নূরানী কোর আন শরীফ , মীনা বুক হাউজ ।

মন্তব্য ৫৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:২৭

খেয়া ঘাট বলেছেন: বড় অল্পতেই শেষ হয়ে গেলো।
পবিত্র কোরআনের আয়াত কী যে মাধুর্য্যময়। পড়লেই মনটা শান্ত হয়ে যায়।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

না পারভীন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আরু ভাই । পড়ে যে সোয়াব পেলেন আর মধ্যে আমার কমিশন আছে মানে আমার ও সোয়াব হল ।

২| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার অন্তরটাও কঠিন আল্লাহ এটাকে নরম করুক। আমাররজন্য দোয়া করবেন। সুন্দর পোস্টে ++

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:০১

না পারভীন বলেছেন: মনে হয়না অত কঠিন আপনার অন্তর , আরো ভালো হয়ে উঠুক এই প্রার্থনা রইল , সেলিম ভাই ।

৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৫

কালোপরী বলেছেন: ধন্যবাদ

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:০২

না পারভীন বলেছেন: পরী , অনেক ধন্যবাদ । আমার গায়ের বর্নও কালো ।

৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯

আমিনুর রহমান বলেছেন:


ভালা লাগা রইল।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩১

না পারভীন বলেছেন: ভাল লাগা থেকে অনুপ্রেরনা ।
একরাশ শুভকামনা ।

৫| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

তিনি অবাধ্য লোকদের ছাড়া কাউকে বিপথগামী করেন না ।

এই একটি আয়াতের তাৎপর্য অনেক অনেক গভীর।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩

না পারভীন বলেছেন: অই উপমা গুলোদিয়ে তিনি অবাধ্য লোকদের ছাড়া কাউকে বিপথগামী করেন না ।



অনেক ধন্যবাদ কান্ডারী , পড়ার জন্য ।

৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৮

রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা রইল।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

না পারভীন বলেছেন: ভাল লাগা থেকে অনুপ্রেরণা , রোজেল ।
আপনার জন্য শভ কামনা ।

৭| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

বোকামন বলেছেন:
আস সালাম আলাইকুম

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

না পারভীন বলেছেন: অয়ালাইকুম আসসালাম , বোকামন ভাই ।

৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগ্ল ...
লেখায় +++++++++++ অনেক গুলি :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

না পারভীন বলেছেন: ভাল লাগাই অনুপ্রেরণা , এক রাশ শুভকামনা । অনেক গুলি ধন্যবাদ প্রিয় মসু মনি

৯| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪

টুনা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। মানুষের জীবনে চলার জন্য দুটি রাস্তা। একটা পূন্যের পথ অন্যটা পাপের। মাঝামাঝি কিছু নেই। আল্লাহ্‌ আমাদের পূন্যের পথে চলার তৌফিক দিন। আমীন।

সাধারনত মানুষ ডাক্তারদের কসাই বলে। কিন্তু আমি ডাক্তারদের শ্রদ্ধা করি। ব্যতিক্রম সব খানেই আছে। তাই বলে সবাইকে কসাই বলার যুক্তিকতা নেই।

অনেক অনেক ভাল থাকবেন সবাই।

ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

না পারভীন বলেছেন: সব ডাক্তারের সব কাজকে সাপর্ট করিনা টুনা । আপ্নাকেও ধন্যবাদ আর শুভকামনা ।

১০| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বাংলার হাসান বলেছেন: তিনি অবাধ্য লোকদের ছাড়া কাউকে বিপথগামী করেন না ।

এই একটি আয়াতই সৎপথে পরিচালিত হবার জন্য যথেষ্ট।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

না পারভীন বলেছেন: হাসান ভাই অনেক ধন্যবাদ নেন ।

১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আরও একটু ব্যাখ্যা করলে আরও বেশি ভালো লাগতো ।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

না পারভীন বলেছেন: পরের পোস্টে পাইলট ভাই এর কথা মাথায় রাখব ।
এক ঝুড়ী ধন্যবাদ ।

১২| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:১৩

আমিভূত বলেছেন: আগেই পড়ে গিয়েছি । ধন্যবাদ আমাদের মাঝে শেয়ারের জন্য ।

আচ্ছা আপু বলেন তো একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রের রেজাল্ট ভালো হচ্ছে না কি করা যায় ? কিভাবে তার মনোযোগ এবং পারফর্মেন্স বাড়ানো যায় ?

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

না পারভীন বলেছেন: চেষ্টা , চেষ্টা আর চেষ্টা করে যাবে ।

অনেক ধন্যবাদ , ফিরে এসে অনুপ্রেরনা দেয়ার জন্য প্রিয় ভূত আপু ।

১৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

আরজু পনি বলেছেন:

ভালো লাগা রইল।।

:)

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৫

না পারভীন বলেছেন: :) অনেক ধন্যবাদ পনি আপু ।

১৪| ২১ শে জুন, ২০১৩ রাত ২:০৯

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: এরপর লেখা আরও বড় চাই....শুভকামনা

২১ শে জুন, ২০১৩ ভোর ৫:২৫

না পারভীন বলেছেন: আইচ্ছা , মনে রাখমু মীম মায়াবতী । তোমাকে শুভ সকাল ।

১৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:১১

আমি ইহতিব বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। তবে মনে হোল পড়ার আগেই শেষ হয়ে গেলো।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪১

না পারভীন বলেছেন: যদি মনে হয় ছোট , তাহলে এটা নিশ্চিত বিথী আপু , আপনার
হৃদয়ে নিজ ধর্মকে ভালবেসে অনেক স্পেস খালি আছে , আরো অনেক ধারন করার । :)

১৬| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ++++

একটু দৌড়ের উপর আছি আপু, দোয়া করবেন যাতে ভাল করতে পারি, দুনিয়াতে এবং আখিরাতে...

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

না পারভীন বলেছেন: আমিও আছি দৌড়ের উপর । তবুও দেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।

১৭| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: কেমন আছেন?
মসু আপু কেমন আছে?
আমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

না পারভীন বলেছেন: আমি বিরহ বেদনাতে আছি । মসু আপু ঘুরাঘুরি করার কথা এখন । তার বোনের পরিবারের সাথে । আপনার ও কামলা দিতে যাওয়ার কথা এখন জানি । ভাল থাকবেন । নিজেকে দেখে রাখবেন , মসু কেও ।

১৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:১২

মাহমুদ০০৭ বলেছেন: এমন লেখা আরও চাই ।
ভাল লাগলো ।
আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিক ।
আমিন
পোস্টে ++++++++

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ , রোজার মধ্যে লেখার ইচ্ছা আছে ।

১৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। তবে আরো বিস্তারিত হবে ভেবেছিলাম ;) :)

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

না পারভীন বলেছেন: ইহা পর্ব ১ ;)

২০| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪১

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগা রইল।

০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৪০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আমার ব্লগে স্বাগতম ।

২১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২০

খেয়া ঘাট বলেছেন: কতদিন দেখা হয়নি- কতদিন দেখা হয়নি-

০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৪১

না পারভীন বলেছেন: :#> :#>

২২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

আমিনুর রহমান বলেছেন:


ব্লাড প্রেসার কাল রাতে ১৪৫/৯৫ ছিলো এঞ্জিলক ২৫ খাইছি এখন ঘারে ব্যথা করছে কিতা করতাম কোন্তো ।।

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৬

না পারভীন বলেছেন: এখন কত ? প্রেসারের অষুধ এডজাস্ট করেন , প্যারাসিটামল খান , আর একটা ঘুম দেন । পরের কথা হল , প্রেসারের ডাক্তার দেখিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে রাখেন , আর সে মোতাবেক চলেন ।


আর বিড়ি টা ছেড়ে দেন । ;)

২৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

জগ বলেছেন: ++++++++++++++++++++++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৫

না পারভীন বলেছেন: আমার ব্লগে স্বাগতম জগ ভাই । সাথে অনেক ধন্যবাদ ।

২৪| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

রোদের ফোঁটা বলেছেন: ভাল লাগল।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , রোদের ফোঁটা । সুন্দর নিক । :)

২৫| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মনিরা সুলতানা বলেছেন: রমজান মাসে এই সব লেখা বেশী করে পড়তে হবে ...
অনেক অনেক ধন্যবাদ ...

পবিত্র রমজান এর শুভেচ্ছা :)

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

না পারভীন বলেছেন: উতসাহ দিলে আরো কয়েক পর্ব লিখি । অনেক সুন্দর উপমা আছে ।



তোমাকেও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমার প্রিয় মনিবু ।

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শুধু প্লাস বা প্রিয়তে বলাটা ঠিক যুতসই মনে হচ্ছে না, তারচেয়েও বেশি কিছু । :) :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

না পারভীন বলেছেন: কি বলে ধন্যবাদ দিব ,ভাষা পাচ্ছিনা . সিরিজ টি এগিয়ে নিয়ে যাবার জন্য অনুপ্রাণিত হয়েছি ভাইয়া .

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

বশর সিদ্দিকী বলেছেন: আরেকটু বড় হলে ভালো লাগত। তবে ভাল লিখেছেন। ধন্যবাদ। নতুন কিছু জানলাম।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

না পারভীন বলেছেন: ইনশাল্লাহ আবার লিখবো আশা রাখি । অনুপ্রেরণা পেলাম ভাইয়া । :)

২৮| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

না পারভীন বলেছেন: রোদের গল্প ভাইয়া, খুব দু:খিত কমেন্ট মুছে গেছে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.