নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

.................৪২

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

পুলসিরাত পার হবার পূর্বে
তোমার সাথে একবার
মদ বিনিময় সভা করতে চাই। এরপরে-
মাতাল হয়ে ইশ্বরকে জানিয়ে দিবো-
আমাদের প্রেম কেমন ছিলো।
একমাত্র ওসময়ই আমি সত্য বলি....


(২২ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

রোষানল বলেছেন: গেয়েন্দা বিভাগ জানায়, ‘‘আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জঙ্গিদের তৎপরতা যেমন পর্যবেক্ষণ করি, তেমনি কিছু ব্লগারের লেখালেখি এবং তৎপরতাও পর্যবেক্ষণ করছি৷ আর তাতে মনে হচ্ছে দু'টি গোষ্ঠী দাড়িয়েছে যারা সংখ্যায় অল্প হলেও তারা আতঙ্কের৷ একটি গ্রুপ ব্লগার হত্যার জন্য যেন ওঁত্‍ পেতে আছে৷ আরেকটি গ্রুপ যেন ধর্ম অবমাননার পণ করেছে৷''

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

পথেরদাবী বলেছেন: আপনাকে ধন্যবাদ আগাম হুমকি দেয়ার জন্য। আপনার জন্য ভালোবাসা..

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

আমি আবুলের বাপ বলেছেন: এই সব মদারুদের জন্যই মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমানো হয়েছে।যাতে এভাবে মদ খেয়ে আলতু ফালতু কবিতা লিখতে পারে।

মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমানোর যুগান্তকারী সিদ্ধান্তে সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

পথেরদাবী বলেছেন: অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠক পেলে আমার আর কিছুর দরকার নেই। আপনার জন্যও ভালোবাসা....

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

বিপরীত বাক বলেছেন: এতো আবেগের বহিঃপ্রকাশ।।
অতো সিরিয়াসলি নিচ্ছেন কেন??
আর তাছাড়া এটা প্রমাণিত সত্য যে মাতাল অবস্থায় মানুুষ মিথ্যে বলতে পারে না।। পাড় মাতাল হলে সব সত্য, কষ্ট, দুঃখ, হতাশা, রাগ গলগল করে বেরিয়ে আসে।। মানুষের আসল রুপ প্রকাশ পায়।।

বরং নামাজ পড়তে যাচ্ছে এমন অনেক লোক কে দেখেছি নিজের স্বার্থ উদ্ধারের জন্যে অবলীলায় মিথ্যে বলছে,, বা সমানে ঘুষ খাচ্ছে (যেমনঃ বিআরটিএ, ক্স্টমস, সিটি করপোরেশন)।।। য

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.