নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

পেন্ডুলাম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২

যতোটা নীরবে নদী বয়ে যায়
কোন গর্জন ছাড়া
তার মতো একটু নীরবে হাঁটতে চাই,
লিখতে চাই বিষাদের সব গান।

মনে হয় মাঝে মাঝে
সকল বাদানুবাদ পেছনে ফেলে
ছুঁটে যাই নদী বুড়িগঙ্গার পাড়,
আর শোক সভার আয়োজন করি
মৃত নদীটার।

তবু-
বুদ্ধিজীবির খোলস খসে পড়া দেখে
ক্রোধে ক্রোধে চোখ পোড়ে,
ভাবতে থাকি-
কতোটা বন্ধ্যা হয়েছে সময়
কতোটাইবা নিথর।

এমন বেদনার রাত বাড়লে পরে,
পেন্ডুলাম দোলাই, গান গাই-
“আমি ঠিক, না হয়
এই বন্ধ্যা সময়”।

(১৯ ফেব্রুয়ারি ২০১৬, পল্টন)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: দারুন প্রাসঙ্গিক কবিতা।
++++

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

জ্যোস্নার ফুল বলেছেন: “আমি ঠিক, না হয়
এই বন্ধ্যা সময়”।


আপনি জাত কবি, একটা একটা করে সব গুলাই পড়ছি

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

উল্টা দূরবীন বলেছেন: আমি ঠিক, নাহয় এই বন্ধ্যা সময়।

ভাল্লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.