নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

ধর্ম কথাঃ সুরা নাস এ কি বলা আছে

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

বিসমিল্লাহির রাহ মানির রাহীম





قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

বলুন, আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের

Say :I seek refuge with the Lord of Mankind

[ ১]

مَلِكِ النَّاسِ

মানুষের অধিপতির,

The King(or Ruller) of mankind,

[ ২]

إِلَهِ النَّاسِ

মানুষের ইলাহের কাছে

The Ilâh ( or Judge ) of mankind

[৩]

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ



আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে ,

From the mischief of the whisperer ( of evil) who withdraws ( after his whisper)

[ ৪]

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

(The same) who whispers into the hearts of Mankind

[ ৫]

مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

Among jinns and among men

[৬]









এটি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা মূলক সুরা । সরাসরি সাহায্য না চেয়ে ৩ টি গুন উল্লেখ করে বিনীত ভাবে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে ।

আল্লাহকে বলা হয়েছে

মানুষের রব , বা প্রতিপালক

মানুষের মালিক বা অধিপতি

মানুষের ইলাহ বা মাবুদ (১,২,৩)।




এই তিনটি গুনের মাধ্যমে সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে , আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তিনি সমস্ত মানুষের প্রতিপালক , অধিপতি ,মাবুদ । তিনিই ,মানুষ কে রক্ষা করতে পারেন ।

তিনি ছাড়া আর কেউই নেই যার কাছে আমি পানাহ চাইতে পারি ।



কিসের অনিষ্ট হতে পানাহ চাওয়ার কথা বলা হয়েছে ?



আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে যে মানুষের মনে কুমন্ত্রণা দান করে । জ্বিনের মধ্যে থেকে বা মানুষের মধ্যে থেকে । (৪,৫,৬)



কুমন্ত্রণাদাতার কুমন্ত্রণা বা প্ররোচনা হতে । প্ররোচনাই হচ্ছে সমস্ত গুনাহের সূচনা বিন্দু । খুব নিভৃতে আত্মগোপন করে শয়তান মানুষের মনে প্রতিনিয়ত প্ররোচনা দিয়ে যায় । । কখন শয়তান আমাদের মনে কি করে আমরা কিন্তু বুঝে উঠতে পারিনা ।একজন অসতর্ক মানুষ ,প্ররোচিত হয়েই গোনাহের কাজ করে ফেলে ।

শয়তান কিন্তু প্রথমেই বড় টোপ ফেলে । আর সেই টোপ গিলে ফেলা মানুষ গুলো সমস্ত ধর্মিয় নিয়মকানুন , বিধিবিধান গুলো কে অসার মনে করে । নিয়মের বাহিরের কাজ গুলো কে সুন্দর আর সাহসী মনে হয় তাদের কাছে আর বলে "এখানে পাপ টা কোথায় ?" ধুর কিসের সৃষ্টিকর্তা ? সব মানুষের মনের কল্পনা । অর্থহীন ব্যাকডেটেড নিয়ম গুলো মানুষের তৈরি ।

মানুষ সরাসরি জড়িয়ে যায় নাস্তিকতা , শিরক , কুফরিতে । এধরনের টোপ গেলা মানুষ আমরা দেখেছি ।





কিন্তু আমরা যারা কালেমায় বিশ্বাস করি আমরা কিভাবে জড়িয়ে যাই?

শয়তান আমাদের ছোট ছোট নিয়ম ভঙ্গের কুপরামর্শ দিয়ে যায় । সবসময় ছোট ছোট গোনাহ করতে প্ররোচিত করে । এ চিন্তা মানুষের মনে দিয়ে দেয় , ছোট ছোট গুনাহ করে নিলে তেমন কোন ক্ষতি নেই ।

যেমন ,

ধুর , এটা কি গীবত হল , আড়ালে হলেও আমি ত সত্যি কথাই বলছি ।

থাক কাল থেকে ঠিক মত নামাজ পড়ব , আজ ভাল লাগছেনা । এটা আসলে ঘুষ না , এটা আমার প্রাপ্য ।

এভাবে ছোট ছোট গুনাহ করতে করতে আমরা গোনাহের সাগরে ডুবে যাই ।



এই প্ররোচনা দেয়ার কাজ জ্বিন শয়তান আর মানুষ শয়তান ও করে । এ সুরায় উভয়ের অনিষ্ট থেকে পানাহ চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে । মানুষের নিজের নফসের শয়তান ও মানুষকে ভুল পথে চলে যাওয়ার জন্য প্ররোচিত করতে থাকে ।



আল কুরআনের আরো আয়াত আছে একই সাহায্য চেয়ে



সুরা আনআমে ১১২ আয়াতে আছে , " আর এভাবে আমি জ্বিন ও মানুষ শয়তানদের কে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি , তারা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা ধোঁকা ও প্রতারণার ছলে কথা বলতে থাকে ।"



সুরা হা মীম সাজ-দাহ ,৩৬ আয়াতে আছে , " আর যদি শয়তানের পক্ষ থেকে কোন উস্কানি অনুভব কর তাহলে আল্লাহর পানাহ চাও ।"



" বলো , হে আমার রব ! আমি শয়তানদের উস্কানি থেকে তোমার পানাহ চাচ্ছি । "( আল মুমিনূন ৯৭)



সাহায্য চাইলে আল্লাহ আমাদের কিভাবে সাহায্য করবেন ?



" যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে , কখন শয়তানের প্রভাবে কোন অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও তারা সংগে সংগে সজাগ হয়ে যায় এবং তারপর ( সঠিক পথ ) তাদের দৃষ্টি সম্মুখে পরিষ্কার হয়ে উঠতে থাকে " সুরা আরাফ ২০১













সবসময় যেন আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে পারি , আমিন ।





















ধন্যবাদ আর কৃতজ্ঞতা



আল কোরআন : ডিজিটাল ( ধর্ম মন্ত্রণালয় , গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ) আশা করি শানে নুযুল আর তাফসির যুক্ত করে সুন্দর এই সাইট টিকে আরো সমৃদ্ধ করা হবে ।



তাফহীমুল কুরআন মূলত বই থেকে সাহায্য নেয়া হয়েছে ।



সুরা নাস : বাংলা অনুবাদ , ব্লগার হিটলারের সাগরেদ



ছবি ঃ হলুদ বা টারমারিক ফুল Amigos Flower Adoration (পুষ্প কথন)

মন্তব্য ৮৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট ও সূত্রে প্লাস +++++++++++++

আপনার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল । :)

২| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:



শয়তান আমারে এই মুহুর্তে প্ররোচনা দিচ্ছে " আয় চল যাই সিগারেট খেয়ে আছি :P "


পোষ্টে +++

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১

না পারভীন বলেছেন: এইজন্যই তো পোস্ট দিলাম । :)

৩| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিনুর রহমান বলেছেন:



শয়তান আমারে এই মুহুর্তে প্ররোচনা দিচ্ছে " আয় চল যাই সিগারেট খেয়ে আসি " :P


:D :D :D

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

না পারভীন বলেছেন: মানুষ শয়তান , জ্বিন শয়তান নাকি নিজের নফস

কে প্ররোচনা দিচ্ছে ?

৪| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

খাটাস বলেছেন: খুব ভাল পোস্ট আপু । অনেক সুন্দর ব্যাখ্যা। প্লাস।
ভাল থাকবেন। :)

আপনার ব্লগিয় স্ট্যাটাস টা খুব মজার। :#> :) :)

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

না পারভীন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য । ভাল লাগল । আপনিও ভাল থাকুন ।

ব্লগীয় স্ট্যাটাস কোনটা ? বাম পাশের ঘরের টা তো ? :) :) :)

৫| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

বনসাই বলেছেন: সূরাটির বাংলা মর্মবাণী এরকম।

সূরা নাস
বলো, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণাদানকারীর কুমন্ত্রণা এবং জ্বীন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । সুন্দর । :) :)

৬| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:০০

বোকামন বলেছেন:
সুন্দর পোস্ট

জাযাকআল্লাহু খায়ের।
আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন।

আস সালামু আলাইকুম।।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮

না পারভীন বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমিন :) :)


ওয়ালাইকুম আসসালাম ।

৭| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল পোস্টে ৫ম প্লাস।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর :) :)

৮| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

মনিরা সুলতানা বলেছেন: বোকামন বলেছেন:
সুন্দর পোস্ট

জাযাকআল্লাহু খায়ের।
আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন।

আস সালামু আলাইকুম।।

সহমত :)

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

না পারভীন বলেছেন: ফাঁকিবাজি কমেণ্ট :) :) :)


লেখক বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমিন


ওয়ালাইকুম আসসালাম ।


৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার পোস্ট

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

না পারভীন বলেছেন: ধন্যবাদ বর্ষণ :)

১০| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।সুরা নাসআর ফালাক্ব তিনবার পড়ে ফু দিলে জ্বিনেরআছর থেকে মুক্তি লাভ করা যায়। পোস্টে ভাল লাগা +++

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩২

না পারভীন বলেছেন: ভাইয়া আপনার লিখা ধর্মীয় পোস্ট পড়ে আমার এত ভাল লেগেছিল , আপনার কাছ থেকে এমন পোস্ট পড়ার প্রত্যাশায় থাকি । :)

১১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: বোকামন বলেছেন:
সুন্দর পোস্ট

জাযাকআল্লাহু খায়ের।
আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন।

আস সালামু আলাইকুম।।

লেখক বলেছেন: ফাঁকিবাজি কমেণ্ট

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

না পারভীন বলেছেন: না , ইহা ফাঁকিবাজি কমেন্ট না । খেয়া সকল মন্তব্য মনদিয়ে পড়েছেন । পোস্ট আশাকরি মুখস্থই করে ফেলেছেন । আপনি মনযোগী পাঠক এ বিষয়ে আমার আর সন্দেহ নেই ।

১২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

মনিরা সুলতানা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: বোকামন বলেছেন:
সুন্দর পোস্ট

জাযাকআল্লাহু খায়ের।
আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন।

আস সালামু আলাইকুম।।

লেখক বলেছেন: ফাঁকিবাজি কমেণ্ট

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ , আপু । :)

১৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । মুমিন মুসলমানকে নিয়ত নানান প্ররোচনার সাথে যুঝতে হয় ।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ , প্রত্যাবর্তন , সুচিন্তিত মতামতের জন্য । :)

১৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:১১

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল একটি শিক্ষানবিশি পোষ্ট
ভাললাগা +

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:০৩

না পারভীন বলেছেন: ধন্যবাদ , পরিবেশ বন্ধু । :)

১৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৯

না পারভীন বলেছেন: বাহ , পোস্ট নির্বাচিত পাতায় দেখছি :) :)

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩০

না পারভীন বলেছেন: মডুদের ধন্যবাদ । :) :)

১৬| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৯

খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: বোকামন বলেছেন:
সুন্দর পোস্ট

জাযাকআল্লাহু খায়ের।
আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন।

আস সালামু আলাইকুম।।

লেখক বলেছেন: ফাঁকিবাজি কমেণ্ট

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪১

না পারভীন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।সুরা নাসআর ফালাক্ব তিনবার পড়ে ফু দিলে জ্বিনেরআছর থেকে মুক্তি লাভ করা যায়।

১৭| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:১০

আলমগীর মিয়া বলেছেন: +++++

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ , আলমগীর ভাই । :)

১৮| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

খেয়া ঘাট বলেছেন: আচ্ছা পরীর আছর থেকে মুক্তির জন্য কি ঐ দুটি দোয়া পড়লেই হবে??? প্রতি সেলিম আনোয়ার ভাই।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮

না পারভীন বলেছেন: সব আসর থেকে মুক্তি পাওয়ার দরকার কি ?
ভাল পরী আসর করলে মুক্তির দরকার নাই খেয়া ঘাট , আমরা আপ্নের জন্য ভাল পরী খুঁজতেছি :) :)

১৯| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬

খেয়া ঘাট বলেছেন: আসর থেকে নাহয় মুক্তি মিললো কিনতু মাগরিব, এশা, তারাবি, ভিতির থেকে..............

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

না পারভীন বলেছেন: কিছু কিছু শৃঙ্খলেই মুক্তির স্বাদ মেলে , উহাই প্রকৃত মুক্তি । ওই শৃঙ্খলের আছরে আছরায়িত হয়ে আসর , মাগরিব , এশা , তারাবি আর বিতর পড়ে ফেলার মধ্যেই শান্তি আর মুক্তি । :) :)

২০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

মেলবোর্ন বলেছেন: মাশাআল্লাহ , অনেক ভালো লেগেছে,
আল্লাহ আমাদের কে সরল পথে পরিচালিত করুন।,
আপনাকে আরো লিখার তৈফিক দিন, অন্তর হতে বোঝার ও পালন করার তৈফিক দিন।

পোস্ট প্রিয়তে।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

না পারভীন বলেছেন: ধন্যবাদ মেলবোর্ন , সবই বই থেকে নেয়া , শুধু আমি একটু সহজ করে গুছিয়ে লিখে দিয়েছি । :)

২১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২২

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর পোস্ট

আল্লাহ আমাদের সৎ পথে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন আমিন

ধন্যবাদ আপু

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

না পারভীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ , বোকামানুষ ।

আল্লাহ আমাদের সৎ পথে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন আমিন

২২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৭

দি সুফি বলেছেন: সবসময় যেন আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে পারি , আমিন ।
আমিন।

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক চমৎকার একটি পোষ্ট।
+++++++

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , দি সুফি । :)

২৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

আম্মানসুরা বলেছেন: শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া খুব কঠিন । তাই আমাদের সবসময় আল্লাহর নিকট প্রার্থনা বলবৎ রাখা উচিত।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

না পারভীন বলেছেন: ধন্যবাদ , আপু :)

২৪| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

আমি ইহতিব বলেছেন: আমার মাঝে মাঝে নামাজ পড়তে গেলে মনে হয় যে আমরা নামাজে যেসব সূরা ও দোয়া পড়ছি তা অনেকেই অর্থ না জেনে শুধুমাত্র আউড়ে যাচ্ছি। অর্থগুলো জানা থাকলে মনে হয় আরো ভক্তি ও শ্রদ্ধার সাথে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করা যেতো। অনেক ধন্যবাদ আপু আপনি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা অনুবাদ সহ শেয়ার করেছেন বলে। আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুক এই দোয়া করি।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫

না পারভীন বলেছেন: আসলেই তাই , বিথি । ধন্যবাদ । :)

২৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপু আমি দিনে দিনে আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি । সত্যি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেন আপনি । পোস্টে নিঃসন্দেহে ভাল লাগা। কীপ ইট আপ ।

শুভ কামনা সবসময় । অনুসরন করলাম ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

না পারভীন বলেছেন: বই এ ছিল , গুছিয়ে সহজ করে দিয়েছি , আর কিছু না ।
ধন্যবাদ বিথি , আমার ব্লগে স্বাগতম ।

২৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি ইহতিবের নাম বিথি ?

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

না পারভীন বলেছেন: উম ।

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

মেলবোর্ন বলেছেন: আপু আপনার হয়তো এটা ভালো লাগতে পারে এক বছর আগে লিখেছিলাম।

লাইলাতুল কদর মহিমান্বিত শ্রেষ্ঠ রাত, ঐশ্বর্যময় রাত, কোরআনের রাত কেন? জানেন কি? Click This Link

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

না পারভীন বলেছেন: হুম , ঠিক ই ধরেছেন , আমার খুব ভাল লেগেছে , নেট স্লো , ঠিক হলে প্রিয়তে নিয়ে আসব । সময়োপযোগী গিফট পেয়েছি মনে হচ্ছে । অনেক ধন্যবাদ মেলবোর্ন । :)

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:০২

রোজেল০০৭ বলেছেন: আপনার এই বিষয়ের লিখাগুলো অসম্ভব ভালো লাগে।

আরো জানার অপেক্ষায়।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

না পারভীন বলেছেন: সিমীত জ্ঞানের মানুষ তো , তাই বেশি লেখার সাহস পাইনা । তবু ও আপনার উতসাহ কাজে লাগানোর চেষ্টা করব । :)

২৯| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। শয়তানের কুমন্ত্রনা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

না পারভীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া । :)

৩০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। শয়তানের কুমন্ত্রনা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪

না পারভীন বলেছেন: শয়তানের কুমন্ত্রনা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন ।

৩১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

গরম কফি বলেছেন: দারুন ধন্যবাদ ।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬

না পারভীন বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ , পোস্ট পড়ার জন্য । :)

৩২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

তারছেড়া লিমন বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: বোকামন বলেছেন:
সুন্দর পোস্ট

জাযাকআল্লাহু খায়ের।
আল্লাহ আমাদের সহায় হোন। শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে রক্ষা করুন।

আস সালামু আলাইকুম।।

লেখক বলেছেন: ফাঁকিবাজি কমেণ্ট

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

না পারভীন বলেছেন: :|

৩৩| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২১

সায়েদা সোহেলী বলেছেন: " ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় সাগর অতল ।" এমনটাই মনে হয় শেখানো হয় আমাদের কিন্তু ঠিক এই কথাটাই কেন যেন আজ আমাদের শিক্ষিত সমাজে ধর্মের বা পাপের ক্ষেত্রে এসে উল্টো যায়, , , , ,, , , , :(


।অনেক অনেক ধন্যবাদ এই পোস্ট গুলো নিয়মিত দেওয়ার জন্য । নামাজ বুঝে না পড়লে এর কার্যকর ফল পাওয়া কখনোই সম্ভব নয় । আল্লাহ্ আমাদের সকল প্রকার অনর্থ থেকে নিজেদেরকে বাচিয়ে রাখার তউফিক দিন

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ আপু , আপনাকে আবার আমার ব্লগে পেয়ে খুব ভাল লাগছে । :)

৩৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব ভাল লাগল আপু, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন, আমিন।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ জহিরুল ভাই । :)

৩৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুনেছি যাদু টোনা তাবিজ কবজ দূর করতেও এই সূরা খুব কার্য্যকরী।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী আপু । সুরা নাস আর সুরা ফালাকের অবতীর্ণের কারণ পড়লেই যাদু টোনার বিষয়টি পরিষ্কার হয়ে যায় । যাদু টোনার সাথে এ সুরা নাযিল সম্পর্কিত :)

৩৬| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪

গ্যাম্বলার বলেছেন: সবসময় যেন আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে পারি , আমিন।

ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ ,গ্যাম্বলার ভাইয়া । :)


সবসময় যেন আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে পারি , আমিন।

৩৭| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:



না পারভীন বলেছেন: বাহ , পোস্ট নির্বাচিত পাতায় দেখছি :) :)


তা শুনিতো আপনার কোন পোষ্ট নির্বাচিত হয়নি !

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

না পারভীন বলেছেন: যা নির্বাচিত হয়নি , তার কথা মনে করে কি লাভ ভাইডি ??



ঈদ মোবারক । :) :) :)

৩৮| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

ভিয়েনাস বলেছেন: সবসময় যেন আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে পারি , আমিন ।
পোস্ট পড়ে ভালো লাগলো।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস ভাইয়া । ঈদ মোবারক :)

৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন। সুম্মা আমিন।

++

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৩

না পারভীন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ বিদ্রোহী ভাই । :)

৪০| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৪

ফায়ারম্যান বলেছেন: জানতে চাই ,কোরআন হাদিস অনুযায়ী নারীরা পর্দার সময় মুখমণ্ডল খোলা রাখবে না ঢাকা রাখবে ?

মুহাম্মদ (সা.) বলেছেনঃ হে আসমা! কোন মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তার এ অঙ্গ এবং এ অঙ্গ ছাড়া আর কিছুই পরিদর্শন বৈধ নয়। এ কথা বলে তিনি নিজের মুখমন্ডল আর হাতের কব্জির দিকে ইঙ্গিত করেন।’ (দ্র. সুনানে আবি দাউদ, ৪/৬২)।


এই হাদিসে তো দেখা যাচ্ছে মুখমন্ডল খোলা রাখারও একটা সুযোগ রাখা হয়েছে ।

কিছু বুঝে উঠতেছি না ভাই ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

না পারভীন বলেছেন: ভাইয়া , আমি আপনার পোস্ট দেখেছিলাম । কুরআনে আয়ডেন্টিফিকেশন নষ্ট না করার জন্য বলা আছে । এমন পর্দা না করতে যাতে পরিচ্য় বুঝা না যায় । বড় ওড়নার কথা বলা আছে যাতে মাথা ধেকে বুক ঢাকবে ।
তার অর্থ হল , নেকাব দিয়ে মুখ ঢাকার কথা বলা নাই । আবার শার্ট পরে মাথায় ছোর্ট হিজাব পরে যা ফ্যাশন সচেতন ভাবে যে পর্দা করে তা বলা নাই । আমার আয়াত টি খুঁজতে সময় লাগবে তাই সময় পেলে আমি অই মন্তব্য করব ভেবেছিলাম ।

অন্যদিকে আমাদের সমাজে মুখ খোলা রেখে চললে বদপুলাপানের সহিংসতার স্বীকার হচ্ছে মেয়েরা , সেক্ষেত্রে নেকাব কিন্তু রক্ষা করতে পারে মেয়েদের । তাই আমি নেকাব পরে মেয়েরা বাইরে গেলে খারাপ মনে হয়না

আমি নিজে বোরখা বেশির ভাগ সময় পরিনা , আমার হিট স্ট্রোক হয়ে যাওয়ার মত গরম লাগে । ( ইসলাম তো বাড়াবাড়ি করতে মানা করেছে ) হিজাব পরি , নেকাব পরিনা , হাত ঢেকে রাখিনা । হাত আমি ঢাক্তে পারব না কারণ আমাকে অপারেশন করা লাগে ।


ধন্যবাদ ভাইয়া । আমার ক্ষুদ্র জ্ঞান আপনার কাজে লাগলে খুশী হব ।

৪১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

মুদ্‌দাকির বলেছেন: ভালো ++

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মুদ্‌দাকির ভাইয়া
অনেক শুভ কামনা রইল । :)

৪২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪০

মুদ্‌দাকির বলেছেন: আপনার ব্লগের শিরনামে

"হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।"

এই আয়াতটি ব্যাবহার করেছেন, এটি সূরা ইউনুসের ৫৭নং আয়াত ৫৮ নয় !!! দয়া করে ব্যাপারটা ঠিক করে দিন !!!

৫৮ নং আয়াতটি হল "বল, আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিৎ। এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ।"

০৫ ই মে, ২০১৪ দুপুর ২:২৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ মুদদাকির! আপনি ঠিক বলেছেন। আমি মিলিয়ে দেখেছি। অনিচ্ছাকৃত ভুল ছিল। আশাকরি আল্লাহ মাফ করবেন।

৪৩| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩

রাতুল_শাহ বলেছেন: আমরা সুরা পাঠ করি, কিন্তু অর্থ জানিনা। অর্থ জানলে সেটার অর্থও বুঝার চেষ্টা করি না।

০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৬

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল ভাইয়া।

৪৪| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৭

লিরিকস বলেছেন: কাজের পোস্ট।

৪৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লাগল ।পোষ্টে + + + + + । শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.