নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

আলাদা ধরনের প্রিয় পোস্ট গুলো ; সেই সাথে সবাইকে ঈদ মোবারক ( ঈদ পোস্ট ) !:#P !:#P

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০২

ঈদের ছুটি প্রায় দোর গোড়ায় । কিন্তু কোন কোন প্রফেশনের লোকজনের ছুটি নেই । তারা কাজ করবেন হাসপাতালে । লাইট ক্যামেরা , মাইক্রোফোন নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে যাবেন । তারা টিভি সাংবাদিক । তাদের কষ্টের কথা স্মরণ করে পোস্ট শুরু করছি । ;)





কয়েকটি অন্যরকম পোস্টের সংকলন নিয়ে এই পোস্ট ।

প্রতিটি পোস্ট ই বহুল পঠিত । আমার মনে হয় , সবার ই কমন পড়ে যাবে । এগুলোতে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় গুলো একটু ভিন্ন ভাবে একটু চমকপ্রদ ভাবে চলে এসেছে ।





(১)

সংকলনের প্রথম পোস্ট দেয়ার আগে এক রোগীর গল্প বলি ।



একদিন সে চোখের পানি সামলানোর বৃথা চেষ্টা করতে করতে বললো " আমাকে একটু বিষ দেন খেয়ে মরে থাকি ।"



এই রোগী র বাচ্চা হচ্ছেনা । সম্প্রতি তার হাইপোথাইরয়েড ধরা পড়েছে । গলার কাছের থাইরয়েড গ্ল্যান্ড থেকে যতটা দরকার ততটা হরমোন আসছেনা । তার চিকিৎসা শুরু হয়েছে । এখন ধৈর্যের পরীক্ষা । কিন্তু তার কি ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে ?





যেটা জানলাম তার হাইপোথাইরয়েড এর সমস্যার কথা তার স্বামীর বাড়ির লোকজন জানার পর সংসারে বিরাট অশান্তি শুরু হয়ে গেছে । তারা প্রায় নিশ্চিত এর আর বাচ্চা হবেনা । কয়েক জন ডাক্তারের সাথেও নাকি তারা এ ব্যাপারে কথা বলে নিশ্চিত হয়েছে । এখন স্বামীর উপর পুরো চাপ চলছে , এই বউ ত্যাগ করে আবার বিয়ে করার ।

স্বামী বেচারা মায়ের বাড়ির দিকে যাওয়া ছেড়ে দিয়েছে । কিন্তু এভাবে আর কত দিন ?



কতদিন ? আমিও দীর্ঘশ্বাস ফেললাম ।



একবছর পর ঝিঙের বিচির মত কালো এক শিশু নিয়ে এই দম্পতি ঢুকল । এরা নিজেরাও ঝিঙের বিচির মত । সুতরাং এই বাচ্চা যে ওদের , আপনি দেখেই বুঝে ফেলবেন , কোনই সন্দেহ করবেন না । আমিও করিনি কারণ এই সময় টা আমি ওদের পাশে ছিলাম । B-)



ভাগ্যিস স্ত্রীর স্বাস্থ্য সমস্যার কারণ সব অশান্তি মাথা পেতে নিয়েও স্বামী তাকে ছেড়ে যায়নি ।



যাই হোক অন্য রকম এক গল্প পরিবেশন করেছেন খেয়া ঘাট



"ছোটগল্প- পীনোন্নত বক্ষ"

এই গল্প টির প্রেজেন্টেশন দেখে চমকে গেলাম । সুন্দর । পড়লে আপনার ও ভাল লাগবে ।





ছোটগল্প- পীনোন্নত বক্ষ









(২)





এর পরের গল্প এ্যনার আর টম দম্পতির

এ্যনার বয়স ৩৪ টমের ৪০, তাদের প্রেমের বয়স প্রায় ২০ বছর, আর তাদের বিয়ে হয়েছে প্রায় ১০ বছর। তাদের সুখি সংসার, এ্যনা বহু জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে, শীর্ষ থাকবার স্বপ্ন পূরণ না হলেও জীবনে অন্যকোন কিছুর অভাব নাই বললেই চলে। অসাধারণ সুন্দরী এ্যনার আর টম দম্পতির জীবনে বর্তমানে একটাই সমস্যা, আর তা হল, তারা দীর্ঘ ৬ বছর ধরে সন্তান নেয়ার চেষ্টা করবার পরেও তাদের কোন সন্তান হচ্ছে না!!!

আশায় থাকতে থাকতে এক পর্যায় তারা ইনফারটিলিটি বিশেষজ্ঞ ডাঃ হারভির শরণাপন্ন হলেন। ডাঃ হারভির সাথে প্রথম সাক্ষাতেই, যখন উনি কেইস হিস্ট্রি নিচ্ছিলেন, এ্যনা অদ্ভুত এক তথ্য দিল। এ্যনার কোন দিন ঋতুস্রাব হয়নি!!! এমন কি এটা কি জিনিস এ্যনা জানেই না??!!

বিজ্ঞানের ভাষায় একে বলে প্রাইমারি এমেনোরিয়া। কিন্তু এই ধরনের বেশির ভাগ ক্ষেত্রেই মায়েরা তাদের মেয়েদেরকে ১৫ কিংবা ১৬-১৭ বছর হতে না হতেই ডাক্তারের কাছে নিয়ে আসেন। ২৮ বছরের একজন মেয়ে মানুষের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়া নিতান্তই অদ্ভুত। কিন্তু ঘটনা সত্যি!!!!







বাকিটা জানতে পড়ে ফেলুন B-)

ব্লগার মুদ্ দাকির এর





ভালোবাসার জৈবিক বিজ্ঞানঃ টেষ্টোস্টেরন











(৩)

ব্লগার মনিরা সুলতানা লিখেছেন ,মা হবার গল্প । বহুল পঠিত এই পোস্ট টা পেশাগত জীবনে আমার সাবজেক্টের সাথে যাওয়ায় এটি আমার পছন্দের একটি পোস্ট । B-)







দেহঘড়ির মিস্তিরি বলেছেন: আপানর পোষ্ট দেখে মনে পড়ে গেল , হিউম্যান বডি সর্বোচ্চ যতটুকু পেইন সহ্য করতে পারে , মাতৃত্ব কালীন পেইন তার চেয়ে ৫-৬ গুন ।

আমরা ফ্রেন্ড গুলো মজা করে বলি , পৃথিবীতে তিন জাতি বাস করে নারী-পুরুষ আর মা জাতি ।

কোথাও পড়েছিলাম স্বর্গের এঞ্জেলরা নাকি পৃথিবীতে আশার অনুমতি পায় না , তাই মা জাতির সৃষ্টি।

কথাটার সাথে একশভাগ সহমত ।



ভাল থাকবেন , নিরন্তর শুভ কামনা আপনার প্রতি এবং বাবুদের প্রতি








ইচ্ছে হয়ে লুকিয়ে ছিলি মনের মাঝে রে ( আমার মা হবার গল্প ) -২



(৪)

আমার লেখা একটি ব্লগ যুক্ত করতে পারি ? :!>

ব্লগটি আসলে কেমন এই বিষয়ে আমার ধারণা নেই । সবাই বলল ভাল , তাই আমারো মনে হল , হয়ত ভাল । সবাই কে অনেক ধন্যবাদ ক্রমাগত উতসাহ দিয়ে যাবার জন্য । তা না হলে লিখা হয়ে উঠত না ।









এই ব্লগ নিয়ে ফারজানা শিরিন বলেছিলেন , পড়তে পড়তে আনন্দে কেঁদে দিলাম । আপু অনেক সুন্দর । অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেকঅনেক অনেক অনেক সুন্দর । : )



কাজল রেখা ও তার সন্তান আর একলাম্পসিয়া





(৫)

এবার আর গল্প নয় , এটা এক আবিষ্কারের কাহিনী । :-B এনেসথেসিয়া আবিষ্কারের কাহিনী । চিকিৎসা পদ্ধতির জন্য একটি মাইলফলক। এনেসথেসিয়ার আবিষ্কার না হলে আমাদের চিকিৎসাব্যবস্থা হত নির্মম এবং কষ্টকর। রোগীরা সার্জিক্যাল অপারেশনে ছুরির নিচে নির্ভয়ে শুতে পারছে এই anesthesia ‘র কল্যাণে।







এনেসথেসিয়া নিয়ে এমন প্রাণবন্ত লেখা ব্লগার দক্ষিনা বাতাসের । লেখা এমন হলে তবেই না পড়তে ইচ্ছে করে ।



এরিস বলেছেন: আপনার লেখা পড়ে কিছু মন্তব্য করার নাই। শুধু এইটুকু বলবো, শেখার জন্যে খুব প্রাণবন্ত একটা স্কুল খুঁজে পেয়েছি এখানে। ক্লাস ফাকি দিবো না, আই প্রমিস।



বিজ্ঞানের খাতা-১০: এনেসথেসিয়া আবিষ্কার। চিকিৎসা জগতের মাইলফলক।



(৬)



অবশেষে আমার সবচেয়ে প্রিয় পোস্ট । !:#P

ব্লগার মেলবোর্ন কে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই পোস্ট সিরিজ আমাদের উপহার দেয়ার জন্য । তাঁর জন্য অনেক শুভকামনা । এই সংকলনে নিঃসন্দেহে এই পোস্ট সেরা । ইসলাম নিয়ে যাদের আগ্রহ আছে তাদের সবার ভাল লাগবে সুন্দর এই পোস্ট ।







# কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ১০ -- যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।









মূল পোস্ট শেষ ।





ইতিহাস বলে জাতি হিসেবে আমরা ভাল রকমের অকৃতজ্ঞ । আর এই অকৃতজ্ঞতা নামের নেগেটিভ দিকটিকে উস্কে দেয়ার জন্য হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে বেড়াবেন কয়েকজন হলুদ সাংবাদিক ।



তারা কিছুতেই ডাক্তার খুঁজে পাবেন না । :-P তাদের বন্ধ চোখের আড়ালে থেকে যাওয়া ডাক্তার , নার্স , আর হাসপাতালের অন্যান্য কর্মচারী , কর্মকর্তা দের কিন্তু ঈদের কথা ভুলে যেতে হয় ।

এই মানুষগুলোর পিছনে এক একটি পরিবার আছে । যেখানে কোন সন্তান হয়ত বসে থাকে , কখন তার মা আসবে । অথবা কোন স্ত্রী বসে থাকেন স্বামীর অপেক্ষায় ।

অপেক্ষায় থাকেন কোন হাসবেন্ড তার স্ত্রীর জন্য , কোন মা তার সন্তানের জন্য । তাঁদের এই ত্যাগ কে খাটো করে দেখতে পারিনা । বরং সালাম জানাই ।





সবার সুস্বাস্থ্য আর আনন্দিত মনের জন্য প্রার্থনা করছি । সেই সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক । !:#P !:#P !:#P !:#P !:#P











ছবি ঃ গুগল

মন্তব্য ১৪২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট
ঈদ মোবারক

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২

না পারভীন বলেছেন: কংগ্রাচুলেশন্স , পরিবেশ বন্ধু , আপনি ফার্স্ট হয়েছেন ।


আপনাকে অনেক ধন্যবাদ । আগাম ঈদ মোবারক । :)

২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১২

হায়দার সুমন বলেছেন: ঈদ মোবারক

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই , পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক । :)

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

কয়েস সামী বলেছেন: খেয়াঘাটের এই গল্পটা পড়ব পড়ব করে পড়া হয়নি্ এবং একসময় পড়ার যে একটা ইচ্ছে ছিল সেটাই ভুলে গিয়েছিলাম। আপনার পোস্টে এসে গল।পটার কথা মনে পড়ল। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০

না পারভীন বলেছেন: =p~ যাক , পোস্ট স্বার্থক । খেয়া ঘাটের গল্পটির উপস্থাপন একেবারে আলাদা লাগল আমার ক্ষুদ্র জ্ঞানে ।


পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা । ঈদ মোবারক ।
ধন্যবাদ সামী ভাই । :)


৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: :)

ঈদ মুবারক।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

না পারভীন বলেছেন: :) :) :)


পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা । ঈদ মোবারক ।
অনেক ধন্যবাদ প্রতিবাদীকন্ঠ০০৭ :)



৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয়তে নিলাম। শুভেচ্ছা।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

না পারভীন বলেছেন: থ্যঙ্কস প্রোফেসর ।
ঈদ মোবারক :) :) :)

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪০

ভারসাম্য বলেছেন: সংকলনের প্রায় সবগুলো লেখাই যদিও পড়া হয়েছে আগে তবে আপনি এত সুন্দর করে সাজালেন সেগুলোকে গল্পের মত করে!

++++++++++++++++++++

ঈদ মুবারাক।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

না পারভীন বলেছেন: পোস্টের সেরা মন্তব্যের জন্য শুভেচ্ছা অভি । :)
কষ্টই স্বার্থক ।


বিশেষ ধন্যবাদ । ঈদ মুবারক । :)

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ব্লগার মুনিরা সুলতানার মা হবার গল্পটা পড়েছিলাম, খুবই সুন্দর ছিলো। প্রিয়তে নিয়ে যাচ্ছি আপনার পোস্টটি, ++++ :) :)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

না পারভীন বলেছেন: আমার মনিরা বন্ধুটি ভাল লেখে । মানুষ হিসেবেও খুব চমতকার । প্রথম পর্বটি কবে যে লিখবে ??

প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ মণীষা । ঈদ মুবারক । :)

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!!!!!!!!!!!!!!

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

না পারভীন বলেছেন:
অনেক ধন্যবাদ বর্ষণ । পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা । ঈদ মোবারক । :)

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

জালিস মাহমুদ বলেছেন: :) :) :) :)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

না পারভীন বলেছেন: আমার ব্লগে স্বাগতম জালিস মাহমুদ । :)
আগাম ঈদের শুভেচ্ছা । ঈদ মুবারক :)

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১১

মাহবু১৫৪ বলেছেন: ++++++

ঈদ মুবারাক

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

না পারভীন বলেছেন: ঈদ মুবারাক মাহবুব :) :)

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: বিমোহিত চমৎকার পরিবেশনা. ঈদ মোবারক নাপা মনি :)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

না পারভীন বলেছেন: থ্যঙ্কু মসু মনি । অনেক ধন্যবাদ কষ্ট করে বাংলায় মন্তব্য করার জন্য । আমার নেট ও খুব স্লো এখন ।
ভাল থেকো । :) ঈদ মোবারক ।

১২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: কয়েকটা পোস্ট পড়া হয় নি, এই ঈদে পড়ে নিব ।


খুব চমৎকার একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ আপু ।


ঈদ আনন্দময় হোক । শুভকামনা ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

না পারভীন বলেছেন: হাহাহা , সব গুলো কমন না পড়ার জন্য ধইন্যা ।
ঈদ মোবারক মামুন । :) :)

১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা কাজ করেছেন আপা। বেশ কয়েকটা পোষ্ট চোখ এড়িয়ে গিয়েছিল। ঈদে বন্ধে পড়ার জন্য তুলে রাখলাম। ব্যতিক্রমধর্মী এই সংকলনের জন্য অনেক ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

না পারভীন বলেছেন: চোখ এড়িয়ে যাবার জন্য চোখ কে ধইন্যা ।
অনেক শুভকামনা । ঈদ মোবারক :) :)

১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সোজা প্রিয়তে! ঈদ মোবারক!

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

না পারভীন বলেছেন: সোজা ও ইনিয়ে বিনিয়ে সব ভাবে ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য । ঈদ মোবারক অভি । :)

১৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

আম্মানসুরা বলেছেন: কয়েকটা সুন্দর পোষ্ট যা আগে চোখ এড়িয়ে গিয়েছিল, শেয়ার করার কারণে পড়া হল। আপনাকে ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

না পারভীন বলেছেন: আম্মানসুরা আপু , চোখ এড়িয়ে যাবার জন্য অনেক ধইন্যা । কমন পড়ে নি , এতে খুব ভাল লাগছে আমার । হাহাহা ।


আগাম ঈদ মোবারক ।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ধন্যবাদ দিলাম । নতুন বলে কোনওটাই কমন পড়েনি , আমার বেশ কাজে দিবে ! :)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

না পারভীন বলেছেন: আহ , সবচেয়ে শান্তি পেলাম ।
আচ্ছা তার আগে সামুতে স্বাগতম ।
আমার ব্লগেও স্বাগত জানাই আদনান । :)
আগাম ঈদ মুবারক :)

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

আপনার পোস্টে আসতে আমাকে ৩/৪ বার লগইন হতে হলো :(

ঈদ সংকলনটা ভালো লাগলো।

লিংকগুলো দেখতে হবে সবগুলো পড়েছি কি না।
শুভেচ্ছা রইল পারভীন।।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৭

না পারভীন বলেছেন: ঈদ সংকলন ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ পনি আপু । :)
আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা ।
ঈদ মোবারক । :) :)

১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা সংকলন পোস্ট - সময় করে পড়ে নিমু !

ঈদ মুবারক

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৯

না পারভীন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মাসুম ভাই । ঈদ মুবারক :)

১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩

খেয়া ঘাট বলেছেন: পুরো লিখাটাই যেন হয়েছে চমৎকার সুন্দর একটা গল্প। উপস্থাপনাটা খুবই ভালো লাগলো। বলতে পারি দারুন একটা ঈদ উপহার। আমার নতুন জামা না কিনার শখ টা যেন পূর্ণ হলো। ঈদমোবারক। নিরন্তর শুভকামনা।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩২

না পারভীন বলেছেন: অর্ধগুচ্ছ+ অর্ধগুচ্ছ , সেই সাথে একডালা প্লাস কই ?

২০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার প্রিয় পোস্ট আমার শোকেসে উঠিয়ে রাখলাম প্রিয় নাপা আপা। :)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

না পারভীন বলেছেন: আচ্ছা , শোকেস দেখতে যাব তাহলে । :)
ঈদের শুভেচ্ছা নেন । :) :)

২১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো লেগেছে :) +

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিন্স । ঈদের শুভেচ্ছা রইল । ঈদ মোবারক । :)

২২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১

নূর আদনান বলেছেন: এই মানুষগুলোর পিছনে এক একটি পরিবার আছে । যেখানে কোন সন্তান হয়ত বসে থাকে , কখন তার মা আসবে । অথবা কোন স্ত্রী বসে থাকেন স্বামীর অপেক্ষায় ।
অপেক্ষায় থাকেন কোন হাসবেন্ড তার স্ত্রীর জন্য , কোন মা তার সন্তানের জন্য । তাঁদের এই ত্যাগ কে খাটো করে দেখতে পারিনা । বরং সালাম জানাই ।


সত্যই এইটা আমাকে খুব ভাবায় যে ঈদের মধ্যেও তাদের কাজ করতে হয়!!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২১

না পারভীন বলেছেন: এই পোস্টের শ্রেষ্ঠ মন্তব্যের খোঁজে একেবারে সামনের দিকে এগিয়ে রাখা হল ভাই নূর আদনান আপনাকে ।
অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা ।
ঈদ মোবারক । :) :) :) :) :)

২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০০

অনাহূত বলেছেন: ঈদ মোবারক! ঈদ মোবারক!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ অনাহূত । অনেক শুভ কামনা আর ঈদ মোবারক । :) :)

২৪| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৬

ভিয়েনাস বলেছেন: হাইপোথাইরোয়েড বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। জানালে উপকৃত হবো।

ভিন্ন ধরনের পোস্টে অনেক ভালো লাগা.....

ঈদ মুবারাক

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

না পারভীন বলেছেন: আচ্ছা , আবার অন্য সময় লিখবো । হাইপোথাইরয়েড এর সামান্য অংশ নিয়ে আরেকটা পোস্ট আছে । এই রোগে আক্রান্ত মানুষগুলো একটু অন্যরকম । একটু ঘুম কাতুরে হয় , সবাই যখন গরমে অস্থির তখন তাদের একটু শীতশীত লাগে । যত ঝামেলার কথাবার্তা এদের মন থেকে আপনাই মুছে যায় ।
কিন্তু থাইরয়েড হরমোন শরীরের সব কাজে দরকার । ঠিক মত ওষধ না খেলে অনেক সমস্যা হয় ।
ধন্যবাদ ভিয়েনাস । ঈদ মোবারক ।

২৫| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লাগলো ঈদ সংকলন। শ্রম দিয়েছেন বুঝা যায়।

ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক :)

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া । হুম , শ্রম দেয়া ছাড়া আমি দেখি কিছু পারিনা । ব্লগার দের ৫ টি পোস্ট সংকলনে দিব , তাতেও আমাকে ৪ দিন ধরে বিস্তর শ্রম দিতে হল ।

আপনাকেও ঈদের শুভেচ্ছা , ঈদ মুবারক । :)

২৬| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করসেন :)
ঈদের অনেক শুভেচ্ছা নার্গিসান্টি।

আচ্ছা আমি না অনেক শুকনা, মোটা/হেলদী হওয়ার জন্য কি কি করা যায় একটু সাজেস্ট করেন তো :| |

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

না পারভীন বলেছেন: বয়স , আর বি , এম , আই কত ? নেট এ বি,এম , আই লিখে সার্চ দিলে কিভাবে বের করে বলে দিবে ।
আন্টি ডাক মধুর হয়ে কানে বাজল । :)
মুন , অনেক অনেক শুভ কামনা , ঈদ মুবারক :) :)

২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাললাগার কথা জেনে ভাল লাগলো। ভাল লাগার পোস্টগুলো পড়া যাবে এখন।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

না পারভীন বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাইয়া ।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা , ঈদ মুবারক । আপনার শব ই কদরের পোস্ট ভাল লেগেছে । আবার পড়ে আসব । দৌড়ের উপ্রে ছিলাম , তাই ভাল লাগা জানানো হয়নি ।
আগাম ঈদ মোবারক :)

২৮| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: কীসের যেন গন্ধ পাচ্ছি ।
তারপরও
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

না পারভীন বলেছেন: এখন ইফতারির টাইম , বাতাসে রকমারি ইফতারির গন্ধ ভেসে বেড়ায় এই সময় । আজো তাই ।



একগুচ্ছ প্লাসের জন্য দুই গুচ্ছ শুভেচ্ছা :) :)

২৯| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

যাই যেয়ে শোকেস একটু মুছে টুছে ধুলাবালি গুলো পরিষ্কার করি গিয়ে। :D

আপনার আসার অপেক্ষায় রইলাম। !:#P

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

না পারভীন বলেছেন: :) :) :)

৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

প‌্যাপিলন বলেছেন: দু' একটি লেখা আগেই পড়েছি, তাই যেগুলো পড়া হয়নি সেগুলো যে অসাধারণ হবে তা নিশ্চিত। আর সাংবাদিকদের নিয়ে বলায় একটু প্রতিতোত্তর দিতেই হল

- ক্যারিয়ার শুরু করেছিলাম একটা পত্রিকাতে। ফিচার লিখতাম। আমার পাশের টেবিলে একজন মোটামুটি সিনিয়র রিপোর্টার বসতেন। ঈদের ২/৩ দিন আগে তার এসাইন্টমেন্ট ছিল গার্মেন্টস কর্মীদের বোনাস বেতন নিয়ে। যথাসময়ে তিনি কম্পিউটারে রিপোর্ট লিখতে বসলেন ........ এবারও হাজারো গার্মেন্টস কর্মীদের ঈদ কাটবে বেতন বোনাস ছাড়াই ...ইত্যাদি ইত্যাদি। জানা গেল সেকেন্ড লিড নিউজ হবে এটি। কিন্তু ট্রাজেডি হল আমাদের ঐ পত্রিকায় কর্মীদের বোনাস দেয়ার কোন ইতিহাস নেই, ঈদের আগে কোন বছর বেতন (অবশ্যই মুল বেতনের অর্ধেক) দেয়া হলে পরের ২/৩ বছর বেতনও দেয়া হতোনা। ঈদের আগে বেতন দেয়া হলে কর্মীরা সব খরচ করে ফেলবে আর ফলে তাদের বাকী মাস চলতে কষ্ট হবে - এটা ছিল কর্তৃপক্ষের বক্তব্য।

বাংলাদেশে এখন কোন মিডিয়ার মালিকই সংবাদজগত থেকে উঠে আসেনি। মিডিয়া তাদের ব্যবসাকে নির্বিঘ্ন রাখার একটি কৌশল। আর সাংবাদিকরা তাদের ভৃত্য। কোনটা হলুদ আর কোনটা লাল সাংবাদিকতা তা বিবেচনা করার কোন সুযোগ আর সাংবাদিকদের হাতে নেই। কাজেই ঈদের ছুটিতে হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতিতে রোগীদের ভোগান্তি - এই জাতীয় প্রতিবেদনের দায়িত্ব ঈদের এক সপ্তাহ আগেই তাদের দিয়ে দেয়া হয়। কোন সাংবাদিক যদি সত্যিকারের পরিস্থিতিও রিপোর্ট করে তবে তার রিপোর্ট ফেলে দেয়া হবে, যে করেই হোক নেতিবাচক রিপোর্ট দিতেই হবে।

অপ্রসাঙ্গিক কথা বলায় ক্ষমাপ্রার্থী

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২

না পারভীন বলেছেন: অপ্রসাঙ্গিক কথা নয় , এটাই তো এই সময়ের সবচেয়ে প্রাসংগিক কথা ।
যত ঈদে ঢাকা মেডিকেলে ডিঊটি ছিল , কম ডাক্তার , অনেক পরিশ্রমের পর বাসায় এসে বিনোদনের জন্য টিভি খুলেই দেখি , ঢাকা মেডিকেলে আমরা কেউ নাকি ছিলাম না । =p~ আমাদের সব কষ্ট হাওয়ায় মিলিয়ে দিয়ে দিল তারা ।
প‌্যাপিলন অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । এক রাশ শুভ কামনা , ঈদ মোবারক :)

৩১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

আমি ইহতিব বলেছেন: মনে মনে আপনার পোস্টের অপেক্ষায় ছিলাম আপু। অপেক্ষা শেষ হল দেখে ভালো লাগছে। আপনার প্রিয় পোস্টগুলো পড়া হয়নি আগে, অবশ্যই পড়ে দেখবো। ঈদের অগ্রিম শুভেচ্ছা।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ বিথি ,
আপনার পরিবারের সবার জন্যো ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক :)

৩২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০

সমুদ্র কন্যা বলেছেন: ঈদের জন্য এরচেয়ে ভাল পোস্ট আর হয় না। আপনার দেয়া লিঙ্কগুলো পড়ছি।

ঈদের শুভেচ্ছা রইল নার্গিস আপা।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

না পারভীন বলেছেন: প্রাণ খোলা প্রশংসা :)
সব পড়ে ফেলার জন্য ধন্যবাদ সমুদ্র কন্যা ।
এক রাশ ঈদ শুভেচ্ছা , ঈদ মোবারক :)

৩৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

মুদ্‌দাকির বলেছেন: কি দারুন আপনার সংকলনে আমি :!> :!> :!> :!> :!> :!>

আপনাকে আন্তরিক ধন্যবাদ

ঈদ মুবারাক :) :) :)

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

না পারভীন বলেছেন: সুন্দর পোস্ট নিজ গুনে চলে এসেছে । :) :) মুদ্‌দাকির :)

এক রাশ ঈদ শুভেচ্ছা । ঈদ মোবারক ।

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯

সায়েম মুন বলেছেন: নাইস একটা পোস্ট। ঝিঙের বিচির কথা শুনে মজা লাগলো। #:-S

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

না পারভীন বলেছেন: শুকনো ঝিঙের বিচি কুচকুচে কাল , সামু ভাই ।
ঈদের আগাম শুভেচ্ছা নেন । :)

৩৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট। ঈদের শুভেচ্ছা রইলো।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ হা মা ।
ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ । ঈদ মোবারক :)

৩৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: দারুন পোস্ট ঈদের শুভেচ্ছা ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

না পারভীন বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা , দুঃস্বপ্ন কেটে যাক । ঈদ মোবারক :)

৩৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আমি বোকা মানুষ বলেছেন: গুড পোষ্ট।
ঈদ মোবারক।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ । :)

৩৮| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আমি বোকা মানুষ বলেছেন: গুড পোষ্ট।
ঈদ মোবারক।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০

না পারভীন বলেছেন: ঈদের আনন্দ জুড়ে থাকুক জীবনের প্রতিটি দিনে । ঈদ মুবারক । বোকা মানুষ । :)

৩৯| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আরুশা বলেছেন: ভিন্ন ধর্মী পোস্ট ভালোলাগলো

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২

না পারভীন বলেছেন: আমার ব্লগে স্বাগতম আরুশা ।
ঈদের শুভেচ্ছা রইল ।
ঈদ মোবারক । :)

৪০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: ডাঃ নাপাকে অনেক ধন্যবাদ আর কৃতগ্গতা। বেশ কিছু পাঠককে গল্পটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য। নিরন্তর শুভকামনা। ঈদমোবারক।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২

না পারভীন বলেছেন: :#> :#> :#>
গল্প নিজ গুনেই সুন্দর , অসম্ভব সুন্দর । আরো একটা কারণে সুন্দর তা বলা হবেনা ।
মারু কই ????
মিচিঊ মারু ।

৪১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২২

বাংলাদেশী দালাল বলেছেন:
উপস্থাপনা দারুণ লাগলো। সিলেকশন গুলোও চমৎকার। দুটি পোস্ট পড়া হয়নি।

নিশ্চয়ই মহান আল্লাহ পাক সকলের ভালো কাজের উত্তম দিবেন।

ভালো থাকুন। ঈদ মোবারক।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

না পারভীন বলেছেন: উপস্থাপনার প্রশংসা করলে মন ই ভাল হয়ে যাচ্ছে । :)
বাংলাদেশী ভাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা । ঈদ মোবারক । :)

৪২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৪

নূর আদনান বলেছেন: মন্তব্যে তো আমি মাত্র এক লাইন লেখছি, তাতেই......কিযে বলেন না আপু আপনি।

আসলে অনেক কিছুই লেখতে চাইছিলাম.........বিশ্বস করেন আমার কেমন জানি লাগে, টেনশনে পড়ে যাই, কারন সবাই ঈদগাহে ঈদের নামায পড়তেছে আর বেচারা ক্যমেরাম্যন-সাংবাদিক তা কাভার করতেছে, ডাক্তার-নার্সরা সেইদিনও রোগীদের দেখাশোনা করছে, নিরাপত্তা কর্মীরাও ডিওটি করছে। তারা হয়তো সেদিন ঈদের পোশাকে অফিসে আসবেন কিন্তু প্রিয়জনদের সাথে তো আর ওভাবে উপভোগ করতে পারবেন না?
আসলে আমার ঈদের দিন আর দশটা মানুষের চেয়ে অন্যভাবে কাটেতো, তাই কেউ আনন্দ থেকে বন্চিত হচ্ছে ভাবলে আমার খুব খারাপ লাগে।

যাহোক, যারা এমন ত্যগ স্বীকার করে সবার কাছে ঈদকে আনন্দময় করার কাজ কারেন তাদেরকে তো আমাদের সালাম জানানোই উচিৎ, তাইনা।
(তবে এই মানুষগুলো পারেনও বটে! ;) )

ভাল থাকবেন আপু ঈদরে শুভেচ্ছা রইল

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

না পারভীন বলেছেন: হুম , খুব খুশি এই মন্তব্য পেয়ে । :) আপনার ঈদের দিন সুন্দর হয়ে উঠুক এই প্রার্থনা রইল ।
ঈদ মোবারক । :)

৪৩| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

নীল-দর্পণ বলেছেন: সুন্দর কিছু লেখা পড়তে পারলাম আপনার এই পোষ্টের জন্যে।

ঈদ মোবারক :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫২

না পারভীন বলেছেন: নীল , ঈদে কি কি রান্না হচ্ছে ?
লেখা গুলো পড়ার জন্য লেখক দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ।
আর পরিবারের সবার জন্য ঈদের শুভেচ্ছা , ঈদ মোবারক । :)

৪৪| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

টুম্পা মনি বলেছেন: ভালো পোস্ট।

ঈদের শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

না পারভীন বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি , ঈদের শুভেচ্ছা রইল । ঈদ মোবারক । :)

৪৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক ডাক্তার আপু :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

না পারভীন বলেছেন: ঈদ মুবারক ডাঃ বিথি । :)
ঈদের আনন্দ জুড়ে থাকুক প্রতিটি দিনে ।

৪৬| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৪

গ্রীনলাভার বলেছেন: ঈদ মোবারক। !:#P !:#P !:#P

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

না পারভীন বলেছেন: ঈদ মুবারক গ্রীন । :) :) :)

৪৭| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৭

বাংলাদেশী দালাল বলেছেন:


ঈদ মোবারক।

সংশোধনীঃ

নিশ্চয়ই মহান আল্লাহ পাক সকলের ভালো কাজের উত্তম প্রতিদান দিবেন।

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

না পারভীন বলেছেন: ঈদ মুবারক বিডি ভাই । :) :)

৪৮| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

আমিনুর রহমান বলেছেন:



দুর্দান্ত পোষ্ট না পা !
ঈদ মোবারক !!!

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

না পারভীন বলেছেন: ব্লগার দের দুর্দান্ত পোস্টের কপি পেস্ট । :)
ঈদ মুবারক আমিনুর ভাই :)

৪৯| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

শীলা শিপা বলেছেন: প্রিয়তে নিলাম। সুন্দর পোষ্ট।

ঈদ মোবারক। :)

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ শীলা আপু । রাশ রাশ ঈদের শুভেচ্ছা । ঈদ মুবারক :)

৫০| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার পোস্ট আপু । প্রত্যেক টা পোস্টই ভিন্ন ধরণের । কয়েকটা পড়েছি । বাকি গুলো ও পড়ব ।

ঈদ মুবারক । :)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া । ৫ম বার লিখছি উত্তর । নেট যে কি করছে বুজি না । লেট ঈদ মুবারক :)

৫১| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

নীল-দর্পণ বলেছেন: আমি শুধু রোস্ট রান্না করেছিলাম :P

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

না পারভীন বলেছেন: গুনবতী নীল , আমি ঈদের দিন কাউকে কষ্ট দিই নাই । ঈদ শেষে কাল রান্না ঘরে রান্না করলাম । দেখতে সুন্দর না হলেও সবাই রান্নার ব্যাপক প্রশংসা করেছে । :) :)

৫২| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

নীল-দর্পণ বলেছেন: ওওউ....ছবি দেখতে পারলে আরো ভাল লাগতো :)

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২

না পারভীন বলেছেন: ব্লগের এত বড় বড় রন্ধন শিল্পীর সামনে ছবি দেওন যাইব না :P

৫৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডাক্তার আপা ... :)

১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৭

না পারভীন বলেছেন: পোস্ট লিখেছ কষ্ট করে তুমি , ভাল লেগেছে আরও সবার মত আমার , ধন্যবাদ যা প্রাপ্য সবই তোমার ।

"তোমারে যা দিয়েছিনু , সে তোমার ই দান । " B-)

৫৪| ১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪১

না পারভীন বলেছেন: এই পোস্ট কে তখন নির্বাচিত পাতায় স্থান দেওয়ার জন্য মডুদের ধন্যবাদ ।

১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪১

না পারভীন বলেছেন: B-)

৫৫| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

আমিভূত বলেছেন: আপা আগেই পড়েছিলাম ,কিন্তু আলসেমির কারনে মন্তব্য করা হয়নি :(

আমার প্রিয় পোস্ট এটা :)

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০১

না পারভীন বলেছেন: হাহাহা , এরকম হয় । বিশেষত অফ লাইনে থাকলে । ;) =p~ পোস্ট প্রিয় বলাতে ব্যাপক খুশি হলাম ভূত মনি । B-)

৫৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিলেক্টেড সব গুলি লিখাই অসাধারন ! ++++++++++++++

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৫

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই । ঈদোত্তর শুভেচ্ছা রইল । :)

৫৭| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চিলিম ফিগারের মোবাইল জিনিষটা কি ?? :|

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

না পারভীন বলেছেন: এক্টা মুপাইল কিনলাম , এই নিয়া আমার বন্ধু দ্বয় হাসাহাসি করতেছে ।

৫৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

বোকামন বলেছেন:
মূল পোস্টটি খুব ভালো লাগলো এবং শেষের কথাগুলো মন ছুঁয়ে গেল ....।

ভালো থাকবেন।
আস সালামু আলাইকুম

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

না পারভীন বলেছেন: অয়ালাইকুম আসসালাম বোকা মন ভাই ।
আপনার ক্রমাগত উতসাহ ব্লগ লেখার পাথেয় হয়ে আছে । :)
ধন্যবাদ , আপনিও ভাল থাকবেন । :)

৫৯| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

রেজোওয়ানা বলেছেন: একটাও পড়া হয়নি!

ভাল হলো লিংক পেয়ে!


শুভেচ্ছা পারভিন ....

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

না পারভীন বলেছেন: একটি ও পড়া হয়নি জেনে ভাল লেগেছে আপু । আশা করছি , আপনার ভাল লাগবে ।

আপনাকেও ধন্যবাদ আর শুভ কামনা । :)



৬০| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৫

খেয়া ঘাট বলেছেন: চলে যায় বসন্তের দিন.............................

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

না পারভীন বলেছেন: বসন্ত
তোমার মিষ্টি লাল গোলাপ
উথালি পাথালি হাওয়া
কোকিলের ডাক
ওর ভগ্ন হৃদয়ের
কার্ডিয়াক আউটপুট বাড়াতে গিয়ে দেখে
ইজেকশন ফ্রেকশন লো
কিছুটা রেসপিরেটরি ডিসট্রেস নিয়ে
দম বন্ধ হওয়া ভাল লাগা নিয়ে
তোমার স্নিগ্ধ চাঁদের আলোয়
ঝলসে যেতে যেতে
তবুও করে ও বসন্তের বন্দনা ।।

তুমি ওর কাছে চলে যাও
তোমার জন্য শ্রেষ্ঠ গান টি এখনো যে রচিত হয়নি ।




শুভকামনা... রইল খেয়া ঘাট । বসন্তকে আদেশ দিলাম , চলে যাবে আপনার কাছে । দেখেন আজ আপনার পাশে বসন্ত । আমরা ভাদ্রে আছি । একেবারে কাবাব ।

৬১| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট... :)

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

না পারভীন বলেছেন: থ্যাঙ্কু জহিরুল ভাই । ২ টি নোটিফিকেশন ও পেলাম । ধন্যবাদ আবারো ।
ভাল থাকবেন । :)

৬২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

এম এম কামাল ৭৭ বলেছেন: ২. আপা আর একটা কাজল রেখার জন্য অপেক্ষা করে আছি...........



১. একটা অনুরোধঃ

আজ মন ভাল নেই


এই শিরঃনামটা কি পরিবর্তন করা যায় না?

আপা ১ নং অনুরোধটা করার জন্যই লিখলাম। ২নং টা আমার প্রতীক্ষা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

না পারভীন বলেছেন: হাহাহা , অবশ্যই যায় । কি লিখবো ? আজ মন ভাল ?, কেন যেন আজ মন ভাল । আপনি এরকম কাল্পনিক লেখা কিভাবে লেখেন যা আজ পড়ে এলাম ।


ব্যস্ত তা আমাকে দেয়না অবসর টাইপের হয়ে গেছি । তার মধ্যে যা এক লিখা লিখতে চেয়েছিলাম , তার জন্য একটা সরঞ্জামের প্রয়োজন ছিল , তা যার কাছ থেকে চেয়েছি , তাঁর দয়া না হলে কবে যে লেখা আসবে বলতে পারছিনা ।


আরেকটা কথা কাজল রেখার শ্রেষ্ঠ মন্তব্য আপনার নি;সদেহে আমার ব্লগীয় জীবনে শ্রেষ্ঠ মন্তব্য , বুঝতেই পারছেন , বিরাট লজ্জায় পড়ে তা দিতে পারিনি । অনেক শুভকামনা । মনে করার জন্য ধন্যবাদ ।

৬৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

রাশেদ অনি বলেছেন: অনেক সুন্দর পোস্ট।+++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ অনি । আমার ব্লগ বাড়িতে স্বাগতম । অনেক শুভকামনা রইল । :) :)

৬৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মেলবোর্ন বলেছেন: আসসালামু আলাইকুম ডাক্তার আপু কোথায় অনেকদিন খবর নাই। সব ঠিক তো?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

না পারভীন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম । অনেক ধন্যবাদ মেলবোর্ণ , আমার খোঁজ খবর নিতে এসেছেন বহু দিন পর । আমি আছি একরকম । বুড়ো হয়েছি । সংগে জুটেছে বয়সী কিছু সমস্যা । রোগ শোক আল্লাহর তরফ থেকে পরীক্ষা । এতে পাপ ও কাটা যায় । তাই সেগুলোকে নিয়ে আনন্দে থাকার চেষ্টায় আছি । ভাবী কেমন আছেন ? আপনি কেমন আছেন ।

৬৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: ৬ ই আগস্ট দুই হাজার তেরো,
এবার দয়া করে কিছু ছাড়ো। ( ছাড়েন হবে, ছন্দের জন্য ছাড়ো , লিখলাম)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

না পারভীন বলেছেন: ৭ অক্টোবর
সে পর্যন্ত অপেক্ষা কর । :)

৬৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ জন্মদিন।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সোনাবীজ ভাইয়া । :)

৬৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

ইখতামিন বলেছেন:
শুভ জন্মদিন ~~~ !:#P !:#P

বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৯

না পারভীন বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই । ভাল লাগল , কবিতা ।





বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

৬৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

নেক্সাস বলেছেন: shuvo jonmodin

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২০

না পারভীন বলেছেন: থ্যাঙ্কস নেক্সাস ভাইয়া । শুভ কামনা রইল । :)

৬৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২

ইখতামিন বলেছেন:
হাহাহা. পারভীন আপা.. :)
এটা কবিতা নয় তো.....
এটা একটা গান.. শিরোনামহীনের..

//তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।// এর পরের ভার্সন এইটা :)



০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

না পারভীন বলেছেন: ইখতামিন ভাই , গান পেয়ে ধন্য হলাম । আপনি আমার রিসেন্ট পোস্ট দেখেছেন ? তুমি চেয়ে আছ তাই , গান টা দিয়েছি ।


আবারো ধন্য বাদ ।

৭০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

বৃষ্টিধারা বলেছেন: কিছু ই বলার মত নেই ।

ভালো আছেন ?

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৪

না পারভীন বলেছেন: আমার কিছু বলার আছে ,সেটা আসলে কি বলার মত কিনা জানিনা ।

গতকাল আপনার ব্লগ ঘুরে এলাম । একটা মন্তব্যের রেশ ধরে । মনে মনে ভাবলাম আহা এই মন্তব্য পাওয়া না গেলে এই মিষ্টি আপুর সন্ধান পাওয়া যেতনা ।
আপনার শিশু কেমন আছে ?
অনেক অনেক শুভকামনা রইলো ।

৭১| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

বৃষ্টিধারা বলেছেন: আমার মেয়ে মজাতে আছে ...... এখন তো ওর সব কিছুতেই মজা ...... :)

কাল কে ও নিজে নিজে দুপুরের খাওয়ার সময় কলা ছিলে খাচ্ছিলো,আমি বল্লাম সব টা না খেলে মাইর আছে কপালে । ও একটু খেয়ে আর খাবে না,লাফ দিয়ে বাবার কাছে গিয়ে বলে-'বাবা একটু খেয়ে ফেলো না,আম্মু আমাকে বকা দিবে তো'!!!

বুঝেন তাহলে কেমন আছে ও আর আমি ।

ভালো থাকবেন আপু । :)

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

না পারভীন বলেছেন: হাহাহা , বুদ্ধি আছে মাশাল্লাহ :) :)
অনেক দোয়া রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.