নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

সূর্য সারথি কৃষ্ণচূড়া

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

আমি দেখছি-
আমাদের এ ভদ্র পল্লিতে যে যতো বেশি বেহায়া,
তার ভবিষ্যৎ তত বেশি উজ্জল। সাদা অথবা নীল
কলার কাঁধে চেপে তারা পার হয়ে যায়-
স্বপ্নের পুলসিরাত এবং তাদের জন্য,
শুধুমাত্র তাদেরই জন্য কাঁটাহীন সে পথে স্বর্গের
গোলাপ পাপড়ি আশির্বাদ রুপে বিছিয়ে দেয়
শয়ঙ ভাগ্য বিধাতা।

অথচ,
এমন নির্লিপ্ত সময়ে এখনো যারা সূর্যের ন্যায়
প্রতিদিন ঠিকঠিক জ্বলে ওঠে তাদের জানালায়
অপেক্ষা করছে এক নিশ্চিত অন্ধকার।
এটাই বাস্তব, কিন্তু সত্য নয়।

সত্য তো তা-
যখন জানালার ফাঁক গলে
অন্ধকার ঢুকে যাবে জেনেও
খিল লাগিয়ে বসে থাকে না
সময়ের সূর্য সারথি কৃষ্ণচূড়ার দল,
অপেক্ষায় থাকে না
সে গুমোট অন্ধকার মাড়িয়ে বের হতে,
রাঙাতে ফাগুন ছাড়াও সম্ভাবনার প্রতিটি সকাল।
আফসোস- তারাই এখন সব থেকে
অচ্ছুত আর অস্পৃশ্য।

(১৭ জানুয়ারি ২০১৬, পল্টন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.