নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

...............................৪৯

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

চলমান বাসে-
বিপরীতে বসে থাকা একা তরুনীর চোখ দেখি,
চোখে চোখে কথা বলি। বলি তাকে এমন ভূতুড়ে রাতে-
ওভাবে যেও না একা, ওরা ক্ষুধার্ত।
তরুনীও উত্তর দেয়, চোখে চোখে।
বলে ওঠে-
যুবক, আমাকেতো খেয়ে আটি ভেবে রেখে যেতে পারে
কিন্তু তোমাকে? তুমিও যুবক, একা চলো না।

তারপরে মাঝপথে নেমে পড়ি,
অন্ধকার সরুপথে কোনো কিছু দেখা যায় না, শুধু
চোখের সামনে ধারালো কি যেনো চকচক করে ওঠে;
খুব তীব্র তীক্ষ্ণ কিনকিন শব্দে কানটা বন্ধ হয়ে আসে,
গা শিরশির করে, ভাবি তরুনীর সে চোখের কথা।
অবশ্য পরে বুঝি,
খুনের ঈদের এমন রাতে ওটা ছিলো দৃষ্টভ্রম।

(৩১ অক্টোবর ২০১৫, কারওয়ান বাজার/পল্টন)

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: “খুনের ঈদের এমন রাতে ওটা ছিলো দৃষ্টভ্রম ” - অর্থ কি ? বুঝতে পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.