নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাহ্যিক কোন চাপ না থাকলে আমি আমার মত। \nবি.দ্র‍.:অতিরিক্ত চাপে মাথা আউলাইয়া যায়।

পিয়াস সরকার অসীম

রোবট, অনেকটা মানুষের মত দেখতে।

পিয়াস সরকার অসীম › বিস্তারিত পোস্টঃ

টাকা পয়সা আজকে আছে, তো কালকে নাই

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০

প্রতি মাসের শুরুতেই অনেক চিন্তাভাবনা,
মাসের টাকা পেয়ে একটা টাকাও এদিক সেদিক
খরচ করব না।
কিন্তু টাকা পাওয়ার পর যেই সেই,
৭দিনের মধ্যে টাকা পয়সা সব শেষ।
এভাবেই মাস আসে, মাস যায়, কিন্তু
আমরা বেহিসাবি হয়েই রয়ে যাই।
চিন্তা করলাম বিল গেটস এর একটা বড় ফটো
রুম এ টাঙ্গিয়ে রাখব। প্রতিবার তার দিকে তাকালে হয়তবা খরচা পাতি কিছুটা কমতে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা......
টাকা এমনই
ধরেন একশ টাকা ভাঙ্গালেন তার থেকে দশটাকা খরচ করলেন
পরে দেখা যায় একশ টাকাই ভেনিস

খরচ যে কেমন করে হয়ে যায়... যেমন আসে টাকা হাতে তেমন চলেও যায় নিভৃতে

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮

পিয়াস সরকার অসীম বলেছেন: ঠিক বলেছেন, কাজী ফাতেমা।
টাকা পয়সা একটা অদ্ভুত জিনিস।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: হাহাহা...

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: ঠিক ঠিক।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:৪২

ফেরদৌসা রুহী বলেছেন: এমনি হয়। কিভাবে যে খরচ হয়ে যায় টাকা কিছুই বুঝিনা।

৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪

পিয়াস সরকার অসীম বলেছেন: হা।

৭| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: টাকা খরচ করার জন্যেই। খরচ যদি ঠিকমত করতে পারেন, তবে চিন্তা নেই।
শিরোনামে ঠিকই বলেছেন, টাকা আজ আসবে কাল যাবে, হাতে থাকবেনা। তবে যাওয়া আর আসাটা যেন সৎ পথে হয়, এটাই কাম্য।

৮| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৩

হাইজেনবার্গ ০৬ বলেছেন: টাকা পয়সার এক্টা তাপ থাকে, অনেকের এ তাপ সহ্য হয় না, তাই বেশী খরচ করে। ;)

৯| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

পিয়াস সরকার অসীম বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ খায়রুল আহসান। অসৎ পথের সন্ধান এখনও পাইনি। পেলে সৎ থাকতে পারব কিনা জানিনা। দোয়া করবেন যেন যাওয়া আসাটা ভাল থাকে সারাজীবন।

১০| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

পিয়াস সরকার অসীম বলেছেন: হাইজেনবার্গ ০৬, অনেকটা আমার বাবার মত বললেন। আমার বাবার দেওয়া অনেক বাণীর মধ্যে একটি, "চরিত্র‍বান হওয়াটা যেমন জরুরি, মিতব্যয়ী হওয়াটাও তেমন জরুরি। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.